
12/05/2025
১২ মে আন্তর্জাতিক নার্স দিবস..!
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা আয়োজনে আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০৫তম জন্মদিন উপলক্ষ্যে ‘আন্তর্জাতিক নার্স দিবস’ পালিত হয়েছে।
এ বছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে
"Our Nurses. Our Future. Caring for nurses strengthens economies”,
আমাদের নার্সরা আমাদের ভবিষ্যৎ : নার্সদের যত্ন অর্থনীতিকে শক্তিশালী করে’।
এই প্রতিপাদ্যে নার্সদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সচেতনতা ও বিশ্বের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। নার্সরা ভালো থাকলে রোগীদের সর্বোচ্চ সেবা দিতে পারবে যা টেকসই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে। সবার দৃষ্টিভঙ্গিতে নার্সিং পেশার ভবিষ্যৎকে উজ্জ্বল ও আলোকিত করবে।
দেশব্যাপী কর্মসূচির মতো সোমবার সকাল ১১ টায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স ও নার্স কর্মকর্তাগণের
আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটা হয়।নার্সিং দিবসে ফ্লোরেন্সে নাইটিঙ্গেলের জীবনী এবং নার্সিং পেশার মহত্ত্ব ও গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন নাসিং অফিসার যমুনা রানী দাস।
উক্ত দিবসে নার্সিং কর্মকর্তা মো আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় এবং
অনুষ্ঠিত আলোচনা সভায় নার্সিং সুপারভাইজার শাহানারা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডায়নামিক চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আরিফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)
ডা.মো দেলোয়ার হোসেন ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো আরিফুর রহমান তার বক্তব্যে বলেন, মহিয়শি নারী ফ্লোরেন্স নাইটেঙ্গল।লেডি ইউথ দ্য ল্যাম্প’। যিনি তাঁর কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন নাসিং পেশা। তিনি আরো বলেন, এটি পেশা নয় একটি গুরুত্বপূর্ণ সেবা। একজন প্রশিক্ষিত নার্সই পারে রোগের অর্ধেক কমাতে। তাই চিকিৎসকের পাশাপাশি একজন নার্সের গুরুত্ব অপরিসীম।
এসময় আরো উপস্থিত ছিলেন, হাসপাতাল ওয়ার্ড ইনচার্জ কোহিনুর আক্তার সহ হাসপাতালে কর্মরত সকল নার্স ও মিডওয়াইফ কর্মকর্তাগন।