Dr Shuvasish Barua Shuvo

Dr Shuvasish Barua Shuvo Initially we are focusing to retail all the local product of Cox's Bazar. We are making many more items available and everyday our collection is getting rich.

We retail Burmese products Achar, Chandan, Soap, Lungi, Thami, Burmese chador, Gift items etc. Sea food like dry fish, Ornaments & Showpieces prepared from Shamuk-Jhinuk-Probal, fashion accessories like wallets, ladies bags, cloths, are also available at this online store.

শুক্রবারের রোগী। গল্পটি অনেক কষ্টের।খুবই গরীব ঘরের মেয়ে। সোমবারে মেয়ের এনগেজমেন্ট। তাই দরিদ্র মা ভাবলেন মেয়ের সামনের দাঁ...
20/06/2025

শুক্রবারের রোগী। গল্পটি অনেক কষ্টের।খুবই গরীব ঘরের মেয়ে। সোমবারে মেয়ের এনগেজমেন্ট। তাই দরিদ্র মা ভাবলেন মেয়ের সামনের দাঁত ফাকা এর আগে যখন দেখতে এসেছিলেন দাঁতগুলো লুকিয়ে রাজি করান। পরে আংটি বদলের তারিখ পরলে এক কোয়াকের কাছে যান... কম খরচে চিকিৎসা পাবেন মন্দ কি??কোয়াক নাকি কি পরায় দিছে ওনারাও বলতে পারেন না।দাঁত নড়ে একটার উপর আরেকটা উঠে গেছে। পরে কান্নাকাটি করে আমার কাছে আসলে আমি হালকাসোজা করে দিয়ে মেয়েকে রেফার করে দিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ এ। এগুলো ফেলে দিতে হবে রাখার সম্ভবনা কম তাও একজন বিশেষজ্ঞ যদি কোন ভাবে পারেন।

11/06/2025
রোগী অনেক দিন ধরে মুখ দিয়ে রক্ত পরে। এক বিডিএস বিহীন চিকিৎসক এর কাছে গেলে স্কেলিং এর পরামর্শ দেন।রোগী আবারআজকে জমজম হাসপ...
31/05/2025

রোগী অনেক দিন ধরে মুখ দিয়ে রক্ত পরে। এক বিডিএস বিহীন চিকিৎসক এর কাছে গেলে স্কেলিং এর পরামর্শ দেন।রোগী আবারআজকে জমজম হাসপাতালে আমার কাছে দেখান। আমি তার রক্তের কিছু পরীক্ষা দি।বলে রাখা ভাল রোগীর লিভারের ও অসুখের হিস্ট্রি আছে।পরীক্ষার রিপোর্ট আসলে দেখা যায় রোগীর প্লাটিলেট লোহিত রক্ত কনিকা বা RBC ,শ্বেত রক্তকণিকা বা WBC ,সবকিছু কম..... আমি আর দেরি না করে রক্তরোগ বিশেষজ্ঞ কিংবা মেডিসিন বিশেষজ্ঞ দেখাতে বললাম। যদিও মনে হচ্ছে aplastic anemia. বিশেষজ্ঞ স্যাররা দেখলে আরো ভাল বলতে পারবেন।কোন রোগে কার কাছে পাঠাতে হবে সেটাও একটা বড় চিকিৎসা।

দাঁত ও মুখের রোগে সব সময় বিডিএস ডাক্তারের শরণাপন্ন হোন।

বিদ্র:আগের চিকিৎসা র প্রেসক্রিপশন এর নাম কেটে ছবি দিলাম আমার উদ্দেশ্য কাউকে হেয় প্রতিপন্ন বা ছোট করা না।সাধারণ মানুষকে সচেতন করা।মুখে রক্ত পড়া মানে স্কেলিং করা না।মুখে রক্ত পড়ার অনেক কারন থাকতে পারে।

ডা শুভাশীষ বড়ুয়া শুভ
বিডিএস (রাবি)পিজিটি (বিএসএমইউ)
ডেন্টাল সার্জন ,জমজম হাসপাতাল চকরিয়া
সাবেক রেজিস্ট্রার ,ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী ,এনাম মেডিকেল কলেজ,সাভার ,ঢাকা
সাবেক মেডিকেল অফিসার,দন্ত বিভাগ ,,ইউএসটিসি
বিএমডিসি রেজি নং -৮৫৬২

