Health Care

Health Care বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয় সম্পর্কে টিপস পেতে আমাদের পেইজটি ফলো করে পাশে থাকবেন।

লেবুর ১২টি টিপস – ঘরোয়া সমস্যা এক নিমিষেই সমাধান !লেবু শুধু স্বাদের জন্য নয়, রান্নাঘরের হিরোও বটে । দেখে নিন কতভাবে এটি ...
21/08/2025

লেবুর ১২টি টিপস – ঘরোয়া সমস্যা এক নিমিষেই সমাধান !
লেবু শুধু স্বাদের জন্য নয়, রান্নাঘরের হিরোও বটে । দেখে নিন কতভাবে এটি আপনার কাজে লাগতে পারে

🔹 ১. ফ্রিজের দুর্গন্ধ দূর করতে:
ফ্রিজে রাখা মাছ বা মাংস থেকে গন্ধ উঠছে ? কয়েকটি লেবুর স্লাইস কেটে ফ্রিজে রেখে দিন – গন্ধ গায়েব !

🔹 ২. ফল কালো হওয়া আটকাতে :
আপেল বা কলা কাটার পর লালচে বা কালচে না করতে চাইলে লেবুর রস মেখে রাখুন । ফল থাকবে ফ্রেশ ও সুন্দর 🍏🍌

🔹 ৩. ঝরঝরে সাদা ভাত পেতে :
ভাত রান্নার একদম শেষে কয়েক ফোঁটা লেবুর রস দিন, ভাত হবে ঝরঝরে ও ধবধবে সাদা 🍚✨

🔹 ৪. গলায় কাঁটা আটকে গেলে :
মাছের কাঁটা গলায় আটকে গেলে অর্ধেক লেবুর রস চুষে খান, কাঁটা নরম হয়ে নেমে যাবে 🐟

🔹 ৫. সাদা কাপড়ের দাগ তুলতে :
গরম পানিতে লেবুর রস মিশিয়ে কাপড় ১০ মিনিট ভিজিয়ে রাখুন, কাপড় হবে উজ্জ্বল ও দাগমুক্ত 👕

🔹 ৬. মাংস দ্রুত সিদ্ধ করতে :
রান্নার আগে মাংসে লেবুর রস মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন । এতে দ্রুত সিদ্ধ হবে ও ফ্লেভারও বাড়বে 🍗⏱️

🔹 ৭. বয়লার মুরগির গন্ধ দূর করতে :
লেবুর রস মেখে রাখলে মুরগির কাঁচা গন্ধ যাবে ও রান্নায় আসবে দারুণ ফ্লেভার 🍖👌

🔹 ৮. অতিরিক্ত ঝাল কমাতে :
খাবার বেশি ঝাল হয়ে গেলে এক চামচ লেবুর রস দিন । ঝাল কমে যাবে অনেকটাই 🌶️➖

🔹 ৯. হাতের দুর্গন্ধ দূর করতে :
আদা-রসুন কাটার পর হাত থেকে গন্ধ দূর করতে লেবুর রস মেখে নিন ✋🍋

🔹 ১০. মাছ রান্নার ফ্লেভার বাড়াতে:
মাছ রান্নার পর চুলা বন্ধ করে উপর দিয়ে লেবুর খোসা রেখে দিন । কিছুক্ষণ পর খোসা তুলে পরিবেশন করুন ।

🔹 ১১. ঘরে ভ্যানিলা নেই ?
লেবুর খোসা বা রস দিয়েই কাজ চালিয়ে নিতে পারেন – ফ্রেশ সিট্রাস ফ্লেভার পেয়ে যাবেন 🍰🍋

🔹 ১২. বেসিন পরিষ্কার করতে :
১ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ বেকিং সোডা ও এক কাপ গরম জল মিশিয়ে বেসিনে দিন । কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন, ঝকঝকে হয়ে যাবে ! ✨

🔖 এই টিপসগুলো কাজে লাগলে শেয়ার করতে ভুলবেন না ! লেবুর মতোই ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে উপকারিতা ।

১২ টি প্রয়োজনীয় জরুরী ওষুধ সবাই বাসায় রাখুন মুহূর্তের মধ্যে যেকোনো হঠাৎ অসুস্থতার প্রাথমিক চিকিৎসার জন্য এগুলো কাজে ল...
20/08/2025

১২ টি প্রয়োজনীয় জরুরী ওষুধ সবাই বাসায় রাখুন
মুহূর্তের মধ্যে যেকোনো হঠাৎ অসুস্থতার প্রাথমিক চিকিৎসার জন্য এগুলো কাজে লাগতে পারে।

1. Sergel 20 mg – গ্যাস্ট্রিকের সমস্যা হলে সকালে ও রাতে খালি পেটে সেবন করুন।

2. Viset 50 mg – যেকোনো পেটব্যথা বা মহিলাদের পিরিয়ডের সময় ব্যথা হলে ভরা পেটে খাবেন।

3. Napa Extend – জ্বর বা ব্যথা হলে সেবন করুন। (প্রেগন্যান্ট হলে কেবল Napa খাবেন)

4. Ecosprin 75 mg – বুকে চাপ বা তীব্র ব্যথা হলে একসাথে ৪টি ট্যাবলেট খাবেন।

5. Flazyl 400 mg – পাতলা পায়খানা বা আমাশয় হলে খাবেন।

6. Tufnil 200 mg – প্রচণ্ড মাথাব্যথা হলে খাবেন, ইমার্জেন্সিতে কার্যকর।

7. Tory 120 mg – দাঁতের ব্যথা হলে খাবেন।

8. Rupa 10 mg বা Fexo 120 mg – সর্দি, ঠান্ডা, কাশি বা অ্যালার্জিতে খাবেন।

9. Emistat 8 mg – বমি বা বমি বমি ভাব হলে খাবেন।

10. Tenoloc 50 mg বা Amdocal 5 mg – হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে খাবেন।

11. Viodin 10% – কাঁটা-ছেঁড়া, রক্তপাত বন্ধ ও জীবাণুমুক্ত করার জন্য।

12. Burna Cream – আগুনে বা গরম পানিতে ছ্যাঁকা লাগলে ত্বক শুকাতে ও ঠান্ডা রাখতে সাহায্য করে।

💡 সতর্কতা:

যেকোনো ব্যথার ওষুধ খাবার আগে অবশ্যই ভরা পেটে খাবেন।
এগুলো প্রাথমিক চিকিৎসার জন্য; প্রয়োজনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

হাত পা ঝিমঝিম করে হাত পা চাবায় কামড়ায় জ্বালা-পোড়া করে ব্যথা করে হাত পায়ের বো-ধ শক্তি কমে গেছে। যেকোনো একটি ১+০+১...৩ মাস...
18/08/2025

হাত পা ঝিমঝিম করে হাত পা চাবায় কামড়ায় জ্বালা-পোড়া করে ব্যথা করে হাত পায়ের বো-ধ শক্তি কমে গেছে। যেকোনো একটি ১+০+১...৩ মাস

মুখে দিলেই গলে যাবে, বাচ্চাদের কাশি,শ্বাস-কষ্ট, হাঁ-পানি, গলা চুলকায় দ্রুত ভালো করেরোজ ১বার।
18/08/2025

মুখে দিলেই গলে যাবে, বাচ্চাদের কাশি,শ্বাস-কষ্ট, হাঁ-পানি, গলা চুলকায় দ্রুত ভালো করে
রোজ ১বার।

ত্বক ফর্সা ও সুন্দর লাবন্যময় করে কালো দাগ দূর করে, ঘাড়ের বোগলের তল পেটের কালো দাগ দূর করার ম্যাজিক্যাল ক্রিম।
18/08/2025

ত্বক ফর্সা ও সুন্দর লাবন্যময় করে কালো দাগ দূর করে, ঘাড়ের বোগলের তল পেটের কালো দাগ দূর করার ম্যাজিক্যাল ক্রিম।

একটি পাতা বাসায় রেখে দিন, মুহূর্তের মধ্যে ঠান্ডা নাক দিয়ে পানি পড়া সর্দি চুলকানি এলার্জি ভালো করে দিবে।
17/08/2025

একটি পাতা বাসায় রেখে দিন, মুহূর্তের মধ্যে ঠান্ডা নাক দিয়ে পানি পড়া সর্দি চুলকানি এলার্জি ভালো করে দিবে।

18/07/2024

প্রধানমন্ত্রীর পদত্যাগ ব্যতীত কোনো আলোচনা বসলে রক্তের সাথে বেঈমানী।
সবাই এই দুইটি হ্যাশ ট্যাগ ব্যবহার করুন।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram