21/08/2025
দুরুদে ইবরাহীম ও ইস্তেগফার করে ভয়ংকর বদরাগী মানুষকেও বোবা,অনুগত বানিয়ে ফেলা যায়। কঠিন কাজও নিমেষেই সহজ হয়ে যায়।
ধরুন,একটা কাজ সবার জন্য খুব কঠিন। কেউই বিষয়টার নাগাল পাচ্ছে না৷ বা কোনো একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আপনার সাধ্যের বাইরে। এমন মুহূর্তে দুরুদে ইবরাহীম ও ইস্তেগফার করা শুরু করে দিন। ওয়াল্লাহি,আপনি নিজেই অবাক হবেন এর ফায়দা দেখে।
উঠতে বসতে আপনার দোষ খুঁজে, এমন মানুষকেও দুরুদে ইবরাহীম ও ইস্তেগফার দিয়ে বশ করে ফেলতে পারবেন। যাকে সবাই ভয় পায়,এমন মানুষের সামনে আমি দুরুদে ইবরাহীম ও ইস্তেগফার করে গিয়েছি৷ দুরুদে ইবরাহীম ও ইস্তেগফারের বরকতে ওই রাগী মানুষগুলোকেই আমার সামনে আইসক্রিমের মতো গলে যেতে দেখেছি।
দুরুদে ইবরাহীম ও ইস্তেগফারের কারিশমা যে টের পেয়েছে এবং যে বুঝে গিয়েছে আল্লাহই একমাত্র উদ্ধারকারী; বিশ্বাস করুন,তার জন্য এই দুনিয়াটা পানির চেয়ে সহজ।