03/10/2025
দিনের প্রথম রুগী উনি।চেম্বার এ ঢুকেই দেখি টেবিলে ফুল আর গিফট।।।
দিনের শুরু টা রুগীর ভালোবাসা দিয়ে।আলহামদুলিল্লাহ।উনার আগে পর পর ২টা বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল।পরে আমার চিকিৎসা নিয়েছেন।আলহামদুলিল্লাহ সেই বাচ্চার এখন ২০মাস।তাই আবার চিকিৎসা নিতে এসেছেন।
উনার থাইরয়েড ও পলিসিস্টিক ওভারি সমস্যা ছিলো।