13/08/2025
🛡️ টাইফয়েড টিকা এখন সরকারি ব্যবস্থাপনায়! 🛡️
অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকার দেশব্যাপী টাইফয়েড জ্বর প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী ১ থেকে ১৮ সেপ্টেম্বর (সম্ভাব্য তারিখে) সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য টাইফয়েড ভ্যাকসিন (টিসিভি) প্রদান করা হবে।
🔹 ভ্যাকসিনের নাম: TCV (Typhoid Conjugate Vaccine)
🔹 ডোজ: মাত্র ১টি (০.৫ মি.লি), যা মাংসপেশীতে দেওয়া হবে
🔹 কারা পাবে: ৯ মাস বয়সী শিশু থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী
🔹 কোথায় দেওয়া হবে:
◾ স্কুলের শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে।
◾ অন্যরা স্থানীয় টিকা কেন্দ্রে যাবে।
🔹টাইফয়েড টিকা কেন জরুরি?
টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। এই টিকা আপনার শিশুকে টাইফয়েড জ্বর থেকে নিরাপদ রাখে।
🔹 টিকা নিতে যা দরকার:
✔️ ১৭-ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ
(না থাকলে এখনই করে ফেলুন)
✔️ EPI ক্যাম্পেইনের সময় ঘোষণার পর আপনার এলাকার EPI (Expanded Programme on Immunization) সেন্টারে যান
✔️ সঙ্গে নিন শিশুকে ও জন্মনিবন্ধনের সনদ
🌐 রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন:
👉 https://vaxepi.gov.bd
🔹 আগে যারা HPV টিকার সময় নিবন্ধন করেছেন, তাদের নতুনভাবে রেজিস্ট্রেশন করার দরকার নেই।
➤ শুধু লগইন করে টাইফয়েড টিকার জন্য রেজিস্টার করলেই হবে।
➤ মোবাইল নম্বর ভুলে গেলে “Forget Mobile Number” অপশন ব্যবহার করুন।
🔹যারা এখনো রেজিস্ট্রেশন করেননি –
১️. প্রথমে অ্যাকাউন্ট তৈরি করুন
২️. এরপর টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন করুন
✅ এই টিকাটি নিরাপদ, কার্যকর এবং আপনার সন্তানকে টাইফয়েড জ্বর ও তার জটিলতা থেকে সুরক্ষা দেয়।
©