Dr. Bijoy Kumar Dutta - Psychiatrist

Dr. Bijoy Kumar Dutta - Psychiatrist Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Bijoy Kumar Dutta - Psychiatrist, Mental Health Service, Department of Psychiatry, Comilla Medical College Hospital, Comilla. Chamber: 1. Mukti Hospital, racecourse, cumilla. 2. Labaid diagnostic center, comilla branch, tomsom bridge, Cumilla.

MBBS, MD (Psychiatry)
Assistant Professor
Cumilla Medical College
চেম্বারঃ
মুক্তি হাসপাতাল,কুমিল্লা
☎️০১৯৩৭৬৬৬৩৪৬
এপিক হেলথ কেয়ার,চট্টগ্রাম
☎️০১৬৮৬৬৪০৫৪০
প্রাইম হসপিটাল,নোয়াখালী
☎️০১৩১৩৭৮৯০০১, ০১৩১৩৭৮৯০০২
ফেনী মেডিকেল সেন্টার
☎️০১৮৪১৯২৫৬৯৫, ০১৭৩৯৯২৫৬৯৫

🌿 মানসিক রোগের প্রধান ১০টি লক্ষণ১. ♦️দীর্ঘদিন ধরে দুঃখ, হতাশা বা মন খারাপ থাকাযে কোনো সুখের ঘটনাও ভালো লাগে না, সবকিছু অ...
06/12/2025

🌿 মানসিক রোগের প্রধান ১০টি লক্ষণ

১. ♦️দীর্ঘদিন ধরে দুঃখ, হতাশা বা মন খারাপ থাকা
যে কোনো সুখের ঘটনাও ভালো লাগে না, সবকিছু অর্থহীন মনে হয়, মন খারাপের স্থায়ী একটা অবস্থা তৈরি হয়।

২. ♦️অতিরিক্ত দুশ্চিন্তা ও ভয়
কারণ ছাড়াই ভয় পাওয়া, সবকিছু নিয়ে অকারণে টেনশন করা, ভবিষ্যৎ নিয়ে অস্বাভাবিক উদ্বিগ্ন থাকা।

৩. ♦️ঘুমের সমস্যা
ঘুম না আসা, খুব কম ঘুম হওয়া বা আবার অতিরিক্ত ঘুমানো—এগুলো দুটোই মানসিক সমস্যার লক্ষণ হতে পারে।

৪. ♦️খাওয়া-দাওয়ার অভ্যাস বদলে যাওয়া
হঠাৎ ক্ষুধা কমে যাওয়া বা বিপরীতভাবে অনেক বেশি খেতে ইচ্ছা হওয়া—এগুলোও মানসিক সমস্যার ইঙ্গিত দেয়।

৫. ♦️কাজকর্মে অনাগ্রহ
যে কাজগুলো আগে করতে ভালো লাগত—পড়াশোনা, অফিস, পরিবার, শখ—এসবের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা।

৬. ♦️বিরক্তি, রাগ ও মেজাজ পরিবর্তন
অল্পতেই রেগে যাওয়া, মেজাজের হঠাৎ পরিবর্তন, আশেপাশের মানুষের ওপর বিরক্ত হওয়া।

৭. ♦️মনোযোগ ও স্মৃতিশক্তি কমে যাওয়া
যে কাজে মনোযোগ দরকার—পড়াশোনা, হিসাব, সিদ্ধান্ত—এসব গুলিয়ে যাওয়া বা ভুলে যাওয়া।

৮. ♦️আত্মবিশ্বাস কমে যাওয়া
নিজেকে অযোগ্য মনে হওয়া, ‘আমি কিছুই পারি না’—এমন চিন্তা মাথায় ঘুরতে থাকা।

৯. ♦️শারীরিক লক্ষণ
মাথা ধরার মতো ব্যথা, বুক ধড়ফড়, শরীর ভারী লাগা, ক্লান্তি—অনেক সময় এগুলো মানসিক রোগ থেকেই হয়।

১০. ♦️আত্মহানির চিন্তা বা জীবন অর্থহীন মনে হওয়া-
নিজেকে আঘাত করার ইচ্ছা, বেঁচে থাকার আগ্রহ কমে যাওয়া—এগুলো খুবই গুরুতর সতর্ক সংকেত।



🌸 কখন ডাক্তার দেখাবেন?
• লক্ষণগুলো ২ সপ্তাহের বেশি স্থায়ী হলে
• আচরণে বড় পরিবর্তন দেখা দিলে
• ঘুম, খাওয়া বা স্বাভাবিক কাজকর্মে সমস্যা হলে
• আত্মহানির চিন্তা আসলে—তাৎক্ষণিকভাবে চিকিৎসকের সহায়তা দরকার

✅মানসিক রোগ বিশেষজ্ঞ
ডাঃ বিজয় কুমার দত্ত
সহকারী অধ্যাপক (মানসিক রোগ বিভাগ )
কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল
♦️জরুরি প্রয়োজনে-০১৯৩৭-৬৬৬ ৩৪৬

🌸শনিবার থেকে বুধবার কুমিল্লার 🏩 মুক্তি হসপিটালে রোগী দেখেন মনোরোগ বিশেষজ্ঞ, 👨‍⚕️ডাঃ বিজয় কুমার দত্ত ♦️মানসিক,ব্রেইন, মা...
05/12/2025

🌸শনিবার থেকে বুধবার কুমিল্লার 🏩 মুক্তি হসপিটালে রোগী দেখেন মনোরোগ বিশেষজ্ঞ, 👨‍⚕️ডাঃ বিজয় কুমার দত্ত

♦️মানসিক,ব্রেইন, মাথাব্যাথা, যৌন সমস্যা,মাদকাসক্তি, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ✅ ডাঃ বিজয় কুমার দত্ত
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য) এমডি (সাইকিয়াট্রি)
🔸সহকারী অধ্যাপক (মানসিক রোগ বিভাগ)
কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

🍀🍀যেসকল রোগের চিকিৎসা প্রদান করেন-

🔰অতিরিক্ত দুশ্চিন্তা বা ভয় – ছোটখাটো বিষয় নিয়েও অযথা চিন্তা করা।

🔰মুডের হঠাৎ পরিবর্তন – কখনো খুব খুশি, আবার হঠাৎ হতাশা বা রাগে ভোগা।

🔰দীর্ঘস্থায়ী দুঃখ বা হতাশা – কয়েক সপ্তাহ বা মাস ধরে মন খারাপ থাকা।

🔰একাকীত্ব পছন্দ করা – পরিবার বা বন্ধুদের থেকে নিজেকে গুটিয়ে রাখা।

🔰খিটখিটে মেজাজ ও অতিরিক্ত রাগ – সামান্য ঘটনায়ও উত্তেজিত হওয়া।

🔰ঘুমের সমস্যা – অনিদ্রা, ঘন ঘন জেগে ওঠা বা অতিরিক্ত ঘুমানো।

🔰খাদ্যাভ্যাসের পরিবর্তন – হঠাৎ ক্ষুধা কমে যাওয়া বা অস্বাভাবিকভাবে বেশি খাওয়া।

🔰মনোযোগের ঘাটতি – কাজ, পড়াশোনা বা সিদ্ধান্তে মনোযোগ না রাখতে পারা।

🔰স্মৃতিশক্তির দুর্বলতা – ছোটখাটো বিষয়ও ভুলে যাওয়া।

🔰আত্মবিশ্বাসের অভাব – নিজেকে অযোগ্য বা ব্যর্থ মনে হওয়া।

🔰অতিরিক্ত ক্লান্তি ও অবসাদ – শরীরে কোনো অসুখ না থাকলেও শক্তিহীন অনুভব করা।

🔰হ্যালুসিনেশন – বাস্তবে না থাকা জিনিস দেখা, শোনা বা অনুভব করা।

🔰বিভ্রম বা ভুল বিশ্বাস – ভিত্তিহীন ভ্রান্ত ধারনায় অটল থাকা।

🔰নিরাশা ও অর্থহীনতার অনুভূতি – ভবিষ্যৎ নিয়ে কোনো আশা না থাকা।

🔰অতিরিক্ত সন্দেহপ্রবণতা – অযথা মানুষকে অবিশ্বাস বা সন্দেহ করা।

🔰সামাজিক সম্পর্কের অবনতি – পরিবার, বন্ধু বা সহকর্মীর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া।

🔰ব্যক্তিত্ব বা আচরণের পরিবর্তন – হঠাৎ স্বভাবের বড় ধরনের পরিবর্তন আসা।

🔰অতিরিক্ত ভয় বা ফোবিয়া – অস্বাভাবিকভাবে কিছু জিনিস বা পরিস্থিতি এড়িয়ে চলা।

🔰মাদকাসক্তির দিকে ঝোঁক – অ্যালকোহল, নেশা বা সিগারেটের ওপর নির্ভরশীল হওয়া।

🔰আত্মহত্যার চিন্তা বা প্রচেষ্টা – জীবনের প্রতি অনীহা, নিজেকে ক্ষতি করার চেষ্টা।

🔰শিশুর আক্রমনাত্মক আচরণ, শিশুর অতিরিক্ত জিদ শিশুর আচরণগত সমস্যা বয়ঃসন্ধিকালীন
🔰আসক্তি যেমন- (মাদক, পর্নোগ্রাফি, গেইম, ইন্টারনেট আসক্তি)

💠🌟এছাড়াও মানসিক ও আচরণগত সমস্যা মোকাবিলায় নিয়মিত কাউন্সেলিং সেবা প্রদান করেন।

✅জরুরি প্রয়োজনে- 01937-666346

⚡চেম্বার: মুক্তি হাসপাতাল
📍রেইসকোর্স, কুমিল্লা
⭕রোগী দেখেন : শনিবার থেকে বুধবার
দুপুর ২:৩০মি. থেকে রাত ৮টা পর্যন্ত (বৃহস্পতি ও শুক্রবার বন্ধ)
✅সিরিয়ালের জন্য: ০১৮৩৪-২২০১৪১, ০১৭১১-৭৯৬৯০

✅প্রতি শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ফেনী মেডিকেল সেন্টারে রোগী দেখেন—♦️মানসিক, ব্রেইন, স্নায়ু, যৌনরোগ, মাদকাস...
04/12/2025

✅প্রতি শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ফেনী মেডিকেল সেন্টারে রোগী দেখেন—♦️মানসিক, ব্রেইন, স্নায়ু, যৌনরোগ, মাদকাসক্তি, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ

🔰 ডাঃ বিজয় কুমার দত্ত
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),
এমডি (সাইকিয়াট্রি) (পিজি হাসপাতাল),
এফসিপিএস (মেডিসিন) (পার্ট-২), সিসিডি (বারডেম)
🔸সহকারী অধ্যাপক
মানসিক রোগ বিভাগ
কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

🍀🍀যেসকল রোগের চিকিৎসা প্রদান করেন-
♦️সকল মানসিক রোগ
🔸আত্মহত্যা প্রবনতা
♦️অস্থিরতা ও দুশ্চিন্তা
🔸ওসিডি বা শুচিবায়ু
♦️ঘুমের সমস্যা
🔸মাথা ব্যাথা বা মাথা ঘোরা
♦️অতিরিক্ত রাগ বা আবেগ
🔸যৌন সমস্যা
♦️সিদ্ধান্তহীনতা
🔸আত্মবিশ্বাস ও মনোযোগের অভাব
♦️অতিরিক্ত সন্দেহপ্রবনতা
🔸অহেতুক ভীতি বা ফোবিয়া
♦️প্যানিক অ্যাটাক ও মৃত্যুভীতি
🔸দাম্পত্য কলহ ও পারিবারিক অশান্তি
♦️দূর্ঘটনা পরবর্তী মানসিক ট্রমা
🔸সামাজিক ভীতি
♦️শিশুর আক্রমনাত্মক আচরণ, শিশুর অতিরিক্ত জেদ, শিশুর আচরণগত সমস্যা
♦️আসক্তি যেমন- মাদক, পর্নোগ্রাফি, গেইম, ইন্টারনেট আসক্তি
💠🌟এছাড়াও মানসিক ও আচরণগত সমস্যা মোকাবিলায় নিয়মিত কাউন্সেলিং সেবা প্রদান করেন।

📞 সিরিয়ালের জন্য যোগাযোগ করুনঃ
☎ ০১৭১২-২৭৯৮৫১
☎ ০১৮২২-৮৫৩৮৭

🏥 চেম্বারঃ
ফেনী মেডিকেল সেন্টার
📍 জহিরিয়া মসজিদের পশ্চিম পাশে, মাইশা এ. এম. টাওয়ার (নিচ তলা ও লিফটের -৩), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
🕔 রোগী দেখার সময়ঃ
প্রতি শুক্রবার ✅ বিকাল ৫টা – রাত ৮টা
💡 মানসিক স্বাস্থ্যের যত্ন নিন – সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

প্রতি শুক্রবার স্বনামধন্য মানসিক রোগ বিশেষজ্ঞ চেম্বার করছেন আপনার শহর চট্টগ্রামে ✅ এপিক হেলথ কেয়ার, আন্দরকিল্লা শাখা ও ✅...
04/12/2025

প্রতি শুক্রবার স্বনামধন্য মানসিক রোগ বিশেষজ্ঞ চেম্বার করছেন আপনার শহর চট্টগ্রামে ✅ এপিক হেলথ কেয়ার, আন্দরকিল্লা শাখা ও ✅শেভরন, আনোয়ারা শাখায়

♦️মানসিক, ব্রেইন, স্নায়ু, যৌনরোগ, মাদকাসক্তি, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ 🔰 ডাঃ বিজয় কুমার দত্ত
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),
এমডি (সাইকিয়াট্রি) (পিজি হাসপাতাল),
এফসিপিএস (মেডিসিন) (পার্ট-২), সিসিডি (বারডেম)
🔸সহকারী অধ্যাপক (মানসিক রোগ বিভাগ)
কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

🍀🍀যেসকল রোগের চিকিৎসা প্রদান করেন-

1️⃣ দীর্ঘদিন ধরে মন খারাপ বা বিষণ্ণতা
— সবসময় দুঃখ, হতাশা বা শূন্যতা অনুভব করা

2️⃣ অতিরিক্ত উদ্বেগ বা ভয়
— অকারণে ভয় পাওয়া, দুশ্চিন্তা, বুক ধড়ফড় করা

3️⃣ ঘুমের সমস্যা
— ঘুম না আসা, অতিরিক্ত ঘুম, ঘনঘন ঘুম ভেঙে যাওয়া

4️⃣ মেজাজের দ্রুত পরিবর্তন
— হঠাৎ খুব রাগ, আবার হঠাৎ খুব শান্ত বা কান্না

5️⃣ মনোযোগ ও স্মৃতিশক্তি কমে যাওয়া
— পড়া বা কাজে মন বসাতে না পারা, ভুলে যাওয়া

6️⃣ খাওয়ার রুচিতে পরিবর্তন
— খুব বেশি খাওয়া অথবা একেবারেই খেতে না চাওয়া

7️⃣ নিজেকে একা করে রাখা
— পরিবার-বন্ধু থেকে দূরে সরে যাওয়া, কথা বলতে না চাওয়া

8️⃣ নিজেকে মূল্যহীন মনে হওয়া
— বারবার অপরাধবোধ, নিজের প্রতি ঘৃণা

9️⃣ অদ্ভুত কথা, চিন্তা বা আচরণ
— অমূলক সন্দেহ, অযৌক্তিক বিশ্বাস, অস্বাভাবিক ব্যবহার

🔟 নিজেকে ক্ষতি করার চিন্তা বা প্রবণতা
— আত্মহত্যার চিন্তা, নিজেকে আঘাত করা

💠🌟এছাড়াও মানসিক ও আচরণগত সমস্যা মোকাবিলায় নিয়মিত কাউন্সেলিং সেবা প্রদান করেন।

🔶চেম্বার-১
এপিক হেলথ কেয়ার, আন্দরকিল্লা শাখা।
🔷৬ নং মোমিন রোড, পুরাতন সিটি করপোরেশন অফিসের উল্টো পাশে, আন্দরকিল্লা, চট্টগ্রাম।

✅রোগী দেখার সময়ঃ প্রতি শুক্রবার সকাল ৯টা - ১১টা এবং দুপুর ২টা - ৩টা পর্যন্ত।
🚨 অ্যাপয়েন্টমেন্ট বুক করতে কল করুন:
📲 01686640540
☎ 09610800111
☎️ 09610800222

