
12/04/2025
হামদর্দ বাংলাদেশের উদ্যোগে 'মার্চ ফর গাজা’ গণ-পদযাত্রায় শরবত রুহ্ আফজা আপ্যায়ণ।
শনিবার, ১২ এপ্রিল ২০২৫: ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা' গণ-পদযাত্রায় অংশগ্রহণকারীদের মাঝে শরবত রুহ্ আফজা বিতরণ করে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এক উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।
হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক, মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথিকৃত, কিংবদন্তি শিল্প উদ্যোক্তা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার নির্দেশে এই মহতী উদ্যোগ নেয়া হয়েছে । তাঁর দিকনির্দেশনায় এবং সিনিয়র পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও পরিচালক মার্কেটিং (অ.দা) অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিনের সরাসরি তত্ত্বাবধানে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
প্রচণ্ড রোদের মধ্যে রাজপথে থাকা মানুষের হাতে ঠাণ্ডা রুহ্ আফজা তুলে দিয়ে হামদর্দ বাংলাদেশ শুধু শরবত নয় বরং ভালোবাসা ও সহানুভূতির এক চিরন্তন বার্তা পৌঁছে দিয়েছে।
এটি হামদর্দের মানবিক দর্শনেরই এক অনন্য প্রকাশ—স্বাস্থ্য, সমাজ ও মানুষের পাশে থাকার অঙ্গীকার। পদযাত্রায় আগত অংশগ্রহণকারীরা
শরবত রুহ্ আফজা পান করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।