★কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি সম্পর্কে কিছু তথ্য।
একটি সরকারি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজার জেলা কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নংঃ-০৪০)
আমাদের অস্থায়ী কার্যলয়ঃ- ভ্যাকেশন ট্যুরস এন্ড ট্রাবেলস অফিস, ডাইনামিক বিল্ডিং, কলাতলি রোড, কক্সবাজার পৌরসভা।
যোগাযোগ নাম্বারঃ-০১৮১৪১৮২৫৭২,
ইমেইলঃ- cbdslink@gmail.com
ওয়েভসাইটঃ- www.cbdslink.com
�সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম।
১/বিনামূল্যে রক্তদান করা।
২/বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচী পালন করা।
৩/থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সাধারণ জনগনকে সচেতন করা এবং থ্যালাসেমিয়া রোগীদের বিনামূল্যে রক্তদানের ব্যাবস্থা করা।
৪/অসহায় রোগীদের আর্থিক সহযোগীতা করা।
৫/নিখোঁজ ও ভবঘুরে মানুষকে সুস্থ করে পরিবারের কাছে হস্তান্তর করা।
৬/ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ ও চিকিৎসা সহায়তা প্রদান।
৭/গ্রামের প্রত্যান্ত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও সুষম খাদ্য সামগ্রী বিতরণ করা।
৮/বিভিন্ন মহামারী ভাইরাস থেকে বাঁচতে জনসচেতনতা তৈরি এবং বিভিন্ন প্রকার সুরক্ষা সামগ্রী বিতরণ করা।
৯/অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, এবং ঈদবস্ত্র বিতরন করা।
১০/পরিবেশ রক্ষায় বিভিন্ন কর্মসূচী যেমনঃ- বৃক্ষরোপন কর্মসূচী, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ রক্ষায় মানববন্ধন করা।
১১/যৌতুক প্রথা এবং বাল্যবিবাহ বন্ধ করনে সামাজিক জনসচেতনতা সৃষ্টি করা।
১২/দূর্যোগ পূর্ববর্তী সময়ে প্রস্তুতি গ্রহন এবং চলাকালীন সময়ে উদ্ধার কার্যক্রম ও দূর্যোগ পরবর্তী সময়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা।
১৩/শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা সামগ্রী বিতরণ।
১৪/নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করা এবং তাদের মাঝে আত্মারক্ষামূলক প্রশিক্ষণ প্রদান করা।
১৫/ভিক্ষাবৃত্তি বন্ধে ভিক্ষুকদের সাবলম্ভী হতে বিভিন্ন প্রকার সামগ্রী প্রদান। ১৬/যুবকদের বেকারত্ব দূর করআতে আত্বকর্মসংস্থানের ব্যাবস্থা করা।
১৭/কিশোর অপরাধীদের পূর্ণবাসনের ব্যাবস্থা করা ও তাদের সামাজিক কাজে জড়িত হবার প্রবণতা তৈরি করা।
১৮/প্রতিবন্ধীদের সামাজিক ও মানসিক সাহস যোগাতে কাজ করা।
১৯/নিরাপদ সড়ক আন্দোলন ও সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা।
২০/গুনিজন ও শিক্ষক সম্মননা প্রদান করা।
২১/বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় দিবস ও কর্মসূচী পালন করা।
২২/ সংগঠনের সদস্যদের নিয়ে বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শারিরীক সুস্থতা নিশ্চিত বিভিন্ন ক্রিড়া কর্মসূচী পালন করা।
২৩/সাংগঠনিক মিটিং বাস্তবায়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন।