Cox's Bazar nursing society-CNS

Cox's Bazar nursing society-CNS Nursing Family

এইচএসসি (HSC) এর পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি (স্নাতক) সমমান চাই'বিএনএমসিতে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও ব্লকেড কর...
27/04/2025

এইচএসসি (HSC) এর পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি (স্নাতক) সমমান চাই'
বিএনএমসিতে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও ব্লকেড কর্মসূচী পালনরত নার্সিং ও মিডওয়াইফ শিক্ষার্থীদের উপর বিএনএমসি এর রেজিস্ট্রারের পরোক্ষ মদদে পুলিশের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে রেজিস্ট্রারের পদত্যাগ ও ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের এক দফা দাবিতে।মশাল হাতে শিক্ষার্থীদের প্রতিবাদ।
Nursing & Midwifery College, Cox'sbazar

প্রচণ্ড গরমে তৃষ্ণা নিবারণের জন্য সোডা ড্রিংস (কোক, মোজো, ফানটা, স্প্রাইট, সেভেনাপ ইত্যাদি) পান করিলে ডিহাইড্রেশন উল্টো ...
21/04/2024

প্রচণ্ড গরমে তৃষ্ণা নিবারণের জন্য সোডা ড্রিংস (কোক, মোজো, ফানটা, স্প্রাইট, সেভেনাপ ইত্যাদি) পান করিলে ডিহাইড্রেশন উল্টো বেড়ে যাবে এবং কিডনি ক্ষতিগ্রস্ত হবে। এই ড্রিংসগুলো মিষ্টি করার জন্য যে ফ্রুক্টোজ-গ্লুকোজ দ্রবণ থাকে তা ওসমোলারিটি এবং কোপেপ্টিন বাড়িয়ে দিয়ে শরীর থেকে আরো বেশি পরিমাণে পানি বের করে দেয়। উপরন্তু, এল্ডোজ রিডাক্টেজ এবং ফ্রুক্টোকাইনেজ অ্যাকটিভেট করে দিয়ে কিডনিকে ক্ষতিগ্রস্ত করে (রেফারেন্স কমেন্টে)।

এই গরমে চা, কফি এবং সোডা ড্রিংক্স পরিহার করুন। শশা, টমেটো, আপেল, তরমুজ ইত্যাদি পানি-যুক্ত ফল-সবজির উপর নির্ভরশীল হতে পারেন।

-সাব্বির আহমেদ

03/03/2024

আসুন-হিউম্যান সাইকোলজি'র একটা পরীক্ষা নিই:-

এখানে থামুন..!!

আপনাকে কিছু অনুমান করতে বলবো..!!

অনুমানগুলো মনে মনে রেখে আমার অনুমানের সাথে মিলিয়ে নিবেন। পোস্টের নিচের দিকে যাবেন না। এটা একটা গেইম-ধারাবাহিকভাবে পোস্টটা পড়ুন..!!

আপনাকে বলছি..

১। খুব দ্রুত যেকোন একটা ফার্নিচারের নাম ভাবুন যেকোন, যা মনে আসে তাই..!!

২। খুব দ্রুত যেকোন একটা ফুলের নাম ভাবুন..!!

৩। খুব দ্রুত যেকোন একটা রঙের নাম ভাবুন..!!

৪। খুব দ্রুত ১ থেকে ১০ পর্যন্ত যেকোন একটা সংখ্যা ভাবুন..!!**...............................
এই জিজ্ঞাসাগুলোতে মানুষ যা অনুমান করে...

১। ৯০% মানুষ ফার্নিচার হিসেবে আগে চেয়ার/সোফা বা যেখানে বসা যায় টাইপ কিছু ভাবে-যেখানে বসা যায়..!!

২। ৯০% মানুষ ফুলের প্রসঙ্গ আসলেই গোলাপ চিন্তা
করে।

৩। রঙের প্রসঙ্গ আসলে ৯০% মানুষ লাল রঙ চিন্তা
করে।

৪।(১-১০) পর্যন্ত কোন নাম্বার মনে করতে বললে ৯০% মানুষ ৭ (সাত) চিন্তা করে। এটাই হিউম্যান সাইকোল্যজি..!!

কয়টা মিলছে জানাবেন!!!🙂

30/08/2023

আগামী ২/৯/২৩ বিপিএসসি নন-ক্যাডার এসএসএন পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, এনজিও এই দিন নার্স সংকট এ ভুগতে পারে। অর্থাৎ পেশেন্ট ম্যানেজমেন্ট এ তারা অনেকটা হিমশিম খেতে পারে।এই দিন এসব হাসপাতালের তথাকথিত উপরমহল কিছুটা চাপ অনুভব করবেন। কিন্তু দু:খের বিষয় হচ্ছে - এইদিন তারা হাসপাতালে নার্সের প্রয়োজনীয়তা অপরিসীম, এটা অনুভব করলেও পরবর্তীতে এই সত্যতা স্বীকার করতে ২য় দফায় হালকা কষ্ট অনুভব করবেন।

কারণ তাদের বেশিরভাগই মনে ও মননে বিশ্বাস করেন- দেশের নার্সরা কোনো কাজ করেন না। রোগী নিজ দায়িত্বে সুস্থ হয়ে বাসায় চলে যায়।

#অকৃতজ্ঞতা
©Abdullah Al Mamun
DNC

২০২৩-২০২৪ খ্রি. শিক্ষাবর্ষে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) সমূহের ভ...
21/08/2023

২০২৩-২০২৪ খ্রি. শিক্ষাবর্ষে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) সমূহের ভর্তি পরীক্ষার সময়সূচি

বি.দ্র:যারা ২০১৮--২০২৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান সহ ২.৫০ নিয়ে পাশ হতে হবে।

গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষা ২৩
14/08/2023

গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষা ২৩

11/08/2023

পরীক্ষা পেছানোর আন্দোলন করেছে ঢাকার পোলাপান , দোয়া কবুল হইছে চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের। 🫠😅

ফেক্ট: এইচএসসি পরীক্ষা চট্টগ্রাম, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ১০ দিন পেছালো। পরীক্ষা শুরু ২৭ আগস্ট '২৩

11/08/2023

📍
দীর্ঘদিন ডায়বেটিস এর ওষুধ Metformin গ্রহণের কারণে Vitamin B 12 এর অভাব হতে পারে।

copy from - ডা. শাহীন আবদুর রহমান চৌধুরী স্যার।

27/07/2023

আগামীকাল এসএসসি ও সমমানের রেজাল্ট প্রকাশিত হবে। সকল অভিভাবকদের প্রতি অনুরোধ, রেজাল্ট খারাপ হলে আপনারা কঠোর না হয়ে তাদের পাশে দাঁড়াবেন। একটা কাগজের সার্টিফিকেট জীবন নির্ধারণ করতে পারে না! রেজাল্ট একবার খারাপ হলে পরেরবার ভালো হবে কিন্তু সন্তান হারিয়ে ফেললে আর পাবেন না।🌸
--বিষয়টি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল🙏🥀

26/07/2023

মহামারীর দিকে এগিয়ে যাচ্ছে "ডেঙ্গু"

রোগীর যত্নে প্রচুর পরিমান তরল এবং পুষ্টিকর খাবার খাওয়াবেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সবাই সতর্ক থাকুন।

22/07/2023

সাকসেস কোন গন্তব্য নয়, সাকসেস হলো একটি যাত্রা!!

13/07/2023

নিজে নার্স হিসেবে অন্য একজন নার্সকে আপনি কতটুক মূল্যায়ন করেন। আপনার কর্মস্থলে একজন নার্স তার রোগী নিয়ে গিয়ে যদি আপনার কাছে বড় আশা নিয়ে পরিচয় দেয় যে ভাইয়া/আপু আমি অমুক হাসপাতালে কর্মরত নার্স। আপনি উত্তরে বললেন, "তাতে কি? "
আপনি তাকে ইন্ডাইরেক্টলি অপমান করলেন। সে তো কোনো ডক্টর এর কাছে যেয়ে পরিচয় দেয়নি, সে নিজে নার্স হয়ে অন্য নার্সের কাছে গিয়ে পরিচয় দিয়েছে।
আপনার সেইম প্রফেশনের মানুষের সাথে এটলিস্ট ভালোভাবে কথা বলেন। নিজেরা নিজেদের সাথে এমন আচারন করলে নিজেদের কাছেই নিজেরা লজ্জিত হয়ে যাই।
নিজেরা নিজেদের যতদিন না সম্মান দিতে পারবো ততদিন সাধারন মানুষের থেকে সম্মান আশা করা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়।আগে নিজে অন্যকে সম্মান প্রদর্শন করুন, লোকের সম্মানের অভাব হবে না আর।

Address

Cox's Bazar
4700

Telephone

+8801312808861

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Bazar nursing society-CNS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share