Sazzad Medical Hall

Sazzad Medical Hall sazzad medical hall

08/08/2024

বাংলাদেশে সংখ্যালঘু বলতে হিন্দুরা বুঝালেও এতদিন সংখ্যাগরিষ্ঠ হয়েও মুসলমানরা সংখ্যালঘুর মত বঞ্চিত ছিল। আর হিন্দুরা সুবিধা ভোগ করেছে।
মিডিয়ায় জঙ্গি নাম বা ট্যাগ দিয়ে যেভাবে প্র্যাকটিসিং মুসলিমদের উপর অত্যাচার করেছে সেগুলো প্রকাশ্যে আসে না।

যারা প্র্যাকটিসিং মুসলিম ছিল মুখে দাড়ি টুপি এবং ইসলামের কথা বলতো তাদের উপর কি নির্যাতন হয়েছে কত ভয় ও আতঙ্কে তারা ছিল সেটা বলার অপেক্ষা রাখেনা সবাই জানে।

এখানে হিন্দুদের কোন দোষ নেই। তারা সুবিধা পেলে নিবে না কেন? সমস্যা হচ্ছে প্রতিবেশী দেশকে সুবিধা দিতে তাদের সমর্থন পেতে হিন্দুদেরকে সুবিধা দিতো এবং মুসলিমদের উপর নির্যাতন চালাত যাতে তাদের সমর্থন পায়।

হিন্দুরা সুবিধা পেলেও যেহেতু তাদের এখানে কোন দোষ নেই সেহেতু তাদের উপর নির্যাতন করা বা চড়াও হওয়ার কোন সুযোগ নেই। কোন মুসলমানের ই উচিত নয় কোন সংখ্যালঘুর ওপর অন্যায় করা। প্রতিশোধ পরায়ণ না হওয়া আর প্রতিশোধ নিতে হলে জালিম সরকারের প্রতিশোধ নিবেন হিন্দুদের থেকে প্রতিশোধ নেয়ার মত কিছু নেই।

গুটি কয়েক হিন্দু ওসি ও সিনিয়র পুলিশ কর্মকর্তা তাদের খারাপ কাজের জন্য তারা দায়ী। তাদের অপকর্মের দায়ভার সমগ্র হিন্দু জাতির উপর দিয়ে তাদের উপর নির্যাতন করা কখনোই উচিত না। বাংলাদেশের মুসলমানরা এরকম করতেও যাবে না কখনো এটা আমার বিশ্বাস।

কিছুদিন যাবত দেখা যাচ্ছে হিন্দুদের বোকা বানিয়ে আওয়ামী লীগ তাদের ইমোশন কে আবেগকে ব্যবহার করে দেশে একটা দাঙ্গা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে যেটা ভারতীয় কিছু মিডিয়ার গুজব ছড়ানো দেখলেই বুঝা যায়।

কিছু কিছু জায়গায় যে সকল লুটপাট ও ভাঙচুর দেখা যাচ্ছে তা সবই এই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর চক্রান্ত। কিছু ভারতীয় এজেন্টর ও আছে এই চক্রান্তের সাথে। এরা খুবই ধূর্ত এদের মোকাবেলা করা কষ্টসাধ্য ব্যাপার।

এরা সব সময় চেষ্টা করবে যত বেশি সম্ভব বাংলাদেশের অস্থিরতা তৈরি করা এবং এতে সফল হলে তারা ধরাছোঁয়ার বাইরে থাকতে পারবে বা দেশ থেকে পলায়ন করতে পারবে বিচারের বাহিরে চলে যেতে পারবে এবং পুনরায় তাদের ঘাটি বাংলাদেশ বড় করতে পারবে। কিন্তু সাধারণ জনগণ সবাই মিলে তাদের এই অপচেষ্টা রুখে দিতে হবে সম্প্রীতি বজায় রাখতে হবে সংখ্যালঘুদের জানমাল এর নিরাপত্তা দিতে হবে।

ব্যাক টু দ্যা পয়েন্ট - মুসলমানরা বিশেষ করে যারা প্র্যাকটিসিং মুসলমান নিয়মিত নামাজ রোজার সাথে সম্পর্ক ছিল দাড়ি টুপি এবং সুন্নাহ অনুযায়ী আমল করতো বা জীবনযাপন করতো বা করার চেষ্টা করত তাদেরকে একটা আতঙ্কে রাখা হয়েছিল যেটা নতুন বিপ্লব বা স্বাধীনতার সাথে দূর হয়েছে।

তবে আমি হলফ করে বলতে পারি সংখ্যালঘুরা মুসলমানদের কাছে নিরাপদ এবং তাদের কোন ভয় নেই। দীর্ঘদিন তাদের মনে যেই ভয়-ভীতি ঢুকিয়ে দিয়েছে শেখ হাসিনা সরকার সেই ভয়ে অচিরেই কেটে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমানরা প্রমাণ করে দিবে তারা কতটা আন্তরিক সংখ্যালঘুদের প্রতি।

সম্প্রীতি বজায় রাখুন সুন্দর বাংলাদেশ গড়ে তুলুন সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।

~ মো. সাজ্জাদুল ইসলাম ( মডারেটর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গ্রুপ)

05/08/2024

আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ

 োবারক
11/04/2024

োবারক

ব্যাপারটা হচ্ছে যার যার দৃষ্টিভঙ্গির। ২০১৫-১৬ তে মোজোর ব্যাপক মার্কেট ভ্যালু ছিলো। "আসমানে পাখামেলো" মোজোর এড ৯০দশকের সব...
09/04/2024

ব্যাপারটা হচ্ছে যার যার দৃষ্টিভঙ্গির।
২০১৫-১৬ তে মোজোর ব্যাপক মার্কেট ভ্যালু ছিলো। "আসমানে পাখামেলো" মোজোর এড ৯০দশকের সবার মনে থাকার কথা।মোজো সে-সময় কোকাকোলা কে টেক্কা দিয়েই চলতো। এরপর হুট করেই কম্পানি প্রোডাকশন বন্ধ করে দেয়। মার্কেট আউট হয়ে যায় মোজো, আরসি কোলার, মত সুন্দর সুন্দর সফ্ট ড্রিংস গুলো। তখন বাজারে একচেটিয়া ব্যাবসা করলো কোকাকোলা। মানুষের আসক্তি দেখে ১৮ সালের ৩৫ টাকার ৪০০ এম এল কোক ৫০ টাকায় বিক্রি শুরু করলো। কারন মানুষ খাবে বাজারে তাদের শক্ত প্রতিদন্দী নেই। তারপর তাদের কম্পানীর ওনার চেঞ্জ হলো, টেস্ট একটু খারাপ হওয়া শুরু হলো। এর মাঝে বাজারে ২৫০ এম এল মোজো আসলো। ২০২৩ সালে ১৮ টাকা মূল্যে ব্যাবসা শুরু করলো। বর্তমানে যা ২০ টাকা। আর ৫০০ এম এল ৩০ টাকা দিয়ে শুরু করলো যা বর্তমানে ৩৫ টাকা। মার্কেট ধরতেই এ টেকনিক।
তখনো প্রান্তিক পর্যায়ের দোকানগুলোতে পাওয়া যেত না। কেননা তেমন সংখ্যক মানুষ কিনতো না। কিছু মানুষ কোকাকোলা খাওয়াকে স্মর্টনেস মনে করতো। কোকাকোলা তাদের একচেটিয়া দাপট দেখিয়েই গেলো। যেখানে ১ লিটার কোক ৯০ টাকায় কিনতে হত সেখানে দেশি ব্রান্ড গুলো দিত ৬০ টাকা মূল্যে ১ লিটার সফ্ট ড্রিংস ।২০২৩ এর মাঝামাঝি ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ যখন মানুষ কোক পেপসি বর্জন করা শুরু করলো তখনও কোকাকোলা কম্পানী বিদ্রুপ করলো। কিন্তু তারা ভাবতে পারেনি এত সংখ্যক মানুষ বয়কট করে তাদের ধ্বস নামায় দিবে। যার ফলস্বরুপ বাংলাদেশের একটি কোকাকোলা প্রডাকশন কারখানা তুর্কীতে বিক্রি হতে যাচ্ছে।
এবার একটু কোকাকোলা নড়ে চড়ে বসলো। দাম কমালো।চাকরি অফার করতেছে। বেশি বিজ্ঞাপন দিচ্ছে। স্টীকার চেঞ্জ করা সহ আরো কত কি!
তবুও মানুষ বেশি সংখ্যক মানুষ ই কিনে না।
তাই তাদের খুব জ্বলতেছে।
আকিজ গ্রুপ মোজো যদি তার স্টিকারে ৫০ নয় ৩৫ লিখে তাহলে ভূল কোথায়???
কোকাকোলা তো ৫০ টাকাতেই বিক্রি করতো।
ওরা ৩৫ এ দিচ্ছে , কি প্রবলেম এটা নিয়ে। এত চুলকানী কেন? এটা ওদের বিজনেস পলিসি। আপনিও এমন পলিসি বের করে দেশি জিনিস দিয়ে বিজনেস করুন। আমরা আপনার টাও কিনবো। আর আলহামদুলিল্লাহ মোজোর স্বাধ খারাপ না।
কত রেস্টুরেন্ট কোকাকোলার নামে ওয়ান টাইম গ্লাসে মজো বিক্রি করতো। এখন সাধু সাজতে আসছে একদল...! আর বোকা বাঙ্গালী, আবেগী কত কি বলতে আসছে! খা ভাই তোরা কোক ই খা। যার যার এতই জ্বলন।

(বিঃদ্র--- "ইহা একটি মোজো ময় পোস্ট)
©কালেক্টেড

পুরাতন গ্যাস সিলিন্ডার ব্যবহার করা থেকে সাবধান।বাংলাদেশের বেশিরভাগ মানুষই এই বিষয়টা জানে না যে গ্যাস সিলিন্ডারেরও মেয়া...
30/03/2024

পুরাতন গ্যাস সিলিন্ডার ব্যবহার করা থেকে সাবধান।
বাংলাদেশের বেশিরভাগ মানুষই এই বিষয়টা জানে না যে গ্যাস সিলিন্ডারেরও মেয়াদ থাকে। আসুন জেনে নেই-

গ্যাস সিলিন্ডারে চারটি নাম্বার থাকে A B C D
A (জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ)
B (এপ্রিল মে জুন)
C (জুলাই আগস্ট সেপ্টেম্বর)
D (অক্টোবর নভেম্বর ডিসেম্বর)
অতঃপর যে দুই সংখ্যার নাম্বার থাকে সেটা হচ্ছে সাল।

বিস্ফোরক অধিদপ্তর থেকে পাওয়া তথ্যে একটা সিলিন্ডারের নির্দিষ্ট লাইফটাইম থাকে। দশ বছর ১৫ বছর। এর পর সেগুলো ধ্বংস করে ফেলতে হয়। কিন্তু আমাদের দেশে গাড়িতে যেটা ১০ বছর বা ১৫ বছর আগে লাগানো হয় সেটা এখনো চলছে। সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ এবং যেকোনও সময় বিস্ফোরিত হতে পারে"।

BBC Bangla

15/03/2024

লাখ লাখ ফিলিস্তিনি নারী ও শিশু ক্ষুধার সাথে যুদ্ধ করছে।
তাও মাসের পর মাস। আমরা থাকবো ত্রিশ রোজা
আর তারা ?
হাসবুনাল্লাহ।

23/02/2024

আরবির প্রতিটা বর্ণই ইবলিশ ও তার
সাঙ্গপাঙ্গদের গালে চপেটাঘাতের মতো লাগে।
আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ,
ইন শা আল্লাহ তো আস্ত আস্ত সব শব্দ...
তাই
বেশী বেশী করে বলুন:
আলহামদুলিল্লাহ,
মা শা আল্লাহ,
সুবহানাল্লাহ,
ইং শা আল্লাহু,
জাযাকাল্লাহ,
আল্লাহু আকবার।

-আরিফ আজাদ

একটি বিশেষ সতর্কতা মূলক পোষ্ট।বাঁচতে হলে জানতে হবে। মিনিকেট চালের ভাত গরমকালেও অনেকক্ষণ ভালো থাকে! আহারে! কত ভালো চাল! ত...
02/01/2024

একটি বিশেষ সতর্কতা মূলক পোষ্ট।

বাঁচতে হলে জানতে হবে। মিনিকেট চালের ভাত গরমকালেও অনেকক্ষণ ভালো থাকে! আহারে! কত ভালো চাল! তাইনা?

আসুন জেনে নিই আসলেই কি আমরা ভালো চাল খাচ্ছি?নাকি আবর্জনা?

❌ মিনিকেট নামে কোন ধান চাষ হয়না বাংলাদেশে।
তাহলে, এই চাল বাজারে আসে কোথা থেকে- এই প্রশ্নের উত্তর খুব সহজ, মিনিকেট চাল তৈরী হয় কারখানায়।

🌾দেশী জাতের ধান (মোটা চালের) চালকলে আসার পর শুরু হয় তেলেসমাতি। প্রথমে ধানের খোসা ছাড়ান হয়। খোসা ছাড়ানোর পর চালের অকৃত্রিম/ন্যাচারাল রঙে কিছুটা খয়েরি/বাদামি আভা থাকে। এরপর কেমিক্যাল ও হোয়াইটনার মেশিনের মাধ্যমে চালের খয়েরি/বাদামি আভার আবরণটিকে আলাদা করা হয়। এই আবরণটি বাদ দেওয়ার পর চাল কিছুটা সরু ও সাদা হয়। এখানেই শেষ নয়, পলিশার মেশিনের মাধ্যমে পলিশ করলেই হয়ে গেল মিনিকেট চাল।

🗣️এবার প্রশ্নের তীর তাক করে কেউ বলতেই পারেন- মোটা চালকে এতোভাবে প্রসেস করে মিনিকেট বানালে তো চাল ব্যবসায়ীর ক্ষতি।
এবার ক্ষতির হিসেবটা করা যাক- ১০০০কেজি মোটা চাল প্রসেস করে মিনিকেট বানালে সাধারণত চাল পাওয়া যায় ৯৩৩কেজি, সাদা খুদ ২৬.৫ কেজি, কালো খুদ ১৪কেজি, মরা চাল ৪.৫ কেজি, ময়লা ০.৭৫ কেজি এবং পলিশ ২৭ কেজি। যোগ করলে দেখা যায় এক হাজার কেজি চাল প্রসেস করার পর পাওয়া যাচ্ছে প্রায় ৬কেজি বেশী।
এই ছয় কেজি হচ্ছে জলীয় বাষ্প ও পানি। রাইস ব্রান তেল কারখানাগুলো পলিশ কিনে নেয়, সাদা খুদ বাজারে চালের অর্ধেক দামে বিক্রি হয়। কালো খুদ আর মরা চাল পশুখাদ্য হিসেবে বিক্রি হয়। ভাবছেন চাল প্রসেসের খরচ কত? ১০০০কেজি মোটা চাল প্রসেস করে মিনিকেট বানাতে খরচ হয় মাত্র ৯০০টাকা হতে ১৫০০টাকা। অর্থাৎ কেজিপ্রতি ৯০পয়সা থেকে দেড় টাকা।

🤔মোটা চাল প্রসেস করে মিনিকেট বানিয়ে বিক্রেতা একটু বেশী লাভ করলে ক্রেতার ক্ষতি কি?
ছোট ক্ষতি হচ্ছে ক্রেতা চিকন চালের দামে মোটা চাল কিনছেন, অর্থাৎ কেজিতে ১৫থেকে ২০টাকা পর্যন্ত ঠকছেন। বড় ক্ষতি হলো কেজিতে ১৫ থেকে ২০টাকা বেশী দিয়ে মিনিকেট চাল নয়, ক্রেতা কিনছেন মোটা চালের আবর্জনা। কারণ, প্রসেস করার মাধ্যমে চালের উপরি আবরণ (bran অর্থাৎ pericarp, seed coat, aleurone layer, embryo) বা পুষ্টিকর অংশ বাদ দেওয়া হয়।
উল্লেখ্য, চালের সর্বমোট ৮৫ ভাগ ভিটামিন B3 থাকে pericarp–এ, প্রোটিন আর ফ্যাট থাকে Aleurone layer -এ, খনিজের ৫১ ভাগ ও মোট আঁশের ৮০ ভাগ থাকে bran –এ, ভিটামিন B1 ও ভিটামিন E থাকে embryo -তে। চালের সব পুষ্টিকর উপাদান তেলের মিলে বিক্রির জন্য প্রসেস করে আলাদা করার পর চাল আর চাল থাকেনা, হয়ে যায় চালের আবর্জনা।

❌ মিনিকেট চাল নামে চালের আবর্জনাকে যতোটা ক্ষতিকর মনে করছেন বাস্তবে আরও বেশী ক্ষতিকর। মোটা চালকে মিনিকেটে রূপান্তর করার বিভিন্ন পর্যায়ে সোডিয়াম হাইড্রোক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্লোরাইড + টুথপেস্ট +এরারুটের মিশ্রণ, সোয়াবিন তেল, ফিটকারি, বরিক পাউডার ব্যবহার করা হয়। প্রতি মৌসুমেই বের হয় নিত্য নতুন কৌশল।

❌ মিনিকেট চালে কখনো পোকা ধরেনা। কারণ পোকাও জানে এই চাল খাওয়ার যোগ্য নয়, এতে পুষ্টিগুণ নেই।
অথচ দেখতে সুন্দর এই অখাদ্যকে আমি আপনি আমাদের পরিবার কে নিশ্চিন্তে খাওয়াচ্ছি এবং নিজেরাও খাচ্ছি!
কিন্তু কেন!?😕

✨শুধু চাল নয়, এমন আরও হাজারো অখাদ্য, আবর্জনা আমরা প্রতিনিয়ত খেয়ে যাচ্ছি জেনে- না জেনে আর তার ফলাফল স্বরূপ ভুগতে হচ্ছে কঠিন কঠিন রোগে সেই সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছি এক ভয়াবহ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনব্যবস্থা!
হিসেব টা মেলানো খুবই সহজ, বাড়িতে কোনো মুরব্বী থাকলে একটু জেনে নিতে হবে আগেকার দিনে তারা কেমন খাবার খেয়ে জীবন যাপন করেছে আর তাদের রোগ বালাই কেমন ছিলো এবং তাদের চিকিৎসা-ই বা কেমন ছিলো।
আজকের দিনে আমরা হাজারো নিত্য নতুন রোগে আক্রান্ত হচ্ছি আর নিত্য নতুন ঔষধ সেবন করে চলেছি যা একটা রোগকে ঠিক করে আরো শত রোগের জন্ম দিচ্ছে আমাদের শরীরে। এ যেনো এক চোরাবালির মধ্যে ডুবে আছি আমরা।

"সুস্বাস্থ্য যেমন
সকল সুখের মূল,
ঠিক তেমন
স্বাস্থ্যকর খাবার সুস্বাস্থের মূল।"

#সংগৃহীত

24/12/2023

Welcome to Sazzad Medical Hall .

The Smallest Bones In our Body Make a Big DifferenceIf you lose this little bone that is in your ear, you will lose the ...
23/10/2023

The Smallest Bones In our Body Make a Big Difference
If you lose this little bone that is in your ear, you will lose the ability to hear and also lose your balance.

So which of the favors of your Lord do you deny?

Address

Uttar Dawlatpur, Bagmara, Lalmai
Cumilla
3570

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801726556811

Alerts

Be the first to know and let us send you an email when Sazzad Medical Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sazzad Medical Hall:

Share