জিন যাদুর কুরআনী চিকিৎসা

জিন যাদুর কুরআনী চিকিৎসা জিন ও যাদুর কোরানীক চিকিৎসা। 01719502478.imo

23/05/2023

#ঘরে_জ্বীনের_সমস্যা_থাকলে_প্রাথমিক_করণীয়ঃ-

👉অনেক সময় বিভিন্ন ফ্ল্যাট বা পুরাতন ঘর এবং বাসা- বাড়ি জ্বীনদের উৎপাতের কেন্দ্র হিসেবে পরিণত হয়। দেখা যায় যে, সেই ঘরের সদস্যরা সবাই শারীরিক মানসিকভাবে প্রচন্ড অসুস্থ হয়ে থাকেন। ঘরে প্রবেশ করলে শরীর ভার লাগে এবং কান্ত লাগে। কখনো কখনো ঘরটি প্রচন্ড উত্তপ্ত হয়ে থাকে।
এক্ষেত্রে সেই ঘরের সদস্যদের প্রাথমিক করণীয় হচ্ছেঃ

১/ ঘরে সকাল সন্দ্যায় উচ্চশব্দে স্পিকারে সূরা বাক্বারাহ তিলাওয়াতের অডিও ছেড়ে রাখুন।

২/ প্রথমে যেই রুমে কিংবা স্থানে কুরআন পড়া পানি স্প্রে করতে চাচ্ছেন সেই রুমে জোরে আযান দিন। এরপর বাংলায় জোরে জোরে বলুন যে–

👉আমি আল্লাহর নামে কসম করে বলছি যে, তোমরা আমাদের বাসস্থান ছেড়ে চলে যাও। আর কখনো ফিরে আসবে না।"

এভাবে তিনবার বলুন।

এরপর কুরআন পড়া পানির সাথে হালকা লবণ মিশিয়ে স্প্রে বোতলে করে সেগুলো রুমের দরজার ভেতরে- বাহিরে সকল স্থানে ভালো ভাবে স্প্রে করুন। কোনো জায়গা বাদ দিবেন না, এমনকি খাটের নিচেও বাদ দিবেন না! এটা টানা সাত থেকে চৌদ্দ দিন করুন অথবা সমস্যা যাওয়ার আগ পর্যন্ত করুন।

৩/ ঘরে মানুষ, প্রাণী ইত্যাদির ছবিযুক্ত পর্দা, পুতুল, শো পিস বা মৃর্তি থাকলে সেগুলো সরিয়ে ফেলুন। এগুলো ঘর থেকে রহমতের ফিরিশতাদেরকে বের করে দেয় আর শয়তানকে ঘরে ঢুকতে সহযোগিতা করে। ঘরে টিভি, গান চললে অথবা তাবীজ ঝুলানো থাকলে শয়তান ঘরে প্রবেশ করে।

৪/ ঘরে কঠিনভাবে জ্বীন যাদুতে আক্রান্ত রোগী বসবাস করলে কিংবা পরিবার যাদুগ্রস্থ হলেও সেই ঘরে জ্বীনের সমস্যা থাকে। ফলে রোগী বা সেই পরিবার বারবার ঘর পরিবর্তন করলেও তাদের সমস্যাগুলো পিছু পিছু যায়। এক্ষেত্রে পরিপূর্ণ সমাধানের জন্য উপরোক্ত নিয়মের পাশাপাশি অসুস্থ ব্যক্তির রুকইয়াহ করুন এবং সমস্যার ধরন অনুযায়ী অভিজ্ঞ রাক্বীর পরামর্শ গ্রহণ করুন।

৫/ ঘরের ভেতর হরর মুভি দেখা ও বাথরুমের দরজা খোলা রাখা ঘরের লোকদের জ্বীনাক্রান্ত হওয়ার অন্যতম কারণ।

৬/ ঘরের বারান্দায় বা চারপাশে কাঁটাওয়ালা বৃক্ষ লাগাতে পারেন। এটা জ্বীন শয়তানদেরকে ঘর থেকে দূরে রাখে।

৭/ ঘরে ঢুকতে সালাম এবং বিসমিল্লাহ,এবং বের হতে বিসমিল্লাহ পড়ুন। এটা শয়তানকে ঘরে ঢুকতে বাঁধা দেয়।

৮/ রুমে নিয়মিত কুরআন তিলাওয়াত করলে সেই রুমে শয়তানের প্রবেশ বাঁধাগ্রস্থ হয়।

৯/ প্রতিটি ঘরে ১টি করে বিড়াঁল পালন করতে হবে। যে ঘরে বিড়াঁল থাকে সেই ঘরে খারাপ জিন প্রবেশ করতে পারেনা।

সমস্যার সমাধান না হলে বা সমস্যা জটিল হলে অভিজ্ঞ মোদ্দাব্বিরের পরামর্শ গ্রহণ করুন।

পোস্টটি উপকারী মনে হলে সদকায়ে জারিয়ায় নিয়্যাতে শেয়ার করুন।

☎️01719-502478 imo WhatsApp

19/05/2023

#শুধু_একটাই_প্রশ্ন_যে_ভাই_কিভাবে_বুঝবো_আমি_জ্বীন_ও_যাদুতে_আক্রান্ত???

