Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla

Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla A complementary therapy called Hijama, or wet cupping, needs tighter regulation, say experienced practitioners.
(1)

✅ হিজামা (কাপিং থেরাপি)
✅ রুকইয়াহ (জিন, জাদু, বদ নজর সংক্রান্ত চিকিৎসা)
✅ ফায়ার কাপিং, ফেসিয়াল কাপিং
✅ MBBS ডাক্তারের পরামর্শ সুবিধা
✅ ডায়েট এন্ড লাইফস্টাইল সাপোর্ট
✅ সুন্নতে খাৎনা(এনালগ/ কসমেটিক)


📞 01613 20 2727 Hijama is used to treat a wide range of conditions including migraines and hay fever and involves cutting the skin.

21/08/2025

দুরুদে ইবরাহীম ও ইস্তেগফার করে ভয়ংকর বদরাগী মানুষকেও বোবা,অনুগত বানিয়ে ফেলা যায়। কঠিন কাজও নিমেষেই সহজ হয়ে যায়।
ধরুন,একটা কাজ সবার জন্য খুব কঠিন। কেউই বিষয়টার নাগাল পাচ্ছে না৷ বা কোনো একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আপনার সাধ্যের বাইরে। এমন মুহূর্তে দুরুদে ইবরাহীম ও ইস্তেগফার করা শুরু করে দিন। ওয়াল্লাহি,আপনি নিজেই অবাক হবেন এর ফায়দা দেখে।

উঠতে বসতে আপনার দোষ খুঁজে, এমন মানুষকেও দুরুদে ইবরাহীম ও ইস্তেগফার দিয়ে বশ করে ফেলতে পারবেন। যাকে সবাই ভয় পায়,এমন মানুষের সামনে আমি দুরুদে ইবরাহীম ও ইস্তেগফার করে গিয়েছি৷ দুরুদে ইবরাহীম ও ইস্তেগফারের বরকতে ওই রাগী মানুষগুলোকেই আমার সামনে আইসক্রিমের মতো গলে যেতে দেখেছি।

দুরুদে ইবরাহীম ও ইস্তেগফারের কারিশমা যে টের পেয়েছে এবং যে বুঝে গিয়েছে আল্লাহই একমাত্র উদ্ধারকারী; বিশ্বাস করুন,তার জন্য এই দুনিয়াটা পানির চেয়ে সহজ।

আল্লাহ পবিত্র কুরআনে সূরা বাকারাহ এর ১০২ নাম্বারে যাদুর কথা উল্লেখ করেছেন। আল্লাহ তা'য়ালা সেখানে বলেছে, আর তার যাদু বিদ্...
21/08/2025

আল্লাহ পবিত্র কুরআনে সূরা বাকারাহ এর ১০২ নাম্বারে যাদুর কথা উল্লেখ করেছেন। আল্লাহ তা'য়ালা সেখানে বলেছে, আর তার যাদু বিদ্যার মাধ্যেম স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটাতো।

🧿 বিচ্ছেদ যাদুর সম্ভাব্য লক্ষণসমূহ:

১. দাম্পত্য জীবনে হঠাৎ অকারণ দুরত্ব সৃষ্টি হওয়া

একসময় ভালোবাসা থাকা সত্ত্বেও, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই একে অপরের প্রতি বিরক্তি, ঘৃণা বা সহ্য করতে না পারা।

২. অকারণে ঝগড়া-বিবাদ

একেবারে ছোটখাটো বিষয় নিয়েও তীব্র ঝগড়া শুরু হওয়া, যা আগেও কখনো হত না।

৩. স্বপ্নে অদ্ভুত বিষয় দেখা

আগুন, সাপ, বিচ্ছেদ, অন্ধকার বা ভয়ানক কিছু বারবার স্বপ্নে দেখা।

স্বপ্নে স্বামী বা স্ত্রীকে মারা যাচ্ছে বা ছেড়ে চলে যাচ্ছে এমন দেখা।

৪. শারীরিক ও মানসিক দুর্বলতা

চিকিৎসা করা সত্ত্বেও মাথাব্যথা, ক্লান্তি, অবসাদ, ভয়ভীতি, রাগ বা অস্থিরতা।

একে অপরের সঙ্গে থাকতে না পারা, শরীরে অস্বস্তি লাগা।

৫. নামাজ, কোরআন বা ইসলামী বিষয় থেকে দূরে সরিয়ে দেওয়া

নামাজে মন না বসা, কোরআন পড়লে অস্বস্তি হওয়া, গায়েবি ভয়।

৬. বাড়িতে অস্বাভাবিক ঘটনা

বাসায় হঠাৎ গন্ধ, অদ্ভুত শব্দ, ঘুমের মধ্যে চিৎকার, রাতভর ভয় পাওয়া।

৭. আত্মীয়স্বজন বা ভালো বন্ধুদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া

এমন মানুষদের প্রতিও হঠাৎ ঘৃণা জন্ম নেওয়া, যারা আগে সহানুভূতিশীল ছিল।

20/08/2025

জ্বীন যাদু ও বদনজর হাসাদগ্রস্ত রোগীদের জন্য বেশ উপকারী গোসল হলো বরই পাতার গোসল।

বরই পাতার গোসলের জন্য সবচেয়ে উত্তম পানি হলো :

১/ জমজম কূপের পানি।
২/ বৃষ্টির পানি।
৩/ সমুদ্রের পানি
৪/ সাধারণ টিউবওয়েল এর পানি।

এই পানি গুলোর মাঝে যে কোনো একটি পানি বা মিশ্রিত পানি দিয়ে আপনি গোসল করতে পারবেন।

বরই পাতার গোসলের ২ টি নিয়ম নিচে উল্ল্যেখ করা হলো।যেকোনো ১ টি করলে হবে ইনশা আল্লাহ্।

১/বরইয়ের ৭ টি সবুজ পাতা পিষে এক বালতি পানিতে ঢেলে নাড়তে থাকুন এবং নিম্নের আয়াতসমূহ পড়ে ফুঁ দিতে থাকুন।
১. আয়াতুল কুরসি
২. সুরা ফালাক
৩. সুরা নাস
এরপর সেই পানি রোগী তিন ঢোক পান করবেন এবং বাকিটা দিয়ে গোসল করবেন। রোগীর অবস্থার উপর নির্ভর করে ঠান্ডা বা গরম পানি মিশ্রিত করতে পারবেন।

আর এভাবে টানা কয়েক দিন গোসল করবেন। তাহলে ইনশাআল্লাহ রুগী সুস্থ হয়ে উঠবে। তবে আশা করা যায় প্রথম গোসলেই যাদু নষ্ট হয়ে যাবে।
(আস সরিমুল বাত্তার, ২২তম সংস্করণ, ২১৪পৃষ্ঠা)

২/বিন বায রহিমাহুল্লাহ এই গোসলের নিয়ম বর্ণনা করেছেন শাইখ আব্দুররহমান বিন হাসানের ফাতহুল মাজিদ (সালাফি ভাইদের একটি আকিদার কিতাব) থেকে, তবে সেখানে অনেক কিছু পড়তে বলেছেন। তাঁর লিস্ট হচ্ছে –

1. সূরা ফাতিহা।
2. আয়াতুল কুরসি।
3. সূরা আরাফের যাদু বিষয়ক আয়াতগুলো। (১১৭-১২২নং আয়াত)
4. সূরা ইউনুসের যাদু বিষয়ক আয়াতগুলো। (৭৯-৮২নং আয়াত)
5. সূরা ত্বহা এর যাদু বিষয়ক আয়াতগুলো। (৬৫-৬৯নং আয়াত)
6. সূরা কাফিরুন।
7. সূরা ইখলাস – ৩বার
8. সূরা ফালাক – ৩বার
9. সূরা নাস – ৩বার

সাথে কিছু দোয়া পড়া। যেমন-

اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

10. “আল্লাহুম্মা রাব্বান নাস! আযহিবিল বা’স। ওয়াশফি, আনতাশ শাফী। লা শিফাআ ইল্লা শিফাউক। শিফাআন লা ইয়ুগা-দিরু সাকামা।” [৩ বার]
(সহিহ বুখারি, হাদিস : ৫৭৪২)

11. “بِاسْمِ اللهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللهُ يَشْفِيكَ بِاسْمِ اللهِ أَرْقِيكَ.

