Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla

Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla A complementary therapy called Hijama, or wet cupping, needs tighter regulation, say experienced practitioners.
(1)

✅ হিজামা (কাপিং থেরাপি)
✅ রুকইয়াহ (জিন, জাদু, বদ নজর সংক্রান্ত চিকিৎসা)
✅ ফায়ার কাপিং, ফেসিয়াল কাপিং
✅ MBBS ডাক্তারের পরামর্শ সুবিধা
✅ ডায়েট এন্ড লাইফস্টাইল সাপোর্ট
✅ সুন্নতে খাৎনা(এনালগ/ কসমেটিক)


📞 01613 20 2727 Hijama is used to treat a wide range of conditions including migraines and hay fever and involves cutting the skin.

25/07/2025

পুরো পরিবার জাদু আক্রান্ত

24/07/2025
21/07/2025

নবিজি ﷺ বলেছেন, ❛যে আগুনে পুড়ে মারা যায়, সে শহিদ।❜ [আবু দাউদ, হা. ৩১১১]

হে আমাদের রব, বিমান-দুর্ঘটনায় নিহতদেরকে শহিদি মর্যাদা দিন এবং বাকিদেরকে হেফাজত করুন। আমিন।

19/07/2025

জীবনের পরিকল্পনা
যত গোপন,
সফলতা তত বেশি।

সৌদি আরবের একটি শহর থেকে একবার এক কালো জাদুকরের বাসায় রেইড দিল পুলিশ। বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর ১০ টা সাধারণ ব...
18/07/2025

সৌদি আরবের একটি শহর থেকে একবার এক কালো জাদুকরের বাসায় রেইড দিল পুলিশ। বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর ১০ টা সাধারণ বাসার মতোই যেন এই বাসা। কিন্তু দরজা খোলার সাথে সাথেই বুঝা যাবে, এই বাসায় স্বাভাবিক বলে কিছু নেই!

ভেতরে ঢুকতেই পুলিশদের গা গুলিয়ে বমি আসলো ভয়ানক দুর্গন্ধে! পুরো বাসাটা যেন একটা আবর্জনা খানা! তান্ত্রিক টাইপের হাবিজাবি জিনিস দিয়ে বাসা ভর্তি — তাবিজ- কবজ, দড়ি, বোতল, মরা প্রাণীর মৃতদেহের অংশবিশেষ, পায়খানা, রক্ত — এগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে আছে! এই বাসায় কোন সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতে পারে?

পুলিশ সেই কালো জাদুকর মহিলাকে গ্রেফতার করল এবং তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসগুলোর উপর ইনভেস্টিগেশন শুরু করল। কালো জাদুর সাহায্যে এই মহিলা অনেক মানুষের ক্ষতি করেছে। প্রেগনেন্সি নষ্ট করা, স্বামী-স্ত্রীর বিচ্ছেদ থেকে শুরু করে কারো মৃত্যু! কোন কিছুই বাদ নেই।

ইনভেস্টিগেশন করার সময় পুলিশ অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করল! একজন পার্টিকুলার মহিলার ওপর অসংখ্য অসংখ্য বার কালোজাদুর চেষ্টা করা হয়েছে! বিভিন্ন বোতলের ভেতর কাগজের ওপর তার নাম লেখা, তার ছবির উপর বিভিন্ন রকমের আঁকা-বুকি করা, এতবার এতবার এই এক মহিলার নাম লেখা উপকরণ খুঁজে পেয়েছে যে, বাধ্য হয়ে পুলিশ কালো জাদুকরকে জিজ্ঞেস করে, "কেন এতগুলো উপকরণে একজন মহিলার নাম লেখা?"

