Dr. Abu Imran

Dr. Abu Imran MBBS, BCS, FCPS, FACS Consultant General Surgeon

পাইলস এর লক্ষনগুলো জানুন
02/04/2025

পাইলস এর লক্ষনগুলো জানুন

31/03/2025

পাইলস নিয়ে এত বেশি ভয় নেই।প্রয়োজন শুধু সঠিক সময়ে, সঠিক চিকিৎসা

এনাল ফিসার প্রতিরোধ ও প্রতিকার
28/03/2025

এনাল ফিসার প্রতিরোধ ও প্রতিকার

কি হলে বুঝবেন আপনার , এনাল ফিসার হয়েছে
25/03/2025

কি হলে বুঝবেন আপনার , এনাল ফিসার হয়েছে

এনাল ফিসার কেন হয়
23/03/2025

এনাল ফিসার কেন হয়

পাইলস প্রতিরোধে করনীয়
22/03/2025

পাইলস প্রতিরোধে করনীয়

সেবা সমুহ
11/03/2025

সেবা সমুহ

আমি ডাক্তার , কিন্তু মেধাবী নই । স্কুল জীবনে খুব লম্বা, শুকনা, দুর্বল ছিলাম , তাই খেলাধুলায় কেউ আমাকে নিতো না। দৌড়াতে পা...
27/09/2024

আমি ডাক্তার , কিন্তু মেধাবী নই ।

স্কুল জীবনে খুব লম্বা, শুকনা, দুর্বল ছিলাম , তাই খেলাধুলায় কেউ আমাকে নিতো না। দৌড়াতে পারতাম না, ঠ্যাং এর সাথে ঠ্যাং বাড়ি খাইতো। ফুট বলে লাথি দিলে চার ফুট ও যাইতো না, তাই ফুটবল খেলায় পোলাপান আমাকে বানাইতো গোলকীপার।দাঁড়াইয়া থাইকা শুধু চিল্লাইতাম আর ডিফেন্ডারদের গালাগালি করতাম, গোল খাইলে তাদের ঘাড়ে দোষ চাপাইতাম।

ক্রিকেটের অবস্থা তো আরও খারাপ। ব্যট আলগাইতে পারতাম না , ভারি । দৌড়াইতে পারি না , ব্যাটিং বোলিং পারি না , ঠিকমতো চোখে দেখি না , তো আমাকে দিয়ে কি হবে? আমি হইতাম আম্পায়ার । সেখানেও বিপত্তি , অন্যমনস্ক হইয়া যাইতাম , কেউ সাত বল কইরা ফেলছে অথচ আমি বলতেছি ওভার শেষ হয়নি। চোখে যেহেতু ঠিকমতো দেখি না , ওয়াইড বল , নো বল , এলবি ডাব্লিউ এ সমস্যা । কাজেই আমার আম্পায়ারশীপও হারাইতে হইলো ।

অতঃপর ঘুড়ি উড়ানো শুরু করলাম। সেখানেও ব্যর্থ। সুতা মাঞ্জন করার সিস্টেম ছিল আগে। শত চেষ্টা করেও আমি কোনদিন কারও গুড্ডি কাটতে পারিনি।

চারিদিকে ব্যর্থ হইয়া পড়ালেখায় মন দিলাম । পোলাপান ব্যাস্ত বাইরে খেলাধুলায় , আমি পড়ার টেবিলে। ব্যস এই সুযোগটাই কাজে লাগালাম । বলতে পারেন ফাকা মাঠে গোল দেয়া । ওরা যদি খেলা বাদ দিয়ে পড়ায় মন দিতো তাইলে নিশ্চিত, আমি এই লাইনেও ব্যার্থ হইতাম। যাই হোক , এই লাইনে সফলতা পাইলাম , স্কুল , কলেজ , অতঃপর মেডিকেল এ ভর্তি । তারপর ধীরে ধীরে আজ এখানে ।

কিন্তু আমি আসলে মেধাবী না , আমার ব্রেইন খুব স্লো কাজ করে, মেমোরি কার্ডে যায়গা কম, আর খালি বারবার ডিস্টার্ব দেয়। ডাটা ডিলিট হয়ে যায়, নয়তো এক ডাটার মধ্যে আরেকটা ঢুকে যায় ।

এখন আবার শুরু হইছে , দেশ সংস্কার । কি করিলে জনগণ সত্যিকার অর্থেই স্বাস্থ্য সেবা পাইবে , সেটা ভাবতে ভাবতেই দিন শেষ। AMC প্রিপারেশন নিবো কখন?

