Cox's Bazar Medical College & Hospital

Cox's Bazar Medical College & Hospital COX'S BAZAR MEDICAL COLLEGE, ESTD:2008.

14/03/2025

৫০০ শয্যা বিশিষ্ট কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল
বাস্তবায়নের জোড়ালো দাবি নিয়ে মেডিকেল কলেজ এর সাধারণ শিক্ষার্থী'রা সংবাদ সম্মেলন পরবর্তী মানববন্ধন আয়োজন করে। এই লক্ষ্য চূড়ান্ত রূপ না পাওয়া পর্যন্ত শিক্ষার্থী'রা ঘরে ফিরে যাবে না।রমজান ও দেশের উচ্চ পর্যায়ের অফিশিয়ালদের কক্সবাজার আগমণ উপলক্ষে কক্সবাজারবাসীকে আমন্ত্রণ জানানো সম্ভব হয় নি। খুব শীঘ্রই কক্সবাজার বাসীদের সাথে নিয়ে আরোও জোড়ালো ভূমিকা রাখতে আমরা বদ্ধপরিকর। আশা করি কক্সবাজার বাসীর সপ্ন ও অধিকার প্রতিষ্ঠায় কক্সবাজার বাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন পাবো আমরা।

12/03/2025
12/03/2025

পর্যটন নগরী কক্সবাজার ভ্রমন-পিপাসুদের জন্য প্রশান্তির জায়গা হলেও, কক্সবাজার বাসীর জন্য এক অবহেলিত জায়গার নাম।

আজকে আমরা কথা বলবো কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ব্যাপারে কক্সবাজার-বাসীর প্রতি যে অবিচার করা হয়েছে তা নিয়ে।

২০০৮ সালে কক্সবাজার মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিলো। দীর্ঘ ১৭ বছর পার হওয়ার পরে আজও অনিয়মের বেড়াজালে আটকে আছে হাসপাতাল নিমার্ণের কাজ। বারবার আশা দিয়েও নিভিয়ে নেওয়া হয়েছে আলোর প্রদীপ।

কক্সবাজারে স্থায়ীভাবে ৩০ লক্ষ লোকের বাস। এর বাইরে ১৫ লক্ষের অতিরিক্ত চাপ এই জেলাকে সহ্য করতে হচ্ছে। বিশাল এই জনসংখ্যার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে একটা টারশিয়ারি মেডিকেল কলেজের কোনো বিকল্প নেই। এ হাসপাতাল না হওয়ায় মাত্রাতিরিক্ত চাপ পড়েছে সদর হাসপাতালে, যা ২৫০ বেড হলেও রোগীর সংখ্যা সবসময় ৭০০ এর উপরে থাকে। পা ফেলার পর্যন্ত জায়গা হয় না। এত রোগীর চাপ তার উপর আবার সদর হসপিটালে নেই নিউরোলজি, নেফ্রোলজি, কার্ডিওলজি, রেডিওলজি এর মত গুরুত্বপূর্ণ বিভাগ। তাই এসব রোগে আক্রান্ত রোগীকে রেফার করা হয় চট্টগ্রামে কিংবা ঢাকায়। অনেকসময় যাত্রাপথে আ্যম্বুলেন্সে হারাতে হয় প্রিয়জনকে।

কক্সবাজার-বাসী আফসোস করে, আজ যদি আমাদের কোনো মেডিকেল কলেজ থাকতো, তাহলে স্ট্রোক করা বাবার চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া লাগতোনা। যদি PCI সুবিধা থাকতো যাত্রাপথে হারাতে হতোনা হার্ট-অ্যাটাক করা বড় ভাইকে।

কক্সবাজার বাসীর একটাই দাবী, তাদের প্রতি দীর্ঘ ১৭ বছর যে অবহেলা করা হচ্ছে, তার দ্রুত অবসান হোক। তাদের চিকিৎসা নামক মৌলিক অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। তাদের বহুল কাঙ্ক্ষিত মেডিকেল কলেজ হাসপাতালের অতিদ্রুত নিমার্ণ কাজ শুরু হোক।

শিশু ও নারী নির্যাতন নিপীড়ন এবং সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কক্সবাজার মেডিকেল কলেজ এর সাধারণ ছাত্রছা...
10/03/2025

শিশু ও নারী নির্যাতন নিপীড়ন এবং সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কক্সবাজার মেডিকেল কলেজ এর সাধারণ ছাত্রছাত্রী বৃন্দ!

এম বি বি এস, ১ম বর্ষ , কক্সবাজার মেডিকেল কলেজ এর ভর্তি নির্দেশনা!
28/01/2025

এম বি বি এস, ১ম বর্ষ , কক্সবাজার মেডিকেল কলেজ এর ভর্তি নির্দেশনা!

অভিনন্দন ডা: Sohel Baksh স্যার! একজন ছাত্রছাত্রী বান্ধব শিক্ষক কে প্রধান অভিভাবক হিসেবে পেয়ে সকল ছাত্রছাত্রীরা আনন্দিত!
21/01/2025

অভিনন্দন ডা: Sohel Baksh স্যার! একজন ছাত্রছাত্রী বান্ধব শিক্ষক কে প্রধান অভিভাবক হিসেবে পেয়ে সকল ছাত্রছাত্রীরা আনন্দিত!

কক্সবাজার মেডিকেল কলেজ এর প্রতিষ্টাতা অধ্যক্ষ মরহুম অধ্যাপক বি.এম.আলী ইউসুফ স্যার ছিলেন পরিবেশ প্রেমী!ক্যাম্পাসের এই নয়ন...
09/12/2024

কক্সবাজার মেডিকেল কলেজ এর প্রতিষ্টাতা অধ্যক্ষ মরহুম অধ্যাপক বি.এম.আলী ইউসুফ স্যার ছিলেন পরিবেশ প্রেমী!
ক্যাম্পাসের এই নয়নাভিরাম জায়গাটি পছন্দ করেছিলেন অনেক যাচাই-বাছাই এর পরে! আর সুযোগ হলেই তৎকালীন সকল ছাত্রছাত্রীদের নিয়ে চলে যেতেন নির্মিতব্য ক্যাম্পাস এলাকায়, আর সবাইকে নিয়ে করতেন বৃক্ষ রোপন! বিশেষ করে স্থায়ী ক্যাম্পাসের জায়গাটা ঠিক হওয়ার পরে কলেজ এর বিশেষ দিনগুলোতে(যেমন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিকনিক) সব ছাত্রছাত্রীদের নিয়ে নির্মিতব্য একাডেমিক ভবন ও ক্যাম্পাস পরিদর্শন উনার প্রিয় কাজ গুলোর একটি ছিলো!

Heart-shaped Calligraphy By: Alifa Fardin(student of CoxMCH)
17/04/2022

Heart-shaped Calligraphy
By: Alifa Fardin(student of CoxMCH)

Address

Chattogram/Cox's Bazar Highway, Cox's Bazar Medical College & Hospital, Cox's Bazar. Bangladesh
Cox's Bazar
4700

Telephone

01712852706

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Bazar Medical College & Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category