আলোর দিশারী হিলফুল ফুজুল রক্তদান সংস্থা

  • Home
  • Bangladesh
  • Comilla
  • আলোর দিশারী হিলফুল ফুজুল রক্তদান সংস্থা

আলোর দিশারী হিলফুল ফুজুল রক্তদান সংস্থা KASHEM

আলহামদুলিল্লাহ ❤️
02/09/2024

আলহামদুলিল্লাহ ❤️

22/08/2024

ভারত ফারাক্কা বাঁধ তৈরি করেছিলো ১৫৭ কোটি রুপি দিয়ে।
আমাদের ১ কোটি ২৫ লাখ প্রবাসীরা প্রত্যেকে ১ হাজার টাকা করে অনুদান দিলেই, ১২৫০ কোটি টাকায় এর চাইতে অনেক উন্নতমানের বাঁধ নির্মাণ সম্ভব।

21/08/2024

বর্তমানে ভারত বিদ্বেষ দেশপ্রেমের অংশ হয়ে গেছে, ভারত বিদ্বেষ মানে হিন্দুদের প্রতি বিদ্বেষ নয় ✊☹️

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দূর্ঘটনায় মাইক্রোবাস রাস্তার পাশের খাদের পানিতে ডুবে গেলে সন্তানকে এভাবেই বুকে জড়িয়ে রক্ষায় শেষ চ...
20/08/2023

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দূর্ঘটনায় মাইক্রোবাস রাস্তার পাশের খাদের পানিতে ডুবে গেলে সন্তানকে এভাবেই বুকে জড়িয়ে রক্ষায় শেষ চেষ্টা করে বাবা।
মৃত্যু নিশ্চিত জেনেও আদরের মেয়েকে বুক থেকে ছাড়েননি এই বাবা।
পানিতে ডুবে মৃত্যু হয় দু' জনেরই।
সন্তানের প্রতি একজন বাবার ভালোবাসা কতোটা তীব্র হতে পারে ছবিটি তারই একটি চিত্র, সন্তান এর প্রতি বাবা মা এর ভালবাসা অতুলনীয়, পৃথিবীর সকল বাবা মা কে হায়াত দান করুন, আমীন, এবং যে সকল বাবা মা মৃত তাদের কে জান্নাতুল ফেরদাঊস দান করুন, আমীন

14/08/2023

দেলোয়ার হোসেন সাঈদী মা!..রা গেলেন এবং তার কিছুক্ষণ পরেই ভূমিকম্প অনুভূত হল। তার মৃ!..ত্যু!..তে যেন আ!ল্লাহর আরশ কেঁপে উঠল.!🙂

18/06/2023

প্রকাশ না করা ভালোবাসার মধ্যে বাবার ভালোবাসা সর্বশ্রেষ্ঠ,ভালো থাকুক পৃথিবীর সকল বাবা!🖤🌸

𝗛𝗮𝗽𝗽𝘆 𝗙𝗮𝘁𝗵𝗲𝗿'𝘀 𝗗𝗮𝘆❣️

একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে গড়ে ৫ থেকে ৬ লিটার রক্ত থাকে। প্রধানত অস্তিমজ্জায় রক্ত উৎপন্ন হয় ।★★★ রক্তের উপাদান :...
10/01/2023

একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে গড়ে ৫ থেকে ৬ লিটার রক্ত থাকে। প্রধানত অস্তিমজ্জায় রক্ত উৎপন্ন হয় ।

★★★ রক্তের উপাদান :

রক্ত প্রধানত দুটি উপাদান নিয়ে গঠিত । যথা :

★★ রক্তরস বা প্লাজমা:

রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলে ।এই রক্তরসে রক্তকণিকা ভাসমান অবস্থায় থাকে ।রক্তরসে পানির পরিমাণ ৯২% । এছাড়াও রক্তরসে গ্লুকোজ, অ্যামাইনো এসিড, ফ্যাটি এসিড, গ্লিসারল, আমিষ (যেমন : অ্যালুবুমিন, ফিব্রিনোজেন), খনিজলবণ, হরমোন, ভিটামিন, ইউরিয়া, এন্টিবডি, অক্সিজেন, কার্বনডাইঅক্সাইড ও অন্যান্য বর্জ্য পদার্থ ।

★★ রক্তকণিকা:

রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন ধরনের কোষকে রক্তকণিকা বলে । রক্তের ৪৫% হলো রক্তকণিকা । মানুষের রক্তে তিন ধরণের কণিকা থাকে । লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা

★★ রক্তের কাজ:

রক্ত সারা দেহে পানি ও তাপের সমতা রক্ষা করে ।

লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুস থেকে কোষে কোষে অক্সিজেন পরিবহণ করে ।

শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়য় রোগজীবাণু ধ্বংস করে দেহকে সুস্থ রাখে ।

দেহের কোন স্থান কেটে গেলে অনুচক্রিকা সে সস্থানে রক্ত জমাট বাঁধায় । ফলে ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ হয় ।

রক্তরসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, হজমকৃত খাদ্যবস্তু(যথা : গ্লুকোজ, অ্যামিনো এসিড, ফ্যাটি এসিড, গ্লিসারল), হরমোন ইত্যাদি দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় ।

 #আলহামদুলিল্লাহ্‌ 🥰😙 #হিলফুল ফুযুল রক্তদানসংস্থা শাহরাস্তি-মনোহরগঞ্জ।চাঁদপুর জেলায় একটি অন্যতম মাননিক সংগঠন.তাই সম্নানে...
07/05/2022

#আলহামদুলিল্লাহ্‌ 🥰😙
#হিলফুল ফুযুল রক্তদানসংস্থা শাহরাস্তি-মনোহরগঞ্জ।
চাঁদপুর জেলায় একটি অন্যতম মাননিক সংগঠন.তাই সম্নানে আমাদের এই ক্ষুদ্র অর্জন।সম্মান দেওয়ার মালিক শুধু মাএ একজনি মহান রাব্বুল আলামিন।আমরা তার ইবাদাতেই কাজ করি।সত্যি অনেক প্রশান্তির এই ক্রেস্ট, যেন আকাশ ছোঁয়া ভালোবাসা এখানে।

ইনশাআল্লাহ একদিন বিশ্বে নাম লিখাবো প্রানের এই সংগঠন কে।সারা বাংলাদেশে রক্তদান করবো ইনশাআল্লাহ...

ধন্যবাদ প্রিয় সংগঠন সেচ্ছাসেবক ব্লাড ও কল্যান সংস্থা কে।এতো সুন্দর একটি প্রানবদ্ধ আয়োজন করার জন্য...
ধন্যবাদ প্রিয় সহযোদ্ধারা🥰🥰

যারা পরিবারের সাথে ইদ উদযাপন করার জন্য বাড়িতে যাচ্ছেন -১) যাত্রায় মোটরসাইকেল ব্যবহার করবেন না।২) অপরিচিত লোকজনের সাথে সি...
29/04/2022

যারা পরিবারের সাথে ইদ উদযাপন করার জন্য বাড়িতে যাচ্ছেন -
১) যাত্রায় মোটরসাইকেল ব্যবহার করবেন না।
২) অপরিচিত লোকজনের সাথে সিএনজি বা মাইক্রোবাসে উঠবেন না।
৩)রাত্রে যাত্রা বিরতি/এক যান থেকে অন্য যানে উঠার বিরতির ক্ষেত্রে টার্মিনালে/স্টান্ডেই অবস্থান করুন।
৪)যাত্রাপথে বাইরের খাবার পরিহার করুন।
৫)অযাথা ঝুকি নিবেন না।
৬)অধিক যাত্রী হয়ে যানবাহনে উঠবেন না।
"সতর্কতা অবলম্বন করুন"

আপনার যাত্রা শুভ হোক 💝

পিকচার টা দেখে নরমালি বোঝা যাচ্ছে ভেতরে লাশ/মৃত দেহ আছে।হঠাৎ করে বৃষ্টি শুরু।সবাই পলিথিন দিয়ে লাশ টা ঢেকে বারান্দা বা ঘর...
02/04/2022

পিকচার টা দেখে নরমালি বোঝা যাচ্ছে ভেতরে লাশ/মৃত দেহ আছে।হঠাৎ করে বৃষ্টি শুরু।সবাই পলিথিন দিয়ে লাশ টা ঢেকে বারান্দা বা ঘরে আশ্রয় নিয়েছে।যে পিকচারটা ক্যাপচার করেছে,তিনিও রুম থেকেই তুলেছে।
তোমার প্রয়োজন বুঝে নাও কতটুকু।আজ মরলে একটু পরেই সবাই পর।তোমার লাশটা ঘরে তোলা যাবে না।তোমার জন্য কেও বৃষ্টিতে ভিজতেও পারবে না।একটু চোখের পানি পড়বে,যা বাড়িতে পোষা কোনো প্রানী মারা গেলেও পড়ে সবার।
কিন্তু একটা ব্যক্তির দামি কোন অলংকার হারিয়ে গেলে যত বার সেই হারিয়ে যাওয়া অলংকারের কথা স্বরন করে তত বার তুমি মারা গেলেও স্মরণ করবে না।
সুতরাং যত দিন বাঁচবে নিজের জন্য বাঁচো। ইমান আমল নিয়ে বাঁচো। কারন সবচেয়ে আপন হলো আমাদের রব ❤️আল্লাহ❤️।

Address

Comilla

Telephone

+8801716511222

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোর দিশারী হিলফুল ফুজুল রক্তদান সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category