31/08/2024

তাহলে......আমাদের বাচ্চারা আজ থেকে ২৫ বছর পরে বেকারত্বের মুখ দেখবে না, চাকুরী না পাইলে বেকার ভাতা দিয়েই ভালভাবে সংসার চালিয়ে নিতে পারবে।
অসুখ হইলে বিনা খরচায় চিকিৎসা পাইবে।
অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিশ্চিত হইতেছে।
যদি এসব প্রশ্নের উত্তর না হয়, বা কোন রকম সন্দেহ থাকে, তাহলে কি করিতে হইবে পিতা হিসেবে সে দায়িত্ব আপনার।

আপনি কি ভাবতাছেন ভাই , আপনার নৌকায় লিক আছে?
আমি তো দেখতাছি আপনার নৌকা ঠিক আছে ?
দুনিয়া ঘুরতাসে, কে ঘুরায় খুঁজতে হইবো
বিষয়টা বুঝতে হইবো, খাইয়া মুখ মুছতে হইবো
জীবনের তরী বাইয়া জায়গামতো যাইতে হবে

Have a good day

যে ডাক্তারটি ফজরের নামাজ পড়ার জন্য ভোর সাড়ে চারটায় ঘুমথেকে উঠলেন , ক্লান্তিকর দিন শেষে রাত আটটায় সে কিভাবে আপনাকে নিরাপদ...
29/08/2024

যে ডাক্তারটি ফজরের নামাজ পড়ার জন্য ভোর সাড়ে চারটায় ঘুমথেকে উঠলেন , ক্লান্তিকর দিন শেষে রাত আটটায় সে কিভাবে আপনাকে নিরাপদ সার্জারীর নিশ্চয়তা দিবেন। পৃথিবীতে এপর্যন্ত যতোগুলো সার্জিক্যাল অঘটন ঘটেছে তার অধিকাংশই রাতে। জরুরী , লাইভ সেভিং না হইলে রাতে চিকিৎসা/ অপারেশন বিষয়টা না হওয়াই কি মঙ্গলজনক নয়? আছরের আজানের সাথে সাথেই শহরের সকল সাধারণ সেবা বন্ধ হয়ে যাওয়া উচিত নয় কি ? জরুরী সেবা তো চালু থাকবেই । আল্লাহ দিন কে পরিশ্রম আর রাত কে দিয়েছেন বিশ্রামের জন্য, তাই নয় কি? সুস্থ দেহ সুস্থ মনের জন্য বিশ্রাম কি একদমই গুরুতম হারিয়ে ফেললো ? রাত, অন্ধকার তো যাবতীয় অশুভের প্রতীক । অথচ পড়ন্ত বিকেলেই যেন হাসপাতাল ক্লিনিকগুলোতে ভিড় বাড়তে থাকে । ৮ দিন ধরে পেট ব্যাথা, এপেন্ডিক্স বার্স্ট হয়ে গেছে, সকাল ৮ টায় না এসে আপনি সারাদিন বাসায় বসে ,এলজিন খেয়ে, ভাবছেন সব ঠিক হয়ে যাবে , অতঃপর বাসা থেকে হাসপাতালের দিকে রওনা হলেন রাত ৮ টার দিকে । কমেন্ট সেকশনে আমার ফেসবুক বন্ধুরা, ফলোয়ার রা কি বলবেন আমি আঁচ করতে পারছি। সেটা আঁচ করতে পারছি না, সেরকম কমেন্ট করুন , আলোচনায় অংশ নিবো। আপনার দিনটি শুভ হউক।
Muhammad Talut আপনার কাছ থেকে কিছু কমেন্ট আশা করছি ।

Nice
05/01/2024

Nice

Address

Chamber: 202, Union Hospital
Cox's Bazar
4700

Opening Hours

Monday 14:00 - 22:00
Tuesday 14:00 - 22:00
Wednesday 14:00 - 22:00
Thursday 14:00 - 22:00
Friday 10:00 - 16:00
Saturday 14:00 - 22:00
Sunday 14:00 - 22:00

Telephone

+8801754383028

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Abu Imran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Abu Imran:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category