K. Ali Ma O Shishu Hospital

K. Ali Ma O Shishu Hospital Medical & Health Service Maa O Shishu Hospital

অত্যন্ত মনোরম পরিবেশে আনন্দঘন সময়ের মধ্য দিয়ে সম্পন্ন হল কে. আলী মা ও শিশু হাসপাতালের বাৎসরিক পিকনিক ২০২৫ ……হাসপাতালে কর...
31/01/2025

অত্যন্ত মনোরম পরিবেশে আনন্দঘন সময়ের মধ্য দিয়ে সম্পন্ন হল কে. আলী মা ও শিশু হাসপাতালের বাৎসরিক পিকনিক ২০২৫ ……
হাসপাতালে কর্মরত সকলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য এধরনের পিকনিকের আয়োজন প্রতি বছরই অব্যাহত রাখার চেষ্টায় থাকবে হাসপাতাল কতৃপক্ষ !

29/01/2025
নবজাতকের জন্ডিসের জন্য রোদে দেয়া: উপকার না ক্ষতি?নবজাতকের জন্ডিসে দেহে রোদ লাগানো নিষেধ। রোদ লাগানোর মতো ভুল অনেক চিকিৎস...
27/01/2025

নবজাতকের জন্ডিসের জন্য রোদে দেয়া: উপকার না ক্ষতি?

নবজাতকের জন্ডিসে দেহে রোদ লাগানো নিষেধ। রোদ লাগানোর মতো ভুল অনেক চিকিৎসকরাই করে থাকেন। নবজাতকের জন্ডিস হলে রোদ দেওয়া কেন নিষেধ, জানার আগে আমাদের জানতে হবে নবজাতকের জন্ডিসের কারণ কি? প্রথমে এই জন্ডিসের কারণকে দুই ভাগে ভাগ করলে বিষয়টি বুঝতে সুবিধা হবে।

১. ফিজিওলজিক্যাল জন্ডিস

২. প্যাথলজিক্যাল জন্ডিস

নবজাতকের যেকোন জন্ডিসের (Indirect) চিকিৎসা পদ্ধতি তিনটি:

১. বুকের দুধ

২. ফটোথেরাপি

৩. এক্সচেঞ্জ ট্রান্সফিউশন

প্যাথলজিক্যাল জন্ডিস নিয়ে এখানে আলোচনা করবো না। কারণ প্যাথলজিক্যাল জন্ডিস সবসবয়ই ভর্তি যোগ্য ঘটনা। আর যে বাচ্চাগুলোকে রোদে দেওয়া হয়, সেই নবজাতক সাধারণত ফিজিওলজিক্যাল জন্ডিসে আক্রান্ত হয়ে থাকে। নামেই বুঝা যায় ফিজিওলজিক্যাল জন্ডিস একটি সাধারণ ঘটনা। এই জন্ডিস সাধারণত জন্মের দুইদিন পরে শুরু হয়। এক্ষেত্রে স্বভাবতই সবসময় ফটোথেরাপি স্তরের নিচে থাকে। কিছু কিছু ক্ষেত্রে বেড়ে যেতে পারে। এরমধ্যে প্রধান কারণ পানিশূন্যতা।

ফিজিওলজিক্যাল জন্ডিসের চিকিৎসা

১. বুকের দুধ: ঘন ঘন বুকের দুধ খাওয়ানো, যেনো বাচ্চার পানিশূন্যতা না দেখা দেয়। পানিশূন্যতা না হলে এই জন্ডিস এমনিতে ঠিক হয়ে যাবে। এখানে একটা কথা মনে রাখতে হবে, বুকের দুধ খাওয়ানো ফটোথেরাপি স্তরের নিচের জন্ডিসের একমাত্র চিকিৎসা। মানে সঠিক ভাবে বুকের দুধ খাওয়ালে পানিশূন্যতা হয় না, ফলে নবজাতকের জন্ডিস কমে যায়। কেউ কেউ প্রশ্ন করতে পারেন বুকের দুধ খাওয়াতে তো সবাইকেই বলি, তাহলে চিকিৎসা হলো কি ভাবে? প্রশ্নের উত্তর হলো পদ্ধতিতে।

