ডা.কামরুল হাসান মুন্সী

ডা.কামরুল হাসান মুন্সী Dr Kamrul hasan munshi from Debidwer, cumilla

আলহামদুলিল্লাহ।
17/07/2024

আলহামদুলিল্লাহ।

27/06/2024

কাধে ব্যাথা (Shoulder pain)

সম্মানিত রোগী এসেছেন কাধে ব্যাথা (Shoulder pain) নিয়ে।
২ মাস ধরে ব্যাথা।
হাত পুরোপুরি উপরে তুলতে পারেন না।পিঠের দিকে হাত নিতে পারেন না।প্রচন্ড ব্যথা।
রোগীর ডায়াবেটিস আছে।একবার পড়ে গিয়ে ব্যথাও পেয়েছিলেন।হাড়ে কোন ফ্রাকচার নাই।

উনার ডায়াগনোসিস "ফ্রোজেন শোল্ডার"(Frozen shoulder or Adhesive capsulitis)

শুধু ব্যথার ঔষধ খেয়েই চিকিৎসা নয়।কিছু নিয়ম, এক্সারসাইজ, থেরেপি,ঔষধ লাগতে পারে।

যেকোনো ব্যথার জন্য প্রয়োজন সঠিকভাবে রোগটি ধরতে পারা বা ডায়াগনোসিস করা।শুধু ব্যথার ঔষধ খাওয়াই সমাধান নয়।

রোগীকে আশ্বস্থ করেছি চিকিৎসা মেনে চলতে পারলে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।

31/05/2024
গরমে🥵 স্বাস্থ্যঝুঁকি এড়াতে ধূমপানকে না বলুন ধূমপান শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে যার ফলে হিটস্ট্রোক এর সম্ভাবনা বাড়ে.... ধ...
30/04/2024

গরমে🥵 স্বাস্থ্যঝুঁকি এড়াতে ধূমপানকে না বলুন ধূমপান শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে যার ফলে হিটস্ট্রোক এর সম্ভাবনা বাড়ে.... ধূমপান থেকে বিরত থাকুন, বেশি বেশি পানি পান করুন।

👉 হিটস্ট্রোক🥵 থেকে বাঁচতে পানির💦 পাশাপাশি খাদ্য তালিকায় রাখুন ইলেকট্রনিক সমৃদ্ধ কিছু খাবার
28/04/2024

👉 হিটস্ট্রোক🥵 থেকে বাঁচতে পানির💦 পাশাপাশি খাদ্য তালিকায় রাখুন ইলেকট্রনিক সমৃদ্ধ কিছু খাবার

🫂তাকাব্বাল্লাহু আলা মিন্না ওয়া মিনকুম🫂
11/04/2024

🫂তাকাব্বাল্লাহু আলা মিন্না ওয়া মিনকুম🫂

ফুটবল খেলতে গিয়ে আঘাত পেয়েছেন? হাটুর লিগামেন্ট ইনজুরি? হাটুর এসিএল(ACL) লিগামেন্ট ইনজুরি?ফুলবল খেলার ইনজুরি জনিত কারণে অ...
29/03/2024

ফুটবল খেলতে গিয়ে আঘাত পেয়েছেন?
হাটুর লিগামেন্ট ইনজুরি?
হাটুর এসিএল(ACL) লিগামেন্ট ইনজুরি?

ফুলবল খেলার ইনজুরি জনিত কারণে অনেক সময় হাটুর লিগামেন্ট ছিড়ে যায়।সবচেয়ে বেশি ছিড়ে যায় ACL( Anterior Cruciate ligament) লিগামেন্ট।

হাটুর লিগামেন্ট ইনজুরি হলে সাধারণত জয়েন্ট দুর্বল হয়ে যায় বা সরে যায় অনেকসময়।এক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা নিতে হয়।সম্পুর্ন ছিড়ে গেলে অপারেশন করা লাগে।

সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে হাটুতে শুধু ৩ টি ছোট ছিদ্র করে আর্থোস্কোপি মেশিনের সাহায্যে এই অপারেশন টি আমরা করে থাকি।

কুমিল্লা বাসীর জন্যে সুখবর যে কুমিল্লাতেই আমরা হাটুর লিগামেন্ট ইনজুরি অপারেশন আর্থোস্কোপি মেশিনের মাধ্যমে সফলভাবে করছি।

টক দইহাড় এবং অন্ত্রের জন্য টকদই অনেক ভালো। এছাড়া টকদই ত্বককে মসৃণ করে, রক্তচাপ নিয়ন্ত্রনে রাখে। টক দইয়ে রয়েছে প্রচুর প...
16/03/2024

টক দই

হাড় এবং অন্ত্রের জন্য টকদই অনেক ভালো। এছাড়া টকদই ত্বককে মসৃণ করে, রক্তচাপ নিয়ন্ত্রনে রাখে। টক দইয়ে রয়েছে প্রচুর পরিমানে প্রোবায়োটিক এবং প্রোটিন।

- ডা. কামরুল হাসান মুন্সি

হাঁটু ব্যাথা নিয়ে চিন্তিত?অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।
16/03/2024

হাঁটু ব্যাথা নিয়ে চিন্তিত?

অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সবাইকে রমজানের শুভেচ্ছা হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ(সো:)ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিস...
11/03/2024

সবাইকে রমজানের শুভেচ্ছা

হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ(সো:)ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবসহ রমজান মাসের সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী ও পরবর্তী গুণাহ মাফ করে দেওয়া হবে।(সহীহ বুখারী: ৩৮, সহীহ মুসলিম:৭৬০)

ডায়াবেটিস রোগীর জন্য যা জানা অত্যন্ত জরুরী............কিছুক্ষণ আগে আমাদের হাসপাতাল থেকে কর্তব্যরত চিকিৎসক ফোন দিয়েছেন-স্...
11/03/2024

ডায়াবেটিস রোগীর জন্য যা জানা অত্যন্ত জরুরী............

কিছুক্ষণ আগে আমাদের হাসপাতাল থেকে কর্তব্যরত চিকিৎসক ফোন দিয়েছেন-স্ট্রোক ও ডায়াবেটিস এর রোগীটা ঘামছিল। তখন ডায়াবেটিস টেস্ট করে দেখে রক্তে গ্লুকোজ 2. যেহেতু এই রোগী অজ্ঞান এবং নাকে নল দিয়ে খাওয়া-দাওয়া করেন সেহেতু এই রুগীকে দ্রুত চিনির শরবত করে খাওয়ানো হল। এরপরেও রক্তের গ্লুকোজ স্বাভাবিক না হওয়ায় তাকে স্যালাইন দেয়া হয়েছে।

ডায়াবেটিস রোগীর জন্য সবচেয়ে ইমারজেন্সি হচ্ছে রক্তের গ্লুকোজ কমে যাওয়া।
রক্তের গ্লুকোজ কমে যাবার লক্ষণগুলো কি কি?
খুব ক্ষুধা লাগা, শরীর ঘেমে যাওয়া, বুক ধড়পড় করা, উল্টাপাল্টা কথা বলা, অজ্ঞান হয়ে যাওয়া (খুব বেশি কমে গেলে)।

রক্তের গ্লুকোজ কমে যাবার লক্ষণ দেখা দিলে কি করবেন?
হাতের কাছে গ্লুকোমিটার থাকলে দ্রুত টেস্ট করবেন। লক্ষণের সাথে গ্লুকোজ যদি 4 mmol বা 70 মিগ্রা এর কম হয় তবে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে।

রোগী যদি মুখে খেতে পারে তবে হাতের কাছে যা পাওয়া যাবে তাই খেতে দেবেন (এই সময় মিষ্টি বা চিনি জাতীয় খাবারগুলো দেয়া উচিত যেমনঃ চিনির শরবত, গুড়, চকলেট, কেক, বিস্কুট ইত্যাদি).

রোগী অজ্ঞান হয়ে গেলে চিনি বা গুড় জিহবার নিচে দেয়া যেতে পারে (খেয়াল রাখতে হবে যেন গলায় শ্বাসনালিতে না যায়)। এছাড়া গুড় বা চকলেট (কিটক্যাট, ডেইরি মিল্ক) রোগীর পায়খানার রাস্তায় দিয়ে দেয়া যেতে পারে।

এসব প্রাথমিক কাজ করলে আশা করি রোগীর উন্নতি হবে। এরপর দ্রুত রোগীকে একজন এমবিবিএস চিকিৎসক বা হাসপাতালে নিয়ে যেতে হবে।

মনে রাখতে হবে ডায়াবেটিস রোগীর রক্তের গ্লুকোজ কমে গেলে বাসায় প্রাথমিক চিকিৎসা নিয়ে তারপর হাসপাতালে যেতে হবে। কারণ রক্তের গ্লুকোজ কমে যাওয়ার চিকিৎসা অতি দ্রুত (কয়েক মিনিটের) করতে না পারলে রোগীর মারাত্নক ক্ষতি এমনকি মৃত্যও হতে পারে।

ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল
মেডিসিন বিশেষজ্ঞ
রংপুর স্পেশালাইজড হাসপাতাল।

Address

Cumilla

Telephone

+8801755671387

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা.কামরুল হাসান মুন্সী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা.কামরুল হাসান মুন্সী:

Share

Category