রুট ক্যানেল করা ভাঙা দাঁত রোগী দীর্ঘদিন ধরে রেখে দিয়েছেন ব্যাথা নেই। হঠাৎ ব্যাথা শুরু হল দেখা গেল সিস্ট। হয়ত রোগী আবার ঔ...
30/05/2025

রুট ক্যানেল করা ভাঙা দাঁত রোগী দীর্ঘদিন ধরে রেখে দিয়েছেন ব্যাথা নেই। হঠাৎ ব্যাথা শুরু হল দেখা গেল সিস্ট। হয়ত রোগী আবার ঔষধ খাবে ব্যাথা চলে যাবে। কোন একদিন দেখা যাবে মুখেরা হাড় পঁচে মুখের ক্যান্সারওহয়ে যাবে ঢাকামেডিকেল কলেজ ,ঢাকা ডেন্টাল কলেজ কিংবা পিজি এর ম্যাক্সিলোফেসিয়াল বিভাগে এ ধরনের অনেক osteomyelitis ( হাড় পঁচা )কেইস পাওয়া যায়। তাই মুখে কখনও ভাঙা দাঁত থাকলে নিকটবর্তী ডেন্টাল সার্জন কে দেখান

বি দ্র:ছবিটি এক ডাক্তার এর ফেসবুক থেকে নেয়া

রোড ট্রাফিক এক্সিডেন্টে রোগীর সামনের দাঁত দুটি পরে যায় বছর খানেক আগে। স্বল্প আয়ের হাসবেন্ড এর পক্ষে ডেন্টাল চিকিৎসা করার...
06/05/2025

রোড ট্রাফিক এক্সিডেন্টে রোগীর সামনের দাঁত দুটি পরে যায় বছর খানেক আগে। স্বল্প আয়ের হাসবেন্ড এর পক্ষে ডেন্টাল চিকিৎসা করার মত টাকা না থাকাই কম টাকায় কৃত্রিম দাঁত লাগিয়ে কোন ভাবে শ্বশুর বাড়িতে যাতে মর্যাদা থাকে আর হাসতে পারে এজন্য এত দিন ছিলেন।কিন্তু কৃত্রিম দাঁতে কিছু উপাদান থাকে যা অনেক সময় ক্ষতি করে তাই রোগীরও মুখে ঘা দেখা দেয়।কৃত্রিম দাঁত গুলোও স্থায়ী হয় না।সাধারণত সামনের দাঁত না থাকলে উচ্চারণ গত সমস্যা ও দেখা দেয়। বিশেষ করে তালব্য বর্ণই ঈ এগুলোতে।আমার কাছে রেফার করা হলে আমি যেহেতু বয়স কম তাই স্থায়ী সমাধানের জন্য পাশের দাঁত দুটি রুট ক্যানেল করে সাপোর্ট নিয়ে মাঝখানে ডেন্টাল ব্রীজ বসিয়ে দেয়ার পরামর্শ দিই।রোগী রাজি হলে চিকিৎসা শুরু করি। ১ মাস ধরে চলমান চিকিৎসা আজকে শেষ হল। সার্জন হিসেবে হাসপাতালে আমার যতটুকু ছাড় দেয়া যায় সেটা দিয়েছি। রোগীও খুশি। কিছু চিকিৎসায় টাকা উপার্জন এর চেয়ে মনের সন্তুষ্টি বেশি উপভোগ্য।

কারন আমরা ডেন্টাল সার্জন। একটি মুখের হাসির জন্য যেকোন কিছু করতে পারি

ডা শুভাশীষ বড়ুয়া শুভ
বিডিএস(রাবি) ,পিজিটি( বিএসএমইউ)
স্পেশাইলজড ট্রেইন্ড ইন হেড নেক রেডিওলজি এন্ড ইমেজিং
ডেন্টালসার্জন, জমজম হাসপাতাল চকরিয়া
সাবেক রেজিস্ট্রার ,,ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী ,এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ,সাভার ,ঢাকা
বিএমডিসি:৮৫৬২

দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না।রোগীর অনেকদিন দাঁতের ব্যাথা।ব্যাথার ঔষধ খেয়ে খেয়ে থাকত।একসময় দাঁতের প্রায় সবটুকু অংশ ন...
29/04/2025

দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না।রোগীর অনেকদিন দাঁতের ব্যাথা।ব্যাথার ঔষধ খেয়ে খেয়ে থাকত।একসময় দাঁতের প্রায় সবটুকু অংশ নষ্ঠ হয়ে গোঁড়া আাছে আর পুঁচ জমে ব্যাথা আর কোন ঔষধে যাচ্ছে না।এ ধরনের দাঁত থেকে সিস্ট মুখের ক্যান্সার এমন কি চোয়ালের হাড়েও পচন ধরার সম্ভবনা থাকে।পরে রোগীকে দাঁত ফেলে পুঁজ কিউরেটেজ করে দেয়া হয়। যদিও রোগী না ফেলে রাখতে চেয়েছিল কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। সময় থাকতে আসলে হয়ত রুট ক্যানেল করে রাখা যেত।তাই দাঁতের অসুখে অবহেলা নয়

ডা শুভাশীষ বড়ুয়া শুভ
বিডিএস(রাবি) পিজিটি ((বিএসএমইউ)
স্পেশাইলজড ট্রেইন্ড ইন হেড নেক রেডিওলজি ইমেজিং
ডেন্টাল সার্জন ,জমজম হাসপাতাল চকরিয়া পিএলসি
সাবেক রেজিস্ট্রার ,ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী ,এনাম মেডিকেল কলেজ হাসপাতাল,সাভার ঢাকা
সাবেক মেডিকেল অফিসার ,,ইউএসটিসি
বিএমডিসি রেজি নাম্বার-৮৫৬২

Gingival hyperplasia খুবই মারাত্নক রোগ। চকরিয়া উখিয়া এসব জায়গায় ইদানীং বেশি দেখা যাচ্ছে আপাতত এ রোগীর অপারেশন Gingivecto...
21/04/2025

Gingival hyperplasia
খুবই মারাত্নক রোগ। চকরিয়া উখিয়া এসব জায়গায় ইদানীং বেশি দেখা যাচ্ছে

আপাতত এ রোগীর অপারেশন Gingivectomy মানে মাড়িটাকে সমান ভাবে কেটে ফেলা ছাড়া কোন গতি নাই।
সময় থাকতে সচেতন হোন।

Gum disease is not just an oral health issue—it’s a serious systemic health concern.🔵 Here's how it happens:When plaque ...
19/04/2025

Gum disease is not just an oral health issue—it’s a serious systemic health concern.

🔵 Here's how it happens:

When plaque builds up on teeth and gums, it harbors bacteria that cause inflammation. In periodontitis, these bacteria and inflammatory mediators can enter the bloodstream through bleeding gums.

Once in circulation, they can:

➡️ Trigger systemic inflammation that contributes to atherosclerosis (hardening of arteries).

➡️ Promote plaque buildup in blood vessels, increasing the risk of blockages.

➡️ Elevate C-reactive protein (CRP) levels, a marker associated with heart disease.

➡️ Potentially cause endothelial dysfunction, impairing blood vessel health.

Several studies show a strong link between chronic periodontal disease and increased risk of heart attacks, stroke, and even diabetes complications.

রোগী মাড়ি ফুলে লাল হয়ে আছে মাড়ির স্বাভাবিকরঙ টাও পরিবর্তন হয়ে আছে। ধরলেই রক্ত পরে। সাধারনত ওরাল হাইজিন মেনে  না চললে কিছ...
11/04/2025

রোগী মাড়ি ফুলে লাল হয়ে আছে মাড়ির স্বাভাবিকরঙ টাও পরিবর্তন হয়ে আছে। ধরলেই রক্ত পরে। সাধারনত ওরাল হাইজিন মেনে না চললে কিছু ঔষধ যেমন calcium channel blocker ,phenytoin ব্যাবহার করলে হয়।এর বাইরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারন হল রক্তের কোন রোগ যেমন থ্যালাসেমিয়া ,লিউকোমিয়া হলে। আপাতত রোগীর হিস্ট্রি দেখে মনে হচ্ছে ব্যাপারটা দাঁতে জমে থাকা পাথরের জন্য।আপাতত রোগীকে কিছু পরীক্ষা যেমন CBc,clotting time ,bleeding time ব্লাডসুগার দেয়া হয়েছে। রিপোর্ট যদি নরমাল থাকে তাহলে স্কেলিং ও কিছু ঔষধ এর মাধ্যমে সেরে যাবে।

দাঁতের চিকিৎসায় দেরি না করে নিকটতম স্বাস্থ্য কেন্দ্র কিং বা রেজিস্ট্রার বিডিএস ডিগ্রি ধারী চিকিৎসক এর সরণাপন্ন হন।