উচ্চারণ : বিসমিল্লাহি আরকিকা, মিন কুল্লি শাইয়িন ইয়ু’যিকা, ওয়া মিন কুল্লি আইনিন ও ওয়া হাসিদিন আল্লাহু ইয়াশফিকা, বিসমিল্লাহি আরকিকা ” [৩ বার]
(মাজমুউল ফাতওয়া ওয়া মাক্বালাত, শাইখ বিন বায- ৮ম খণ্ড, ১৪৪পৃষ্ঠা)

জিনের পেশেন্টের হুসুন (দূর্গ) ধ্বংস করার জন্য।ঠান্ডা কিংবা গরম পানি মিশ্রিত করে গোসল করাতে পারবেন।

গোসলের সময় সীমা :
গোসল টানা ৭/১১/২১/৪১ দিন করে যাওয়া। তারপর সমস্যার উপর নির্ভর করে পেশেন্টের গোসলের সময়সীমা পরিবর্তন হইতে পারে।

19/08/2025

"কি এক আশ্চর্য অবস্থা! মসজিদে বসে ফেসবুকে স্ট্যাটাস দেয়, আল্লাহ আমাকে মাফ করে দাও!"

19/08/2025

হঠাৎ মানুষের থেকে নিজেকে দূরে রাখা,
নিজের ঘরে নিজেকে বন্দি করে ফেলা...

'বদনজর ও জ্বীনে' আক্রান্ত হওয়ার লক্ষণ!

চেহারা নষ্ট করা জাদুর  লক্ষণসমূহ-১। মুখে অতিরিক্ত ব্রণ ওঠা, যা চিকিৎসা করেও ভালো হয়না।২। মুখে কালো কালো দাগ হয়ে যাওয়া...
19/08/2025

চেহারা নষ্ট করা জাদুর লক্ষণসমূহ-

১। মুখে অতিরিক্ত ব্রণ ওঠা, যা চিকিৎসা করেও ভালো হয়না।
২। মুখে কালো কালো দাগ হয়ে যাওয়া
৩। চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়া
৪। মুখের উজ্জ্বলতা, লাবণ্যতা চলে যাওয়া
৫। চেহারা কালো, হলুদ বাদামী রঙের হয়ে যাওয়া
৬। চেহারায় বয়সের ছাপ পড়ে যাওয়া
৭। কখনও কখনও চেহারা বৃদ্ধ মানুষের মত লাগা।
৮। চোখে লালভব, দৃষ্টিশক্তি কমে যাওয়া।
৯। হঠাৎ হঠাৎ চেহারার রং পরিবর্তন হয়ে যাওয়া, কখনও সুন্দর লাগা, কখন অসুন্দর লাগা।
১০। অকাল দাঁত পড়ে যাওয়া, দাঁতে প্রচন্ড ব্যথা।
১১। অতিরিক্ত চুলপড়া, যা শ্যাম্পু ও চিকিৎসাতেও ভালো হয়না।
১২। ঘুমের ব্যাঘাত, অনিদ্রা, ভীতিকর স্বপ্ন দেখা।
১৩। অলসতা, অতিরিক্ত ঘুম, পর্যাপ্ত ঘুমের পরও ঘুমঘুম লাগা।
১৪। বুক, পিঠ ও শরীরে গোটা ওঠা
১৫। পিঠ বাকা হয়ে যাওয়া ও পিঠে অতিরিক্ত ব্যথা।
১৬। চোখ, নাক, ঠোট ও বিভিন্ন অঙ্গের আকৃতি ও রং পরিবর্তন হয়ে যাওয়া
১৭। খাবারে অরুচি, ক্ষুধামন্দা, পেটে প্রচুর গ্যাস হওয়া।
১৮। হঠাৎ অতিরিক্ত ওজন কমে যাওয়া, দিনদিন স্বাস্থ্যহানি হওয়া।

18/08/2025

ঘুম থেকে জেগে ওঠার পর নিয়মিত ভাবে
ক্লান্তি, মাথাব্যথা বা শরীরে ব্যথা অনুভব করা
আইনুল জ্বীন (জ্বীনের নজরে) আক্রান্ত হওয়ার লক্ষণ!

18/08/2025

তিনটি কারণে মূলত জিন মানুষের ওপর আছর করে

🔴 জিন যদি প্রেমে পড়ে

জিন মানুষের প্রেমে পড়তে পারে! এরকম অনেক ঘটনা আছে যেখানে জিন মানুষের প্রেমে পড়ে তার ওপর আছর করেছে। কিন্তু, এটা মানুষের জন্য ভালো না। এর ফলে জিন মানুষের ক্ষতি করে।

🔴 আপনি যদি জিনের ক্ষতি করেন

ভুলবশত আপনি যদি কখনো জিনের ক্ষতি করেন, কোথাও প্রস্রাব করেন বা না জেনে কোথাও গিয়ে জিনের বাচ্চাকে মেরে ফেলেন, তাহলে জিন আপনার ক্ষতি করতে চাইবে।

🔴 কেউ যদি আপনাকে যাদু করে

জিনের সাহায্য ছাড়া যাদু করা যায় না। কেউ যদি আপনাকে যাদু করে, তাহলে অবশ্যই জিনের সাহায্য নিয়েই আপনাকে যাদু করেছে।

মূলত এই তিনটি কারণে মানুষের ওপর সবচেয়ে বেশি জিন আছর করে।

এজন্য জিনের অনিষ্টতা থেকে মুক্তির জন্য রাসূলুল্লাহ সা: দুআ শিখিয়েছেন।
➖➖➖➖➖➖➖➖
🏥 ঝাউতলা, রবি/এয়ারটেল কাস্টমার কেয়ার বিল্ডিংয়ের লিফটের 5 তলা, পুরাতন গ্রামীণফোন সেন্টারের সামনে, কুমিল্লা।

📞 +8801613202727

🕘 প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা।

17/08/2025

আশিক জ্বিনের কিছু সাধারণ লক্ষণ নিচে দেওয়া হলো:
* ঘুমের মধ্যে অস্বস্তি: প্রায়শই ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখা, অস্থিরতা বা মনে হওয়া যে কেউ আপনার পাশে শুয়ে আছে বা আপনাকে স্পর্শ করছে।
* যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি বা অস্বাভাবিক অনুভূতি: অস্বাভাবিকভাবে যৌন আকাঙ্ক্ষা বেড়ে যাওয়া অথবা স্বপ্নের মধ্যে কারো সাথে যৌন সম্পর্ক স্থাপন করা।
* বিয়েতে বাধা: বিয়ে ঠিক না হওয়া বা বারবার সম্পর্ক ভেঙে যাওয়া, এমনকি সব ঠিক থাকার পরও শেষ মুহূর্তে কোনো কারণে বিয়ে পিছিয়ে যাওয়া।
* একাকীত্ব অনুভব করা: মানুষের ভিড়েও নিজেকে একা অনুভব করা, সামাজিক মেলামেশায় অনীহা এবং সবসময় একাকী থাকতে চাওয়া।
* অকারণে মেজাজ খারাপ হওয়া: বিনা কারণে রাগ, বিরক্তি বা হতাশা অনুভব করা।
* শরীরে চাপ অনুভব করা: ঘুম থেকে ওঠার পর শরীরে ব্যথা, ভারী লাগা বা চাপ অনুভব করা, বিশেষ করে বুকের উপর।
*পারিবারিক ও দাম্পত্য জীবনে অশান্তি ও ঝগড়া লেগে থাকা।
*প্রায়শই স্বপ্নদোষ হওয়া
*সন্তান না হওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়া।
*খিটখিটে মেজাজ।
* অপ্রীতিকর গন্ধ: হঠাৎ করে কোনো অপ্রীতিকর বা অস্বাভাবিক গন্ধ অনুভব করা যা আশেপাশে অন্য কেউ পায় না।
* ইবাদতে অনীহা: নামাজ, কুরআন তিলাওয়াত বা অন্য কোনো ইবাদতে মন না বসা বা অলসতা অনুভব করা।
* শারীরিক সমস্যা: ডাক্তারী পরীক্ষায় কোনো সমস্যা ধরা না পড়লেও বিভিন্ন শারীরিক অসুস্থতা যেমন - মাথা ব্যথা, শরীর দুর্বল লাগা, হজমের সমস্যা ইত্যাদি অনুভব করা।
----------------------------------
----------------------------------
🏥 ঝাউতলা, রবি/এয়ারটেল কাস্টমার কেয়ার বিল্ডিংয়ের লিফটের 5 তলা, পুরাতন গ্রামীণফোন সেন্টারের সামনে, কুমিল্লা।

📞 +8801613202727

🕘 প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা।

17/08/2025

কোন জিনিসটা ভাঙলে শব্দ হয়?

16/08/2025

বিবাহিত জীবনে হঠাৎ ঠান্ডা মন, অযথা সন্দেহ, অকারণ ঝগড়া —
এগুলো বিচ্ছেদের জাদুর লক্ষণ হতে পারে।

আশিক জিনে আক্রান্ত হওয়ার লক্ষণ-কয়েকটা বিষয় পরিষ্কারভাবে মনে রাখা দরকার—🔹 ১. লক্ষণ ≠ নিশ্চিত প্রমাণএই লক্ষণগুলোর অনেকটাই...
16/08/2025

আশিক জিনে আক্রান্ত হওয়ার লক্ষণ-

কয়েকটা বিষয় পরিষ্কারভাবে মনে রাখা দরকার—

🔹 ১. লক্ষণ ≠ নিশ্চিত প্রমাণ
এই লক্ষণগুলোর অনেকটাই চিকিৎসা বিজ্ঞানের দিক থেকেও ব্যাখ্যা করা যায়। যেমন—

অতিরিক্ত স্বপ্নদোষ → হরমোন সমস্যা বা মানসিক চাপ।

অবস, খিটখিটে মেজাজ → ডিপ্রেশন বা উদ্বেগ।

শরীরে দাগ → স্কিন অ্যালার্জি, ঘুমের ভঙ্গি, ভিটামিন ডেফিসিয়েন্সি।

তাই, শুধুমাত্র লক্ষণ দেখে নিশ্চিত হওয়া যায় না যে কেউ আশিক জ্বিন দ্বারা আক্রান্ত।

🔹 ২. ইসলামিক দিক থেকে
আল্লাহ ﷻ কুরআনে বলেছেন:

> “শয়তান তো চায় কেবল মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে।” (সূরা মায়িদাহ: ৯১)

অর্থাৎ জ্বিন/শয়তান মানুষকে কষ্ট দেয়, ভুল কাজে প্রলুব্ধ করে। তবে এর প্রতিকারও আল্লাহ দিয়েছেন।

🔹 ৩. করণীয় (প্রতিরোধ ও চিকিৎসা)

1. নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়া।
2. আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ ২ আয়াত, সূরা ইখলাস, ফালাক, নাস সকাল-সন্ধ্যায় পড়া।
3. ঘুমানোর আগে আয়াতুল কুরসি ও ৩ কুল পড়ে শরীর মুছে ঘুমানো।
4. ঘুমানোর আগে ওজু করা এবং ডান কাতে শোয়া।
5. যেকোনো প্রকার কুফুরি/শিরকি তাবিজ থেকে বাঁচা।
6. প্রয়োজনে অভিজ্ঞ রুকইয়া কারী দ্বারা চিকিৎসা করানো।

🔹 ৪. সতর্কতা
কিছু লোক এই ভয়কে কাজে লাগিয়ে ব্যবসা করে। তারা জ্বিনের ভয় দেখিয়ে টাকা কামায়। তাই সতর্ক থাকুন—শরিয়াহসম্মত রুকইয়া ছাড়া অন্য কিছুতে যাবেন না।

Address

ঝাউতলা, রবি/এয়ারটেল কাস্টমার কেয়ার বিল্ডিংয়ের লিফটের 5 তলা, কুমিল্লা।
Cumilla
3500

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 11:30
15:00 - 22:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801613202727

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram