04/06/2025
তারুণ্যের উৎসব-২০২৫
আন্তঃমেডিকেল কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা (আঞ্চলিক পর্যায়) এর ২য় রাউন্ড ২৭ ও ২৮ মে কুমিল্লা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়।এতে ময়নামতি মেডিকেল কলেজসহ ৬ টি মেডিকেল কলেজ অংশগ্রহণ করে।এতে হামদ-নাত বিভাগে ময়নামতি মেডিকেল কলেজের শারাফাত উল্যাহ-তৃতীয়,রবীন্দ্র সংগীত বিভাগে উৎস দেবনাথ-প্রথম,আধুনিক গান বিভাগে মোঃ মাহাবুবুল আলম- প্রথম ও উৎস দেবনাথ-তৃতীয়, লোকগীতি বিভাগে অদিতি দাস-তৃতীয় এবং দেশাত্মবোধক বিভাগে মোঃমাহাবুবুল আলম ও উৎস দেবনাথ-প্রথম, শারাফাত উল্যাহ -তৃতীয় স্হান অর্জন করে।
এছাড়া ও বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডে কুমিল্লা কলেজকে এবং ফাইনাল রাউন্ডে নোয়াখালী মেডিকেল কলেজকে পরাজিত করে ময়নামতি মেডিকেল কলেজ।প্রথম রাউন্ডে ও ফাইনাল রাউন্ডে সেরা বক্তা হন ময়নামমতি মেডিকেল কলেজের সুমাইয়া জান্নাত ও নাহিম হোসেন আফ্রিদি।