02/01/2025
গর্ভকালীন সবকিছু স্বাভাবিক থাকা সত্ত্বেও দেখা দিতে পারে প্রসবকালীন জটিলতা, অনেক ক্ষেত্রে যা হয়ে উঠতে পারে মা ও শিশুর মৃত্যুর কারণ।
নিরাপদ প্রসবের জন্য :
প্রসবকালীন জটিলতার ৩টি বিশেষ কারণ মনে রাখতে হবে—
১. সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব।
২. স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে বিলম্ব।
৩. চিকিৎসা গ্রহণে বিলম্ব।
এই তিন কারণ মাথায় রেখে গর্ভবতী মা ও তাঁর পরিবার আসন্ন প্রসবের জন্য সব প্রস্তুতি গ্রহণ করবেন। একে বলা হয় প্রসব পরিকল্পনা। প্রসবকালীন ও প্রসব–পরবর্তী সময়ে মা ও নবজাতককে সুস্থ রাখাই এর লক্ষ্য।
প্রসব পরিকল্পনার প্রস্তুতি গ্রহণ :
১. কোথায় প্রসব করাবেন, তা আগে থেকেই স্থির করা।
২. চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখা।
৩. জরুরি প্রয়োজনে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা রাখা।
৪. হাসপাতালে সঙ্গে কে যাবেন, ঠিক করে রাখা।
৫. যানবাহনের ব্যবস্থা রাখা। হাসপাতালের দূরত্ব, ট্রাফিক জ্যাম, যানবাহনের ধরন, ড্রাইভারের সঙ্গে যোগাযোগ ইত্যাদি মাথায় রাখতে হবে।
৬. রক্তের গ্রুপ জেনে রাখা ও গ্রুপের রিপোর্ট সঙ্গে রাখা।
রক্তদাতার টেলিফোন নম্বর রাখা। জরুরি প্রয়োজনে তাঁর হাজিরা নিশ্চিত করা।
গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব–পরবর্তী বিপদ :
১. রক্তের চাপ বা ব্লাড প্রেশার ১৪০/৯০ মিলিমিটার বা তার চেয়ে বেশি হওয়া।
২. পা, হাত, মুখ ও চোখে পানি আসা।
৩. তীব্র মাথাব্যথা ও চোখে ঝাপসা দেখা।
৪. খিঁচুনি হওয়া, চোখ স্থির হয়ে থাকা।
৫. জ্বর বা শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইটের ওপরে ওঠা।
৬. ১২ ঘণ্টার বেশি প্রসববেদনা স্থায়ী হওয়া।
৭. প্রসবের সময় বাচ্চার মাথার পরিবর্তে হাত, পা কিংবা নাড়ি বের হয়ে আসা।
৮. গর্ভকালীন ও প্রসব–পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া।
৯. প্রসববেদনা শুরুর আগে পানি ভেঙে যাওয়া।
১০. প্রসব–পরবর্তী সময়ে গন্ধযুক্ত পানি যাওয়া ও শরীরে জ্বর আসা।
♻️ উন্নত সেবা ও নিরাপদ মাতৃত্ব
ফুয়াদ আল্-খতীব হাসপাতাল, কক্সবাজার-এ
স্ত্রী, প্রসূতি ও গাইনী রোগে নিয়মিত চিকিৎসা ও পরামর্শ প্রদান করছেন:
♻️ ডা: ফাতিমা জান্নাত
এমবিবিএস, এফসিপিএস (অবস্ অ্যান্ড গাইনি)
ল্যাপারোস্কপিক ও হিস্টারোস্কপিক সার্জন
✅ রোগী দেখেন ও অপারেশন করেন:
প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ০২ টা,
বিকাল ০৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
💠 ডা: শামীম আরা বেগম
এমবিবিএস, এম এস (অবস্ অ্যান্ড গাইনি)
সহকারী অধ্যাপক, প্রসূতী ও স্ত্রীরোগ বিভাগ
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, কক্সবাজার।
✅ রোগী দেখেন ও অপারেশন করেন:
সপ্তাহের মঙ্গলবার থেকে শনিবার,
বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
🩺 ডাঃ লাবণি দে
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমসিপিএস, এমএস (গাইনি এন্ড অবস)
প্রসূতী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল
✅ রোগী দেখেন ও অপারেশন করেন:
প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ৯ টা
🩺 ডাঃ ফাতেমা বেগম
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমসিপিএস (গাইনি এন্ড অবস)
প্রসূতী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল
✅ রোগী দেখেন ও অপারেশন করেন:
প্রতি সপ্তাহের শুক্রবার।
🩺 ডাঃ সাবরিনা নূর
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমসিপিএস (গাইনি এন্ড অবস্)
প্রসূতী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল
✅ রোগী দেখেন ও অপারেশন করেন:
প্রতিদিন দুপুর ৩ টা থেকে রাত ৯ টা
💠 সেবা সমুহঃ
♻️ নরমাল ডেলিভারি
♻️ জটিল ডেলিভারির ক্ষেত্রে C-সেকশন সার্জারী
♻️ জরায়ুর পলিপ ও সিস্টের অপারেশন
♻️ মহিলাদের বিভিন্ন গাইনোকোলজিক্যাল সমস্যার সার্জারী
♻️ গর্ভধারনের পূর্ববর্তী পরামর্শ ও চিকিৎসা সেবা
♻️ গর্ভপাতের চিকিৎসা ও প্রতিকার (ডি এন্ড সি)
♻️ বন্ধ্যাত্ব ও মাসিক জনিত সমস্যা (অনিয়মিত ঋতুস্রাব)
♻️ জরায়ুর ইনফেকশন, জরায়ুর মুখের ঘা, জরায়ুর পলিপ ও জরায়ু নিচে নেমে যাওয়া।
📢 তথ্য ও সিরিয়ালের জন্য কল করুন:
📞০১৮৭৮-১২২ ১২২, 📞০১৭৯০-৩৪২২৩৩
📍📍 𝐂𝐚𝐥𝐥 𝐅𝐨𝐫 𝐀𝐩𝐩𝐨𝐢𝐧𝐭𝐦𝐞𝐧𝐭: 𝟎𝟏𝟕𝟗𝟎-𝟑𝟒𝟐𝟐𝟑𝟑, 𝟎𝟏𝟖𝟕𝟖-𝟏𝟐𝟐𝟏𝟐𝟐