Dr Musa pekua

Dr Musa pekua Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Musa pekua, Doctor, pekua, Cox's Bazar.

01/11/2024

আমাকে ডুবিয়ে দিতে এমন কিছু লোক তৈরি হয়ে গেছে ;
যাদের, কে সাঁতার কাটা
আমিই শিখিয়েছি।

09/09/2024

★আলহামদুলিল্লাহ্★
★আজ সোমবার
★ ০৯সেপ্টেম্বর ,২০২৪ খ্রিস্টাব্দ।
★ ২৫ভাদ্র মাস ,১৪৩১ বঙ্গাব্দ।
★ * শরৎকাল *
★ ০৫রবিউল আউয়াল ,১৪৪৬হিজরী।
★★ আজকের দিনটি আপনাদের সকলের জন্য বয়ে আনুক- *অনাবিল সুখ,শান্তি আর কল্যাণ* এই কামনাই করছি।
★★ আজ যাদের জন্মদিন, তাদের জন্য রইলো জন্মদিনের শুভেচ্ছা, দোয়া ও শুভকামনা নিরন্তর।
★★আজ যাদের বিবাহ বার্ষিকী তাদেরকে জানাই অভিনন্দন এবং তাদের দাম্পত্য জীবনটি বাকী হায়াতটুকুতে সু়খে-শান্তিতে কাটুক এই কামনাই করছি।
★★আজকের দিনটি সবার জন্যই ভালো হোক,এই কামনাই করছি, আমিন।
★★আজকের নামাজ রোজা সাহরী ইফতারের সময়সূচীঃ- সাহরীশেষ সময় ৪ টা ২৩মিনিট। ফজর শুরু ৪টা ২৮মিনিট। সূর্যোদয় ৫টা ৩৭মিনিট। দ্বিপ্রহর ১১টা৫০মিনিট।জোহর শুরু ১১টা ৫৩মিনিট। আছর শুরু ৪টা ২২মিনিট। মাগরিব /ইফতার /সূর্যাস্ত ৬টা ০৪মিনিট। এশা শুরু ৭টা১৭মিনিট।শুধুমাত্র কক্সবাজার জেলা ও তারপর পার্শ্ববর্তী এলাকার জন্য।

24/08/2024

এক ভদ্র মহিলা পাসপোের্ট অফিসে এসেছেন পাসপোর্ট করাতে। অফিসার জানতে চাইলেন
"আপনার পেশা কি?" মহিলা বললেন, "আমি একজন মা।”
আসলে শুধু মা তো কোনো পেশা হতে পারেনা, তাহলে আমি লিখে *দিচ্ছি আপনি একজন গৃহিনী।”
মহিলা খুব খুশী হলেন পাসপোর্টের কাজ কোনো ঝামেলা ছাড়াই শেষ হলো।
অনেকদিন পর, এবারে পাসপোর্টটা renew করা দরকার, যেকোনো সময় কাজেলাগতে পারে। আবার পাসপোর্ট অফিসে আসলেন। দেখলেন আগের সেই অফিসার নেই। খুব, রুক্ষ মেজাজের এক লোক বসে আছেন।যথারীতি ফর্ম পূরণ করতে গিয়ে অফিসার জানতে চাইলেন, "আপনার পেশা কি?"
মহিলা চট করে কিছু - একটা বলতে গিয়েও থেমে গেলেন।
কিছুক্ষণ চুপ থেকে বললেন আমি একজন গবেষক। নানারকম চ্যালেঞ্জিং প্রজেক্ট নিয়ে কাজ করি। আমরা প্রতিটি শিশুর মানসিক এবং শারীরিক বিকাশ সাধন করি, শিশুকে পর্যবেক্ষণ করি। বয়স্কদের নিবিড় পরিচর্যা করি ও খেয়াল রাখি। সুস্থ পরিবার ও সমাজ বিনির্মাণে নিরলস শ্রম দিয়ে রাষ্ট্রের কাঠামোগত ভিত মজবুত করি।মহিলা বলে যাচ্ছেন, "প্রতিটি মূহুর্তেই আমাকে নানারকমের চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয়। এবং অত্যন্ত দক্ষতার সাথে তা মোকাবিলা করতে হয়।মহিলার কথা শুনে অফিসার একটু নড়ে চড়ে বসলেন।
মহিলার দিকে এবার যেন একটু শ্রদ্ধা আর বিশেষ নজরে তাকালেন।
অনেক কৌতুহল নিয়ে অফিসারটি জিজ্ঞেস করলেন,
"ম্যাডাম, আসলে আপনার মূল
পেশাটি যদি আরেকটু • বিশদভাবে বলতেন?”
"আমাদের রিসার্চ প্রজেক্ট তো আসলে সারাজীবনধরেই চলে।
সর্বক্ষণ আমাকে ল্যাবরেটরি এবং ল্যাবরেটরীর বাইরেও কাজ করতে হয়।
এই কাজের চাপে আমার নাওয়া খাওয়ায় ঘুমের সময়ের ঠিক থাকে না। সব সময় আমাকে কাজের প্রতি সজাগ থাকতে হয়। এই তো আজকাল আমি সমাজবিজ্ঞান, পারিবারিক স্বাস্থ্য আর • নৈতিকতা বিকাশ এই তিনটি ক্ষেত্রেই একসাথে কাজ করছি,যা পৃথিবীর সবচেয়ে জটিল প্রকল্পগুলোর অন্যতম্।"
অফিসার মন্ত্রমুগ্ধ হয়ে মহিলার কথা শুনছেন। এমন গুণী, বিস্ময়কর মহিলা।
প্রথমে কিন্তু মনে হয়েছিল খুবই সাধারণ।
"প্রতিদিন আমাকে ১৪ থেকে ১৬ ঘন্টা আবার কোনো কোনো দিন আমাকে ২৪ ঘন্টাই ল্যাবে কাজ করতে হয়।
পৃথিবীর সব পেশাতেই কাজের পর ছুটি বলে যে কথাটি আছে আমার পেশাতে সেটা একেবারেই নেই। ২৪ ঘন্টাই আমার অন কল ডিউটি।
এও কিভাবে সম্ভব, -অফিসারটি ভাবতেই পারছেন না!
"আপনার হয়তো বা জানতে ইচ্ছে করছে, বিনিময়ে কি পাই? এ চ্যালেঞ্জিং প্রকল্প পরিচালনায়?
আমার সেই অর্থে কোনো পারিশ্রমিক নেই। পরিবারের সবার মুখে হাসি আর পারিবারিক প্রশান্তিই আমারপারিশ্রমিক।
আর আমার কাজের পরষ্কার হিসেবে সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে পেয়েছি তিনটা স্বর্ণপদক!”
অফিসার হতভম্ব, এ কেমন নি:স্বার্থ কাজ!!!
"এবার আমি বলি আমার পেশা কি?"
অফিসার এতক্ষণ যেন এই উত্তরের অপেক্ষায় ছিলেন!
"আমি একজন মা।
এই পৃথিবীর অতিসাধারণ এক মা।”
মহিলার কথা শুনে গম্ভীর অফিসারটি এবারে বাকরুদ্ধ হয়ে পড়েন, চেষ্টা করেও আর নিজের চোখেজল আটকাতে পারছেন না।
* তাঁর নিজের মায়ের মুখ চোখের সামনে ভেসে ওঠে।
**তিনি খুব সুন্দর করে ফর্মের সব কাজ' শেষ করে, মহিলাকে একদম সিঁড়ির দরজা পর্যন্ত এগিয়ে দিলেন।
তারপর নিজের অফিস রুমে এসে - বসলেন,
ড্রয়ার হাতড়ে একটি ধূসর হয়ে যাওয়া ছবি বের করলেন।
ক্ষনিকের নীরবতা, অপলক নয়নে ছবির দিকে তাকিয়ে
বলতে লাগলেন,,,,,,, মা ওগো মা।

19/08/2024

কে হচ্ছেন পেকুয়া উপজেলা প্রশাসক?

18/07/2024

আজ রাতের মধ্যেই
সব ঠিক হয়ে যাবে
ইনশাআল্লাহ।

20/06/2024

যদি কোন স্বামী ভুল করে ফেলে তাকে কোন ধরনের বকাঝকা করা উচিত না।
কারণ
সে ভুল করেছে বলেই আজ আপনি তার স্ত্রী

09/05/2024

আলহামদুলিল্লাহ
মহান রবের কাছে
অশেষ শুকরিয়া।

এই মুহুর্তের রিডিং। আল্লাহ তুমি হেফাজত করো।
04/05/2024

এই মুহুর্তের রিডিং।
আল্লাহ তুমি হেফাজত করো।

29/03/2024

অসদ্ উপায় অবলম্বন কারীকে
সুযোগ দানকারী
দেশ-জাতির শত্রু।

26/03/2024

শুভ জন্মদিন
প্রিয় মাতৃভূমি

24/03/2024

বাবা,রা সবসময়
মা,দের চেয়ে ,সব কিছুতে পিছিয়ে থাকে।
,,
,,
,,
,,
কারন তিনি পরিবারের মেরুদন্ড। আর আমাদের সবার মেরুদন্ড তো শরীরের পেছনে থাকে। এই মেরুদন্ডের কারণেই আমরা এত শক্তপোক্ত।

সম্ভবত 🤔🤔🤔
এ কারণেই বাবারা সব সময় পিছিয়ে থাকে।

শিলখালী চেপ্টামুড়া নিবাসী, শিলখালী ০৭ নং ওয়ার্ডের সাবেক MUP জনাব আবু তাহের ভোর ৫ টার সময় ইন্তেকাল করেন 😭ইন্না-লিল্লাহি ও...
24/03/2024

শিলখালী চেপ্টামুড়া নিবাসী, শিলখালী ০৭ নং ওয়ার্ডের সাবেক MUP জনাব আবু তাহের ভোর ৫ টার সময় ইন্তেকাল করেন 😭
ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ পাক মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক আমিন 🤲🤲
আজ বিকেল ৪ ঘটিকার সময় চেপ্টামুড়া কবরস্থান সংলগ্ন মাঠে মরহুম এর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

Address

Pekua
Cox's Bazar
4641

Telephone

+8801711716453

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Musa pekua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Musa pekua:

Share

Category