23/05/2023
#ঘরে_জ্বীনের_সমস্যা_থাকলে_প্রাথমিক_করণীয়ঃ-
👉অনেক সময় বিভিন্ন ফ্ল্যাট বা পুরাতন ঘর এবং বাসা- বাড়ি জ্বীনদের উৎপাতের কেন্দ্র হিসেবে পরিণত হয়। দেখা যায় যে, সেই ঘরের সদস্যরা সবাই শারীরিক মানসিকভাবে প্রচন্ড অসুস্থ হয়ে থাকেন। ঘরে প্রবেশ করলে শরীর ভার লাগে এবং কান্ত লাগে। কখনো কখনো ঘরটি প্রচন্ড উত্তপ্ত হয়ে থাকে।
এক্ষেত্রে সেই ঘরের সদস্যদের প্রাথমিক করণীয় হচ্ছেঃ
১/ ঘরে সকাল সন্দ্যায় উচ্চশব্দে স্পিকারে সূরা বাক্বারাহ তিলাওয়াতের অডিও ছেড়ে রাখুন।
২/ প্রথমে যেই রুমে কিংবা স্থানে কুরআন পড়া পানি স্প্রে করতে চাচ্ছেন সেই রুমে জোরে আযান দিন। এরপর বাংলায় জোরে জোরে বলুন যে–
👉আমি আল্লাহর নামে কসম করে বলছি যে, তোমরা আমাদের বাসস্থান ছেড়ে চলে যাও। আর কখনো ফিরে আসবে না।"
এভাবে তিনবার বলুন।
এরপর কুরআন পড়া পানির সাথে হালকা লবণ মিশিয়ে স্প্রে বোতলে করে সেগুলো রুমের দরজার ভেতরে- বাহিরে সকল স্থানে ভালো ভাবে স্প্রে করুন। কোনো জায়গা বাদ দিবেন না, এমনকি খাটের নিচেও বাদ দিবেন না! এটা টানা সাত থেকে চৌদ্দ দিন করুন অথবা সমস্যা যাওয়ার আগ পর্যন্ত করুন।
৩/ ঘরে মানুষ, প্রাণী ইত্যাদির ছবিযুক্ত পর্দা, পুতুল, শো পিস বা মৃর্তি থাকলে সেগুলো সরিয়ে ফেলুন। এগুলো ঘর থেকে রহমতের ফিরিশতাদেরকে বের করে দেয় আর শয়তানকে ঘরে ঢুকতে সহযোগিতা করে। ঘরে টিভি, গান চললে অথবা তাবীজ ঝুলানো থাকলে শয়তান ঘরে প্রবেশ করে।
৪/ ঘরে কঠিনভাবে জ্বীন যাদুতে আক্রান্ত রোগী বসবাস করলে কিংবা পরিবার যাদুগ্রস্থ হলেও সেই ঘরে জ্বীনের সমস্যা থাকে। ফলে রোগী বা সেই পরিবার বারবার ঘর পরিবর্তন করলেও তাদের সমস্যাগুলো পিছু পিছু যায়। এক্ষেত্রে পরিপূর্ণ সমাধানের জন্য উপরোক্ত নিয়মের পাশাপাশি অসুস্থ ব্যক্তির রুকইয়াহ করুন এবং সমস্যার ধরন অনুযায়ী অভিজ্ঞ রাক্বীর পরামর্শ গ্রহণ করুন।
৫/ ঘরের ভেতর হরর মুভি দেখা ও বাথরুমের দরজা খোলা রাখা ঘরের লোকদের জ্বীনাক্রান্ত হওয়ার অন্যতম কারণ।
৬/ ঘরের বারান্দায় বা চারপাশে কাঁটাওয়ালা বৃক্ষ লাগাতে পারেন। এটা জ্বীন শয়তানদেরকে ঘর থেকে দূরে রাখে।
৭/ ঘরে ঢুকতে সালাম এবং বিসমিল্লাহ,এবং বের হতে বিসমিল্লাহ পড়ুন। এটা শয়তানকে ঘরে ঢুকতে বাঁধা দেয়।
৮/ রুমে নিয়মিত কুরআন তিলাওয়াত করলে সেই রুমে শয়তানের প্রবেশ বাঁধাগ্রস্থ হয়।
৯/ প্রতিটি ঘরে ১টি করে বিড়াঁল পালন করতে হবে। যে ঘরে বিড়াঁল থাকে সেই ঘরে খারাপ জিন প্রবেশ করতে পারেনা।
সমস্যার সমাধান না হলে বা সমস্যা জটিল হলে অভিজ্ঞ মোদ্দাব্বিরের পরামর্শ গ্রহণ করুন।
পোস্টটি উপকারী মনে হলে সদকায়ে জারিয়ায় নিয়্যাতে শেয়ার করুন।
☎️01719-502478 imo WhatsApp