কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি

কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি একটি সরকারি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন

★কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি সম্পর্কে কিছু তথ্য।

একটি সরকারি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজার জেলা কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নংঃ-০৪০)

আমাদের অস্থায়ী কার্যলয়ঃ- ভ্যাকেশন ট্যুরস এন্ড ট্রাবেলস অফিস, ডাইনামিক বিল্ডিং, কলাতলি রোড, কক্সবাজার পৌরসভা।
যোগাযোগ নাম্বারঃ-০১৮১৪১৮২৫৭২,
ইমেইলঃ- cbdslink@gmail.com
ওয়েভসাইটঃ- www.cbdslink.com

�সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম।
১/বিনামূল্যে রক্তদান করা।
২/বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচী পালন করা।
৩/থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সাধারণ জনগনকে সচেতন করা এবং থ্যালাসেমিয়া রোগীদের বিনামূল্যে রক্তদানের ব্যাবস্থা করা।
৪/অসহায় রোগীদের আর্থিক সহযোগীতা করা।
৫/নিখোঁজ ও ভবঘুরে মানুষকে সুস্থ করে পরিবারের কাছে হস্তান্তর করা।
৬/ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ ও চিকিৎসা সহায়তা প্রদান।
৭/গ্রামের প্রত্যান্ত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও সুষম খাদ্য সামগ্রী বিতরণ করা।
৮/বিভিন্ন মহামারী ভাইরাস থেকে বাঁচতে জনসচেতনতা তৈরি এবং বিভিন্ন প্রকার সুরক্ষা সামগ্রী বিতরণ করা।
৯/অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, এবং ঈদবস্ত্র বিতরন করা।
১০/পরিবেশ রক্ষায় বিভিন্ন কর্মসূচী যেমনঃ- বৃক্ষরোপন কর্মসূচী, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ রক্ষায় মানববন্ধন করা।
১১/যৌতুক প্রথা এবং বাল্যবিবাহ বন্ধ করনে সামাজিক জনসচেতনতা সৃষ্টি করা।
১২/দূর্যোগ পূর্ববর্তী সময়ে প্রস্তুতি গ্রহন এবং চলাকালীন সময়ে উদ্ধার কার্যক্রম ও দূর্যোগ পরবর্তী সময়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা।
১৩/শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা সামগ্রী বিতরণ।
১৪/নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করা এবং তাদের মাঝে আত্মারক্ষামূলক প্রশিক্ষণ প্রদান করা।
১৫/ভিক্ষাবৃত্তি বন্ধে ভিক্ষুকদের সাবলম্ভী হতে বিভিন্ন প্রকার সামগ্রী প্রদান। ১৬/যুবকদের বেকারত্ব দূর করআতে আত্বকর্মসংস্থানের ব্যাবস্থা করা।
১৭/কিশোর অপরাধীদের পূর্ণবাসনের ব্যাবস্থা করা ও তাদের সামাজিক কাজে জড়িত হবার প্রবণতা তৈরি করা।
১৮/প্রতিবন্ধীদের সামাজিক ও মানসিক সাহস যোগাতে কাজ করা।
১৯/নিরাপদ সড়ক আন্দোলন ও সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা।
২০/গুনিজন ও শিক্ষক সম্মননা প্রদান করা।
২১/বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় দিবস ও কর্মসূচী পালন করা।
২২/ সংগঠনের সদস্যদের নিয়ে বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শারিরীক সুস্থতা নিশ্চিত বিভিন্ন ক্রিড়া কর্মসূচী পালন করা।
২৩/সাংগঠনিক মিটিং বাস্তবায়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

জন্মদিনের শুভেচ্ছা আরমান শরীফতোমার সুন্দর ও সৎ জীবন কামনা করিসদস্য | কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি
17/10/2025

জন্মদিনের শুভেচ্ছা আরমান শরীফ

তোমার সুন্দর ও সৎ জীবন কামনা করি

সদস্য | কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি

জনসচেতনতায়: কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি
17/10/2025

জনসচেতনতায়: কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি

অসংখ্য ধন্যবাদ
17/10/2025

অসংখ্য ধন্যবাদ

কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি'র উদ্যেগে জোয়ারিয়ায়ানালাস্থ তাহসিনুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিম খানায় কোরআন শরীফ বিতরণ সম্পন্ন হয়েছে।
১৬ অক্টোবর ২০২৫ ইং রোজঃ বৃহস্পতিবার
আয়োজনেঃ কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি

কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি'র উদ্যেগে জোয়ারিয়ায়ানালাস্থ তাহসিনুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিম খানায়,-কোরআন শরীফ বি...
17/10/2025

কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি'র উদ্যেগে জোয়ারিয়ায়ানালাস্থ তাহসিনুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিম খানায়,

-কোরআন শরীফ বিতরণ

১৬ অক্টোবর ২০২৫ ইং রোজঃ বৃহস্পতিবার

আয়োজনেঃ কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি
(একটি সরকারি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন)

16/10/2025

কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি'র উদ্যোগে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
স্থানঃ কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসা

কক্সবাজার ব্লা'ড ডোনার'স সোসাইটির উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো-ফ্রী র'ক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি স্থানঃ কক্সবাজার হাশেমি...
15/10/2025

কক্সবাজার ব্লা'ড ডোনার'স সোসাইটির উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো
-ফ্রী র'ক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
স্থানঃ কক্সবাজার হাশেমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা।
সময়ঃ ১৫ অক্টোবর ২৫ ইং
রোজঃ বুধবার
আয়োজনঃ কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি
(একটি সরকারি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন)

শুভ জন্মদিন আফরা আফরিনকার্যকরি সদস্য। সিবিডিএস পরিবারের পক্ষ থেকে আফরা আফরিন-কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমার...
15/10/2025

শুভ জন্মদিন আফরা আফরিন
কার্যকরি সদস্য।
সিবিডিএস পরিবারের পক্ষ থেকে আফরা আফরিন-কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তোমার জীবনের প্রতিটি দিন হোক হাসি, আনন্দ আর সাফল্যে ভরপুর।
সুস্থ থেকো, ভালো থেকো, এগিয়ে যাও মানবিক কাজে।

14/10/2025

মধ্যরাতে ছিন্নমূল মানুষের পাশে সিবিডিএস শহরের বিভিন্ন পয়েন্টে খাবার বিতরণ।।

#সিবিডিএস #জীবনবাঁচান #রক্তদিন #কক্সবাজার

ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি স্থানঃ কক্সবাজার হাশেমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা। সময়ঃ সকাল ৯ঘটিকা হইতে আরম...
14/10/2025

ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

স্থানঃ কক্সবাজার হাশেমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা।
সময়ঃ সকাল ৯ঘটিকা হইতে আরম্ভ, রোজঃ বুধবার

আয়োজনঃ কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি
(একটি সরকারি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন)

জনসচেতনতায়ঃ কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি
13/10/2025

জনসচেতনতায়ঃ কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি

কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি'র উদ্যোগে কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে ছিন্নমূল মানুষের মাঝে রাতের খাবার বিতরণ ১২ অক্...
13/10/2025

কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি'র উদ্যোগে কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে ছিন্নমূল মানুষের মাঝে রাতের খাবার বিতরণ

১২ অক্টোবর ২০২৫ইং, রবিবার

আয়োজনেঃ কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি একটি (সরকারি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন)

অসংখ্য ধন্যবাদ Times Of Humanity
11/10/2025

অসংখ্য ধন্যবাদ Times Of Humanity

Address

Near Vacation TOUR And Travel Office, Dynamic Building, Kolatoli Beach Road, Cox's Bazar Sadar
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram