Assistant District Public Health Nurse, Civil Surgeon Office, Cox's Bazar

Assistant District Public Health Nurse, Civil Surgeon Office, Cox's Bazar Work For Public Health of Cox's Bazar District

 #অনলাইন রিপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ⏰বাংলাদেশ সরকারের একটি বৃহৎ তথ্যভান্ডার। যার মাধ্যমে সকল মন্ত্রণালয়, দপ্তর/অধিদপ্ত...
01/06/2025

#অনলাইন রিপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম

⏰বাংলাদেশ সরকারের একটি বৃহৎ তথ্যভান্ডার। যার মাধ্যমে সকল মন্ত্রণালয়, দপ্তর/অধিদপ্তর, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়নের প্রতিবেদন তৈরি, প্রেরণ ও গ্রহণ করা সম্ভব। তৈরিকৃত প্রতিবেদন স্বয়ংকৃতভাবে সংকলিত হয়ে ঊর্ধ্বতন অফিসে প্রেরিত হয়। সিস্টেমটি ব্যবহারে সরকারি কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, সময় বাঁচবে, খরচ কমবে ও জটিলতা হ্রাস পাবে। সিস্টেমের ড্যাশবোর্ডের মাধ্যমে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে ।

 #জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ #এবারে প্রতিপাদ্য বিষয় 🍉শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাদ্য সর্বজনীন 🍉 #জাতীয় পুষ্টি সপ্তাহ উপ...
01/06/2025

#জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫
#এবারে প্রতিপাদ্য বিষয়
🍉শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাদ্য সর্বজনীন 🍉
#জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কক্সবাজার পৌর প্রিপারেটরি স্কুলে শিশুদের চিত্রাঅঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ 🎨🎨

🍊শিশুদের জন্য পুষ্টির প্রয়োজনীয়তা
🍒বাচ্চাদের বৃদ্ধি এবং বিকাশের জন্য, ভিটামিন, খনিজ, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং চর্বি সমন্বিত একটি সুষম খাদ্য গুরুত্বপূর্ণ।
🍒বাচ্চাদের বয়সের উপর ভিত্তি করে বিভিন্ন পুষ্টির চাহিদা থাকে এবং তারা বড় হওয়ার সাথে সাথে তাদের খাবারের পছন্দগুলি পরিবর্তিত হয়। তাদের বিকাশে সহায়তা করার জন্য পুষ্টির সুবিধাগুলি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
🍒বাচ্চাদের ক্রমবর্ধমান বয়সে শক্তিশালী এবং সক্রিয় হওয়ার জন্য একটি স্বাস্থ্যকর খাদ্যের প্রয়োজন।

🍊স্বাস্থ্যকর খাদ্যের সুবিধা হল:

🍓দীর্ঘস্থায়ী শক্তি
🍓 মস্তিষ্কের উন্নয়ন
🍓পেশী শক্তি বাড়ায়
🍓ত্বক, দাঁত ও চোখ সুস্থ রাখে
🍓অসুস্থতা প্রতিরোধ করে
🍓রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
🍓পরিপাকতন্ত্রের কাজে সাহায্য করে

🍊শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবার :
🍓ফল:
প্রতিদিন সকালে বা সন্ধ্যায় নাস্তা হিসেবে তাজা মৌসুমি ফল দিন।
🍓শাকসবজি
বেশিরভাগ বাচ্চারা শাকসবজি খেতে চায় না। তাদেরকে গল্পের ছলে বুঝিয়ে বলুন শাকসবজি তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
🍓দুগ্ধ
অন্যান্য খাবারের তুলনায় দুগ্ধজাত খাবারে ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে।

🍊শিশুদের জন্য বর্জনীয় /অপ্রয়োজনীয় খাবার:🍫🧁
🍓অতিরিক্ত চিনি:
শিশুদের খাবারে চিনি যোগ করলে স্থূলতা এবং দাঁত ক্ষয় বাড়তে পারে।
🍓ড্রিংকস এবং এনার্জি ড্রিংকস এড়িয়ে চলুন।
🍓ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট এড়িয়ে চলুন।
🍓অতিরিক্ত সোডিয়াম
বাইরের প্যাকেটজাত খাবারে অতিরিক্ত সোডিয়াম থাকে তা শিশুর খাবারের তালিকা রাখবেন না।

 #নিরাপদ মাতৃত্ব রক্ষার্থে মিডওয়াইফ সর্বদা  সচেষ্ট ❤️ #উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চকরিয়া  #প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আ...
01/06/2025

