29/10/2025
আজ ২৯শে অক্টোবর, ২০২৫। বিশ্ব স্ট্রোক দিবস । ( World Stroke Day, 2025। এবারের দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- প্রতিটি মিনিটই মূল্যবান ।
দেখুন, প্রতি মিনিটে বিশ্বের ৩০ জন মানুষ জীবনের প্রথম বারের জন্য স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন ।
স্ট্রোক হলে প্রতি মিনিটে মস্তিষ্কের ১৯ লাখ কোষ মারা যায় ।
ইসকেমিক স্ট্রোকে মস্তিষ্কের কোন একটি অংশে রক্ত সঞ্চালন কমে যায় । সেকারণেই কোষগুলো মারা যায় । দ্রুত চিকিৎসার মাধ্যমে মস্তিষ্কের রক্ত সঞ্চালন স্বাভাবিক করা সম্ভব ।
তারমানে যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন যে আপনি নিজে বা আপনার মা, বাবা, ভাই বোন, স্ত্রী/ স্বামীর স্ট্রোক হয়েছে এবং চিকিৎসার জন্য কাজ শুরু করবেন, তত বেশি দ্রুত সুস্থ হবেন । চিকিৎসার ক্ষেত্রে প্রতি মিনিট বাঁচিয়ে আপনি প্রকারান্তরে ১৯ লক্ষ কোষকে বাঁচাবেন ।
আর প্রতিটি মিনিট বাচানোর জন্য আপনাকে জানতে হবে, স্ট্রোকের লক্ষণগুলি কি কি এবং কোথায় গেলে সময় বাঁচবে এবং সঠিক চিকিৎসা মিলবে ।
👉 স্ট্রোকের লক্ষণ মনে রাখুন – BE FAST:
• Balance – হঠাৎ ভারসাম্য হারানো
• Eyes – এক বা দুই চোখে ঝাপসা দেখা
• Face – মুখ বেকে যাওয়া
• Arm – এক হাত বা পা দুর্বল হয়ে যাওয়া
• Speech – কথা জড়িয়ে যাওয়া
• Time – দ্রুত হাসপাতালে যান।
ঢাকায় জাতীয় নিঊরোসায়েনস হাসপাতাল ও ল্যাব এইড হাসপাতালে IV Thrombolysis ( সাড়ে চার ঘণ্টার মধ্যে করতে হবে) এবং Mechanical Throbectomy ( ৯ ঘন্টার মধ্যে করতে হবে) এই দুটি আধুনিক চিকিৎসা পদ্ধতি চালু আছে ।
💡 প্রতিরোধই সর্বোত্তম উপায়:
• উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করুন
• ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন
• নিয়মিত ব্যায়াম করুন
• ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন
🩵 আসুন, আমরা সবাই মিলে সচেতন হই —
স্ট্রোকের ঝুঁকি কমাই, জীবন বাঁচাই।