29/03/2025

myofascial pain dysfunction syndrome in temperomandibular joint:
মুখের জয়েন্ট এর একটি রোগ। হয়ত মৃত্যু ঘটায় না কিন্তু জীবনটা আজীবনের জন্য কষ্টদায়ককরে তোলে ।
লক্ষন :
-মুখ খোলার বা বন্ধ করার সময় প্রচন্ড ব্যাথা হয় কানের ঠিক পাশের জয়েন্টে
+ মুখ হা করার সময় ক্লিকিং অনেকটা দরজা খোলার সময় যে শব্দ হয় সেরকম একটা শব্দ হয়
-শক্ত কিছু খাওয়ার সময় গালে ব্যাথা অনুভূত হয় সেটা অনেক সময়হালকা অথবা তীব্র হতে পারে।

চিকিৎসা :
-যদিও ক্রনিক হলে এ রোগের প্রধান চিকিৎসা সার্জারি। ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী রা সাধারণত করে থাকেন।arthrocentesis এ সার্জারির নাম।

-acute এর ক্ষেত্রে এ রোগে অনেক সময় NSAID muscle relaxent আর ফিজিওথেরাপি এর মাধ্যমে ফলোআপে ভাল হয়।
এ রোগে ভুক্তভোগী কিছু রোগী আমি পেয়েছিলাম। আমার খুব কাছের এক বড় ভাই এ রোগ নিয়ে দীর্ঘদিনভুগছেন। ঢাকার এক ম্যাক্সিলোফেসিয়াল সার্জন সার্জারীর পরামর্শ দিলেও উনি না করেআপাতত প্রতি মাসে ডেন্টাল সার্জন এর ফলোআপে আছেন।

বি দ্র: ভিডিও টি রোগীর অনুমতি নিয়ে করা

ডা শুভাশীষ বড়ুয়া শুভ
বিডিএস(রাবি) পিজিটি( বিএসএসএমইউ)
ডেন্টালসার্জন,জমজম হাসপাতাল পিএলসি,চকরিয়া
সাবেক রেজিস্ট্রার ,ডেন্টাল এন্ডম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগ,এনাম মেডিকেল কলেজ হাসপাতাল
সাবেক মেডিকেল অফিসার,দন্ত বিভাগ ,,ইউএসটিসি

শুক্রবারের রোগী মুখে দীর্ঘদিন ধরে ঘা। নাক কান গলা বিশেষজ্ঞ দেখান অ্যান্টিবায়োটিক আর কিছু ব্যাথা নাশক ঔষধ খেয়েছেন ঘা শুকা...
28/03/2025

শুক্রবারের রোগী মুখে দীর্ঘদিন ধরে ঘা। নাক কান গলা বিশেষজ্ঞ দেখান অ্যান্টিবায়োটিক আর কিছু ব্যাথা নাশক ঔষধ খেয়েছেন ঘা শুকায় না স্যার আমার কাছে পাঠান।রোগীর ব্লাড সুগার থেকে থাইরয়েড হরমোন সব ঠিক আছে। আপাতত আমি ওরাল ড্রপ আর মাউথওয়াশ যোগ করেছি । মাংস পরীক্ষা করার জন্য পরামর্শ দি।মাংস পরীক্ষা দেখে কক্সবাজারের একমাত্র ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডা হাসানুল হাসিব পরবর্তী চিকিৎসা সম্পন্ন করবেন।একটু জটিল রোগী পেলে আমি চেষ্টা করি নিজে না পারলেও আপাতত প্রাইমারি চিকিৎসা দিয়ে সিনিয়র কারো পরামর্শ নিয়ে রোগীর উপকার করার।আপাতত দোয়া করবেন আমরা যেটা সন্দেহ করছি সেটা যাতে না হয়।সবাই মুখ ও দাঁতের যত্নে সচেতন হোন

ডা শুভাশীষ বড়ুয়া শুভ
বিডিএস (রাবি) পিজিটি (সাবেক পিজি হাসপাতাল)
ডেন্টাল সার্জন ,জমজম হাসপাতাল চকরিয়া পিএলসি
সাবেক রেজিস্ট্রার ,ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী ,এনাম মেডিকেল কলেজ ,সাভার ঢাকা
সাবেক মেডিকেল অফিসার ,দন্ত বিভাগ ,,ইউএসটিসি ,,চট্রগ্রাম

শুভ সন্ধ্যা
23/03/2025

শুভ সন্ধ্যা

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Shuvasish Barua Shuvo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Shuvasish Barua Shuvo:

Share

Category