বুকের দুধ ঘণ ঘণ খাওয়ানোয় পানিশূন্যতা রোধ করে > জন্ডিস কমে যায়। কে কে ফটোথেরাপি পাবে আর কে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন পাবে, তা নির্ণয় করা হয় তালিকা বা চার্ট দেখে। সেই তথ্য শিশু বিশেষজ্ঞ জানলেই হবে।

বুকের দুধ খাওয়ানো নিয়ে এতো লিখছি কারণ এই গ্রুপের বাচ্চাকে সবাই, এমন কি, কিছু কিছু শিশু বিশেষজ্ঞও রোদে দেওয়ার উপদেশ দিয়ে থাকেন। যা অত্যন্ত বিপদজনক এবং অপ্রয়োজনীয়। আরেকবার মনে করিয়ে দিতে চাই, নবজাতকের জন্ডিসের একমাত্র চিকিৎসা ঘণ ঘণ বুকের দুধ খাওয়ানো, যাতে পানিশূন্যতা না হয়। সাধারণত এই রোগীগুলোকেই রোদে দেওয়ার উপদেশ দেওয়া হয়।

২. ফটোথেরাপি: এই গ্রুপে যেসব বাচ্চা পড়বে, তাদের কোনমতেই রোদে দেওয়া উচিৎ নয়। বরং এতে জন্ডিস বেড়ে এক্সচেঞ্জ স্তরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। যা মেডিকেল ইমার্জেন্সি।

সবাইকে জানাতে চাই, বর্তমানে উপজেলা পর্যায়ে ফটোথেরাপি মেশিন আছে। অতএব ফটোথেরাপি দেওয়া দরকার, কিন্তু দুর্গম জায়গা বলে রোদে দিলাম, এমন উপকার করার আগে দুইবার ভাবুন। কারণ আপনার উপদেশের কারণে সেই বাচ্চা বিলিরুবিন অ্যানসেফালোপ্যাথির (Bilirubin encephalopathy) স্বীকার হতে পারে। সে দায় নিতে রাজি আছেন? এই উপদেশের জন্য বাচ্চার আজীবনের জন্য মস্তিষ্কের ক্ষতি হবে।

কেন রোদে দিবেন না

সকালের রোদ: সকালের রোদে দেওয়ার কারণে বাচ্চা হাইপোথার্মিয়াতে বা শরীরের তাপমাত্রা কমে যাবে। কারণ বাচ্চা উন্মুক্ত এবং প্রবাহমান বাতাসের মধ্যে থাকে। আর নবজাতকের সবচেয়ে বড় ক্ষতি হয় হাইপোথার্মিয়াতে। কারণ নবজাতকের চিকিৎসায় প্রতিটি স্তরে বলা আছে- হাইপোথার্মিয়া প্রতিরোধ করুন।

দুপুরের রোদ: এই অত্যাধিক তাপমাত্রায় বাচ্চার হাইপারথার্মিয়া বা শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং পানিশূন্যতা তৈরি করে। ফলে ত্বক পুড়ে যাওয়া এবং জন্ডিস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ দুপুরের রোদে দেওয়া মানে, জেনেশুনে বাচ্চার ক্ষতি করা।

ডিএনএ এর ক্ষতি: সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি নবজাতকের ডিএনএ এর ক্ষতিসাধন করে। যার কারণে পরবর্তীতে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।

যারা ভাইটামিন ডি নিয়ে চিন্তিত তাদের উদ্দেশ্যে বলবো, তারা যেনো বাচ্চার নবজাতকের সময়কালের (২৮ দিন বয়স) পর এই বিষয় নিয়ে ভাবুন। হাইপোথার্মিয়া বা হাইপারথার্মিয়া ভাল, নাকি ভাইটামিন ডি? একমাস পর রোদ থেকে ভিটামিন ডি খাওয়ান, তখন এ বিষয়ে কথা বলবো না।

উপরের আলোচনার পরও কেউ যদি অপ্রয়োজনে রোদে দেওয়ার মত অদূরদর্শী উপদেশ দেন তাহলে বলার কিছু নেই। উপরোক্ত আলোচনা শেষে বলতে চাই নবজাতকের জন্ডিসে রোদে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কোন যুক্তিই এই অনিয়মের পক্ষে আসতে পারে না।

ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কপি
ডা. মোহাম্মদ নেয়ামত হোসেন স্যার
সহকারী অধ্যাপক, নিওনেটোলজী
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর।

স্যারকে বিশেষ আন্তরিক ধন্যবাদ সহজ সুন্দর
আলোচনার জন্যে।

ডা. মো: সাজ্জাদ হায়দার
আর.এম.ও
কে আলী মা ও শিশু হাসপাতাল
ঝাউতলা কুমিল্লা
০১৭৪৯৯৮৯৮৯৮

একটি জরুরি ঘোষণা 🖐️কুমিল্লা কে আলী মা ওশিশু হাসপাতাল ঝাউতলায়   বন্যায় কবলিত  মানুষদের জন্য একটি বিশুদ্ধ পানির ফিল্টার ব...
24/08/2024

একটি জরুরি ঘোষণা 🖐️
কুমিল্লা কে আলী মা ওশিশু হাসপাতাল ঝাউতলায় বন্যায় কবলিত মানুষদের জন্য একটি বিশুদ্ধ পানির ফিল্টার বসানো আছে । খালি বোতল অথবা পানির বড় পাএ নিয়ে আসলে এখান থেকে পানি নেওয়া যাবে।
যোগাযোগ
ডা. মো: সাজ্জাদ হায়দার
আরএমও
01749989898
❤️

আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী যে সকল জায়গায়  বর্ন্যায় আক্রান্ত  জেলা উপজেলা  আছে সে সকল জেলায় রোগীদের  প্রাথমিক চিকিৎস...
23/08/2024

আসসালামু আলাইকুম।
প্রিয় দেশবাসী যে সকল জায়গায় বর্ন্যায় আক্রান্ত জেলা উপজেলা আছে সে সকল জেলায় রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্যে বিনামূল্যে সরাসরি অথবা ইমো হটস আপ যোগাযোগ করুন আমাদের সাথে।
ডা. মো সাজ্জাদ হায়দার
আর.এম ও
01749989898( ইমো ;হটস আপ)
অন লাইন অথবা সরাসরি
নামাজের সময় কল না দেওয়ার জন্যে
অনুরোধ করা গেলো।।

30/06/2024

~থ্যালাসেমিয়া পরীক্ষায় কুমিল্লাকে এগিয়ে নিতে কে ,আলী মা ও শিশু হাসপাতাল এর নতুন সংযোজন।

কুমিল্লার স্বনামধন্য শিশু ও কিশোর বিশেষজ্ঞ ডা:জসীম উদ্দিন স্যার ডেনমার্কে অনুষ্ঠিত শিশু বিষয়ক সেমিনার শেষ করে আমাদের মাঝ...
25/05/2024

কুমিল্লার স্বনামধন্য শিশু ও কিশোর বিশেষজ্ঞ ডা:জসীম উদ্দিন স্যার ডেনমার্কে অনুষ্ঠিত শিশু বিষয়ক সেমিনার শেষ করে আমাদের মাঝে ফিরে আসেন।(আলহামদুলিল্লাহ)
আগামীকাল থেকে আবার পুনরায় নিজস্ব কর্মস্থল #কে.আলী মা ও শিশু হাসপাতালে স্যার নিয়মিত রোগী দেখবেন।

'নার্স দিবস সফল হোক।আমাদের নার্স। আমাদের ভবিষৎ। সেবাই অর্থনৈতিক শক্তি'
12/05/2024

'নার্স দিবস সফল হোক।

আমাদের নার্স। আমাদের ভবিষৎ। সেবাই অর্থনৈতিক শক্তি'

Address

212, Road, Shahid Khaza Nijamuddhin Bhuiyan, Jaotola
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when K. Ali Ma O Shishu Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to K. Ali Ma O Shishu Hospital:

Videos

Share

Category