 
                                                                                                    25/07/2022
                                            আমরা daily life এ দাঁত ও মুখের স্বাস্থ্য রক্ষার্থে যতটুকু যত্ন নেওয়ার দরকার আমরা তা নেই না ।যার ফলে দেখা যায় দাঁত ও মুখের বিভিন্ন সমস্যা,,,
আমরা যখন দাঁত ও মুখের পরিচর্যা ভালোভাবে নেইনা তার পর থেকেই শুরু হয় দাঁত ও মুখের বিভিন্ন সমস্যা,, 
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে::
১। Gingivitis (মাড়ি থেকে রক্ত পড়া)
২। Periodontitist (দাঁত নড়ে যাওয়া )
৩। Helitosis (মুখে দুর্গন্ধ হওয়া)
৪। Dental caries (দন্ত ক্ষয়)
আজ আমরা আলোচনা করব:মাড়ি থেকে রক্ত পড়ার কারণ ও প্রতিকার নিয়ে । 
Daily life এ আমরা প্রতিনিয়ত যে খাবার গুলো খাচ্ছি সে গুলো ভালোভাবে clean না করার ফলে এবং দুই দাঁতের মাঝখানে যে খাদ্য কনা লেগে থাকে সে গুলো মুখের লালার সংমিশ্রণের ফলে পচন সৃষ্টির ফলে মুখে দুর্গন্ধ হয় এবং এগুলো ধীরে ধীরে Dental plaque and calculus এ রূপান্তরিত হয়ে মাড়ির ভিতরে ঢুকতে শুরু করে
এ অবস্থায় দীর্ঘদিন থাকার ফলে 
 মাড়ি থেকে রক্ত পড়ে
  মুখে দুর্গন্ধ হয়
  মাড়ি নিচে নেমে যাওয়া 
   দাঁত নড়ে যাওয়া 
সাধারণত এই সমস্যা গুলো হয়ে থাকে
  
  *প্রতিকার::
* নিয়মিত প্রতিদিন দুই বেলা ব্রাশ করুন (খাবার পর)
*প্রতি ছয় মাস পর পর Scaling করুন
*বছরে অন্তত একবার হলেও একজন Dentist কে দেখাবেন।
 
                                         
 
                                         
   
   
   
   
     
   
   
  