কালো জাদুকর মহিলা তখন বলে,
"আমি এই মেয়েটার উপর কালো জাদু করার জন্য দুনিয়ার কোন চেষ্টা করা বাকি রাখিনি! অথচ কিছুতেই আমি কালো জাদু দিয়ে তাকে কাবু করতে পারিনি। এই মেয়েটির আপন খালা/আত্মীয়া তাকে কালো জাদু করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে। অথচ আমি যতবার আমার জিনদেরকে তার বাসায় পাঠিয়েছি ক্ষতি করার জন্য, জিনগুলো ফেরত এসে আমাকে বলেছে, "আমরা তো ঐ বাড়িতে কিছুই দেখতে পারি না! ক্ষতি করার মত কোন মানুষকেই দেখতে পাই না!"
সুবহানআল্লাহ!!

যে মেয়েটার উপর কালো জাদুর এত চেষ্টা করা হয়েছে, সে আদৌ নিরাপদে আছে কিনা ? এটা নিশ্চিত হওয়ার জন্য এবার পুলিশ মেয়েটিকে সরাসরি ফোন দিল। মেয়েটাকে সব খুলে বলল পুলিশ। সে তো ভীষণ অপ্রস্তুত সব কিছু শুনে! তাকে জিজ্ঞেস করল, "এই যে এতবার আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। আপনি কি কিছু টের পেয়েছিলেন?"
উত্তরে ভদ্রমহিলা যা জবাব দিল শুনে যেন হাত পা ঠাণ্ডা হয়ে যায়! তিনি বললেন, "জি, মাঝে মাঝে সন্ধ্যার পরে আমাদের মনে হতো ঘরের জানালাগুলোর উপর বাইরে থেকে সজোরে বাতাস দিয়ে কোন আঘাত করা হচ্ছে। আমরা ভেবেছি হয়তো এটা কোন ঝড়ের আলামত অথবা আবহাওয়ার সমস্যা এবং মাঝে মাঝেই রাতে দেখতাম আমাদের ঘরের লাইটগুলো জ্বলছে এবং নিভছে — আবার নিজে নিজে ঠিক হয়ে যেত। তাই আমরা ভাবতাম হয়তো বিদ্যুৎ লাইনের কোন সমস্যা! এর বেশি তো আমি কিছু চিন্তা করিনি। আল্লাহু আকবার! সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে রক্ষা করেছেন!"

তখন পুলিশ অফিসার কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলেন, ‌"আচ্ছা বোন, আপনি যদি কিছু মনে না করেন আমাদেরকে একটু বলবেন আপনি কি কি আমল করেন, অথবা দুয়া করেন, যেটার বদৌলেতে আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে এত বড় ক্ষতি থেকে হেফাজত করেছেন? কালো জাদুকরের সর্বোচ্চ প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সুরক্ষা দিয়েছেন?"

ভদ্রমহিলার উত্তরটা অন্তর নাড়া দেওয়ার মত রিমাইন্ডার!
তিনি তখন শেয়ার করলেন যে, সে কখনও সকাল এবং সন্ধ্যার জিকির- আযকারগুলো বাদ দেন না — অর্থাৎ আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস থেকে শুরু করে মাসনুন দুয়ার আমলগুলো! সকালে একবার এবং সন্ধ্যায় একবার — তার কখনোই এটা মিস্ যায় না আলহামদুলিল্লাহ। সেই সাথে তিনি সূরা বাকারাহ পাঠ করেন, কুরআনের সাথে পর্যাপ্ত সময় কাটান এবং আরো কিছু বিশুদ্ধ সুন্নতি দুয়ার লিস্ট তিনি পুলিশ অফিসারকে দেন এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। (সুরা ইয়াসিনের ৯নাম্বার আয়াত তিলোয়াত করলে শয়তান দেখে না।) যেগুলোর উপর তিনি নিয়মিত আমল করেন!

— সংগৃহীত

13/07/2025

শিরকী হুজুর-কবিরাজের কাছে যাবার সবচে বড় বিপদটা হলো, আপনার শত্রু যদি তাকে পেয়ে যায় এবং কিনে নেয়, তখন আপনার উপকারের বদলে ক্ষতি করবে।

▌রুক্বইয়্যাহ সেশন বিষয়ে বিস্তারিত!রুক্বইয়্যাহ একটি ইসলামিক নিরাময় প্রক্রিয়া, যেখানে কুরআনের আয়াত ও হাদীছি বিভিন্ন দু‘আ, ...
12/07/2025

▌রুক্বইয়্যাহ সেশন বিষয়ে বিস্তারিত!

রুক্বইয়্যাহ একটি ইসলামিক নিরাময় প্রক্রিয়া, যেখানে কুরআনের আয়াত ও হাদীছি বিভিন্ন দু‘আ, ইসমে আযম এবং বৈধ বিভিন্ন যিকিরের মাধ্যমে শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক সমস্যার চিকিৎসা করা হয়। এটি সাধারণত জ্বিন-যাদু, বদনযর ইত্যাদি থেকে মুক্তির উদ্দেশ্যে করা হয়।

রুক্বইয়্যাহ সেশন বলতে কী বোঝায়?
রুক্বইয়্যাহ সেশন হলো নির্দিষ্ট সময়ের একটি তিলাওয়াত ও দু‘আভিত্তিক চিকিৎসাক্রম; যেখানে আক্রান্ত ব্যক্তির উপর কুরআনের নির্দিষ্ট আয়াত পাঠ করা হয় এবং কখনো-কখনো আক্রান্ত ব্যক্তির প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হয়।

বিস্তারিত প্রথম কমেন্ট 👇

🕋 রুকইয়াহ করলে জাদু কীভাবে ধ্বংস হয়? — ঐটি এক আধ্যাত্মিক বাস্তবতা🔮 জাদু (সিহর) — এটা শুধু একটি তাবিজ, কিছু অজানা শব্দ ...
09/07/2025

🕋 রুকইয়াহ করলে জাদু কীভাবে ধ্বংস হয়? — ঐটি এক আধ্যাত্মিক বাস্তবতা

🔮 জাদু (সিহর) — এটা শুধু একটি তাবিজ, কিছু অজানা শব্দ বা মাটির নিচে পুঁতে রাখা বস্তু নয়।
এটি এক ভয়ংকর শয়তানি চুক্তি—যেখানে কোনো পাপাচারী মানুষ, জিন বা শয়তানের সাহায্যে নির্দোষ মানুষের উপর আঘাত হানে।

শারীরিক অসুস্থতা, মানসিক অস্থিরতা, দাম্পত্য কলহ, বাধা, ভয়, দুঃস্বপ্ন, ঘুমের সমস্যা—সবই হতে পারে জাদুর ফল।

কিন্তু আল্লাহ যাঁর রক্ষক, তাকে কেউ ক্ষতি করতে পারে না। আর সেই রক্ষার সবচেয়ে শক্তিশালী ঢাল—রুকইয়াহ শরিয়াহ।

রুকইয়াহ কীভাবে কাজ করে?

১️⃣ আল্লাহর কালামের আলোয় জাদু পোড়ে

কুরআন শুধু পড়ার জন্য নয়, এটি নিয়ামত ও শিফার উৎস।
যখন এই কুরআনের আয়াত দিয়ে রুকইয়াহ করা হয়, তখন এই আলোর তরঙ্গ জাদুর অন্ধকারে আঘাত হানে।
🔹 ঠিক যেন আগুনে মোম গলে যায়
🔹 জাদুর শক্তি ভেঙে যায়, দুর্বল হয়
🔹 শয়তানরা ছটফট করতে থাকে

২️⃣ জিন যারা জাদুর খাদেম তারা ধ্বংস হয়

প্রায় সব জাদুর পেছনে থাকে কোনো জিন বা শয়তান।
তারা বানান বা চুক্তির রক্ষক হিসেবে কাজ করে।
রুকইয়াহর সময়:

তাদের শরীরে আগুনের মতো জ্বালাপোড়া হয়

তারা কষ্টে ছটফট করে

কেউ কেউ পুড়ে যায়, কেউ পালিয়ে যায়, কেউ আত্মসমর্পণ করে।

3️⃣ জাদুর চুক্তি ও গিঁট ভেঙে পড়ে

অনেক জাদু হয় গিঁট বা 'চুক্তি' (عقد السحر) ভিত্তিক।
এই চুক্তি সাধারণত লেখা, গাঁথা, বাঁধা বা গোপনে পুঁতে রাখা হয়।
📖 কিন্তু কুরআনের আয়াত যেমন—" وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِي الْعُقَدِ(আল ফালাক)—এইসব গিঁট কে ভেঙে ফেলে।

4️⃣ রোগীর ইমান ও আত্মিক শক্তি বাড়ে

রুকইয়াহ শুধু আয়াত পাঠ নয়—এটি এক আত্মিক জাগরণ।
রোগী যখন তাওবা করে, কাঁদে, ইস্তিগফার করে—
তখন তার হৃদয় আল্লাহর দিকে ঝুঁকে পড়ে
এবং তার ভিতরের শক্তি শয়তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

5️⃣ জাদু শরীর থেকে বেরিয়ে আসে কিভাবে?

অনেক সময় রুকইয়াহ চলাকালে:

বমি

ঘাম

ঢেকুর

বাতাস

প্রস্রাব/পায়খানা
এইসবের মাধ্যমে জাদুর প্রভাব শরীর থেকে বেরিয়ে যায়।
বিশেষ করে খাওয়া বা পান করা জাদু (سحر مأكول/مشروب) এইভাবে শরীর থেকে বের হয়।

🛡️ কিন্তু মনে রাখুন:

🔸 রুকইয়াহ তখনই কাজ করে, যখন…

✅ তা হয় বিশুদ্ধ আকিদা ও কুরআনের উপর ভিত্তি করে
✅ রোগী নিজেও আমল করে, যিকিরে থাকে, তওবা করে
✅ ঘরবাড়ি হয় গান-বাজনা ও ছবিমুক্ত
✅ রুকইয়াহ নিয়মিত চালিয়ে যায়
✅ আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকে

07/07/2025

ঝাড়ফুঁকঃ
জনৈক ব্যক্তি বলেন, আমার স্ত্রী অসুস্থ হয়ে আমাকে ঝাড়ফুঁক করতে বলল। অতঃপর আমি কুরআনের নিন্মোক্ত আয়াতটি দিয়ে ঝাড়ফুঁক করতে শুরু করলাম;
فَانۡکِحُوۡا مَا طَابَ لَکُمۡ مِّنَ النِّسَآءِ مَثۡنٰی وَ ثُلٰثَ...
(অর্থঃ তবে তোমরা বিবাহ করো, নারীদের মধ্যে যাকে তোমাদের ভাল লাগে; দু’জন, তিনজন......")

অতঃপর আয়াতটি শেষ করার আগেই সে দাঁড়িয়ে গেল, যেন তার কিছুই হয়নি..😊

🔮 বিয়ে বন্ধের জাদুর লক্ষণসমূহ 🧿অনেক সময় অজানা কারণে বিয়ের ব্যাপারে অদ্ভুত বাধা আসে। এসব হতে পারে কালো জাদু বা হাসাদ (হিং...
06/07/2025

🔮 বিয়ে বন্ধের জাদুর লক্ষণসমূহ 🧿
অনেক সময় অজানা কারণে বিয়ের ব্যাপারে অদ্ভুত বাধা আসে। এসব হতে পারে কালো জাদু বা হাসাদ (হিংসা) জনিত কারণে। নিচে কিছু সাধারণ লক্ষণ তুলে ধরা হলো:

1️⃣ ভালো সম্পর্ক হঠাৎ ভেঙে যাওয়া
– সব কিছু ঠিকঠাক হওয়ার পরেও অকারণে সম্পর্ক ভেঙে যায়।

2️⃣ পাত্র/পাত্রী খুঁজে না পাওয়া
– অনেক খোঁজাখুঁজির পরেও কেউ আসে না, এলেও সম্পর্ক এগোয় না।

3️⃣ বিয়ের কথা শুনলেই অস্বস্তি
– মন খারাপ লাগে, রাগ উঠে, ভয় লাগে বা কান্না আসে।

4️⃣ নিজেকে অযোগ্য মনে হওয়া
– “আমার বিয়ে হবে না” — এমন নেতিবাচক চিন্তা বারবার মাথায় আসে।

5️⃣ ভয়ঙ্কর স্বপ্ন দেখা
– স্বপ্নে সাপ, অন্ধকার, বিয়ে ভেঙে যাওয়া, বর/বউ পালিয়ে যাওয়া ইত্যাদি।

6️⃣ বিয়ের তারিখ এলে বিপদ ঘনায়
– ঝগড়া, অসুস্থতা, দুর্ঘটনা, মানসিক ভেঙে পড়া ইত্যাদি।

7️⃣ অকারণে হতাশা আর কান্না
– বিয়ের প্রসঙ্গ আসলেই মন ভেঙে পড়ে, অস্থির লাগে।

8️⃣ পরিবারে অশান্তি বৃদ্ধি
– হঠাৎ ঝগড়া শুরু হয়, বিয়ের বিষয়ে কেউ একমত হতে চায় না।

📿 সমাধান কী?
👉 নিয়মিত রুকইয়াহ
👉 হালাল পানাহ গ্রহণ করে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া

🕌 Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla
💬 ইনবক্সে যোগাযোগ করুন শিফার জন্য।

🔍 বদনজরের সাধারণ লক্ষণসমূহ:🧠 মানসিক ও আচরণগত লক্ষণ: #হঠাৎ মন খারাপ হয়ে যাওয়া, বিষণ্ণতা #অস্থিরতা, উদ্বেগ বা ভয়ভীতি #কোনো...
06/07/2025

🔍 বদনজরের সাধারণ লক্ষণসমূহ:

🧠 মানসিক ও আচরণগত লক্ষণ:
#হঠাৎ মন খারাপ হয়ে যাওয়া, বিষণ্ণতা
#অস্থিরতা, উদ্বেগ বা ভয়ভীতি
#কোনো কারণ ছাড়াই কারো প্রতি রাগ বা বিদ্বেষ অনুভব করা
#ঘনঘন স্বপ্নে ভয় দেখা
#একাকিত্ব ভালো লাগা বা সমাজবিমুখতা

🤒 শারীরিক লক্ষণ:

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া, বিশেষ করে মাথা ব্যথা, শরীর ভার লাগা

বমি বমি ভাব বা পেট খারাপ

হঠাৎ করে চোখ লাল হয়ে যাওয়া বা চোখে ব্যথা

মুখে বা শরীরে তাপ অনুভব করা

অতিরিক্ত ঘুম পাওয়া অথবা একদম ঘুম না হওয়া

ডাক্তারি রিপোর্টে সব কিছু ঠিক থাকলেও অসুস্থ বোধ করা

👨‍👩‍👧‍👦 পারিবারিক ও সামাজিক:

স্বামী-স্ত্রীর মাঝে হঠাৎ করে অশান্তি শুরু হওয়া

সন্তানদের আচরণে হঠাৎ পরিবর্তন, কান্নাকাটি, পড়াশোনায় মন না বসা

ব্যবসা বা কাজকর্মে হঠাৎ করে ক্ষতি শুরু হওয়া

ঘরে ঘনঘন জিনিসপত্র ভেঙে যাওয়া বা দুর্ঘটনা হওয়া

📖 হাদীস থেকে প্রমাণ:

> রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
“বদনজর সত্য; যদি কোনো কিছু তাকদীরকে ছাড়িয়ে যেতে পারত, তাহলে তা হতো বদনজর।”
— (সহীহ মুসলিম: ২১৮৮)

06/07/2025

Black magic patient

Address

Cumilla

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 11:30
15:00 - 22:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801613202727

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla:

Share