Dr.Mohammad Abdul Mannan

Dr.Mohammad Abdul Mannan General And Endo-laparoscopic Center

Eid Mubarak
30/03/2025

Eid Mubarak

লেজার প্রোকটোলজি: আধুনিক চিকিৎসা, দ্রুত সুস্থতা!🩺 আপনি কি পাইলস, ফিস্টুলা, ফিশার বা অ্যানাল সমস্যা নিয়ে ভুগছেন? তাহলে লে...
11/03/2025

লেজার প্রোকটোলজি: আধুনিক চিকিৎসা, দ্রুত সুস্থতা!

🩺 আপনি কি পাইলস, ফিস্টুলা, ফিশার বা অ্যানাল সমস্যা নিয়ে ভুগছেন? তাহলে লেজার প্রোকটোলজি হতে পারে আপনার জন্য সঠিক সমাধান।

লেজার প্রোকটোলজি একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি, যা পাইলস, ফিশার, ফিস্টুলা, এবং অন্যান্য অ্যানাল বা রেকটাল সমস্যাগুলোর চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে, লেজার প্রযুক্তি ব্যবহার করে খুবই সুনির্দিষ্ট এবং কার্যকরীভাবে সমস্যাগুলোর চিকিৎসা করা হয়, যাতে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং পরবর্তী সময়ে জটিলতার ঝুঁকি কমে যায়।

💡লেজার প্রোকটোলজির সুবিধা:
- অন্য যে কোন অপারেশনের তুলনায় কম ব্যাথা।
- রক্তপাত বিহীন অপারেশন।
- অপারেশনের দিন-ই রোগী বাসায় চলে যেতে পারেন।
- অপারেশন পরবর্তীতে কোন খোলা ক্ষত থাকে না।
- মলদ্বারে কোন কাটা ছেড়ার দাগ থাকে না।
- অপারেশনের ক্ষতস্থানে কোন সেলাই হয় না।
- অপারেশন পরবর্তীতে কোন ড্রেসিং এর দরকার হয় না।
- ইনফেকশনের সম্ভাবনা খুবই কম।
- দ্রুত আরোগ্য লাভ ।
- নিয়মিত কার্যক্রমে দ্রুত ফিরে আসা যায়।

লেজার প্রোকটোলজি একটি নিরাপদ, আধুনিক এবং কার্যকর চিকিৎসা পদ্ধতি, যা পাইলস, ফিস্টুলা, ফিশার, বা অ্যানাল সমস্যাগুলোর জন্য একটি অন্যতম সমাধান হতে পারে। এটি দ্রুত সুস্থতার সুযোগ দেয় এবং রোগীদের জীবনযাত্রা সহজ করে। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকলে, সঠিক পরামর্শ নিতে এবং আধুনিক চিকিৎসার দিকে মনোযোগ দিতে হবে।

আপনার সুস্থতা আমাদের লক্ষ্য !
আজই পরামর্শ নিন এবং দ্রুত সুষ্ঠু হয়ে উঠুন.

tology

চকরিয়া বাসির জন্য সুখবর আর নয় ঢাকা-চট্টগ্রাম কক্সবাজার এখন বিশ্বমানের উন্নত সেবা চকরিয়া ম্যাক্স হসপিটালে  ল্যাপারোস্ক...
06/03/2025

চকরিয়া বাসির জন্য সুখবর আর নয় ঢাকা-চট্টগ্রাম কক্সবাজার এখন বিশ্বমানের উন্নত সেবা চকরিয়া ম্যাক্স হসপিটালে ল্যাপারোস্কপিক মেশিনের সাহায্যে কম্পিউটার মাধ্যমে না কেটে প্রতিদিন অপারেশন করা হয়.আজকে অপারেশন করেছেন জরায়ুর ডিম্বাশয়ের টিউমার ( ওভারিয়ান সিস্ট ).
অপারেশন টিমে ছিলেন।
সার্জারি বিশেষজ্ঞ ...
ডা. মো. আব্দুল মান্নান এমবিবিএস, এমসিপিএস, এম এস ( সার্জারি )
ডা. মামদুহা রহমান এমবিবিএস, ডিজিও, ডিএমইউ.
ডা. মহিউদ্দিন চৌধুরী মাজেদ এমবিবিএস,এমডি.
ওটি ইন চার্জ
শাহিনুর আলম শাহিন।
সিনিয়র ডিপ্লোমা নার্স আনিছা।
ওটি ব্রাদার সায়েদ হোসেন।
ডিপ্লোমা নার্স মালি এিপুরা।

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটি পিত্তথলির পাথরের অপারেশন ল্যাপারোস্কোপি মেশিনের সাহায্যে সফলভাবে সম্...
27/05/2024

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটি পিত্তথলির পাথরের অপারেশন ল্যাপারোস্কোপি
মেশিনের সাহায্যে সফলভাবে সম্পূর্ণ হয়েছে চকরিয়া ম্যাক্স হাসপাতালে,
অপারেশন টিমে ছিলেন ডা:মোঃ আব্দুল মান্নান. এমবিবিএস. এম সি পি এস. এম এস (সার্জারি)
এসিস্ট্যান্ট হিসেবে ছিলেন ডাঃ মামদুহা রহমান, এমবিবিএস. ডিজি ও. এবং শাহীন.
এনস্তিসিওলজিস্ট হিসেবে ছিলেন ডা:শোভন দত্ত. এমবিবিএস. ডি এ.
উন্নত সেবা নিতে আপনারা চকরিয়া ম্যাক্স হাসপাতালে যোগাযোগ করতে পারেন. বিশেষ দ্রব্য চকরিয়া ম্যাক্স হাসপাতালে ল্যাপারোস্কোপি মেশিনের সাহায্যে সর্বপ্রথম অপারেশন শুরু হয়েছে.

আসসালামু আলাইকুম সম্মানিত  শুভাকাঙ্ক্ষীরা  আজ হতে আমি নতুন চেম্বার শুরু করতে যাচ্ছি ১.চকরিয়া  ম্যাক্স হসপিটাল ২. চকরিয়...
16/05/2024

আসসালামু আলাইকুম
সম্মানিত শুভাকাঙ্ক্ষীরা আজ হতে আমি নতুন চেম্বার শুরু করতে যাচ্ছি
১.চকরিয়া ম্যাক্স হসপিটাল
২. চকরিয়া জেনারেল হসপিটাল ও ট্রমা সেন্টারে,
রোগী দেখার সময় বিকাল ৩টা হইতে ৯ টা পর্যন্ত.(মঙ্গলবার ছাড়া) আপনাদের সবার দোয়া কাম্য.
যোগাযোগের নাম্বার ০১৭২২৯২৬৪৭০

10/04/2024
01/03/2024

কোলন ক্যান্সার সচেতনতা মাস মার্চ ২০২৪

মার্চ কোলোরেকটাল ক্যানসার সচেতনতা মাস। কোলোরেকটাল ক্যান্সার বলতে বৃহদন্ত্র থেকে মলদ্বার পর্যন্ত অংশের ক্যান্সারকে বোঝায়। আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে, প্রতি ২১ জন পুরুষের মধ্যে ১ জন এই ক্যানসারের ঝুঁকিতে আছেন এবং ক্যান্সারের মৃত্যুর দ্বিতীয় কারণ এটি। নিয়মমতো স্ক্রিনিং করলে এর ভয়াবহতা থেকে বাঁচা সম্ভব। স্ক্রিনিং হলো শুরুতেই শনাক্ত করার জন্য সুস্থ–অসুস্থ সবার মধ্যে অনুসন্ধান চালানো। আমাদের দেশে স্ক্রিনিং পদ্ধতি এমনকি সচেতন মহলেও চালু হয়নি। তাই অনেকেরই কোলন ক্যানসার শুরুতে শনাক্ত হয় না। অথচ শুরুতেই শনাক্ত হলে এর থেকে সম্পূর্ণ নিরাময় সম্ভব।

ক্যানসারের ঝুঁকি

সাধারণ ঝুঁকি: ৪৫ বছরের বেশি বয়স; ধূমপান ও মদ্যপান; স্থূলতা; উচ্চ প্রাণিজ প্রোটিনযুক্ত খাবার গ্রহণ; আঁশজাতীয় খাবার কম খাওয়া ও শারীরিক শ্রম কম করা। এ ছাড়া ক্যালসিয়াম, ভিটামিন ডি, সেলেনিয়াম ও ভিটামিন ই–এর ঘাটতি এই ক্যানসারের কারণ হতে পারে।

উচ্চ ঝুঁকি: যাঁদের পারিবারিক ইতিহাস আছে; কোলোন বা রেকটামে পলিপ থাকার ইতিহাস; যাঁদের আইবিডি বা অন্ত্রে প্রদাহজনিত রোগ আছে, যাঁদের জিনগত সমস্যা আছে।

স্ক্রিনিং পদ্ধতি

সাধারণদের জন্য: কোলোনস্কপি করা উচিত ৪৫-৫০ বছর বয়সে শুরু করে প্রতি ১০ বছরে একবার অথবা মলের ওবিটি বছরে একবার বা মলের ডিএনএ তিন বছর পরপর।

যাঁদের পারিবারিক ইতিহাস আছে: কোলোনস্কপি করা উচিত ৪০-৪৫ বছর বয়সে শুরু করে ১ থেকে ৫ বছর পরপর। আইবিডি আছে যাঁদের, তাঁরা রোগ শুরুর ৮ বছর পর শুরু করে ১ থেকে ২ বছর পরপর কোলোনস্কপি করবেন। জিনগত সমস্যা থাকলে ২০-২৫ বছর বয়সে শুরু করে ১ থেকে ২ বছর পরপর কোলোনস্কপি করা উচিত।

প্রতিরোধে জীবনযাত্রার পরিবর্তন

প্রাণিজ প্রোটিন গ্রহণ কমানো; আঁশযুক্ত শাকসবজি ও ফলমূল বেশি খাওয়া; ধূমপান ও মদ্যপান পরিহার; লাল মাংস কম খাওয়া; শারীরিক শ্রম বাড়ানো; সম্ভব হলে ব্যায়াম করা; ওজন নিয়ন্ত্রণে রাখা। চিকিৎসকের পরামর্শমতো এসপিরিন–জাতীয় ওষুধ গ্রহণ করা যেতে পারে। ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়া নিশ্চিত করা।

23/01/2024

♻️ জেনারেল, ল্যাপারোস্কোপিক,কলোরেক্টাল ও ব্রেস্ট সার্জন
𝐆𝐞𝐧𝐞𝐫𝐚𝐥, 𝐋𝐚𝐩𝐚𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐢𝐜, 𝐂𝐨𝐥𝐨𝐫𝐞𝐜𝐭𝐚𝐥 𝐚𝐧𝐝 𝐁𝐫𝐞𝐚𝐬𝐭 𝐒𝐮𝐫𝐠𝐞𝐨𝐧
♻️ ডাঃ মোঃ আবদুল মান্নান
𝐃𝐫. 𝐌𝐝. 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐌𝐚𝐧𝐧𝐚𝐧
✅ এমবিবিএস, এমসিপিএস,এম.এস (সার্জারি)
𝐌𝐁𝐁𝐒, 𝐌𝐂𝐏𝐒, 𝐌𝐒 (𝐒𝐮𝐫𝐠𝐞𝐫𝐲)
📌 কনসালটেন্ট সার্জারী
উপজেলা হেলথ কমপ্লেক্স,মহেশখালী
📌 𝐂𝐨𝐧𝐬𝐮𝐥𝐭𝐚𝐧𝐭 𝐒𝐮𝐫𝐠𝐞𝐫𝐲
𝐔𝐩𝐚𝐳𝐢𝐥𝐚 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡 𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐱, 𝐌𝐚𝐡𝐞𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢
প্রাক্তন রেসিডেন্ট,স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
এ্যান্ড মিডফোর্ড হাসপাতাল, ঢাকা
Ex. Resident sir Salimullah Medical College & Mitford Hospital, Dhaka.
📌 মোবাইলঃ ০১৭২২-৯২৬৪৭০

‼️কক্সবাজার চেম্বার‼️
ফুয়াদ আল্- খতীব হাসপাতাল, কক্সবাজার।
⬇️রোগী দেখেন ও অপারেশন করেনঃ প্রতি সপ্তাহের মঙ্গলবার (দুপুর ২টা থেকে রাত ৮টা),
সিরিয়ালের জন্যঃ ০১৮৭৮-১২২১২২, ০১৭৯০৩৪২২৩৩
‼️চকরিয়া চেম্বার‼️
মা-শিশু ও জেনারেল হাসপাতাল, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার
⬇️ রোগী দেখেন ও অপারেশন করেন: প্রতিদিন
মোবাইল: ০১৭২২-৯২৬৪৭০

🔴 সেবা সমূহঃ
✅ এ্যাপেন্ডিসাইটিস, পিত্তথলি, পিত্তনালীসহ সব ধরণের জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জারী
✅ পাইলস্, ফিস্টুলা, এনাল ফিশারসহ পায়ুপথের যাবাতীয় সমস্যা
✅ মুসলমানি, হার্নিয়া, হাইড্রোসিলসহ অন্ডকোষ ও লিঙ্গের যাবতীয় সমস্যা
✅ স্তন সার্জারী -স্তনে পুজ,ব্যথা, টিউমার এবং ক্যানসারসহ যাবতীয় সমস্যা
✅ পেটের সার্জারী -পরিপাকতন্ত্র ও ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, রেকটাম ও পায়ুপথসহ পেটের ভিতর ও বাহিরের যাবতীয় অপারেশন
✅ ট্রমা সার্জারী, দূ্র্রঘটনা জনিত যাবতীয় অপারেশন
✅ ডায়াবেটিস ও ধুমপান জনিত কারণে হাত ও পায়ের ক্ষত সার্জারী ও রিকন্সস্ট্রাশন
✅ দীর্ঘদিন যাবত প্যারালাইসিস এর কারণে যে কোন ধরনের ক্ষত এর সার্জারী ও রিকন্সস্ট্রাশন
✅ ক্যান্সার ও গলগন্ড রোগের সার্জারী
✅ চামড়ার নিছের যে কোন ছোট বড় টিউমারসহ রক্তনালীর( ভেরিকোস ভেইন) এর সার্জারী করা হয়
✅ কিডনিতে পাথরসহ মূত্রনালী ও মূত্রথলিতে যে কোন সমস্যা।

Address

Cox's Bazar
4700

Telephone

+8801883829982

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Mohammad Abdul Mannan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Mohammad Abdul Mannan:

Share

Category