
20/06/2025
শুক্রবারের রোগী। গল্পটি অনেক কষ্টের।খুবই গরীব ঘরের মেয়ে। সোমবারে মেয়ের এনগেজমেন্ট। তাই দরিদ্র মা ভাবলেন মেয়ের সামনের দাঁত ফাকা এর আগে যখন দেখতে এসেছিলেন দাঁতগুলো লুকিয়ে রাজি করান। পরে আংটি বদলের তারিখ পরলে এক কোয়াকের কাছে যান... কম খরচে চিকিৎসা পাবেন মন্দ কি??কোয়াক নাকি কি পরায় দিছে ওনারাও বলতে পারেন না।দাঁত নড়ে একটার উপর আরেকটা উঠে গেছে। পরে কান্নাকাটি করে আমার কাছে আসলে আমি হালকাসোজা করে দিয়ে মেয়েকে রেফার করে দিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ এ। এগুলো ফেলে দিতে হবে রাখার সম্ভবনা কম তাও একজন বিশেষজ্ঞ যদি কোন ভাবে পারেন।