👉বোনদের বিয়ে আটকানো জাদু বা আশ্বীক-জ্বীনের লক্ষন।

১/ বিয়ের পাত্র দেখতে আসলে চেহারা কালো হয়ে যাওয়া/ব্রন বা গোটা উঠে যাওয়া।

২/ পরিবারে মধ্যে বিয়ের কথা-বার্তা চলাকালীন বার বার ঝগড়া লেগে যাওয়া।

৩/ বিয়ের পাত্র দেখতে আসলে ঝগড়া লেগে যাওয়া।

৪/ বিয়ের পাত্র দেখতে আসলে পাত্রের পরিবারে সামনে যেতে মন না চাওয়া।

৫/ পাত্র পক্ষ দেখে পছন্দ করা ও বাড়ী থেকে বেড় হয়ে গেলে কোন খবর না থাকা বা এড়িয়ে যাওয়া।

৬/ রাতে ঘুম দেড়িতে হওয়া বা একে বারেই না হওয়া ও সকালে ঘুম আসা।

৭/ ঘুমালে চোখ বন্ধ করলেও অযথা চিন্তা মাথায় ঘুর-পাক খাওয়া।

৮/ অর্ধেক রাতে শরীর ঝাক্কি মেরে ঘুম ভেঙ্গে যাওয়া ও বা উপর থেকে নিচে পড়ে যাওয়া এমন অনুভূতী হয়ে ঘুম ভেঙ্গে যাওয়া।

৯/ ঘুমানোর পড় শরীরে কেউ জড়িয়ে ধরে আছে বা শরীর অনেক ভাড়ী অনুভুতো হওয়া লড়াচরা করতে না পারা শরীরে শিরশির অনুভূতী হওয়া।

১০/ঘুমালে খুব বেশি যৌন অনুভূতি হওয়া।

১১/ রাতে স্বপ্নে কিছু খাওয়া।

১২/ পেট খারাপ থাকা বা নাভীর গোড়ায় ব্যাথা করা।

১৩/ সবসময় মনে হয় আশে-পাশে কেউ আছে ও সব সময় ফলো করছে এমন মনে হওয়া।

১৪/ রাতে জোর করে কেউ মেলা-মেশা করে ও এমন অবস্থ্যায় নড়াচড়া করতে না পারা।

১৫/ সকালে ঘুম থেকে উঠলে মনে হয় কেউ মেরে ফেলে গেছে বা খুবিই দূর্বল লাগা।

১৬/ সব-সময় একা থাকতে ভাল লাগা ও সবার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া।

১৭/ মেজাজ খিটখিটে হয়ে যাওয়া ইত্যাদি।

১৮/ কিছু মনে রাখতে না পারা।

১৯/ সব কাজেই বাধা

এমন বিষয় গুলো হলে আপনি আশ্বীক-জ্বীন ও বিয়ে বন্ধের যাদুতে আক্রান্ত।

01719-502478 imo WhatsApp

17/05/2023

#রুগির_হাজিরা_দেখা_ওমান
#জিন_যাদুর_কোরানীক_চিকিৎসা_কুমিল্লা।
যোগাযোগঃ +8801719502478.
(WhatsApp and imo)
আব্দুল রহিম
আমাদের চিকিৎসা পদ্ধতি হচ্ছে কোরানিক রূপ রেখায়।
আমাদের উদ্দেশ্য হল মানুষকে জিন যাদু ও বানের ক্ষতি থেকে রক্ষা করার চেষ্টা করা। জেনে রাখা দরকার একমাত্র সুস্থতা দান কারি হচ্ছেন আল্লাহ।
চিকিৎসার কোন গ্যারান্টি দেওয়া হয় না। কারণ শিফা দানের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাতায়ালা। আর আমরা চেষ্টা করতে পারি মাত্র।

আপনার কি এমন মনে হয়????
চিকিৎসা নিন অথবা কমেন্টে জানান!
উওর দিব ইনশাআল্লাহ্।
১. #বুক_ধরফর_করে
২. #অশান্তি_লাগে
৩. #অকারনে_মাথা_ঘুরে
৪. #এমনিতেই_মাথা_ঘুরে
৫. #এমনিতেই_অস্হির_লাগে
৬. #এমিতেই_হাত_পা_কাপে
৭. েজাজ_খারাপ_লাগে
৮. #এমনি_কান্না_আসে
৯. #মরে_যেতে_ইচ্ছে_করে
১০. #তুচ্ছ_কারনে_মনমালিন্য_হয়
১১. #প্রিয়_মানুষটিকে_অকারনে_বিরক্তি_লাগে
১২. #কোনো_কিছুতে_অতি_মাএায়_আশক্তি_চলে_আসে
১৩. #এমনিতেই_কোনো_কিছু_ভাংচুর_করতে_ইচ্ছে_হয়।
১৪. #নিজেকেই_শুধু_সঠিক_মনে_হয়
১৫. #এমনি_ভয়_লাগে
১৬. #অকারনে_রাগ_হয়
১৭. #কারনে_অকারনে_মাথা_ব্যাথা
১৮. #আশেপাশে_কেউ_আছে_এমন_মনে_হয়
১৯. ্বপ্ন_বার_বার_দেখা
২০. #পিচন_থেকে_কেউ_তাড়া_করেছে_দেখেন
২১. েকে_পড়ে_যেতে_দেখেন
২২. #বার_বার_বোবায়_ধরে
২৩. #ভয়ংকর_স্বপ্ন_বার_বার_দেখেন
২৪. #অন্ধকারে_থাকতে_ভালো_লাগে
২৫. #বিকাল_হলেই_রোগের_লক্ষন_বেড়ে_যায়
২৬. #শরিল_দুর্বল_মনে_হয়
২৭. #প্রচন্ড_রকমের_অলসতা
২৮. #শরিল_ভার_ভার_মনে_হয়
২৯. #কিছু_করতে_ইচ্চা_হয়_না
৩০. #শরিলে_রোগ_আছে_কিন্তুু_ডাক্তারি_পরিক্ষায়_ধরা_পড়ে_না

#আমরা_যে_সকল_চিকিৎসা_দিয়ে_থাকি

#রুকিয়া
#শরিয়া_ভিত্তিক_রুকিয়া
#জিন
#জ্বিন
#জ্বীন
#যাদু
#নজর

#কোরআনিক_চিকিৎসা
#সুন্নার_আলোকে_চিকিৎসা
#জিন_গ্রস্হ_রোগীর_চিকিৎসা
#বদনজরের_আক্রান্ত_রোগীর_চিকিৎসা
#জিন_থেকে_বাচার_উপায়
ুর_করার_চিকিৎসা
#রাগ_দমনের_চিকিৎসা
#শরীল_ব্যাথা_জ্বালা_পোড়ার_চিকিৎসা
#অন্তরের_চিকিৎসা
#অস্হিরতার_চিকিৎসা
#বুক_ধড়ফর_করার_চিকিৎসা
#হিংসা_দুর_করার_চিকিৎসা
#ব্যাথা_দুর_করার_চিকিৎসা
#জ্ঞান_বৃদ্ধির_চিকিৎসা
#জিন_আক্রান্ত_রোগীর_লক্ষণ
্রান্ত_রোগীর_লক্ষণ
#জাদুতে_আক্রান্ত_রোগীর_লক্ষণ
#মানসিক_দুর্বলতা_রোগের_চিকিৎসা
#অলসতা_দূর_করার_চিকিৎসা
#মধু_দিয়ে_চিকিৎসা
#কালোজিরা_দিয়ে_চিকিৎসা
ানি_দিয়ে_চিকিৎসা
#বৃষ্টির_পানি_দিয়ে_চিকিৎসা
#অজ্ঞান_হয়ে_গেলে_জ্ঞান_ফেরানোর_চিকিৎসা
েকে_বাচার_উপায়
#কেন_মানুষকে_জিনে_ধরে
#রাত্রিতে_জিনের_সমস্যার_চিকিৎসা
#বাড়িতে_জিনিস_সমস্যা_থাকলে_করনীয়
#কুফরি_কবিরাজ_চেনার_উপায়
#কেউ_বস_করলে_সেই_যাদুর_চিকিৎসা
#সম্পর্ক_বিচ্ছেদ_ঘটালেন_সেই_যাদুর_চিকিৎসা
#বিয়ে_ভাঙ্গলে_সেই_যাদুর_চিকিৎসা
#পাগল_বানালে_সেই_যাদুর_চিকিৎসা
#অসুস্থ_বানালে_সেই_যাদুর_চিকিৎসা
#জাদু_থেকে_বাচার_উপায়
#গিট_দেওয়া_যাদুর_চিকিৎসা
ে_রাখা_যাদুর_চিকিৎসা
#গাছে_করা_যাদুর_চিকিৎসা
#গর্তে_করা_যাদুর_চিকিৎসা
#কবরে_করা_যাদুর_চিকিৎসা
#পরনের_কাপড়_দিয়ে_করা_যাদুর_চিকিৎসা
#ছবি_দিয়ে_করা_জাদু_চিকিৎসা
#চুল_দিয়ে_করা_জাদু_চিকিৎসা
#লেখা_দিয়ে_করা_যাবে_চিকিৎসা
#কয়লা_দিয়ে_করা_যায়_চিকিৎসা
#আগুন_দিয়ে_করা_যাদুর_চিকিৎসা
#পুতুল_দিয়ে_করা_জাদু_চিকিৎসা
#রক্ত_দিয়ে_করা_যাদুর_চিকিৎসা
#নাপাক_রক্ত_দিয়ে_করা_জাদু_চিকিৎসা
#কুকুর_দিয়ে_করা_জাদু_চিকিৎসা
#মাছের_সাহায্য_করা_যাদের_চিকিৎসা
#পশুর_হাড়_দিয়ে_করা_যাদুর_চিকিৎসা
#অন্তবাস_দিয়ে_করা_যাদুর_চিকিৎসা
#গুপ্ত_লোন_দিয়ে_করা_যাদুর_চিকিৎসা
#মরিচের_গুড়া_দিয়ে_করা_জাদু_চিকিৎসা
#মূর্তির_সাহায্য_করা_যাতে_চিকিৎসা
#ভুলে_যাওয়া_ও_তার_চিকিৎসা
#মাকড়সা_দিয়ে_করা_যাদুর_চিকিৎসা
#ভয়_দূর_করার_চিকিৎসা