#নিরাপদ মাতৃত্ব রক্ষার্থে মিডওয়াইফ সর্বদা সচেষ্ট ❤️
#উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চকরিয়া
#প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমাদের দক্ষ অভিজ্ঞ মিডওয়াইফ টিম সম্পন্ন করেছে ১দিনে ১২টি প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারি।
#নিবেদিত প্রাণ মিডওয়াইফ টিমকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ♥️♥️
#আস্থা রাখুন, ভরসা রাখুন, প্রাতিষ্ঠানিক ডেলিভারির উপর, মিডওয়াইফদের উপর 😇😇

বর্তমান সময়ে ডায়াবেটিস এবং হাইপার টেনশনের কারণে মৃত্যুর ঝুঁকি বেড়ে যাচ্ছে বহুগুণ। জীবন ধারার কিছু পরিবর্তন আনার মাধ্য...
20/04/2025

বর্তমান সময়ে ডায়াবেটিস এবং হাইপার টেনশনের কারণে মৃত্যুর ঝুঁকি বেড়ে যাচ্ছে বহুগুণ। জীবন ধারার কিছু পরিবর্তন আনার মাধ্যমে খুব সহজেই আমরা এ ঘাতক রোগ থেকে পরিত্রাণ পেতে পারি।

🍄🍄জীবনধারা পরিবর্তন এর কিছু কৌশল:

🌿স্বাস্থ্যকর ডায়েট:

একটি সুষম এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা, চর্বিহীন খাবার, প্রোটিন, ফল, শাকসবজি এবং গোটা শস্যের উপর মনোযোগ দেওয়া এবং লবন গ্রহণ সীমিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

🌿নিয়মিত ব্যায়াম:

নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ যেমন দ্রুত হাঁটা, জগিং, সাঁতার কাটা বা সাইকেল চালানো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এবং রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে।

🌿ওজন ব্যবস্থাপনা:

খাদ্য এবং ব্যায়ামের সমন্বয়ের মাধ্যমে একটি স্বাস্থ্যকর ওজন অর্জন এবং বজায় রাখা অপরিহার্য।

🌿অ্যালকোহল এবং ধূমপান ত্যাগ করা:

অ্যালকোহল গ্রহণ এবং ধূমপান ত্যাগ করা সামগ্রিক স্বাস্থ্যে অবদান রাখে।

🌿স্ট্রেস ম্যানেজমেন্ট:

স্ট্রেস-হ্রাস করার কৌশল অনুশীলন করা, যেমন ধ্যান, গভীর শ্বাস বা যোগাসন, স্ট্রেস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।

🍄🍄 নিয়মিত পর্যবেক্ষণ:

🌿রক্তের গ্লুকোজ পর্যবেক্ষণ:

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিতভাবে তাদের রক্তের গ্লুকোজের মাত্রা নিরীক্ষণ করতে হবে।

🌿রক্তচাপ পর্যবেক্ষণ:

উচ্চ রক্তচাপ নিরীক্ষণের জন্য নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়িতে রক্তচাপ পর্যবেক্ষণ ডিভাইস সহায়ক হতে পারে।

🍄🍄নিয়মিত চেক-আপ:

স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সাথে নিয়মিত ফলো-আপ অ্যাপয়েন্টমেন্টগুলি অগ্রগতি মূল্যায়ন, ওষুধ সামঞ্জস্য করতে এবং যে কোনও উদীয়মান সমস্যা সমাধানের জন্য অপরিহার্য।

ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ দুটি দীর্ঘস্থায়ী রোগ যা ঘনিষ্ঠভাবে জড়িত। নিয়মতান্ত্রিক জীবন যাপনই পারে এ সকল ঘাতক ব্যাধি থেকে শরীরকে মুক্ত রাখতে।

 #নার্সিং এবং মিড ওয়াইফারী কার্যক্রম পরিদর্শন  #উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চকরিয়া ☘️দলগত কাজ বা টিম ওয়ার্ক ☘️একসাথে ...
16/04/2025

#নার্সিং এবং মিড ওয়াইফারী কার্যক্রম পরিদর্শন
#উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চকরিয়া

☘️দলগত কাজ বা টিম ওয়ার্ক ☘️
একসাথে দলবেধে বা টিম হয়ে কাজ করলে অনেক সমস্যার দ্রুত সমাধান বের করা যায়। এছাড়াও নানা ধরনের নতুন নতুন ভাবনা তৈরি হয় । যে কাজগুলাে সফলভাবে করলে তৈরি হবে কার্যকর ও কর্মদক্ষ একটি টিম বা দল।
♦️টিম লিডারের উল্লেখযোগ্য ৫টি ভুল হলাে♦️

১. না ভেবে কাজ শুরু করা
২. পর্যাপ্ত সাহস না থাকা
৩. অল্পতেই রেগে যাওয়া
৪. সবার কাছ থেকে সম্মান পাবার প্রত্যাশা করা
৫. দলের সদস্যদের নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা

📍ইতিবাচক মানসিকতা অর্জনের এবং টিম ওয়ার্কের ১৫টি গুরুত্বপূর্ণ কৌশল📍

০১. লক্ষ্য ঠিক করে কাজ বন্টন করা
০২. সময়ের সঠিক মূল্যায়ন করা
০৩. সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা
০৪. আত্মবিশ্বাস বৃদ্ধি করা
০৫. সকলের মধ্যে একাত্মবােধ গড়ে তােলা
০৬. সবার সাথে সমান আচরণ করা
০৭. টিমের কাজের মধ্যে উদ্যম, সৃজনশীলতা ও নতুনত্ব আনার চেষ্টা করা
০৮. নিজের কাজ নিজে নিজে করার চেষ্টা করা
০৯. অন্যেদের কাজে সাহায্য করা
১০. ভুল স্বীকার করার মানসিকতা থাকা
১১. সম্ভাব্য যেকোন ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকা
১২. টিমের যেকোন সমস্যা ও দ্বন্দ্বের সমাধান করা
১৩. টিমের সকল সদস্যের পরামর্শকে গুরুত্ব দেয়া
১৪. একজন দলনেতাকে মেনে নেয়ার মানসিকতা থাকা
১৫. কোন সমালোচনা না করা

🍁যেকোনাে কাজে সাফল্যের জন্য ভালাে টিমওয়ার্কে কোনাে বিকল্প নেই। ঠিক তেমনি আমাদের নার্সিং এবং মিড ওয়াইফারী কার্যক্রমের ক্ষেত্রে এভাবে টিমওয়ার্ক সম্পর্কে ভালাে ধারণা রাখার পাশাপাশি, ভালাে একজন টিম মেম্বার হতে পারলেই স্বাস্থ্য সেবায় সেবা গ্রহিতাদের আত্মবিশ্বাস অর্জন করাটা অনেক সহজ হয়ে ওঠবে, পাশাপাশি নার্স এবং মীডওয়াইফদের গ্রহণযোগ্যতা বাড়বে আরো বহুগুন❤️❤️

 #বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ উদযাপন।  #সিভিল সার্জন কার্যালয়, কক্সবাজার । বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত এবারের প্রতি...
11/04/2025

#বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ উদযাপন।
#সিভিল সার্জন কার্যালয়, কক্সবাজার ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে
‘❣️জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত❣️’।

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,

☘️মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে স্থানীয় ও আন্তর্জাতিক সকল স্তরের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, ‘২৪ এর গণ-অভ্যুত্থান পরবর্তী গঠিত অন্তর্বর্তী সরকার নারী ও শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে একটি সুরক্ষিত ও আলোচিত জাতি হিসেবে বাংলাদেশকে বিশ্বে দাঁড় করাতে অঙ্গীকারবদ্ধ।’

☘️তিনি আরও বলেন, ‘মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু কমানোর লক্ষ্যে অধিকতর কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের ক্ষেত্রে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এ জন্য জাতীয় ও আন্তর্জাতিক সকল পর্যায় থেকে সম্মিলিত প্রয়াস জরুরি।

11/04/2025

২০২৫ সালের পবিত্র হজে গমন ইচ্ছুক সম্মানিত হজ যাত্রীগণ এর মেডিকেল চেকআপ বোর্ড কার্যক্রম এবং টিকা প্রদান আগামী ১৩ ই এপ্রিল রোজ রবিবার হতে ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ে চলমান থাকবে।
যে সকল সম্মানিত হজযাত্রী হজ রেজিস্ট্রেশন করার সময় টিকা প্রদানের জেলা কক্সবাজার নির্বাচন করেছিলেন কেবলমাত্র তারাই কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ে টিকা প্রদান এবং মেডিক্যাল চেকআপ বোর্ডে অংশগ্রহণ করতে পারবেন।
টিকা প্রদানের জন্য সম্মানিত হজ যাত্রীগণকে পিআইডি নম্বর এবং Vaccination District: Cox’s Bazar উল্লেখ সম্বলিত ই-হজ্ব প্রোফাইল ফরম প্রিন্ট করে এর সাথে গত তিন মাসের মধ্যে সম্পন্ন নিম্নলিখিত পরীক্ষা সমূহের রিপোর্ট সঙ্গে আনতে হবে। যে কোন সরকারি হাসপাতাল বা সরকার অনুমোদিত স্বনামধন্য বেসরকারি হাসপাতাল এর রিপোর্ট গ্রহণযোগ্য হবে।
১। Urine R/M/E
২। Random Blood Sugar (R.B.S)
৩। Chest X ray P/A view (রিপোর্ট সহ)
৪। ECG (রিপোর্ট সহ)
৫। Serum Creatinine
৬। Complete Blood Count (CBC e ESR)
৭। Blood Grouping with Rh Typing.
** NID Card বা অন্য কোন বৈধ ডকুমেন্টে ব্লাড গ্রুপ স্পষ্ট ভাবে লেখা থাকলে ব্লাড গ্রুপিং পরীক্ষাটির রিপোর্টের বদলে উক্ত ডকুমেন্ট হলেও চলবে

রাজকীয় সৌদি সরকারের হজ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গুরুতর মানসিক রোগী, প্যারালাইজড অথবা প্রতিবন্ধী ব্যক্তি যারা স্বাধীনভাবে চলাফেরা করতে অক্ষম, গুরুতর ক্যান্সার আক্রান্ত রোগী, ডায়ালাইসিস করতে হয় এমন কিডনি রোগী, গুরুতর হৃদরোগে আক্রান্ত রোগী হজে গমন করতে পারবেন না বিধায় উক্ত রোগ সমূহ থাকলে তাদের হজ মেডিকেল বোর্ড হতে ছাড়পত্র ও টিকা প্রদান করা হবে না।

 #স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন  #সিভিল সার্জন কার্যালয়, কক্সবাজার। #স্বাধীনতা তুমিরবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।স্বাধ...
26/03/2025

#স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন
#সিভিল সার্জন কার্যালয়, কক্সবাজার।

#স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা তুমি
ফসলের মাঠে কৃষকের হাসি।
স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
স্বাধীনতা তুমি
মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।
স্বাধীনতা তুমি
অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
স্বাধীনতা তুমি
বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা তুমি
চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।
স্বাধীনতা তুমি
কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।
স্বাধীনতা তুমি
শ্রাবণে অকূল মেঘনার বুক
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।
স্বাধীনতা তুমি
উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।

 #বিশ্ব যক্ষা দিবস ২০২৫  #সিভিল সার্জন কার্যালয়, কক্সবাজার।  #এবার দিবসটির প্রতিপাদ্য– ‘হ্যাঁ আমরা যক্ষ্মা নির্মূল করতে...
25/03/2025

#বিশ্ব যক্ষা দিবস ২০২৫
#সিভিল সার্জন কার্যালয়, কক্সবাজার।
#এবার দিবসটির প্রতিপাদ্য– ‘হ্যাঁ আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’ (Yes! We can end TB)।
#বিশ্ব যক্ষ্মা দিবস, প্রতি বছর ২৪ মার্চ পালন করা হয়। যক্ষ্মার বিশ্বব্যাপী মহামারি এবং রোগ নির্মূল করার প্রচেষ্টা সম্পর্কে জনসচেতনতা তৈরি করার জন্য এটি প্রবর্তন করা হয়েছে। বেশিরভাগ নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোতে ২০১৮ সালে, ১০ মিলিয়ন লোক টিবিতে অসুস্থ হয়ে পড়েছিল এবং ১.৫ মিলিয়ন লোক এই রোগে মারা গিয়েছিল। এটি একটি সংক্রামক রোগ থেকে মৃত্যুর প্রধান কারণও করে তোলে।

 #উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টেকনাফ  #মৌলভী মুক্তারের বাড়ি, হারিয়াখালি সাবরাং(২নং ওয়ার্ড)  #উত্তরপাড়া কমিউনিটি ক্লি...
25/03/2025

#উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টেকনাফ
#মৌলভী মুক্তারের বাড়ি, হারিয়াখালি সাবরাং(২নং ওয়ার্ড)
#উত্তরপাড়া কমিউনিটি ক্লিনিক


#গর্ভবতী মায়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধি বিষয়ক কার্যক্রম পরিদর্শন।
#পরিদর্শন চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, সিভিল সার্জন কার্যালয়, কক্সবাজার।

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Assistant District Public Health Nurse, Civil Surgeon Office, Cox's Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Assistant District Public Health Nurse, Civil Surgeon Office, Cox's Bazar:

Share