Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla

Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla A complementary therapy called Hijama, or wet cupping, needs tighter regulation, say experienced practitioners.
(1)

✅ হিজামা (কাপিং থেরাপি)
✅ রুকইয়াহ (জিন, জাদু, বদ নজর সংক্রান্ত চিকিৎসা)
✅ ফায়ার কাপিং, ফেসিয়াল কাপিং
✅ MBBS ডাক্তারের পরামর্শ সুবিধা
✅ ডায়েট এন্ড লাইফস্টাইল সাপোর্ট
✅ সুন্নতে খাৎনা(এনালগ/ কসমেটিক)


📞 01613 20 2727 Hijama is used to treat a wide range of conditions including migraines and hay fever and involves cutting the skin.

18/09/2025

বাচ্চারা যখন বদ নজরে আক্রান্ত হয়, তখন তাদের মধ্যে উগ্র মেজাজ ও অসুস্থতা লেগেই থাকে ।

17/09/2025

ছোট্ট একটি জিকিরঃ
'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ'

🔹মর্যাদাঃ
▪️জান্নাতের রত্ন-ভান্ডারসমূহের অন্যতম রত্নভান্ডার।
(সহিহ বুখারী, হাদিস নং ৬৩৮৪)

▪️জান্নাতের দরজাগুলোর একটি দরজা।
(তিরমিজি শরীফ,হাদিস নং- ৩৫৮১)

▪আল্লাহর আরশের খনি থেকে সংগৃহীত।
(সহিহ ইবনে হিব্বান,হাদিস নং ২০৪১)

💠উপকারিতাঃ
▪️৯৯টি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে।
তন্মধ্যে সর্বনিম্ন হল চিন্তা-পেরেশানি দূর হয়ে যাবে।
(মুসতাদরাক আল হাকেম- হাদিস নং ৫৪২)

▪৭০টি বিপদ দূর হবে।সর্বনিম্নটি হল দারিদ্রতা।
(তিরমিজি শরীফ-হাদিস নং ৩৬০১)

চলুন  আমরা সহজবোধ্য একটি দৈনিক রুকইয়া রুটিন সাজাই, যেটা নিয়মিত করলে, ইনশাআল্লাহ,- শরীরের সব খোলা "রাস্তা" বন্ধ হবে,- জ্ব...
16/09/2025

চলুন আমরা সহজবোধ্য একটি দৈনিক রুকইয়া রুটিন সাজাই, যেটা নিয়মিত করলে, ইনশাআল্লাহ,
- শরীরের সব খোলা "রাস্তা" বন্ধ হবে,
- জ্বিন-শয়তানের প্রভাব কমবে বা শেষ হবে,
- আত্মা ও শরীর নিরাপদ থাকবে।

দৈনিক রুকইয়া রুটিন

সকালে (ফজরের পর):

১. আয়াতুল কুরসি (১ বার)
২. সূরা ফালাক (৩ বার)
৩. সূরা নাস (৩ বার)
4. সূরা ইখলাস (৩ বার)
5. উপরের তিন সূরা পড়ে সমস্ত শরীরে ফুঁ দিয়ে হাত বুলিয়ে নিন।
6. এই দোয়া ৩ বার:

> "بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم"
(অর্থ: আল্লাহর নামে, যার নামে কোনো কিছুই ক্ষতি করতে পারে না, আসমান বা জমিনে, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।)

বিকেলে (আসর-এর পর বা সূর্যাস্তের আগে):

- সকাল বেলার মতো একই আমল পুনরায় করুন।

রাতে (ঘুমানোর আগে):

১. ওজু করে নিন।
২. আয়াতুল কুরসি (১ বার)
৩. সূরা ফালাক, সূরা নাস ও সূরা ইখলাস (৩ বার করে)
৪. দোয়া পড়ুন:

> "اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي"
(অর্থ: হে আল্লাহ! আমাকে আমার সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে ও উপর থেকে রক্ষা করুন এবং আমি আপনার মহিমার আশ্রয় চাই যেন আমার নিচ থেকে আক্রান্ত না হই।)

৫. তারপর নিজের হাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত শরীরের উপর ফুঁ দিয়ে হাত বুলিয়ে দিন।

অতিরিক্ত বিশেষ আমল (সপ্তাহে ১-২ দিন):

- রুকইয়া পানি (কুরআন পড়ে ফুঁ দিয়ে তৈরি করা পানি) পান করুন এবং গোসলও করুন।
- সূরা বাকারার অডিও বাসায় চালু রাখুন বা নিজে পড়ে শোনান। (জ্বিন পালাতে বাধ্য হয়।)

মোট কথা:

এই রুটিন মেনে চললে, ইনশাআল্লাহ,
- শরীরের সব জ্বিনের তৈরি রাস্তা বন্ধ হবে,
- নতুন করে আর ঢুকতে পারবে না,
- আপনার আত্মিক শক্তি বেড়ে যাবে।

চেহারা নষ্টের জাদু-শারীরিক সৌন্দর্য বা স্বাভাবিক চেহারার ওপর কালো জাদু (সিহর) বা বদনজর প্রয়োগ করা। এতে সাধারণত মানুষের ম...
15/09/2025

চেহারা নষ্টের জাদু-
শারীরিক সৌন্দর্য বা স্বাভাবিক চেহারার ওপর কালো জাদু (সিহর) বা বদনজর প্রয়োগ করা। এতে সাধারণত মানুষের মুখমণ্ডল অস্বাভাবিকভাবে পরিবর্তিত হতে থাকে, সৌন্দর্য হারাতে থাকে, দাগ-ছোপ, কালো দাগ, ব্রণ, অকারণে রঙ কালচে হয়ে যাওয়া, চোখ-মুখ কেমন অদ্ভুত লাগা ইত্যাদি সমস্যা দেখা দেয়। অনেকে চিকিৎসার পরেও আরোগ্য পান না, কারণ সমস্যা মূলত জাদু বা হিংসার কারণে হয়ে থাকে।

চেহারা নষ্টের জাদুর লক্ষণসমূহ:

▶️হঠাৎ চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাওয়া

▶️অতিরিক্ত কালো দাগ বা ফুসকুড়ি হওয়া

▶️চেহারা অস্বাভাবিক বা কুৎসিত মনে হওয়া

▶️আয়নায় নিজের চেহারা অদ্ভুত লাগা

▶️ডাক্তারি চিকিৎসায় তেমন উন্নতি না হওয়া

▶️মানুষকে কুৎসিত দেখাতে জাদুকর বা হিংসুকের উদ্দেশ্যমূলক কাজ

প্রতিকার (ইসলামী পদ্ধতি):

1. রুকইয়াহ শরইয়াহ করা – কুরআনের আয়াত, যেমন সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইয়ুনুস (৮১-৮২), সূরা ত্বাহা (৬৯), সূরা ইসরা (৮২) পড়া ও ফুঁ দেওয়া।

2. পানি বা তেল ঝাড়ফুঁক করা – পড়ে পানি/জলপাই তেলে ফুঁ দিয়ে মুখ ও শরীরে ব্যবহার করা।

3. হিজামা (কাপিং থেরাপি) – জাদুর প্রভাব দূর করতে সহায়ক হতে পারে।

4. সকালে-সন্ধ্যায় মাসনূন দোয়া পড়া – বিশেষ করে বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু... এবং তিন কুল প্রতিদিন সকালে-সন্ধ্যায় ৩ বার করে পড়া।

5. সদা তাহারাতে থাকা, নামাজে নিয়মিত থাকা এবং দোয়া করা – আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা।
➖➖➖➖➖➖➖➖➖➖
🏥 ঝাউতলা, রবি/এয়ারটেল কাস্টমার কেয়ার বিল্ডিংয়ের লিফটের 5 তলা, পুরাতন গ্রামীণফোন সেন্টারের সামনে, কুমিল্লা।

📞 +8801613202727

🕘 প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা।

15/09/2025

যাদু নয়
ইমানই শক্তি

12/09/2025

⚫ কালো জাদুর প্রভাব

হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া

সংসারে অশান্তি

বিয়ে বা রুজিতে বাধা

দুঃস্বপ্ন ও ভয়

🕌 কালো জাদুর প্রতিকার
👉 রুকইয়াহ চিকিৎসা
👉 কুরআন তিলাওয়াত
👉 নিয়মিত নামাজ
👉 দোয়া ও যিকিরে অভ্যস্ত হওয়া

⚠️ মনে রাখুন
তাবিজ, গণক, কবিরাজ ❌—এগুলো কালো জাদুর সমাধান নয়।
শুধু কুরআন ও সহিহ হাদিসের দোয়াই আসল চিকিৎসা।

📖 আল্লাহ বলেন:
“আর আমরা কুরআনে যা নাযিল করি তা মুমিনদের জন্য শিফা ও রহমত।” (সুরা ইসরাঃ ৮২)

🤲 কালো জাদুর বিরুদ্ধে পাঠ করুন

সূরা ফাতিহা

আয়াতুল কুরসি

সূরা ফালাক

সূরা নাস

সূরা ইখলাস

12/09/2025

🤲 রুকইয়াহর উপকারিতা:

