11/09/2024
★হিজামা করার পূর্বে যে জিজ্ঞাসা মাথায় ঘুরে :-
১। ব্যাথা লাগবে...??
--- জ্বী লাগবে । তবে এতোটাই সামান্য যে সেটাকে ব্যাথা না বলে অস্বস্তি বলা যায়।
২। কত সময় লাগবে...??
---সেটা কাপের কোয়ান্টিটির উপর নির্ভর করে, মোটামুটি কাপিং এ গড়ে ১ ঘন্টা লাগে।
৩। দাগ যাবে কত দিনে...??
--- কালার নরমাল হবে ৩-৭ ঘন্টাএবং দাগ যাবে ৩-৭ দিনের মধ্যে ইনশাআল্লাহ্।
৪। কয়টা সেশন লাগবে...??
--- যে কোন রোগিকে কম পক্ষে দুইটা তবে রোগ ও তার উপশন অনুযায়ী শেসন সংখ্যা ভিন্ন হয়।
৫। মাথায় করতে কি চুল কাটতে হয়...??
--- না কাটলেও করা যায় তবে চুল কাটলে/ছোট থাকলে ভালো।
৬। হিজামা কি সুন্নাতি চিকিৎসা?
--- জ্বী, রাসূল সাঃ নিজে হিজামা করিয়েছেন এবং অনেক সাহাবিকে করার জন্য নির্দেশ দিয়েছেন, নিন্মের কয়েকটি হাদিস দেখলেই আমরা বুঝতে পারব
🌹আবদুল্লাহ ইবনে আব্বাস রাঃ বর্ণনা করেন যে, রাসুল সঃ ইহরাম অবস্থায় একপাক্ষিক মাথা ব্যথার জন্য হিজামা(কাপিং) চিকিৎসা নিয়েছিলেন। [সহীহ আল বোখারী (৫৭০১)]
🌹আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত রাসুল (স:) বলেন, “ মিরাজের রাত্রিতে সাক্ষাতপ্রাপ্ত সকল ফেরেশতাই আমাকে বলেছে, হে মুহাম্মাদ আপনি হিজামা (কাপিং) গ্রহন করবেন। [সহীহ সুনান ইবনে মাজাহ (৩৪৭৭)]
🌹রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন,"নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়। (বুখারী-৫২৯৪/সহিহ মুসলিম-২২০৫)
🌹রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,"হিজামাকারী কতইনা উত্তম লোক,সে দুষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে (সুনানে তিরমিযীঃ২০৫২)
🌹মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হল সর্বোত্তম (আল হাকিম-৭৪৭০)
✅ ভয়কে জয় করে আজই হিজামা করুন এবং নবির সুন্নতকে জাগ্রত করুন কেননা
রাসুল (সঃ) বলেছেন, “যে আমার একটি সুন্নাত পুনরুজ্জীবিত করবে এবং মানুষ এটি চর্চা করবে, সে সুন্নাত পালনকারীর সাথে সমান পুরষ্কার পাবে অথচ সুন্নাত পালনকারীর পুরষ্কার কমানো হবে না।” [সুনানে ইবনে মাজাহ (২০৯)]
অনেক রোগীর কাছ থেকে জানতে পারি যে, হিজামা করাতে তারা প্রথমে খুব ভয় পায়, চিন্তা করে ব্যথা পাবো কিনা! আমি যে টাকাটা খরচ করবো তা সঠিক জায়গায় খরচ করছি কিনা ইত্যাদি! আমি বলব হিজামা দেখতেই ভয় কিন্তু করতে আরাম। যারা আমার কাছ থেকে হিজামা করিয়েছে তারা ভালভাবে বলতে পারবে ইনশাআল্লাহ।
যদিও সবাই ভালভাবে হিজামা করতে পারে না। হিজামাকারীকে প্রত্যেক ব্যাক্তির শরিরকে নিজের শরির মনে করতে হবে এবং অবশ্যই দয়া-মায়াশীল ও অভিজ্ঞ হতে হবে। তাহলে হিজামা গ্রহনকারী অনেক আরাম পাবে এবং রিলাক্স ফিল করবে ইনশাআল্লাহ। নতুন রোগী যারা তাদেরকে বলছি একবার হিজামা গ্রহন করেই দেখুন ভয় কেটে যাবে ইনশাআল্লাহ।
বিভিন্ন সেলিব্রেটিরা নিয়মিত হিজামা/কাপিং নিয়ে থাকেন,যেমন করিম বেনজেমা (ফুটবলার), মাহমুদউল্লাহ,শহীদ আফ্রিদি সহ আরও অনেকে।
যোগাযোগ ঃ 01747962949
01815375435
'sBazar
#হিজামা_সেন্টার_কক্সবাজার
#হোম_সার্ভিস