🔶চেম্বার-২
শেভরন, আনোয়ারা শাখা।
🔷চাতুরী চৌমুহনী, আনোয়ারা, চট্টগ্রাম ।

✅রোগী দেখার সময়ঃ প্রতি শুক্রবার সকাল ১১:৩০ মিঃ থেকে দুপুর ১:৩০ মিঃ পর্যন্ত।
🚨 অ্যাপয়েন্টমেন্ট বুক করতে কল করুন:
☎️০১৭৫৫-৬৬৬৯৪১,
☎️০১৭৫৫-৬৬৬৯৪২,
☎️০১৮৪৭-১৩৫৪৭০,
☎️০১৮৪৭-১৩৫৪৭২

🍀 প্রতি বৃহস্পতিবার নোয়াখালীতে — কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বনামধন্য মানসিক রোগ বিশেষজ্ঞ 💠সহকারী অধ্যাপক ডা. ব...
03/12/2025

🍀 প্রতি বৃহস্পতিবার নোয়াখালীতে — কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বনামধন্য মানসিক রোগ বিশেষজ্ঞ 💠সহকারী অধ্যাপক ডা. বিজয় কুমার দত্ত চেম্বার করছেন প্রাইম হসপিটাল–১ ও ২ এ

🍀 যে সকল রোগের বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করা হয় — আপনার মানসিক, স্নায়ুবিক ও আচরণগত সমস্যার নির্ভরযোগ্য সমাধান

🔰 দীর্ঘদিনের মাথাব্যথা, মাইগ্রেন, মাথা ঘোরা
🔰 স্ট্রোক পরবর্তী সমস্যা (দুর্বলতা, কথা আটকে যাওয়া)
🔰 শরীর জ্বালা–পোড়া, অজানা কারণে শরীরব্যথা
🔰 দুশ্চিন্তা, অস্থিরতা, অতিরিক্ত ভয়, টেনশন
🔰 ওসিডি/শুচিবায়ু (বারবার হাত ধোয়া, সন্দেহ, অতিরিক্ত ভাবনা)
🔰 অনিদ্রা, ঘুম ভেঙে যাওয়া বা খুব কম ঘুম হওয়া
🔰 প্যানিক অ্যাটাক, হৃদকম্পন, শ্বাস নিতে কষ্ট, মৃত্যুভয়
🔰 খিঁচুনি/ফিট, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া
🔰 অতিরিক্ত রাগ, আচরণগত পরিবর্তন, কথা বন্ধ হয়ে যাওয়া
🔰 স্মৃতিভ্রংশ, ভুলে যাওয়া, মনোযোগ কমে যাওয়া
🔰 হঠাৎ অস্বাভাবিক আচরণ, উল্টাপাল্টা কথা বলা
🔰 আত্মহত্যার চিন্তা বা চেষ্টা, নিজেকে আঘাত করা (Self-harm)
🔰 মাদকাসক্তি থেকে মুক্তির চিকিৎসা ও কাউন্সেলিং
🔰 যৌনরোগ, যৌন দুর্বলতা ও দাম্পত্য সমস্যার সমাধান

💠 এছাড়াও নিয়মিত মানসিক, পারিবারিক ও আচরণগত কাউন্সেলিং সেবা প্রদান করা হয়।

💠 এছাড়াও নিয়মিত কাউন্সেলিং সেবা প্রদান করা হয়।

📍 চেম্বারের ঠিকানা ও সময়সূচি
১. প্রাইম হসপিটাল-১

📍 মাইজদী, নোয়াখালী
🗓 প্রতি বৃহস্পতিবার
⏰ দুপুর ৩টা – বিকেল ৫টা
📞 সিরিয়ালের জন্য: 09617080808

২. প্রাইম হসপিটাল-২

📍 চৌরাস্তা, নোয়াখালী
🗓 প্রতি বৃহস্পতিবার
⏰ বিকেল ৫টা – রাত ৮টা
📞 সিরিয়ালের জন্য: 09617090909

🌟 আপনাদের ভালোবাসায় 10,000🎉 ফলোয়ার পূর্ণ হয়েছে।  মানসিক স্বাস্থ্যের সঠিক তথ্য ও সচেতনতা ছড়িয়ে দিতে আপনাদের ভালোবাসা আমার...
02/12/2025

🌟 আপনাদের ভালোবাসায় 10,000🎉 ফলোয়ার পূর্ণ হয়েছে। মানসিক স্বাস্থ্যের সঠিক তথ্য ও সচেতনতা ছড়িয়ে দিতে আপনাদের ভালোবাসা আমার অনুপ্রেরণা।
ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।

👉 নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। 💙

মনের সুস্থতায় আমরা একসাথে। 🌿💛

গ্যাসট্রিক সমস্যা এখন ঘরে ঘরে!অনিয়মিত খাবার, অতিরিক্ত ঝাল-মশলা, ধূমপান বা মানসিক চাপ—এসবই গ্যাসট্রিকের প্রধান কারণ।তবে ...
02/12/2025

গ্যাসট্রিক সমস্যা এখন ঘরে ঘরে!
অনিয়মিত খাবার, অতিরিক্ত ঝাল-মশলা, ধূমপান বা মানসিক চাপ—এসবই গ্যাসট্রিকের প্রধান কারণ।
তবে চিন্তার কিছু নেই, প্রতিদিনের ছোট কিছু অভ্যাসই আপনাকে দিতে পারে আরাম ও সুস্থ জীবন।

➡️ নিয়মিত ও পরিমিত খাবার গ্রহণ
➡️ রাতে খাবার খেয়ে সঙ্গে সঙ্গে না ঘুমানো
➡️ ঝাল-মশলা, ভাজাপোড়া ও কার্বনেটেড ড্রিংক এড়ানো
➡️ ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকা
➡️ প্রচুর পানি পান ও নিয়মিত ব্যায়াম করা
➡️ স্ট্রেস কমাতে রিলাক্সেশন বা মেডিটেশন চর্চা
➡️ অতিরিক্ত ব্যথানাশক ওষুধ খাওয়া কমানো

✨ সুস্থ পেট মানে সুস্থ জীবন—অভ্যাস পরিবর্তনেই সমাধান!

01/12/2025

🌸 মানসিক, ব্রেইন, মাদকাসক্তি ও যৌনরোগ বিশেষজ্ঞ 🔰 ডাঃ বিজয় কুমার দত্ত

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি (সাইকিয়াট্রি)
🔸 সহকারী অধ্যাপক, মানসিক রোগ বিভাগ
কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল

📞 জরুরি প্রয়োজনে: 01937-666346



✅ কুমিল্লা চেম্বার-

⚡ মুক্তি হাসপাতাল📍 রেইসকোর্স, কুমিল্লা
🕒 রোগী দেখার সময়: প্রতি শনিবার -বুধবার, দুপুর ২:৩০টা – রাত ৮টা (বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ)
📞 সিরিয়ালের জন্য:
• 01834-220141
• 01711-796905



✅ নোয়াখালী চেম্বার

💠 ১. প্রাইম হসপিটাল–১📍 মাইজদী, নোয়াখালী
🗓 প্রতি বৃহস্পতিবার
⏰ দুপুর ৩টা – বিকেল ৫টা
📞 সিরিয়াল: 09617080808

💠 ২. প্রাইম হসপিটাল–২📍 চৌরাস্তা, নোয়াখালী
🗓 প্রতি বৃহস্পতিবার
⏰ বিকেল ৫টা – রাত ৮টা
📞 সিরিয়াল: 09617090909



✅ চট্টগ্রাম চেম্বার

🌸 এপিক হেলথ কেয়ার (আন্দরকিল্লা শাখা)
📍 ৬ নং মোমিন রোড, পুরাতন সিটি করপোরেশনের বিপরীতে, আন্দরকিল্লা, চট্টগ্রাম
🕒 রোগী দেখার সময়:
• শুক্রবার সকাল ৯টা – ১১টা
• শুক্রবার দুপুর ২টা – ৩টা
📞 অ্যাপয়েন্টমেন্ট:
• 01686640540
• 09610800111
• 09610800222