জাদু ও জ্বিনের কষ্ট থেকে মুক্তি

বদনজরের প্রভাব দূর হয়

মানসিক প্রশান্তি আসে

ঈমান ও তাওয়াক্কুল বৃদ্ধি পায়

11/09/2025

ইফরীত ও মা'রিদ জ্বিনে আক্রান্ত হওয়ার লক্ষন।
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
১) নিজের কথা এবং কাজকেই সঠিক বলে মনে করা।
২) নিজেকে অনেক বিজ্ঞ ও জ্ঞানী মনে করা।
৩) লুকায়িত জিদ এবং রাগ প্রচন্ড রকমের থাকা।
৪) নিজেকে আড়ালে রেখে ঠান্ডা মাথায় এরা মানুষের চড়ম ক্ষতি করে ফেলতে পারে।
৫) স্বপ্নে যা দেখবে তা সত্যি হয়ে যাওয়া।
৬) মনে মনে যা চিন্তা করে তা আংশিক বা অধিকাংশ মিলে যাওয়া।
৭) নাস্তিকতার মনোভাব কাজ করা।
৮) লোক দেখানো ইবাদত করা। মানুষকে নিজের আমল সম্পর্কে বলে বেড়ানো।
৯) ইসলাম সম্পর্কে মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করা।
১০) অহঙ্কারি মনোভাব কাজ করা।
১১) স্বপ্নে নিজেকে উড়তে দেখা। মাঝে মাঝে এদেরকে বাস্তবেও জ্বিন উড়িয়ে অন্যত্র নিয়ে যেতে পারে।
১২) মাহারামদের সাথে যিনায় লিপ্ত হবার ইচ্ছা জাগবে বা যিনায় লিপ্ত হবে।
১৩) পিতা মাতার গায়ে হাত উঠানো।

এছাড়াও জ্বিনে আক্রান্ত হওয়ার কমন লক্ষণগুলোর মধ্যে থেকে বেশকিছু লক্ষণের সাথে মিল থাকবে। যেমনঃ স্বপ্নে যিনা টাইপ বিষয়াদি দেখা। রাতে ঘুম না হওয়া। স্বপ্নে খাওয়া দাওয়া করতে দেখা, ইত্যাদি।

একজন অভিজ্ঞ রাক্বির সাথে যোগাযোগ করে আপনার সমস্যাগুলো জানান। রাক্কির পরামর্শে ও তত্ত্বাবধানে থেকে
রুকইয়াহ করুন। আল্লাহ্ চাইলে সমাধান আসবে।

➖➖➖➖➖

সরাসরি রুকইয়া করতে যোগাযোগ করুন :
01613202727

ঝাউতলা, কুমিল্লা।

08/09/2025
06/09/2025

জ্বীন যাদুগ্রস্ত রোগীদের জন্য অক্টোবর মাস কেন এত ভয়ংকর?
বিস্তারিত কমেন্টে.

06/09/2025

শুনো মেয়েরা। এই মাস থেকে বউদের দিন শেষ। চলবে বর’দের দিন। “সেপ্টেম বর, অক্টো বর, নভেম বর, ডিসেম বর"...

সবকিছুই ঠিকঠাক… কিন্তু হঠাৎ ভেঙে যাচ্ছে বিয়ে! 💔অনেক সময় দেখা যায় বিয়ের প্রস্তাব ঠিক হয়, কিন্তু শেষ মুহূর্তে ভেঙে যায়।পরি...
03/09/2025

সবকিছুই ঠিকঠাক… কিন্তু হঠাৎ ভেঙে যাচ্ছে বিয়ে! 💔

অনেক সময় দেখা যায় বিয়ের প্রস্তাব ঠিক হয়, কিন্তু শেষ মুহূর্তে ভেঙে যায়।

পরিবারে অকারণ ভুল বোঝাবুঝি বা ঝগড়া বাঁধে।

ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও হঠাৎ অশান্তি নেমে আসে।

বিয়ে নিয়ে অস্বাভাবিক ভয়, দ্বিধা কিংবা বারবার ব্যর্থতা।

👉 এগুলো সাধারণ কোনো বিষয় নয়। ইসলামী চিকিৎসা মতে, এটি জাদু (সিহর) বা শয়তানী প্রভাবের লক্ষণও হতে পারে।

✅ সমাধান আছে ইনশাআল্লাহ।
রুকইয়াহ শারইয়াহ ও হিজামার মাধ্যমে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব।

📍 যোগাযোগ করুনঃ

Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla
📌 কুমিল্লা ব্রাঞ্চ: ঝাউতলা, রবি/এয়ারটেল অফিস বিল্ডিং (লিফটের ৫ তলা), কুমিল্লা।
📞 01613202727

Doctor's Hijama: Cupping & Ruqyah Feni
📌 ফেনী ব্রাঞ্চ: পাঠান বাড়ি রাস্তার মাথা, ধানসিঁড়ি হোটেলের পশ্চিমে, ফেনী সদর।
📞 01860282222

✨ আল্লাহর ইচ্ছায় আপনার সমস্যার সমাধান সম্ভব।

Address

ঝাউতলা, রবি/এয়ারটেল কাস্টমার কেয়ার বিল্ডিংয়ের লিফটের 5 তলা, কুমিল্লা।
Cumilla
3500

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 11:30
15:00 - 22:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801613202727

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram