29/10/2022
প্রশ্ন : ফিলিং করার ক্ষেত্রে অনেকে এসে বলে আমি লেজার ফিলিং করতে চাই। এই বিষয়টি কী?
উত্তর : আসলে ফিলিং এর বিষয় আমরা আলট্রাভায়োলেট রশ্মি দিয়ে ফিলিং করি। এলইডিএ এখন চলে আসছে। আমরা একটি আলো দিতাম, আলট্রাভায়োলেট আলো, দিলে ফিলিংয়ের উপাদানটা তখনই শক্ত হয়ে যেত। এখন আরো শক্ত হয়। এখন আট সেকেন্ডের মধ্যে আলোটা দিলে ফিলিংটা সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাচ্ছে। এলইডি লাইট চলে আসছে। দিন দিন উন্নত হচ্ছে। তবে মেশিন বিক্রির ক্ষেত্রে বিক্রেতাদের বলে দেওয়া দরকার যে কতবার এটি দিয়ে ফিলিং করা যাবে। দেখা যায়, কোনো একটি পর্যায়ে হয়তো নিরাময় হয় না, কিন্তু শক্ত হয়ে যায়। এমন যেন না হয় যে রোগী অভিযোগ নিয়ে আসে আপনার ফিলিংটা উঠে গেছে। আসলে ফিলিংটা পরীক্ষা করার একটি যন্ত্রপাতি রয়েছে।
প্রশ্ন : যাঁরা দাঁতের ফিলিং করে থাকেন, সাধারণত তাঁরা বলে থাকেন, এটি কত বছর টিকবে। কী বলে থাকেন এই ক্ষেত্রে?
উত্তর : আসলে এটি খুবই মজার বিষয়। আমি মনে করি, তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রত্যেকটি ফিলিং পরিবর্তন করে নেওয়া ভালো। আর যেহেতু অগ্রবর্তী চিকিৎসা আসছে, কেন আমি তাকে এ অবস্থায় রাখব।
প্রশ্ন : ফিলিংয়ের পরে কেউ কেউ অভিযোগ করে দাঁত শিরশির করছে। এটি দূর করার জন্য আপনার পরামর্শ কী?
উত্তর : উপাদানের কিছু বিষয় রয়েছে। অনেক অনেক উপাদান রয়েছে, যেগুলোতে একটি স্পর্শকাতরতা তৈরি হয়। আমরা দেখেছি পেস্ট ধরনের কিছু কম্পোজিট ফিলিং রয়েছে, যেগুলো স্পর্শকাতর হয়। তবে যদি ক্ষয়টা খুব গভীর হয়ে যায়, সেকেন্ড লেয়ারে চলে যায়, তখন দেখা যায়, তার সঠিক ফিলিং যদি না হয়ে থাকে, যেমন আমরা লাইনিং দিই, যদি এটি ঠিকমতো না হয়, সে ক্ষেত্রে বিষয়টি স্পর্শকাতর হয়। যদি আমরা উপাদানটা পরিবর্তন করে দিই, দেখা গেল, তার স্পর্শকাতরতা নেই। এরপরও যদি শিরশির অনুভূতি না যায়, আমরা যদি দেখি সাধারণ ফিলিং দিয়ে আর রাখতে পারছি না; কারণ রোগীকে তো আর কষ্ট দেওয়া যাবে না, আস্তে আস্তে দেখা যায় ব্যথায় পরিবর্তন হয়, তখন বিকল্প হিসেবে আমরা রুট ক্যানেল করতে পারি