Dr. Khaleda Akter Lucky

Dr. Khaleda Akter Lucky MBBS BCS (HEALTH)
FCPS, MCPS. Consultant (gynae).

Trained in infertility, IUI, TVS, Laparoscopy & Hysterescopy
special interest in infertility and high risk pregnancy...

দিনের প্রথম রুগী উনি।চেম্বার এ ঢুকেই দেখি টেবিলে ফুল আর গিফট।।। দিনের শুরু টা রুগীর ভালোবাসা দিয়ে।আলহামদুলিল্লাহ।উনার আগ...
03/10/2025

দিনের প্রথম রুগী উনি।চেম্বার এ ঢুকেই দেখি টেবিলে ফুল আর গিফট।।।

দিনের শুরু টা রুগীর ভালোবাসা দিয়ে।আলহামদুলিল্লাহ।উনার আগে পর পর ২টা বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল।পরে আমার চিকিৎসা নিয়েছেন।আলহামদুলিল্লাহ সেই বাচ্চার এখন ২০মাস।তাই আবার চিকিৎসা নিতে এসেছেন।

উনার থাইরয়েড ও পলিসিস্টিক ওভারি সমস্যা ছিলো।

আলহামদুলিল্লাহ।। একসাথে ৩বাচ্চার মা হলেন ফাহমিদা। triplet pregnancy  36 weeks পর্যন্ত টেনে আনা ভাগ্যের বিষয়।মা বাচ্চা এখ...
03/10/2025

আলহামদুলিল্লাহ।।

একসাথে ৩বাচ্চার মা হলেন ফাহমিদা।
triplet pregnancy 36 weeks পর্যন্ত টেনে আনা ভাগ্যের বিষয়।মা বাচ্চা এখনো পুরাপুরি সুস্থ হয়নি।তবে ভালো আছে।দোয়া করবেন।

আলহামদুলিল্লাহ।।। আল্লাহ যেন আমার দ্বারা মানুষের উপকার করান এবং আমার দ্বারা কারো কোন ক্ষতি না করান এই দোয়া করি সবসময়ই।।
20/09/2025

আলহামদুলিল্লাহ।।।
আল্লাহ যেন আমার দ্বারা মানুষের উপকার করান এবং আমার দ্বারা কারো কোন ক্ষতি না করান এই দোয়া করি সবসময়ই।।

শেফালির এখন ২৮ সপ্তাহ চলে।আগের বাচ্চার বয়স ১৪বছর। এরপর আর বাচ্চা হচ্ছিল না। আমাদের কাছে চিকিৎসা নিতে আসার পর দেখা গেল উন...
19/09/2025

শেফালির এখন ২৮ সপ্তাহ চলে।
আগের বাচ্চার বয়স ১৪বছর।
এরপর আর বাচ্চা হচ্ছিল না। আমাদের কাছে চিকিৎসা নিতে আসার পর দেখা গেল উনার ১টি টিউব বন্ধ আর সাথে ডায়াবেটিস ও আছে। চিকিৎসা শুরু করলাম। আলহামদুলিল্লাহ মাত্র ২মাস চিকিৎসা নিয়েই গর্ভধারণ করেছেন। সবাই দোয়া করবেন।।।

অনেকেই ১টা টিউব বন্ধ থাকলেই হতাশ হয়ে যান।হতাশ হওয়ার কিছু নেই। ১টা টিউব দিয়েই বাচ্চা হয়। হতাশ হয়ে সময় নষ্ট না করে চিকিৎসা নিন। কারণ অপেক্ষা করতে করতে বাকি টিউব টা বন্ধ হয়ে গেলে কিন্তু IVF ছাড়া আর উপায় নাই।

আলহামদুলিল্লাহ। চৌদ্দগ্রাম এর সেই কাকন,যিনি ১০বছর পর আল্লাহর রহমতে আমাদের চিকিৎসায় গর্ভধারণ করেছেন শুনে খুশিতে চেম্বার এ...
12/09/2025

আলহামদুলিল্লাহ।
চৌদ্দগ্রাম এর সেই কাকন,যিনি ১০বছর পর আল্লাহর রহমতে আমাদের চিকিৎসায় গর্ভধারণ করেছেন শুনে খুশিতে চেম্বার এ হাউমাউ করে কেদেঁছেন ,গতকাত রাতে উনার নরমাল ডেলিভারিতে এই সুন্দরী জন্ম নিয়েছে। মাশা আল্লাহ।

11/09/2025

আসসালামু আলাইকুম। আগামী কাল নাংগলকোট চেম্বার বন্ধ থাকবে।

27/08/2025

আগামী শনি ও রবিবার চেম্বার বন্ধ। কারো জরুরী প্রয়োজন থাকলে আজ ও কালের মধ্যে সিরিয়াল কনফার্ম করুন।ধন্যবাদ।
সিরিয়াল নাম্বার: 01757821549.

ওনার ১ম বাচ্চার বয়স ১৪বছর।উনার ডায়াবেটিসও আছে। বাচ্চা নেয়ার ইচ্ছে। সব টেস্ট করে আমি হতাশ। কারণ উনার  AMH-0'56; FSH -12.ম...
23/08/2025

ওনার ১ম বাচ্চার বয়স ১৪বছর।উনার ডায়াবেটিসও আছে। বাচ্চা নেয়ার ইচ্ছে। সব টেস্ট করে আমি হতাশ। কারণ উনার AMH-0'56; FSH -12.
মানে উনার গর্ভবতী হওয়ার ক্ষমতা একেবারেই কম। বলেছি বাচ্চা খুব দরকার হলে IVF করেন।তারপরও বললো এক্টু দেখেন, IVF করার মতো টাকা নেই। ডায়াবেটিস এর জন্য ইনসুলিন শুরু বন্দ্ব্যাত্বের চিকিৎসাও দিলাম। TVS এ dominant follicle আসলো।খুশি হয়ে গেলাম। ২সপ্তাহ পরেই আমাকে অবাক করে পজিটিভ রেজাল্ট নিয়ে হাজির।আলহামদুলিল্লাহ মাত্র ১মাস চিকিৎসা নিয়ে low AMH নিয়েও আল্লাহর অশেষ রহমতে ফরিদা গর্ভধারণ করেছেন। সবাই উনার জন্য বেশী বেশী দোয়া করবেন। কারণ উনার পরে আর গর্ভধারণ ক্ষমতা নাও থাকতে পারে। তাছাড়া ডায়াবেটিস এর কারনে এই প্রেগন্যান্সিও ঝুঁকিপূর্ন।

১ম বাচ্চার ১৩বছর পর।।।।এখন প্রতিমার ২০ সপ্তাহ চলছে।বি.দ্র,...রুগী রা নিজের বয়স লুকায়,বাচ্চাদের বয়স ঠিকই মনে রাখে।আর উনার...
23/08/2025

১ম বাচ্চার ১৩বছর পর।।।।এখন প্রতিমার ২০ সপ্তাহ চলছে।

বি.দ্র,...রুগী রা নিজের বয়স লুকায়,বাচ্চাদের বয়স ঠিকই মনে রাখে।আর উনার বয়স ২৪ না।28 লিখা ছিলো। উনি গতকাল আমাকে দেখিয়েছেন। ওখানে আমার এসিস্ট্যান্ট ডেট টা বাংলা ইংরেজি মিস্ক করে ফেলেছে।গতকাল 22/8/25 ছিলো।

normal deliveryনরমাল ডেলিভারি।আলহামদুলিল্লাহ ,ভাইটি আজ ভোরে নরমাল ডেলিভারিতে জন্ম গ্রহণ করেছে।দুই ভাইবোন ই আমার তত্ত্বাব...
14/08/2025

normal delivery
নরমাল ডেলিভারি।

আলহামদুলিল্লাহ ,ভাইটি আজ ভোরে নরমাল ডেলিভারিতে জন্ম গ্রহণ করেছে।দুই ভাইবোন ই আমার তত্ত্বাবধানে নরমাল ডেলিভারিতে হয়েছে। তাদের মা বাবার অনুরোধে আনন্দঘন মুহূর্তটি ধরে রাখা।ওদের জন্য শুভকামনা।

31/03/2025

Address

Cumilla Medical Centre (P. V. T) LTD. , Cumilla Tower Unit 2, 3rd Floor, Room No 453
Cumilla
3500

Opening Hours

Monday 16:00 - 20:00
Tuesday 16:00 - 20:00
Wednesday 04:00 - 20:00
Thursday 04:00 - 20:00
Friday 16:00 - 18:00
Saturday 16:00 - 20:00
Sunday 04:00 - 20:00

Telephone

+8801757821549

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Khaleda Akter Lucky posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Khaleda Akter Lucky:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category