01719-502478 imo WhatsApp

15/05/2023

#প্রচুর_পরিমাণে_নেগেটিভ_চিন্তাভাবনা_কেন_আসে?

👉পরিস্থিতি অনুযায়ী মানুষের মাঝে নেগেটিভ পজিটিভ দুইটা দিকই থাকতে পারে, কিন্তু যখন শুধু নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ কাজকর্ম, নেগেটিভ কথাবার্তা ইত্যাদি শুধু দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে তখন বুঝবেন ওই ব্যক্তির ব্রেনকে জিন শয়তান নিয়ন্ত্রণ করছে।

👉শয়তান তাকে সুস্থভাবে বাঁচতে দিবে না। সে চায় মানুষ যেনো সব সময় বিশৃঙ্খলার মাঝেই দিন অতিবাহিত করে। তাই ব্যক্তির নেগেটিভ ধারণা বা কথাবার্তার কারণে হাজারো সংসার এবং সম্পর্ক নষ্ট হতে দেখেছি। আরো দেখেছি সুন্দর জীবন জাহান্নামে পরিণত হতে।

👉রোগীকে দেখলে মনে হয় তার মাঝে শুধু রাগ, ক্ষোভ, অহংকার আর বিদ্বেষের আগুন সর্বদাই জ্বলতে থাকে।
সৃষ্টিগত ভাবে আল্লাহ তায়ালা মানুষকে যে নমনীয়তা ও ভদ্রতা দান করেছেন তার ছিটাফোটাও খুঁজে পাওয়া যায় না রোগীর মাঝে।

অনেকেতো নিজের সাথে যুদ্ধ করেও নেগেটিভ চিন্তাভাবনা ও কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখতে পারে না। এর কারণ ভিন্ন কোন সত্তা তার মাঝে প্রভাব বিস্তার করছে যার ফলে সে নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।

উল্লেখিত সমস্যা গুলো জিন যাদুর কারণে হতে পারে। এগুলো বাস্তব সম্মত কথা কেউ বুঝে আর কেউ বুঝেনা। যে বুঝতে পারে না সে সব সময় সমস্যার মাঝে ভুক্তভোগী হতে থাকে।

01719-502478 imo WhatsApp

13/05/2023

#বিশেষ_কিছু_কথা_যা_সবার_জানা_প্রয়োজন??

👉জিন এবং কালো জাদুর সমস্যায় যারা পরে তারাই একমাত্র এর কষ্ট বুঝতে পারে, এটি মেডিকেল ডাক্তার ও তাদের ওষুধের মাধ্যমে কখনো সমাধান হয় না। মানুষ বছরের পর বছর ভুক্তভোগী হতে থাকে, না পারে কাউকে বুঝাইতে না পারে সমস্যার সমাধান করতে, অনেক সময় আত্মীয়-স্বজন এটি বুঝতে চায় না, যখনই আপনার শারীরিক মানসিক সমস্যা মেডিকেল চিকিৎসক থেকে সমাধান না হবে তখনই আপনার বুঝতে হবে যে এটি শারীরিক রোগ নয়, কুরআনের তাফসীরে আছে পৃথিবীতে মানুষ যা আছে তার থেকে দশ গুণ আছে জ্বীন শয়তান, এগুলো মানুষের সাথে দেখা দেয় না বিধায় মানুষ এর অস্তিত্ব বুঝতে পারে না কিন্তু মানুষ এদের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়, তাই প্রথমে আপনার সমস্যাটি চিহ্নিত করুন তাহলে আপনি জীবনে এর সমাধান বের করতে পারবেন, আল্লাহ পৃথিবীতে সমস্যা দিয়েছেন মানুষের পরীক্ষার জন্য আবার সমাধানও দিয়েছেন, সুতরাং আপনাকে সমাধান খুঁজতে হবে। আল্লাহ্ সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন।🤲🤲