🌸 শেভরন (আনোয়ারা শাখা)

📍 চাতুরী চৌমুহনী, আনোয়ারা, চট্টগ্রাম
🕒 রোগী দেখার সময়: শুক্রবার সকাল ১১:৩০ – দুপুর ১:৩০
📞 অ্যাপয়েন্টমেন্ট:
• 01755-666941
• 01755-666942
• 01847-135470
• 01847-135472



✅ ফেনী চেম্বার

🏥 ফেনী মেডিকেল সেন্টার

📍 জহিরিয়া মসজিদের পশ্চিম পাশে, মাইশা এ. এম. টাওয়ার (নিচ তলা ও লিফট -৩), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী
🕔 রোগী দেখার সময়:
প্রতি শুক্রবার বিকাল ৫টা – রাত ৮টা

📞 সিরিয়ালের জন্য:
• 01712-279851
• 01822-85387



💡 মানসিক স্বাস্থ্যের যত্ন নিন – সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

🔰🔰ডিপ্রেশনে (Depression) এর প্রধান ১০টি সাধারণ লক্ষণ:💠সবসময় মন খারাপ বা দুঃখবোধ💠যে কাজে আগ্রহ ছিল—তা আর ভালো না লাগা💠সহজ...
30/11/2025

🔰🔰ডিপ্রেশনে (Depression) এর প্রধান ১০টি সাধারণ লক্ষণ:

💠সবসময় মন খারাপ বা দুঃখবোধ

💠যে কাজে আগ্রহ ছিল—তা আর ভালো না লাগা

💠সহজেই ক্লান্ত হয়ে যাওয়া

💠ঘুমের সমস্যা (কম ঘুম বা বেশি ঘুম)

💠ক্ষুধা কমে যাওয়া বা বেড়ে যাওয়া

💠নিজেকে মূল্যহীন মনে হওয়া বা অতিরিক্ত অপরাধবোধ

💠মনোযোগ কমে যাওয়া / সিদ্ধান্ত নিতে সমস্যা

💠বডি পেইন বা মাথাব্যথা (কারণ ছাড়াই)

💠অতিরিক্ত বিরক্তি বা রাগ হওয়া

💠নিজেকে আঘাত করার চিন্তা বা মৃত্যু সম্পর্কে ভাবনা

✅ এই লক্ষণগুলোর ৫টির বেশি যদি টানা ২ সপ্তাহ থাকে, তবে অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

🌿 বিশ্বস্ত ও অভিজ্ঞ মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. বিজয় কুমার দত্ত এখন চেম্বারে ও অনলাইনে নিয়মিত চিকিৎসা প্রদান করছেন।☘️সেসকল ...
29/11/2025

🌿 বিশ্বস্ত ও অভিজ্ঞ মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. বিজয় কুমার দত্ত এখন চেম্বারে ও অনলাইনে নিয়মিত চিকিৎসা প্রদান করছেন।

☘️সেসকল রোগের চিকিৎসার করেন-
• বিষণ্ণতা, উদ্বেগ, বাইপোলার ডিসঅর্ডার
• ওসিডি, প্যানিক অ্যাটাক
• অতিরিক্ত দুশ্চিন্তা ও ঘুমের সমস্যা
• সিজোফ্রেনিয়া ও মানসিক অসামঞ্জস্য
• নেশা আসক্তি
• শিশুদের আচরণগত সমস্যা ও ADHD
• স্মৃতি সমস্যা, মাথা ব্যথা, স্ট্রেসজনিত সমস্যা ইত্যাদি

📌 চেম্বার: মুক্তি হাসপাতাল, কুমিল্লা
📞 অনলাইন কনসালটেশন: ০১৯৭৭ ৬৬৬ ৩৬৬

✨ আপনার মানসিক সুস্থতাই আমাদের অঙ্গীকার

Address

Department Of Psychiatry, Comilla Medical College Hospital, Comilla. Chamber: 1. Mukti Hospital, Racecourse, Cumilla. 2. Labaid Diagnostic Center, Comilla Branch, Tomsom Bridge
Cumilla

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801686640540

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Bijoy Kumar Dutta - Psychiatrist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Bijoy Kumar Dutta - Psychiatrist:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram