Dr Taslim Uddin

Dr Taslim Uddin মেডিসিন, ডায়বেটিস, শিশু এবং নাক, কান ও গলা রোগের চিকিৎসক

01/03/2025

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা🙂

আল্লাহ তাআলা সবাইকে রমজানের রোজা রাখার জন্য সুস্থতা দান করুক সেই দুআ করছি🤲

একটি ঘোষণা: দুঃখের সাথে জানাতে হচ্ছে এই মাসে গৌরীপুর চেম্বার বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। পরবর্তীতে চেম্বার শুরুর পূর্বে জানানো হবে ইনশাআল্লাহ।

চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজনে কল করতে পারবেন ০১৭৭৬১৫২৪৯৬ নাম্বারে।

এছাড়া WhatsApp এ যোগাযোগ করতে পারবেন 01964-413964 নাম্বারে (দয়া করে ভয়েস মেসেজ পাঠাবেন না। একটু সময় নিয়ে লিখে জানাবেন)

দুআ রাখবেন🙂

আগামীকাল থাকবো ইনশাআল্লাহ🙂
17/02/2025

আগামীকাল থাকবো ইনশাআল্লাহ🙂

ঠিকানা পরিবর্তনঃআন-নূর মেডিকেল সেন্টার এখন থেকে নিজস্ব ভবনে নতুন আঙ্গিকে শুরু হয়েছে। সবাইকে নতুন ঠিকানায় আসার জন্য অনুরো...
10/02/2025

ঠিকানা পরিবর্তনঃ

আন-নূর মেডিকেল সেন্টার এখন থেকে নিজস্ব ভবনে নতুন আঙ্গিকে শুরু হয়েছে। সবাইকে নতুন ঠিকানায় আসার জন্য অনুরোধ করছি।

গোরিপুর স্টেশন থেকে ৩০০ গজ উত্তরে, স্টামফোর্ড স্কুল ও মুক্তি মেডিকেলের মাঝখানে। (ছবি সংযুক্ত)

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭৭৬১৫২৪৯৬

আলহামদুলিল্লাহ্‌! প্রথম আন্তর্জাতিক জার্নালে (ব্রিটিশ মেডিকেল জার্নাল) প্রবন্ধ প্রকাশ পেল🙂আইসিডিডিআর,বি তে স্টাডি কো-অরড...
30/01/2025

আলহামদুলিল্লাহ্‌! প্রথম আন্তর্জাতিক জার্নালে (ব্রিটিশ মেডিকেল জার্নাল) প্রবন্ধ প্রকাশ পেল🙂

আইসিডিডিআর,বি তে স্টাডি কো-অরডিনেটর থাকা অবস্থায় দীর্ঘ সময় কাজের সুবাদে এই গবেষণার অংশ হতে পেরে গর্বিত বোধ করছি।

ভবিষ্যতের জন্য সবার দুআ চাচ্ছি🤲

19/01/2025

অনিবার্য কারণবশত আগামী মঙ্গলবার (২১/০১/২৫ খ্রি.) গৌরীপুর চেম্বার বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত🙏

পরবর্তী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আবারো নিয়মিত চেম্বারে যথাসময়ে থাকবো🙂

জরুরি চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে কল করবেন ০১৫২০০৮৫৩৪৬ নাম্বারে।

16/12/2024
আজকের এই গৌরবময় দিনে, আমরা আনন্দিত যে সুশৃঙ্খল পরিবেশে সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে পেরেছি। আপনাদের সহযোগিতা এবং...
16/12/2024

আজকের এই গৌরবময় দিনে, আমরা আনন্দিত যে সুশৃঙ্খল পরিবেশে সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে পেরেছি। আপনাদের সহযোগিতা এবং ধৈর্যের জন্য জানাই আন্তরিক ধন্যবাদ।

বিশেষ কৃতজ্ঞতা জানাই সার্বিক তত্ত্বাবধানে থাকা তৌহিদ, জয় এবং সিয়ামকে, যাদের প্রচেষ্টা চিকিৎসা কার্যক্রমকে সহজ ও সফল করেছে।

ছবিতে আজকের চিকিৎসার একাংশ।

07/12/2024

আগের পোস্টে কয়েন থেকে বাচ্চাদের দূরে রাখার বিষয়ে আলোচনা করেছিলাম।

আজকে ১৮ মাসের এক ছোট্ট বাচ্চা বাটন ব্যাটারি গিলে হাসপাতালে ভর্তি হয়েছে। দেখতে কয়েনের মতো হলেও, বাটন ব্যাটারি অনেক বেশি বিপজ্জনক। কয়েন যদি শ্বাসনালীতে না যায়, তবে তেমন ক্ষতি না হলেও, বাটন ব্যাটারি খাদ্যনালী থেকে পায়ুপথ পর্যন্ত মারাত্মক ক্ষতি করতে পারে। ব্যাটারির ভিতরে থাকা কেমিক্যাল লিক হয়ে অন্ত্রের ভেতর প্রচণ্ড ক্ষত তৈরি করতে পারে, এমনকি Perforation (অন্ত্রে ছিদ্র) পর্যন্ত হতে পারে, যা অতি গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিশ্বের অনেক দেশই বাটন ব্যাটারি ব্যবহারের ওপর আইন করে নিষেধাজ্ঞা জারি করেছে, তবে আমাদের দেশে এই বিষয়ে কোনো আইন নেই। তাই নিজের বাসায় এসব ব্যাটারি ব্যবহার করার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যদি অত্যন্ত জরুরি প্রয়োজনেও এগুলো ব্যবহার করেন, তবে তা অবশ্যই বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখতে হবে।

শিশুরা যেকোনো কিছু পেলে সেটি মুখে দেয়ার চেষ্টা করে। তাই তাদের প্রতি আরও সতর্ক দৃষ্টি রাখতে হবে। তাদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, তাদের প্রতি আলাদা যত্ন নিন🙂

04/12/2024

ছোট বাচ্চাদের থেকে কয়েন দূরে রাখবেন।

যদি অসাবধানতার কারণে কোনো বাচ্চা কোয়েন গিলে ফেলে তাহলে বাড়িতে অথবা আশেপাশে অদক্ষ কাওকে দিয়ে বের করতে চেষ্টা করবেন না। দ্রুত যেকোনো নাক, কান ও গলা রোগের চিকিৎসক অথবা নিকটস্থ হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করবেন।

স্থান: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল।

ছোট বাচ্চাদের থেকে কয়েন দূরে রাখবেন। যদি অসাবধানতার কারণে কোনো বাচ্চা কয়েন গিলে ফেলে তাহলে বাড়িতে অথবা আশেপাশে অদক্ষ কা...
04/12/2024

ছোট বাচ্চাদের থেকে কয়েন দূরে রাখবেন।

যদি অসাবধানতার কারণে কোনো বাচ্চা কয়েন গিলে ফেলে তাহলে বাড়িতে অথবা আশেপাশে অদক্ষ কাওকে দিয়ে বের করতে চেষ্টা করবেন না। দ্রুত যেকোনো নাক, কান ও গলা রোগের চিকিৎসক অথবা নিকটস্থ হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করবেন।

স্থান: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল।

Address

Department Of ENT, Comilla Medical College Hospital
Cumilla

Opening Hours

Monday 14:00 - 19:00
Thursday 14:00 - 19:00
Saturday 14:00 - 20:00

Telephone

+8801776152496

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Taslim Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Taslim Uddin:

Share

Category