11/05/2023
10/05/2023

👉যাহারা চালান জিনের আক্রান্ত অথবা যাদের যাদু গুলি বার বার রিনিউ করতেই থাকে, আপনারা প্রতি নামাজ শেষ দুয়ার মধ্যে এই দুইটি আয়াত বেশী বেশী পাঠ করুন। ইনশাআল্লাহ এর থেকে মুক্তি পাবেন।

رَبِّ نَجِّنِىۡ وَاَهۡلِىۡ مِمَّا يَعۡمَلُوۡنَ

★হে আমার রব, তারা যা করছে, তা থেকে আমাকে ও আমার পরিবার-পরিজনকে তুমি রক্ষা কর
(সূরা আশ্-শু'আরা১৬৯)

رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا

★আপনি তাদের উপর দ্বিগুণ আযাব চাপিয়ে দিন। এবং ভয়াবহ অভিশাপে অভিশপ্ত করুন।)
(সুরা আহযাবঃ ৬৮)

05/05/2023

#কোরআন_তিলাওয়াত_করার_সময়_বা_রুকইয়াহ_অডিও শুনার সময় যদি আপনার এই সমস্যা গুলি হয় তাহলে মনে করবেন আপনি, জ্বিন -যাদু-বান-কুপুরী বদ-নজরে আক্রান্ত।

১/প্রচন্ড মাথা ব্যথা
২/শরীরের জ্বলাপুরা
৩/পেটে ব্যথা
৪/বুক ধরফর করা
৫/ঘুম আসা বা ঘুমের ভাব
৬/বমি বমি ভাব
৭/হাত বা পায়ের আঙ্গুল বাকা হতে দেখা
৮/পিঁপড়ের মতো শরীরে কিছু চলাফেরা করে অনুভব করা
৯/শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়া
১০/হাতে ব্যথা, পায়ে ব্যথা, মেরুদন্ডে ব্যথা।
১১/এলার্জি মতো শরীরে চুলকানি শুরু হয়ে যাওয়া।
১২/কান দিয়ে গরম বাতাস নির্গত হচ্ছে অনুভব হওয়া
১৩/পিছনে কেউ দাড়িয়ে আছে অনুভব হওয়া
১৪/শরীর কেউ নাড়াচাড়া করছে অনুভব হওয়া
১৫/বুকে/বুকের কোনো এক সাইডে/বুকের মাঝখানে ব্যাথা করা।
১৬/শরীরে/কোমরে/পায়ে সামান্য বা প্রচন্ড ব্যাথা
১৭/পেটে (বা অন্য যেকোনো অঙ্গে) প্রচন্ড ব্যাথা
১৮/অস্বাভাবিক গরম বা ঠান্ডা লাগা
১৯/শরীর,কান, মুখ ,মাথা দিয়ে গরম বা আগুন বের হওয়া।
২০পেটের ভিতর শক্ত কিছু অনুভব হওয়া

২১/শরীর, ঘাড়, মাথা ওজন বা ভার ভার লাগা, শ্বাস কষ্ট হওয়া, মুখ তেতো লাগা, কফ বের হওয়া

২২/হাত-পা অবশ হয়ে আসা,নিজের অজান্তে বা অনিচ্ছায় বারবার পা নাড়াচাড়া করা, কেঁপে উঠা ,ঝাকি দেওয়া।

২৩/সামান্য বা প্রচন্ড জ্বর সর্দি অনুভূত হওয়া ইত্যাদি ইত্যাদি

আল্লাহ পাক সকলকে জ্বীন যাদু বান কুপুরি ও ব্যাকম্যাজিক এবং বদ-নজরের উপদ্রব থেকে হেফাজত করুন।
আমিন।

01719-502478 imo WhatsApp

05/05/2023

#আমেরিকা_টু_ওমান_জিনের_রুগির_চিকিৎসা। জিন যাদুর কোরানী চিকিৎসা কুমিল্লা।☎️01719-502478 imo

আমাদের চিকিৎসা পদ্ধতি হচ্ছে কোরানিক রূপ রেখায়।
আমাদের উদ্দেশ্য হল মানুষকে জিন যাদু ও বানের ক্ষতি থেকে রক্ষা করার চেষ্টা করা। জেনে রাখা দরকার একমাত্র সুস্থতা দান কারি হচ্ছেন আল্লাহ।

চিকিৎসার কোন গ্যারান্টি দেওয়া হয় না। কারণ শিফা দানের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাতায়ালা। আর আমরা চেষ্টা করতে পারি মাত্র।

শরিয়া বিরোধী এবং সংবিধান বিরোধী কোনো কাজের জন্য কেউ আসবেন না। আমি সব সময় শরিয়া দেশের সংবিধান ও প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল।

#জিন_যাদুর_কোরানিক_চিকিৎসা_কুমিল্লা
#জ্বীন_যাদুর_চিকিৎসা
#জ্বীনের_ট্রিটমেন্ট
#কোরআনী_চিকিৎসা



#কালোযাদু
#জাদুর_চিকিৎসা

26/04/2023

#রিযিক_বন্ধের_যাদুর_লক্ষনঃ-

👉প্রত্যেক ব্যক্তির মৃত্যুর আগ পর্যন্ত রিযিক থাকবেই।যেমনটা আল্লাহর রাসূল সাঃ বলেছে, আমার উম্মতের অধিকাংশ মানুষ মারা যাবে যাদুর কারনে যেই সমস্যা গুলো হয় সেগুলকেই মূলত রিযিক বন্ধের যাদু বলা হয় নিচে দেওয়া হলোঃ-

১/কাজ করতে গেলে হাত কাঁপাকাপি করা/পা,মাথা,বুক,শরীর কাঁপা-কাঁপি করা।..(যা পূর্বে ছিল না)
২/কাজ করতে গেলে কনসেনট্রেশান না থাকা,মনোযোগ না থাকা,গভীর মনোযোগ না থাকা..(যেটা পূর্বে সুস্থ অবস্থায় ছিল নাল
৩/ক্লাইন্টদের সাথে কথা বললে মাথা ভার হয়ে যাওয়া,রেগে যাওয়া,মাথা ব্যথা করা,।.(যেটা সুস্থ অবস্থায় ছিল না)
৪/কাজ করতে গেলে অলসতা,ধৈর্যহীনতা,ফোকাস করতে না পারা,ডিপ্রেশনে পড়ে যাওয়া,(যেটা সুস্থ অবস্থায় ছিল না)
৫/কাজ করতে গেলে ভালো না লাগা,ডিপ্রেশনে ভুগা,শরীর ভার হয়ে যাওয়া, কাজে যেতে মন না চাওয়া.(যেটা সুস্থ অবস্থায় ছিল না)
৬/কাজ করতে গেলে অস্তিরতা,বুক চেপে আসা,রগে টান খাওয়া,মাথায় চিড়িক মারা,। (যা পূর্বে ছিল না)
৭/কাজ করতে গেলে ভয় পাওয়া/ক্লাইন্টের সাথে কথা বললে প্যানিকের মত হয়ে যাওয়া।..(যেটা পূর্বে ছিল না)
৮/কাজ করতে গেলে শারীরিক দিক থেকে জ্বালাপোড়া, জ্বর হওয়া,অসুস্থ হয়ে যাওয়া।এরকম শারীরিক ও মানসিক যত সমস্যা ফেইস করবেন। শুধু নির্দিষ্ঠ কাজে ঢুকলেই.. তখন ওটাই হচ্ছে রিযিক বন্ধের যাদুর লক্ষন..

যেগুলোর প্রভাবে আপনি পূর্বের মত কাজ করতে পারতেছেন না.ফলে বাঁধাগ্রস্থ হচ্ছেন। দিনদিন প্রশস্তময় রিযিক কমে যাওয়ার পথে।

এবং যে জিন দ্বারা আক্রান্ত হবে তার সমস্যা দিনদিন বাড়বেই । ধিরে ধিরে ঘরে পড়ে যাবে।

👉এখানে রিযিক বন্ধ বলতে রিযিক পাবে না বিষয়টা এমন এমন নয়। বরং..একটা রোগের কারনে/ব্লকেজের কারনে রোগী নিজে ইফোর্ট দিয়ে পূর্বের মত সুস্থ অবস্থা নিয়ে কাজ করা থেকে বাঁধাগ্রস্থ হচ্ছে..যার ফলে রিযিকের সংকোচন বা কমতি দেখা যায়।

👉কারন একজন শিল্পপতি ব্যক্তি মেডিকেল এর ভয়ংকর রোগ(ক্যান্সারে আক্রান্ত হলে সে কি পূর্বের মত কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে?

উত্তর হচ্ছে না..রোগের কারনে ব্যক্তি নিজে ইফোর্ট দিয়ে পূর্বের মত আর কাজ করতে পারবে না।

👉তো সেইম রিযিক বন্ধের যাদুর বিষয়টাও হচ্ছে সেইম বিষয়। শারীরিক ও মানসিক সমস্যার কারনে রোগী বাঁধাগ্রস্থ দিনদিন মৃত্যুর দিকে যেতে থাকে।

01719-502478 imo

#জিন_যাদুর_কোরানিক_চিকিৎসা_কুমিল্লা
#জ্বীন_যাদুর_চিকিৎসা
#জ্বীনের_ট্রিটমেন্ট
#কোরআনী_চিকিৎসা



#কালোযাদু
#জাদুর_চিকিৎসা


#রুকাইয়া_সেন্টার

26/04/2023

#তাবিজ_নষ্ট_করার_পদ্ধতিসমূহ_সংক্ষিপ্তভাবেঃ-

👉সূরা ফালাক+নাস+ইখলাস+সূরা ইউনুসের ৮১,৮২নম্বর আয়াত পড়ে পানিতে ফুঁক দিয়ে ওই পানিতে তাবিজ কয়েক ঘন্টা চুবিয়ে রাখুন সকল কার্যকারিতা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ,।
১০ মিনিট পড়বেন আর ফুঁক দিবেন।

👉পিতল+তামার তাবিজ থাকলে সেটাকে আগে ভেঙ্গে চৌচির করে ভিতরে থাকা তাবিজের খোলসগুলো চূর্নবিচূর্ণ করে পড়া পানিতে চুবিয়ে রাখুন নষ্টের নিয়তে+তারপর তাবিজের ভিতর কোনো কাগজ অথবা কোনো নকশা থাকলে অথবা কোনো লেখা থাকলে,সেই কাগজগুলো টুকরো টুকরো করে ছিড়ে পানিতে ভিজিয়ে রাখবেন+লেখাগুলো তুলে ফেলার চেষ্টা করবেন

👉তাবিজ হাত দিয়ে ধরার সময় সূরা ফালাক,নাছ বেশি বেশি পড়বেন আর উক্ত তাবিজে+নকশায় ফুক দিবেন।
তারপর ৩ ঘন্টা পড়া পানিতে তাবিজ চুবিয়ে রেখে তাবিজ নকশাগুলো আগুনে পুড়িয়ে ফেলবেন।
তাবিজের ভিতর এমন কোনো সূতা,বা রশি,বা গিট দেওয়া কোনো জিনিস সেগুলো থাকলে আগে বস্তুতে থাকা গিটগুলো খুলবেন(খুলার সময় সূরা ফালাক+নাস বারবার পড়বেন) তারপর সবগুলো কেটে টুকরো টুকরো করে পড়া পানিতে চুবিয়ে রাখবেন।

ইনশাআল্লাহ সকল কার্যকারিতা নষ্ট হয়ে যাবে।

☎️01719-502478 imo

#জিন_যাদুর_কোরানিক_চিকিৎসা_কুমিল্লা
#জ্বীন_যাদুর_চিকিৎসা
#জ্বীনের_ট্রিটমেন্ট
#কোরআনী_চিকিৎসা



#কালোযাদু
#জাদুর_চিকিৎসা

24/04/2023

#নিউইয়র্ক_টু_ওমান_জিনের_রুগি_চেকিং। #জিন_যাদুর_কোরানিক_চিকিৎসা_কুমিল্লা।☎️01719502478.imo

#জ্বীন_যাদুর_চিকিৎসা
#জ্বীনের_ট্রিটমেন্ট
#কোরআনী_চিকিৎসা



#কালোযাদু
#জাদুর_চিকিৎসা

23/04/2023

যারা টাকার বিনীময়ে যাদু করে ও করায়,মানুষকে কষ্টে ফেলে রাখে/সুখের জীবনকে নষ্ট করে দেয় ইয়া-আল্লাহ আপনি পৃথীবির সমস্ত যাদুকরদের স্থায়ী ভাবে ধ্বংস করে দিন আমিন।

22/04/2023

#বোনদের_বিয়ে_আটকানো_জাদু_যাদুর_গীট_ও_আশ্বীক_জ্বীনের_লক্ষনঃ-

১/বিয়ের পাত্র দেখতে আসলে চেহারা কালো হয়ে যাওয়া/ব্রন বা গোটা উঠে যাওয়া!

২/পরিবারে মধ্যে বিয়ের কথা-বার্তা চলাকালীন বার বার ঝগড়া লেগে যাওয়া!

৩/বিয়ের পাত্র দেখতে আসলে ঝগড়া লেগে যাওয়া!

৪/বিয়ের পাত্র দেখতে আসলে পাত্রের পরিবারে সামনে যেতে মন না চাওয়া!

৫/পাত্র পক্ষ দেখে পছন্দ করা ও বাড়ী থেকে বেড় হয়ে গেলে কোন খবর না থাকা বা এড়িয়ে যাওয়া।

৬/রাতে ঘুম দেড়িতে হওয়া বা একে বারেই না হওয়া ও সকালে ঘুম আসা!

৭/ঘুমালে চোখ বন্ধ করলেও অযথা চিন্তা মাথায় ঘুর-পাক খাওয়া!

৮/অর্ধেক রাতে শরীর ঝাক্কি মেরে ঘুম ভেঙ্গে যাওয়া ও বা উপর থেকে নিচে পড়ে যাওয়া এমন অনুভূতী হয়ে ঘুম ভেঙ্গে যাওয়া!

৯/ঘুমানোর পড় শরীরে কেউ জড়িয়ে ধরে আছে বা শরীর অনেক ভাড়ী অনুভুতো হওয়া লড়াচরা করতে না পারা শরীরে শিরশির অনুভূতী হওয়া!

১০/ঘুমালে খুব বেশি যৌন অনুভূতি হওয়া।

১১/রাতে স্বপ্নে কিছু খাওয়া!

১২/পেট খারাপ থাকা বা নাভীর গোড়ায় ব্যাথা করা!

১৩/সবসময় মনে হয় আশে-পাশে কেউ আছে ও সব সময় ফলো করছে এমন মনে হওয়া!

১৪/রাতে জোর করে কেউ মেলা-মেশা করে ও এমন অবস্থ্যায় নড়াচড়া করতে না পারা!

১৫/সকালে ঘুম থেকে উঠলে মনে হয় কেউ মেড়ে ফেলে
গেছে বা খুবিই দূর্বল লাগা!

১৬/সব-সময় একা থাকতে ভাল লাগা ও সবার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া!

১৭/মেজাজ খিটখিটে হয়ে যাওয়া ইত্যাদি!

১৮/ মনে রাখতে না পারা!

১৯/সব কাজেই বাধা!

👉এমন বিষয় গুলো হলে আপনি আশ্বীক-জ্বীন ও বিয়ে বন্ধের যাদুতে আক্রান্ত।দ্রুত রুকইয়াহ করুন বা রাক্বী ভাইদের চিকিৎসা গ্রহন করুন।

☎️01719502478.imo

22/04/2023

#গজল #আল্লাহ্_আমার_রব_এই_রবই_আমার_সব

21/04/2023

এক বোন সকালে কল দিয়ে বলছে,"ভাই আমার যখন রাগ উঠে তখন সব ভেংগে ফেলতে ইচ্ছে করে ও সবার সাথে মারামারি বাধিয়ে দেই।

আমি বললাম,"আপনার জ্বীনের সমস্যা বোন চালান জ্বীন বা আশ্বীক-জ্বীন।

?প্রশ্নঃকরলাম আপনারঃ-

১/রাতে ঘুম হয় কিনা?
২/রাতে হঠাৎ ঘুম ভেংগে যায় কিনা?
৩/ভয়ংকর স্বপ্ন দেখেন কিনা,যেমন,"কোন প্রানী কুকুর ,বাঘ,সাপ ইত্যাদি প্রানী এট্যাক করতে দেখা?
৪/মাথায় সবসময় অহেতুক চিন্তা ঘুরপাক খায়?
৫/স্বপ্নে প্রায়িই কিছু খান?
৬কারন ছারাই হঠাৎ মন খারাপ হয়ে যায়?
৭/সব কাজেই বাধা?
৮/সব কিছু ভুলে যাওয়া?
৯/চেহারা প্রায়িই অনেক বাজে দেখায়?
১০/অনেক ঘুমালেও মনে হয় যে ঘুম অপূর্ণই আছে?
১১/রাতে শরীর ভার হওয়া ও বাজে টাইপ স্বপ্নে দেখা?

সে বলছে,"হ্যা,"এগুলোতো অনেক আগে থেকেই হয়!

এখন আমি শিউর হবো কি করে যে,"আমার জ্বীনের সমস্যা? জি ইনশাআল্লাহ হাজিরার মাধ্যমে যানতে পারবেন। আপনার জিন যাদুর সমস্যা গুলা।

👉প্রশ্নঃ রেখে গেলাম একজন সুস্থ্য ও স্বাভাবিক মানুষের কি উপরের এই সমস্যা গুলো হয়? আর হলে সে কি সুস্থ্য আছে? আর কি প্রমান পেলে সে বুঝতে পারবে সে জ্বীনে আক্রান্ত?

এই বিষয় কিভাবে মানুষ এত সহজ ভাবে নেয়!

👉মনে রাখবেন জীবন টা আপনার।আপনি কিভাবে"মহান-আল্লাহুর"উপর ভরসা করে নিজের জীবন কে ভাল ও সুস্থ্য রাখবেন সে চেষ্টাও আপনারিই করতে হবে।

আর এই কিভাবে বুঝবো যে,"আমার জ্বীন বা যাদুর সমস্যা? সেটা বুঝতে বুঝতেও জীবন ধ্বংসের পথে চলে যায়। পড়ে আর কিছুই করার থাকে না।

মহান-আল্লাহু"সবাইকে বুঝার তৌফিক দান করুক ও সবাইকে সুস্থ্য রাখুক"আমিন"🤲

☎️01719502478 imo

20/04/2023

২১তারিখ সৌদি আরব ঈদ মানে,বাংলাদেশের চাঁদ দেখা কমিটি অটো পাস!

Address

Cumilla

Telephone

+8801719502478

Website

Alerts

Be the first to know and let us send you an email when জিন যাদুর কুরআনী চিকিৎসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to জিন যাদুর কুরআনী চিকিৎসা:

Share