Ehsan Foundation

Ehsan Foundation Health Service,
standing next to helpless people

মানুষের চামড়ার নিচে ডিম পাড়ে স্ক্যাবিস🤔 লক্ষণ, কারণ, চিকিৎসাস্ক্যাবিস হল একটি চুলকানিযুক্ত ত্বকের অবস্থা যা সারকোপ্টেস স...
11/09/2025

মানুষের চামড়ার নিচে ডিম পাড়ে স্ক্যাবিস

🤔 লক্ষণ, কারণ, চিকিৎসা

স্ক্যাবিস হল একটি চুলকানিযুক্ত ত্বকের অবস্থা যা সারকোপ্টেস স্ক্যাবিই, একটি ক্ষুদ্র বরোজিং মাইট দ্বারা সৃষ্ট হয়। স্ক্যাবিসে আক্রান্ত ব্যক্তিরা মাইটের গর্তের জায়গায় তীব্র চুলকানি অনুভব করেন।

স্ক্যাবিস বলতে কি বুঝ?

স্ক্যাবিস হল সারকোপ্টেস স্ক্যাবি নামক ক্ষুদ্র মাইট দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ। স্ক্যাবিস শরীরের সেই অংশে চুলকানি এবং ফুসকুড়ি সৃষ্টি করতে পারে যেখানে এই মাইটগুলি জমে থাকে। সংক্রমণটি ক্রমাগত চুলকানি এবং তীব্র ফুসকুড়ি সৃষ্টি করে কারণ মাইটগুলি ত্বকের ভিতরে ডিম পাড়ে। রাতে, চুলকানির ইচ্ছা তীব্র হতে পারে। স্ক্যাবিস খুব তাড়াতাড়ি শনাক্ত হলে সহজেই চিকিত্সাযোগ্য। স্ক্যাবিস একটি অত্যন্ত সংক্রামক সংক্রমণ এবং এর মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়তে পারে:

শারীরিক স্পর্শ
সংক্রামিত পোশাক এবং বিছানাপত্র
যদিও স্ক্যাবিস সহজে ওষুধের মাধ্যমে নিরাময়যোগ্য, তবে চিকিত্সার পরে বেশ কয়েক দিন পর্যন্ত চুলকানি চলতে পারে।

যেহেতু স্ক্যাবিস খুব সংক্রামক, তাই ডাক্তাররা পরামর্শ দেন যে যে কেউ স্ক্যাবিস-সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসে তার চিকিত্সা করা উচিত। আপনি যদি ত্বকে অস্বাভাবিক চুলকানি বা ফুসকুড়ি অনুভব করেন তবে আজই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন।

স্ক্যাবিসের লক্ষণগুলি কী কী?

স্ক্যাবিসের প্রাথমিক সংস্পর্শে আসার চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত স্ক্যাবিসের লক্ষণগুলি স্বীকৃত নাও হতে পারে। অনিয়মিত, পাতলা গর্তের ট্র্যাকগুলি আপনার ত্বকে ছোট ছোট ফুসকুড়ি বা ফোসকা দিয়ে তৈরি স্ক্যাবিসের বৈশিষ্ট্য এবং এই ট্র্যাকগুলি বা বরোজগুলি সাধারণত ত্বকের ভাঁজে দেখা যায়। যদিও শরীরের প্রায় সমস্ত অংশ জড়িত থাকতে পারে, সাধারণ এলাকাগুলি হল:

আঙ্গুলের মাঝে
বগলে
কোমরের চারপাশে
কব্জির ভিতর বরাবর
ভিতরের কনুই উপর
পায়ের তলায়
স্তনের চারপাশে
পুরুষের যৌনাঙ্গের চারপাশে
পাছার উপর
হাঁটুতে
স্ক্যাবিসের অন্যান্য লক্ষণগুলি হল:

চুলকানি, বিশেষ করে রাতে
ঘামাচির কারণে ফোসকা এবং ঘা
শিশু এবং বয়স্কদের চুলকানির প্রবণতা বেশি। স্ক্যাবিসকে অন্য চর্মরোগের মতো ভুল করা যেতে পারে ব্রণ বা প্রাথমিক পর্যায়ে মশার কামড় কারণ ফুসকুড়ি একই রকম দেখা যায়। ক্রমাগত চুলকানি স্ক্যাবিসের লক্ষণ।

স্ক্যাবিসের কারণ কী?

মাইক্রোস্কোপিক আট-পায়ের মাইটের সংক্রমণ স্ক্যাবিস সৃষ্টি করে।

#এহসান ফাউন্ডেশন কুমিল্লা।
#এহসান হসপিটাল কুমিল্লা।
০১৭৮১-৭৩৭৪০৭
০১৬৩৬৭৩৩৮৮৪

রাসূলুল্লাহ (স) বলেছেন:“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না। বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্ত...
07/09/2025

রাসূলুল্লাহ (স) বলেছেন:

“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না।
বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা যখন এগুলো দেখবে, তখন সালাত আদায় করো এবং দোয়া করতে থাকো, যতক্ষণ না তা শেষ হয়।”

(সহিহ বুখারি, হাদিস: ১০৪৪; সহিহ মুসলিম, হাদিস: ৯০১).
💙

✅ গর্ভাবস্থায় ফলিক এসিড (Folison 5mg ৫ টাকা পাতা) খেতে অবহেলা করছেন? বমি পায় বলে, অলসতার কারনে ফলিক এসিড ট্যাবলেট খেতে অ...
02/09/2025

✅ গর্ভাবস্থায় ফলিক এসিড (Folison 5mg ৫ টাকা পাতা) খেতে অবহেলা করছেন? বমি পায় বলে, অলসতার কারনে ফলিক এসিড ট্যাবলেট খেতে অবহেলা করছেন? নিজের অনাগত শিশুকে নিজেই বিপ'দে ফেলতে চলেছেন!!

আর অনেক পরিবার তো গর্ভবতী মা কে ডাক্তারের কাছেই নিয়ে যেতে চান না।পুষ্টিকর খাবারের বদলে পারলে আরও খাবার কমিয়ে দেন।
বিশেষ করে শুরুর দিনগুলোতে, যখন গর্ভের শিশুর মস্তিষ্ক, মাথার হাড় ও মেরুদণ্ড গঠিত হয়। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ফলিকঅ্যাসিড গ্রহণ না করলে গর্ভের শিশুর মাথা এবং মেরুদণ্ডের পূর্ণ বিকাশ বাধাপ্রাপ্ত হয়। শিশু জন্মগতভাবে আক্রান্ত হয় 'নিউরাল টিউব ডিফেক্ট' নামক স্নায়বিক রোগে।

✅ প্রতিরোধ:

● যেহেতু এসব রোগের চিকিৎসা ব্যয়বহুল ও জটিল, তাই প্রতিরোধই উত্তম। উন্নত দেশগুলো, এমনকি আফ্রিকা ও আফগানিস্তানের মতো দেশ খাদ্যে ফলিক অ্যাসিড যোগ করে এ রোগের হার ৭০–এ কমিয়ে এনেছে। অন্তঃসত্ত্বা নারীর ফলিক অ্যাসিডযুক্ত খাবার গ্রহণ স্পাইনা বিফিডাসহ অন্যান্য জন্মগত ত্রুটি, যেমন তালুকাটা, ঠোঁটকা'টা,মুগুর পা, হার্টে ছিদ্রও প্রতিরোধ করা সম্ভব।
● গর্ভধারণের আগে থেকেই এবং গর্ভধারনের শুরু থেকে মাকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট ট্যাবলেট দিতে হবে ও দৈনন্দিন খাবারে ফলিক অ্যাসিড যুক্ত করতে হবে বা ফর্টিফায়েড করতে হবে।
● প্রতিরোধের উপায়টি বেশ সহজ। তেমন খরচ নেই, কিন্তু অভাব সদিচ্ছা ও সচেতনতার। এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। মস্তিষ্ক ও মেরুদণ্ডের এ জটিল রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর ২৫ অক্টোবর বিশ্ব জলমাথা ও স্পাইনা বিফিডা দিবস পালিত হয়

✅ চিকিৎসা:

শিশুর জলমাথা (Hydrocephalus) ও মেরুদণ্ডের রোগের চিকিৎসা বেশ ব্যয়বহুল। জলমাথার একমাত্র চিকিৎসা অস্ত্রোপচার। সান্ট অপারেশন বা ইটিভি, যে অস্ত্রোপচারই করা হোক, জীবনের যেকোনো পর্যায়ে তা অকার্যকর হয়ে পড়তে পারে। শিশুটির জীবনে একাধিকবার অস্ত্রোপচার করা লাগতে পারে। আবার যথাসময়ে চিকিৎসা না করা হলে শিশুটি শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধিতার সম্মুখীন হবে।
স্পাইনা বিফিডা আরও ভয়াবহ জন্মরোগ। চিকিৎসার পরও অনেকে আজীবন হুইলচেয়ারে জীবন কা'টাতে বাধ্য হন।

স্বাস্থ্য বিষয়ে কোনো কিছু জানতে চাইলে।

#এহসান ফাউন্ডেশন, কুমিল্লা।
#এহসান হসপিটাল,কুমিল্লা।
০১৭৮১৭৩৭৪০৭
০১৬৩৬৭৩৩৮৮৪

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মো/সা/দের এক সদস্য ইরানে ঢুকে গুপ্তহত্যা, সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের হ/ত্যা করে পালাচ্ছিল। ই...
17/06/2025

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মো/সা/দের এক সদস্য ইরানে ঢুকে গুপ্তহত্যা, সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের হ/ত্যা করে পালাচ্ছিল। ইরানি গোয়েন্দারা তাকে পাকড়াও করে এমন এক বিচার দিল, যা ইতিহাসে লেখা থাকবে। তাকে একটি ক্ষেপণাস্ত্রের সাথে বেঁধে সোজা ইসরাইলে পাঠিয়ে দিল—"যেখানে থেকে এসেছো, সেখানেই ফিরে যাও!" এই ছিল তাদের জবাব। প্রযুক্তি ও প্রতিশোধের এমন সমন্বয় দেখে গোটা দুনিয়া স্তব্ধ। কেউ চা খাচ্ছিল, কেউ বিস্ময়ে তাকিয়ে রইল। সাবাস ইরান! সাহসিকতা ও বুদ্ধিমত্তার অভিনব প্রদর্শনী!সাবাস।

LUCS→SABDr.Nasrin MoriumMBBS, BCS(Health)MS (Gyne and Obs)Ehsan Hospital Cumilla
30/05/2025

LUCS→SAB
Dr.Nasrin Morium
MBBS, BCS(Health)
MS (Gyne and Obs)
Ehsan Hospital Cumilla

10/04/2025

এই লোকটা ড: ইউনুস সাহেবের থেকেও বড় খেলোয়াড়। আপনারা দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, আপনারা ইউনুস সাহেবের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলো না।

বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতোটা শক্ত খেলোয়াড় তা টের পাবেন মাস ছয়েক পরেই। এই ছেলেরা ওয়েস্টার্নের আরাম আয়েশের জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য না; দেশ বদলে দেয়ার জন্য। তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দিন প্লিজ।

ইতিমধ্যেই সে স্টারলিং নিয়ে এসেছে, নাসার সাথে চুক্তিতে চলে গিয়েছে। বিনিয়োগ হিসেবে বাহিরের একটা ব্যাংকের সাথে চুক্তি হয়েছে এই বছর ১০০ কোটি ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে।

৫টা বিশালাকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে, রিভার ম্যানেজমেন্টের প্লান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে; ৪ টা আন্তর্জাতিক মানের হাসপাতাল (বিদেশী বিনিয়োগে) তৈরির প্রক্রিয়া চালাচ্ছে; ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশী বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে।
ইতিমধ্যেই ১০টা বৃহত্তর ইকোনমিক জোন তৈরি কার্যক্রম চলছে...
ভাই মাত্র কয়েক দিনে এগুলা করেছে সে। যদি সে ৩৬৫ দিন কাজ করার সুযোগ পায় চিন্তা করছেন কই যাবে তার উদ্যোগ গুলা...

তার লক্ষ্য ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসা এই দেশে। যা দেশের ৩ কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিবে। কম হলেও ১ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে।

পরবর্তী সরকারে যেই আসুক, আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে ৩ বছর। ইনশাআল্লাহ।.

একজন ফিলিস্তিনি মেয়ে গাজা থেকে লিখেছে:"আমাদের খবর আর তোমাদের বিরক্ত করবে না। আর মাত্র কয়েক দিন, সব শেষ হয়ে যাবে।"আল্ল...
07/04/2025

একজন ফিলিস্তিনি মেয়ে গাজা থেকে লিখেছে:
"আমাদের খবর আর তোমাদের বিরক্ত করবে না। আর মাত্র কয়েক দিন, সব শেষ হয়ে যাবে।"
আল্লাহ যেন তাকে কখনো ক্ষমা না করেন, যে আমাদের নিপীড়নের সময় নীরব থেকেছে।

একজন ফিলিস্তিনি শাইখ বলেন:
"আমি ঠিক এখনই আমার মেয়েকে দাফন করলাম—শরীর ছিল, কিন্তু মাথা ছিল না।

ফিলিস্তিনের এমন অবস্থায় মুসলিম দেশের নেতারা যারা চুপ করে সব সহ্য করে নিছেন। মনে রাখবেন আপনাদের জন্য এর থেকে খারাপ কিছু অপেক্ষা করছে।বাংলাদেশের কথা নাই বা বললাম।

Ehsan Hospital Cumilla এর ব্যবস্থাপনা পরিচালক এবং Ehsan Foundation এর প্রতিষ্ঠাতা মোঃ ইসরাফিল হোসাইন এর পক্ষ থেকে সকলকে ...
30/03/2025

Ehsan Hospital Cumilla এর ব্যবস্থাপনা পরিচালক এবং Ehsan Foundation এর প্রতিষ্ঠাতা মোঃ ইসরাফিল হোসাইন এর পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদ-উল ফিতর এর শুভেচ্ছা ঈদ মোবারক।

রাস্তায় পড়ে আছে ঈদের নতুন কাপড়,পড়ে আছে তিন ভাইয়ের নিথর দেহ😭বরগুনার পাথরঘাটায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ...
29/03/2025

রাস্তায় পড়ে আছে ঈদের নতুন কাপড়,পড়ে আছে তিন ভাইয়ের নিথর দেহ😭

বরগুনার পাথরঘাটায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন তিন ভাই নিহত। নিহতরা ৪ ভাই ছিল। কিছুদিন আগে এক ভাই পানিতে পড়ে মারা গেছে। আজ একসঙ্গে তিন ভাই মারা গেল.....
পুরো পরিবারটায় যেন অন্ধকার নেমে আসলো....😭😭
ঈদ কারো জন্য আসে আনন্দ আর কারো জন্য দুঃখ 😢

28/03/2025

alhamdulillah....💖💖💖💖
Tamim Iqbal ar obostha akon onk valo❤️❤️🌹🌹

28/03/2025

Thanks bro..
উত্তম শিক্ষা। #বাংলাদেশ #কুমিল্লা

আমাদের মুসলিম জাতির লজ্জা হওয়া উচিৎ একটা বন্যপ্রাণী আল্লাহ্‌ হুকুমে যা করে দেখাইছে আমরা তা পারি নাই।
28/03/2025

আমাদের মুসলিম জাতির লজ্জা হওয়া উচিৎ একটা বন্যপ্রাণী আল্লাহ্‌ হুকুমে যা করে দেখাইছে আমরা তা পারি নাই।

Address

Jhangalia Bus Stand, Laksham Road, Cumilla
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Ehsan Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ehsan Foundation:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram