Mental Health Care

Mental Health Care Mental Health Care works to raise mental health awareness among the adolescents.

|| Project Life Care || Sonargaon Edition ||24th April, 2025, a successful day-long workshop on teen mental health care ...
25/04/2025

|| Project Life Care || Sonargaon Edition ||

24th April, 2025, a successful day-long workshop on teen mental health care was held at Sonargaon Quality School & College under the initiative of Project Life Care, an impactful program sponsored by Mindset Psychotherapy and Counselling Center . The event addressed four vital topics aimed at supporting adolescent mental well-being:

Coping with Stress & Time Management During Exams ✅

Anger Management✅

Su***de Prevention✅

Primary Clinical Mental Health Awareness✅

We extend our heartfelt gratitude to the Principal, the school authorities, the teachers, and the entire student community of Sonargo Quality School & College for their warm hospitality, active participation, and cooperation in making this event a success.

Special thanks to our esteemed speakers
Nusrat Jahan Nodi
Naiem Hossain Sajib
Noshin Tabassum Shejuti,
কাশফিয়া কাওসার মীম
for their valuable time, insightful speeches, and sincere contributions to mental health awareness and amnesty. Their dedication helped create a meaningful space for understanding and dialogue.

This event marks another proud milestone, reaching over 900 students and adding to the growing impact of Project Life Care, which has already engaged more than 5,000 students across different institutions.

We also acknowledge and appreciate the support of our sponsoring partners — Mindset Psychotherapy and Counselling Centre,Mymensingh branch — for standing with us in this crucial mission.

Together, we are building a future where mental health is understood, supported, and prioritized.
Our best wishes to all participants and supporters for continued growth, awareness, and well-being.

Project Life-care – Sonargaon Edition!We’re excited to announce that Mental Health Care  in collaboration with  Mindset ...
22/04/2025

Project Life-care – Sonargaon Edition!

We’re excited to announce that Mental Health Care in collaboration with Mindset Psychotherapy and Counselling Center is organizing a Mental Health Awareness Session at Sonargaon Quality School & College on April 24, 2025, from 10:00 AM to 12:00 PM.

This session will be facilitated by trainee psychologists from the University of Dhaka and Eden Mohila College, focusing on promoting mental well-being among students.

Let’s empower young minds to understand and care for their mental health!

"We are honored to be invited by the Interact Club Of Mainamati  for taking an insightful session on Post-Traumatic Stre...
27/02/2025

"We are honored to be invited by the Interact Club Of Mainamati for taking an insightful session on Post-Traumatic Stress Disorder (PTSD) last November! It was a privilege to share knowledge and raise awareness alongside our incredible team, Mental Health Care.

Grateful for the recognition and appreciation we received—it truly motivates us to continue our journey in promoting mental well-being. A big thank you to the organizers for this opportunity and to everyone who participated!

Together, we make a difference.

"

Yesterday, we were honored to be invited by the Interact Club of Cumilla Sunrise to Hazi Akram Uddin High School & Colle...
08/11/2024

Yesterday, we were honored to be invited by the Interact Club of Cumilla Sunrise to Hazi Akram Uddin High School & College, where our Executive Director, Mohammed Khizir Faiyaz, led an insightful session on Internet & Social Media Addiction and Its Impact on Academic Life along with our honorable Mentor, Jannatul Taha. The discussion covered the causes, symptoms, and effects of digital addiction, offering students practical strategies to manage their online habits, overcome addiction, and safeguard their mental well-being. A big thank you to the Interact Club of Comilla Sunrise for making this impactful session possible and empowering students to thrive in the digital age.


Last month, Mental Health Care Bangladesh had the honor of joining the Interact Club of Mainamati for their 6th Club Ins...
02/11/2024

Last month, Mental Health Care Bangladesh had the honor of joining the Interact Club of Mainamati for their 6th Club Installation. Our CEO, Kasfia Kowser Mim, led an eye-opening session on Post Traumatic Stress Disorder (PTSD) — sharing insights on assessment, clinical evaluation, and treatment approaches.We extend our heartfelt gratitude to the Interact Club for hosting such an essential session and for their commitment to mental health awareness, especially in light of the recent July massacre. Conversations like these empower students, deepen understanding, and build resilience.

We wish the Interact Club of Mainamati continued success in their future initiatives. May they continue to lead impactful events that promote mental well-being! Together, we’re paving the way for healing and awareness. Thank you for your enthusiasm and engagement! 🌟💙

On the occasion of World Mental Health Day, let's take a moment to prioritize our mental well-being. Let's break the sti...
10/10/2024

On the occasion of World Mental Health Day, let's take a moment to prioritize our mental well-being. Let's break the stigma surrounding mental health and create a more compassionate and understanding world for everyone. Let's ensure accessibility towards mental health services for every people.





চেষ্টা ও শেখার ইচ্ছা অনেক অজানাকে জানতে সাহয্য করে এবং শিক্ষা জীবনকে করে তোলে সহজ।আমাদের ব্যস্ত এই জীবনযাত্রায় আমাদের প্...
16/09/2024

চেষ্টা ও শেখার ইচ্ছা অনেক অজানাকে জানতে সাহয্য করে এবং শিক্ষা জীবনকে করে তোলে সহজ।আমাদের ব্যস্ত এই জীবনযাত্রায় আমাদের প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হয়।সেই সমস্যা সমাধানের চেষ্টায় চলতে থাকে আমাদের ছুটে চলা।তাই হয়ত নিজেদের অনেক সমস্যা উপলব্ধি করার সময়টাই হয় না।কিন্তু ভালো থাকতে চাওয়ার মূল শর্ত নিজেকে ভালো রাখা।যেকোনো সমস্যা সমাধানের লক্ষ্যে সমস্যাটি সঠিক সময়ে উপলব্ধি করা এবং তার সম্পর্কে মৌলিক জ্ঞান রেখে মোকাবেলায় সামিল হওয়া অত্যন্ত জরুরি। প্রতিদিনের মুখোমুখি হওয়া নানা সমস্যার মধ্যে একটি " ট্রমা ম্যানেজমেন্ট "।তাই মেন্টাল হেলথ কেয়ার বরাবরের ন্যায় এবারো মানুষকে ভালো রাখার লক্ষ্যে আয়োজন করেছে "ট্রমা ম্যানেজমেন্ট" নামক একটি অনলাইন সেশন।আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ৫৫ জনেরও বেশি মানুষ আজকের এই সেশনে যুক্ত হয়ে সফলকাম করেছে সেশনটি।সেশনটি পরিচালনা করেছেন কণিকা আক্তার,যার যোগ্য দিক নির্দেশনা আজ আমাদের অনেক দ্বিধা, প্রশ্নকে সহজ করে দিয়েছে।
আজকের সেশনটির মূল বক্তব্যের মধ্যে উল্লেখ্য ছিল:

১. বাস্তবেই ট্রমা কি,তার তাৎপর্য ও পরিচিতি সম্পর্কে জানা
২. ট্রমাকে উপলব্ধি করে তার প্রতি দৃষ্টি রাখা
৩. ট্রমার সহ্যমাত্রা ও বিভিন্ন পরিস্থিতিতে এর অনুভূতি প্রকাশের প্রয়োজনীয়তা
৪. ট্রমার সাথে লড়াই করার যোগ্য দিকনির্দেশনা
৫. সর্বোপরি, নিজের পরিস্থিতিকে গ্রহণ করে সেই পরিস্থিতিকে মোকাবেলা করার পন্থা বিষয়ক আলোচনা।

আজকের এই সেশনটিতে নিজের শ্রম, জ্ঞান ও সহযোগী মনোভাবকে সুদূরপ্রসারী করে এতগুলো মানুষের কাছে পৌঁছে দেবার জন্য কণিকা আক্তারকে অসংখ্য ধন্যবাদ।ধন্যবাদ ও কৃতজ্ঞতা আজকের সেশনে উপস্থিত সকল ভাই বোনদের,যারা তাদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় এগিয়ে এসে আমাদের আজকের এই আয়োজনকে সফলকাম করেছেন।মেন্টাল হেলথ কেয়ার আপনাদের সকলের সহযোগিতায় আরো অনেক মানুষের কাছে তাদের চেষ্টার মাধ্যমে সাহায্য পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ।
আজকের এই সেশন বিষয়ক আপনাদের মূল্যবান মতামত আমরা কমেন্ট সেকশনে আশা করছি।আপনাদের চাওয়া ও আমাদের সদিচ্ছায় আমরা এই পরিবারকে অনেক দূর নিয়ে যেতে চাই।আপনাদের সাথে,আপনাদের জন্য।

বিপ্লবী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে আমরা সকলেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এর সাক্ষী হয়েছি। এরই সাথে দেখেছি মান...
15/09/2024

বিপ্লবী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে আমরা সকলেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এর সাক্ষী হয়েছি। এরই সাথে দেখেছি মানুষের মর্মান্তিক শারিরীক যন্ত্রণা ও আঘাতের দৃশ্য। কিন্তু আমরা দেখতে পাই নি মানসিক সব ক্ষতের চিহ্ন যা গভীরভাবে ব্যাঘাত সৃষ্টি করেছে স্বাভাবিক জীবনযাপনে।

শিক্ষার্থীদের মানসিক সুস্বাস্থ্য এর দিক বিবেচনায় মেন্টাল হেলথ কেয়ার এর এবারের আয়োজনে আমরা একটি বিশেষ সেশনের আয়োজন করেছি 'Trauma Management' শীর্ষক গুরুত্বপূর্ণ বিষয়ে।

সেশনের বিস্তারিত তথ্য:-

📌Topic : Trauma Management

📣Speaker:

Konika Akter

School Psychologist

BSc in Psychology , SBPGC

MS in School Psychology , DU

🗓️ Date: 16th September, 2024
⏰ Time: 8:00 pm
🖥️ Venue: Google Meet🎯





আপনারা সবাই ইতোমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের অনেক হতাহত এবং নিহত হবার ঘটনা সম্পর্কে অবগত আছেন। মেন্টাল হেলথ ক...
17/08/2024

আপনারা সবাই ইতোমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের অনেক হতাহত এবং নিহত হবার ঘটনা সম্পর্কে অবগত আছেন। মেন্টাল হেলথ কেয়ার কর্তৃক আন্দোলনে আহত সাধারণ শিক্ষার্থী ও জনগণের মধ্যে যারা চিকিৎসাব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে "মেডিকেল এইড" নামক একটি ফান্ডের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এই প্রজেক্টের আওতায় আমরা আজ আপনাদের সবার অংশগ্রহণকৃত অর্থ মোট নগদ ১৩০০০ টাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে চিকিৎসাধীন পেশেন্ট মোঃ রায়হান উদ্দিন(বয়সঃ ৪২) এর হাতে তুলে দিয়ে তার ব্যয়বহুল চিকিৎসায় কিছুটা সাহায্য করার চেষ্টা করেছি । সকলকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

জুলাই মাসে দেশব্যাপী ব্যাপক হতাহতের ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। আমরা দেখেছি বহু সাধারণ শিক্ষার্থী ও জনগণ গুরুতর আহত হয়ে ...
30/07/2024

জুলাই মাসে দেশব্যাপী ব্যাপক হতাহতের ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। আমরা দেখেছি বহু সাধারণ শিক্ষার্থী ও জনগণ গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে বহু শিক্ষার্থীর পরিবারই তার চিকিৎসাব্যয় মিটাতে হিমশিম খাচ্ছে। সুস্থ মানসিক স্বাস্থ্যের প্রচার ও প্রসারে আমরা চাই না আর কোনো মায়ের কোল খালি হোক। তাই মেন্টাল হেল্থ কেয়ার বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে আহত সাধারণ শিক্ষার্থী ও জনগণের জন্য একটি মেডিকেল এইড ফান্ড গঠন করা হলো। আমাদের প্রতিনিধিরা প্রতিটি রোগীর অবস্থা নিশ্চিতকরণে বদ্ধপরিকর এবং তাদের আপডেট আমরা নিয়মিত আপনাদের জানাতে থাকবো। আহত শিক্ষার্থী ও জনগণের পাশে দাঁড়াতে নিম্নোক্ত নাম্বারে বিকাশ ও নগদ এর মাধ্যমে সহায়তা করুন।

বিকাশ/নগদ নাম্বার: 01973060880 (personal)
রেফারেন্স কোড: MedAid

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mental Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mental Health Care:

Share