Hijama Center Coxsbazar

Hijama Center Coxsbazar হিজামা বা কাপিং থেরাপি।
2017 থেকে কক্সবাজারে হিজামা চিকিৎসা দিয়ে আসতেছি।

2017 থেকে কক্সবাজারে হিজামা চিকিৎসা দিয়ে আসতেছি।
হিজামা বা কাপিং থেরাপি
ঢাকা,চট্টগ্রামের এক্সপার্ট হিজামা থেরাপি এখন কক্সবাজারে।

হিজামা কি?
-----*-----
হিজামা হল এমন একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যামান রয়েছে। যাকে বাংলায় শিঙ্গা এবং ইংরেজিতে Cupping therapy বলা হয়।
হিজামার পদ্ধতি
------*-------
শরীরের নির্দিষ্ট কিছু অংশ থেকে মেশিনের

সাহায্যে অথবা শিঙ্গার সাহায্যে রক্ত চুষে নেয়া বা বের করে ফেলা। এরদ্বারা ভেতরের দূষিত রক্ত দূর হয়ে যায়। যারফলে মানুষ প্রশান্তি অনুভব করে।
কেন হিজামা করাবেন?
---------*----------
আপনার রোগ হলে যেমন ডাক্তারের কাছে যান। তারপর প্রয়োজন পড়লে অস্ত্রপোচারও করান। তেমনি আপনার রোগের জন্য হিজামা করাবেন। তাহলে ফায়দা স্বরূপ রোগ থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন এবং রাসূল সাঃ এর একটি সুন্নাতের উপরও আমল করা হলো।

24/11/2024

Sunnah treatment Hijama
Home service available
Call 01813686090/01815375435
'sBazar
'sBazar
#হিজমা_হোম_সার্ভিস
#হিজামা_সেন্টার_কক্সবাজার #সুন্নাহ # চিকিৎসা

Immunity Boosting Therapy কি?উত্তর ঃ- দেহ থেকে ক্ষতিকর ইউরিক এসিড বের করে দিলেই তৈরি হয় নাইট্রিক অক্সাইড। আর এটাই হল Imm...
24/11/2024

Immunity Boosting Therapy কি?

উত্তর ঃ- দেহ থেকে ক্ষতিকর ইউরিক এসিড বের করে দিলেই তৈরি হয় নাইট্রিক অক্সাইড। আর এটাই হল Immunity Boosting Therapy. এটা করার মাধ্যম হিজামা থেরাপি।
তাই শরীর সুস্বাস্থ রাখার জন্য হিজামা থেরাপি গ্রহন করুন। যা হুজুর সঃ এর সুন্নাহ চিকিৎসা।

11/09/2024

★হিজামা করার পূর্বে যে জিজ্ঞাসা মাথায় ঘুরে :-

১। ব্যাথা লাগবে...??
--- জ্বী লাগবে । তবে এতোটাই সামান্য যে সেটাকে ব্যাথা না বলে অস্বস্তি বলা যায়।
২। কত সময় লাগবে...??
---সেটা কাপের কোয়ান্টিটির উপর নির্ভর করে, মোটামুটি কাপিং এ গড়ে ১ ঘন্টা লাগে।
৩। দাগ যাবে কত দিনে...??
--- কালার নরমাল হবে ৩-৭ ঘন্টাএবং দাগ যাবে ৩-৭ দিনের মধ্যে ইনশাআল্লাহ্‌।
৪। কয়টা সেশন লাগবে...??
--- যে কোন রোগিকে কম পক্ষে দুইটা তবে রোগ ও তার উপশন অনুযায়ী শেসন সংখ্যা ভিন্ন হয়।
৫। মাথায় করতে কি চুল কাটতে হয়...??
--- না কাটলেও করা যায় তবে চুল কাটলে/ছোট থাকলে ভালো।
৬। হিজামা কি সুন্নাতি চিকিৎসা?
--- জ্বী, রাসূল সাঃ নিজে হিজামা করিয়েছেন এবং অনেক সাহাবিকে করার জন্য নির্দেশ দিয়েছেন, নিন্মের কয়েকটি হাদিস দেখলেই আমরা বুঝতে পারব

🌹আবদুল্লাহ ইবনে আব্বাস রাঃ বর্ণনা করেন যে, রাসুল সঃ ইহরাম অবস্থায় একপাক্ষিক মাথা ব্যথার জন্য হিজামা(কাপিং) চিকিৎসা নিয়েছিলেন। [সহীহ আল বোখারী (৫৭০১)]

🌹আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত রাসুল (স:) বলেন, “ মিরাজের রাত্রিতে সাক্ষাতপ্রাপ্ত সকল ফেরেশতাই আমাকে বলেছে, হে মুহাম্মাদ আপনি হিজামা (কাপিং) গ্রহন করবেন। [সহীহ সুনান ইবনে মাজাহ (৩৪৭৭)]

🌹রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন,"নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়। (বুখারী-৫২৯৪/সহিহ মুসলিম-২২০৫)

🌹রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,"হিজামাকারী কতইনা উত্তম লোক,সে দুষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে (সুনানে তিরমিযীঃ২০৫২)

🌹মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হল সর্বোত্তম (আল হাকিম-৭৪৭০)

✅ ভয়কে জয় করে আজই হিজামা করুন এবং নবির সুন্নতকে জাগ্রত করুন কেননা

রাসুল (সঃ) বলেছেন, “যে আমার একটি সুন্নাত পুনরুজ্জীবিত করবে এবং মানুষ এটি চর্চা করবে, সে সুন্নাত পালনকারীর সাথে সমান পুরষ্কার পাবে অথচ সুন্নাত পালনকারীর পুরষ্কার কমানো হবে না।” [সুনানে ইবনে মাজাহ (২০৯)]

অনেক রোগীর কাছ থেকে জানতে পারি যে, হিজামা করাতে তারা প্রথমে খুব ভয় পায়, চিন্তা করে ব্যথা পাবো কিনা! আমি যে টাকাটা খরচ করবো তা সঠিক জায়গায় খরচ করছি কিনা ইত্যাদি! আমি বলব হিজামা দেখতেই ভয় কিন্তু করতে আরাম। যারা আমার কাছ থেকে হিজামা করিয়েছে তারা ভালভাবে বলতে পারবে ইনশাআল্লাহ।

যদিও সবাই ভালভাবে হিজামা করতে পারে না। হিজামাকারীকে প্রত্যেক ব্যাক্তির শরিরকে নিজের শরির মনে করতে হবে এবং অবশ্যই দয়া-মায়াশীল ও অভিজ্ঞ হতে হবে। তাহলে হিজামা গ্রহনকারী অনেক আরাম পাবে এবং রিলাক্স ফিল করবে ইনশাআল্লাহ। নতুন রোগী যারা তাদেরকে বলছি একবার হিজামা গ্রহন করেই দেখুন ভয় কেটে যাবে ইনশাআল্লাহ।

বিভিন্ন সেলিব্রেটিরা নিয়মিত হিজামা/কাপিং নিয়ে থাকেন,যেমন করিম বেনজেমা (ফুটবলার), মাহমুদউল্লাহ,শহীদ আফ্রিদি সহ আরও অনেকে।
যোগাযোগ ঃ 01747962949
01815375435
'sBazar

#হিজামা_সেন্টার_কক্সবাজার
#হোম_সার্ভিস

হিজামা কাদের জন্য ও কেন করবেন?হিজামা তে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।হিজামা সকল বয়সী লোকদের জন্য প্রযোজ্য। বিশেষ করে-  যার...
15/05/2024

হিজামা কাদের জন্য ও কেন করবেন?
হিজামা তে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।

হিজামা সকল বয়সী লোকদের জন্য প্রযোজ্য। বিশেষ করে- যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন।

👉যাদের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা আছে।
👉 বৃদ্ধ বাবা-মা; যাদের বাতের ব্যথা আছে ।
👉 যাদের প্রেসার এবং গ্যাস্ট্রিকের সমস্যা আছে
👉যাদের শারিরীক যন্ত্রনায় ঘুম কম হয়।
👉 দূর্বল লোকদের জন্য;,যারা অল্পতেই ক্লান্ত হয়ে যান।
👉যারা প্রতিদিন রাস্তায় চলাফেরা করেন এবং যারা ধুলাবালিতে কঠোর পরিশ্রম করেন।
👉ধূমপায়ীদের জন্য, যারা সিগারেট এর নিকোটিন বের করতে চান,
👉যারা শরীরের ভিতরের বিষাক্ত টক্সিন দূর করতে চান।
👉যারা শরীরে বিষাক্ত টক্সিন (Toxin) আছে কিনা যাচাই করতে চান।
👉 মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা
👉 রক্তদূষণ
👉উচ্চরক্তচাপ
👉ঘুমের ব্যাঘাত
👉 স্মৃতিভ্রষ্টতা
👉অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত
👉ব্যাক পেইন
👉হাঁটু ব্যাথা
👉দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা
👉ঘাড়ে ব্যাথা
👉কোমর ব্যাথা
👉পায়ে ব্যাথা
👉 মাংসপেশীর ব্যাথা
👉দীর্ঘমেয়াদী পেট ব্যথা
👉হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা
👉 থাইরয়েড গ্রন্থির সমস্যা
👉 সাইনোসাইটিস
👉হাঁপানি
👉 হৃদরোগ
👉 রক্তসংবহন তন্ত্রের সংক্রমন
👉 টনসিল
👉দাঁত/মুখের/জিহ্বার সংক্রমন
👉গ্যাস্ট্রিক পেইন
👉 মুটিয়ে যাওয়া
👉 দীর্ঘমেয়াদী চর্মরোগ
👉 ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
👉 ফোঁড়া-পাঁচড়া সহ আরো অনেক রোগ।
👉ডায়াবেটিস
👉 ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান
👉 চুল পড়া
👉মানসিক সমস্যা
👉 যৌনরোগ সহ আরও অনেক রোগ...ইত্যাদি

Toxin কী ?

এগুলো হচ্ছে এক ধরনের বিষ যা আপনাকে একবারে মেরে ফেলবে না কিন্তু তিলে তিলে কষ্ট দিবে। প্রতিদিনই আমাদের শরীরে বিভিন্ন ভাবে এই toxin গুলো প্রবেশ করে। যেমন : খাবার খাওয়ার মাধ্যমে , বাহিরের ভাজা পোড়া, ফলে বা মাছে থাকা ফরমালিন , পানিতে থাকা আয়রন বা আর্সেনিক , ধূমপানের অভ্যাস থাকলে। এছাড়াও আমাদের দেশের গাছ পালা কমে যাওয়ায় বায়ু দূষণ হচ্ছে ,বায়ু ভারী হচ্ছে আর আমাদের শ্বাস-প্রশ্বাস এর মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করছে সীসা , অ্যালুমিনিয়াম এর মত ইত্যাদি ক্ষতিকারক বস্তু।

     #হিজামা
15/05/2024



#হিজামা

In home Service
15/05/2024

In home Service

জ্বিনযাদুটোনা আমাদের শরীরের প্রভাব বিস্তার দীর্ঘ সময় যা আমাদের দৈনিক কাজকর্ম ও আর্থিক সমস্যা ও মানসিক উদ্বেগ বিষন্ন সৃষ্...
31/05/2023

জ্বিনযাদুটোনা আমাদের শরীরের প্রভাব বিস্তার দীর্ঘ সময় যা আমাদের দৈনিক কাজকর্ম ও আর্থিক সমস্যা ও মানসিক উদ্বেগ বিষন্ন সৃষ্টি করে। কখনো এটা যাদু আমাদের শরিরের কোন কোন অংশ অবস্থান করে যা আমাদের শারীরিক রোগ সৃষ্টি হয় যেমন বড় রোগ গুলো ক্যন্সার, পাকস্থলীর সমস্যা,উদ্বেগ ও হার্টের সমস্যা গুলো অন্যতম। জ্বিন যাদু কখনো আমাদের স্নায়ু কন্ট্রোল করে পুরো শরীর তার কন্ট্রোল নিয়ে ব্যবহার করতে সক্ষম।

যাদু যখন আপনার বডি কন্ট্রোল নিবে আপনাকে দিয়ে পরিবার সবাই সে আবার যাদুকরবে কারন পরিবার অন্য সদস্য চিকিৎসা করাতে না পারে আপনার।

যাদু রিনিউ হতে পারে কারো কারো গবেষণা ফিল্ড অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা হলো যাদু রি-নিউ হয়না বরং একটা যাদুর চালান বহু ধরনের জ্বিন হাজার হাজার ব্যবহার করে যাদুকর, রুকইয়াহ কিছু সনাক্ত হয় বাকি গুলো শরিরের লুকিয়ে থাকে ধীরে ধীরে রুকইয়া করতে করতে একসময় সব গুলো বডিতে ধরা পড়েব এবং চলে যায়।

জ্বিন যাদুবহন করে, এ যাদু আস্তে আস্তে আপনার বডি কন্ট্রোল নেয় ফলে রুকইয়াহ শারিয়া দরা পড়লে বুঝা যায়। অনেক যাদু গুপ্ত রহস্য উদঘাটন করতে দীর্ঘ সময় লেগে যায়। অনেকের কোন রকম প্রতিক্রিয়া দেখা যায় না, হাত পা নড়াচড়া চাড়া আর কিছু বুঝা যায় না এদের বেশি সমস্যা।

রুগি বুঝতে পারেনা যাদুকিনা, কারন জ্বিন শক্ত অবস্থান তৈরি করার আগ পর্যন্ত শরীর জানান দেয়না। প্রতিটি যাদুর রুগি সমস্যা গুলো কয়েকবছর আগে হয়েছে এটার প্রতিফলন বহু বছর পর দেখা যায়।

যাদু আমাদের শরিরের ভিতরে যেসব অংশ করা হয়, প্রথমে পেট,পিঠ,স্নায়ু,বুকের বাম পাশে,হাত পা ইত্যাদি।

যে সকল রুগির শরীরে ধীরে ধীরে প্রভাব বিস্তার তার মধ্যে অন্যতম বিবাহিত মহিলা ও অবিবাহিত মেয়ে।
পুরুষ বেলায় শতকরা ১০% সমস্যা হয়।

জ্বিনযাদুর কাজ হলো আর্থিক অবস্থান ধবংস করা পাশাপাশি, নানা রোগ শরীরে সৃষ্টি করা। রুগি মৃত্যুর দারপ্রান্তে পৌছানো তার কাজ।

আমি অনেক রুগিকে দেখেছি মৃত্যু হতে আবার ডিভোর্স হতে আবার দীর্ঘ দিন যাদু নিয়ে বহন করতে। বহু রুগি তো আর্থিক অবস্থান ভালোথাকার পর চিকিৎসা অনিহা প্রকাশ করে আবার ইচ্ছেকৃত চায়না। এগুলো যাদু তার স্নায়ুর প্রভাব এত জোরে পেলছে মৃত্যু ছাড়া তার আর কোন রাস্তা তৈরি করেনা।

আল্লাহ আমাদের এসব সমস্যা থেকে দূরে রাখুক আমিন।

জাজাকাল্লাহ খাইরান

30/05/2023

#হিজামা_সেন্টার_কক্সবাজার #ফ্রীহোমডেলিভারি ্রতি_রোগীর_জন্য_সম্পূর্ণ_নতুন_কাপ_ব্যবহার_করা_হয়
#01815375435
#01813686090

সন্ধ্যার পর হিজামা নিলেন প্রিয় ভাই, রাকিবুল ইসলাম।উনি রামুতে হোম সার্ভিস নিয়েছেন।   #হিজামা_সেন্টার_কক্সবাজার  #ফ্রীহোমড...
28/05/2023

সন্ধ্যার পর হিজামা নিলেন প্রিয় ভাই, রাকিবুল ইসলাম।
উনি রামুতে হোম সার্ভিস নিয়েছেন।
#হিজামা_সেন্টার_কক্সবাজার
#ফ্রীহোমডেলিভারি

26/05/2023

”কা‌পিং থেরাপী” যাবতীয় ব‌্য-থা জ‌নিত রো‌গের শ্রেষ্ঠ সমাধ‌ান!

👉 প্রায় ২ হাজার বছ‌রের পুরা‌নো প্রাচীন চি‌-কিৎসা কা‌পিং থেরাপী।
✅ কা‌পিং থেরাপী রক্ত চলাচল স্বাভা‌বিক ক‌রে।
✅ রোগ প্রতি‌রোধ ক্ষমতা বৃ‌দ্ধি ক‌রে।
✅ মাসল‌কে রিলাক্স ক‌রে।
✅ ব‌্য-থা কমা‌তে চমৎকার কাজ ক‌রে।

কোমর, পিঠ, কাধ এবং হাঁটু ব‌্য-থার সমস‌্যায় পে-ইন কি-লার না খে‌য়ে কা‌পিং নিন
হিজামা সকল বয়সী লোকদের জন্য প্রযোজ্য।
#ফ্রীহোমডেলিভারি
ফ্রি হোম ডেলিভারিতে হিজামা নিতে যোগাযোগ করুন ☎01752-167352/01815375435/ 01747962949

#হিজামা_সেন্টার_কক্সবাজার
#হিজামা

Address

Cox's Bazar
4700

Telephone

+8801752167352

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Center Coxsbazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Center Coxsbazar:

Share