Dr. Nur Nabi

Dr. Nur Nabi Medical help

হাতটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল । NITOR-এ সহযোগী অধ্যাপক Dr. Sajedur Reza Faruquee স্যার এবং তার টিম পুরোপুরি বিচ্ছ...
15/02/2023

হাতটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ।
NITOR-এ সহযোগী অধ্যাপক Dr. Sajedur Reza Faruquee স্যার এবং তার টিম পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া এ হাতটি সফলভাবে জোড়া লাগিয়েছেন । দীর্ঘ এ অপারেশনে অংশ নেয়া পুরো টিমকে অভিনন্দন।

মানসিকভাবে দূর্বলদের কথা চিন্তা করে হাতের বিচ্ছিন্ন অবস্থার ছবিগুলি পোষ্ট করছি না।

দুর্ঘটনায় বিচ্ছিন্ন অঙ্গ সংরক্ষন করে কিভাবে হাসপাতালে আনবেনঃ
আমরা সাধারন মানুষ বিচ্ছিন্ন অঙ্গের সংরক্ষন পদ্ধতি জানিনা এবং কত সময়ের মধ্যে আসতে হবে তাও জানিনা।

বিচ্ছিন অঙ্গটি (আঙ্গুল,হাত বা পা) প্রথমেই নরমাল স্যালাইন দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।নরমাল স্যালাইন পাওয়া না গেলে পরিষ্কার পানি দিয়ে খুব দ্রুত পরিষ্কার করে নিলেও চলবে।তারপর একটি পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে শুকিয়ে ফেলতে হবে।শুকনো অঙ্গটি একটি পরিষ্কার পলিথিনে ভরে পলিথিনের মুখ ভালভাবে আটকে নিতে হবে।অতপর একটি আইস বক্সে বরফ দিয়ে সেখানে পলিথিনে ভরা অঙ্গটি সংরক্ষন করতে হবে।যদি আইস বক্স না পাওয়া যায় সেক্ষেত্রে অন্য একটি পলিথিনে বরফ নিয়ে তার ভিতর পলিথিনে মোড়ানো অঙ্গটি সংরক্ষন করা যাবে।
বরফ দেয়ার উদ্দেশ্য হল দীর্ঘ সময় যেন সতেজ থাকে অঙ্গটি।তাই পরিবহনের সময় প্রয়োজনে মাঝপথে বরফ সংযোজন করা যাবে।

অঙ্গহানির ৬ ঘন্টার মধ্যে নির্দিষ্ট হাসপাতালে পৌঁছাতে হবে।এই ক্ষেত্রে সময় খুব গুরুত্বপূর্ণ বিষয়।তাই সবচে ভাল হয় যদি রওয়ানা দেয়ার পুর্বেই মাইক্রোসার্জারিতে অভিজ্ঞ একজন প্লাস্টিক সার্জনের সাথে ফোনে যোগাযোগ করে রওয়ানা দেয়া যায়,যাতে সেই সময়ের মধ্যে সার্জন তার টিম ও অপারেশন থিয়েটার প্রস্তুত করে ফেলতে পারে।

©সাদা এপ্রোন

 /Painful menstruation পেইনফুল মেনস্ট্রুয়েশন অনেক কারনে হতে পারে,সাধারনত মেন্সের সময় প্রোস্টাগ্ল্যান্ডিং তৈরি হয়,যেটা ইউ...
28/10/2022

/Painful menstruation

পেইনফুল মেনস্ট্রুয়েশন অনেক কারনে হতে পারে,
সাধারনত মেন্সের সময় প্রোস্টাগ্ল্যান্ডিং তৈরি হয়,যেটা ইউটেরাইন মাসলকে কনট্রাকশন করার কারনে,পেইন ফীল হয়। তাছাড়া আরোও যা কারন রয়েছে,
endometriosis
adenomyosis
uterine fibroids
PID.

এমনিতে যাদের পেইন হয়, তাদের ট্রীটমেন্ট যেভাবে করা যায়,ড্রাগ ও খারাপ প্রতিক্রিয়া নিম্মরুপ।
1.NSAID(non steroidal anti inflammatory drug)
-(indigestion,stomach ulcers,headaches.
drowsiness.
dizziness.
allergic reactions.)

2.OCP(oral contraceptive pill)
-spotting or bleeding,Breast tenderness,Elevated blood pressure,nausea, or headaches.

ঔষুধ ছাড়া ট্রীটমেন্ট,
১.তল পেটে গরম ভাপ দেওয়া,
২.এক্সারসাইজ করা,
৩.ভিটামিন ও পুষ্টিকর খাবার খাওয়া।

এখন আল্ট্রা করলে দেখা যায়,বেশির ভাগ মেয়েদের ই endometriosis এর কারনে পেইন হয়,আর এটা Nulliparous মানে অবিবাহিত মেয়েদের বেশি হয়।multiparous মহিলাদের কম হয়,তাই ডাক্তার বিয়ের উপদেশ দেয়।🙂

উপরের যতো ধরনের ড্রাগের ট্রীটমেন্ট আছে,সেগুলো লং টাইম ইউজ করলে হীতে বিপরীত হয়,সো কোন ডাক্তারই চায় না তার পেশেন্টের ক্ষতি হউক। আর যারা নন ফার্মাকোলোজিক্যাল ট্রীটমেন্ট দিয়ে ভাগায় দেয়,তারা আসলে পেশেন্টের প্রতি টোটালি আন ফেয়ার কাজ করে।

Dr. Nur Nabi

২০২৩ সালের জন্য নতুন নিয়ম!
28/10/2022

২০২৩ সালের জন্য নতুন নিয়ম!

Address

Cumilla

Telephone

+8801521251828

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nur Nabi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Nur Nabi:

Share