06/11/2021
১/ সিলেটের এক সুন্দরী অবিবাহিত দ্বীনদার বোন আছেন, বয়স ২২। ২ বছর আগে একটি জরায়ু অপারেশন হয়েছিল। অপারেশন শেষে ডাক্তার জানান উনি কখনই মা হতে পারবেন না। এর পর ২ বছরে অনেক পাত্রের প্রস্তাব এসেছিল, যখনই শুনতে পায় পাত্রী কখনই মা হতে পারবে না, তখনই বিয়েটা আর হয়ে উঠে না। কে তাকে বিয়ে করবে? এই দুশ্চিন্তায় পুরো পরিবার হতাশায়!
২/ সিলেটে পাশের এলাকাতেই আরেক দ্বীনদার ভাই আছেন,বয়স ২৮। বিবাহের ৪ বছরের মাথায় স্ত্রী রোড এক্সিডেন্টে মারা যান। কিন্ত সংসারে রয়ে গেছে ২ টি ছেলে সন্তান। ভাইটি বড় একটি চাকরি করেন। সারাদিনের ব্যস্ততায় বাচ্চাদের দেখাশোনা করতে পারছেন না।
১ নম্বরের সেই বোনটির জন্য ২ নম্বর ভাইটিই পার্ফেক্ট। এতে করে ভাইটি আবারো স্ত্রী পাবে, তার সন্তানের দেখাশোনার মানুষ হবে। আর সেই বোনের বিবাহ হবে, সারাজীবন আর অবিবাহিত বা নিঃসন্তান হয়ে থাকা লাগবে না।
কিন্ত বোনটি এমন পাত্র কোথায় খুজে পাবে যার স্ত্রী মারা গেছেন?
খুব সহজ। অর্ধেকদ্বীন ডটকমে প্রবেশ করে বিপত্নীক সিলেক্ট করে সিলেট ফিল্টার করে সার্চ দিবে। তারপর এমন সব সিলেটি দ্বীনদার পাত্রের বায়োডাটা দেখতে পাবে যাদের স্ত্রী মারা গেছেন!
কত বড় একটি সমস্যার কত সহজ একটি সমাধান!! আপনার আশেপাশে এমন দ্বীনদার পাত্র-পাত্রীদের সন্ধান থাকলে, অর্ধেকদ্বীনের সাথে পরিচিত করিয়ে দিতে পারেন। হয়ত আপনার উসিলায় উনার বিবাহের ব্যবস্থা হবে।
অর্ধেকদ্বীন এমন মানুষদের স্বপ্ন পূরণ করতে চায়, যারা স্বপ্ন দেখতেও ভয় পায়।
সবাই OrdhekDeen.com পেজটি লাইক দিয়ে রাখুন।
জাঝাকুমুল্লাহ খাইরান।