Healing Quran রুকইয়াহ

Healing Quran রুকইয়াহ "আমরা শুধু রুকইয়াহ করি না— বরং কুরআন-সুন্নাহর আলোকে পেশেন্টের মনোজগতে প্রবেশ করে তার কষ্টকে বুঝে,সহানুভূতির সাথে সময় দিয়ে সেবা দিয়ে থাকি। অনলাইন এবং অফলাইনে।

রুকইয়াহ
মোবাইলঃ 01616783326
ই মেইলঃ mm5687776@gmail
ঠিকানাঃ লাকসাম বাইপাস,হাউজিং মসজিদের পুর্ব উত্তর পার্শে। লাকসাম কুমিল্লা

আমাদের সেবাঃ
কুরআনের আয়াত এবং হাদীসে বর্ণিত দোয়ার মাদ্ধমেঃ

১।জিনের চিকিৎসা।
২।যাদুটোনার চিকিৎসা।
৩।বান মারা রুগির চিকিৎসা।
৪। শারীরিক জটিল রোগের চিকিৎসা।
৫। মানুষিক জটিল রোগের চিকিৎসা।

#রুকইয়াহ

14/07/2025

এটা AI নয়।এটা সিহর ।
উস্তাদ আবু তহা আদনান হাফি.

12/07/2025

📌 পুতুল দিয়ে কালো জাদু! সাবধান হোন!
🔮 কি করে শয়তানী যাদুকররা পুতুল ব্যবহার করে? অনেক সময় যাদুকররা কোনো ব্যক্তির চুল, নখ, পোশাকের অংশ সংগ্রহ করে একটি কাপড় বা মোমের পুতুল তৈরি করে। এরপর ওই পুতুলে সুচ ঢোকানো, গিঁট বাঁধা বা আগুনে পোড়ানোর মতো কাজ করে তারা কল্পনা করে যে এর প্রভাব ঐ ব্যক্তির উপর পড়বে।
এটি সম্পূর্ণ শয়তান দ্বারা প্ররোচিত এক নিষিদ্ধ কাজ, যা কুফর এবং শিরকের মধ্যে পড়ে। এর মাধ্যমে তারা জিন ও শয়তানের সাহায্য নিয়ে মানুষের ক্ষতি করে—শরীর ব্যথা, সম্পর্ক নষ্ট, ঘুমের ব্যাঘাত, পেটের সমস্যা ইত্যাদি হতে পারে।
⚠️ কিন্তু মনে রাখবেন—এইসব কাজের শক্তি আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই করতে পারে না। আল্লাহ চাইলেই জাদু ব্যর্থ হয়ে যায়।

🕋 সমাধান ও রুকইয়াহ পদ্ধতি:
✅ প্রতিদিনের সকালে ও সন্ধ্যায় সূরা ফালাক, সূরা নাস, এবং আয়াতুল কুরসী ৩ বার পড়ে নিজে ও পরিবারকে ফুঁ দিন।
✅ বাড়িতে নিয়মিত কুরআন তিলাওয়াত ও যিকির চালু রাখুন।
✅ কারো বাসা থেকে পুতুল, তাবিজ, অদ্ভুত জিনিস পাওয়া গেলে তা পুড়িয়ে ফেলুন বা পানিতে ভিজিয়ে কুরআনের তেলাওয়াত করে মাটি চাপা দিন।
✅ প্রতিনিয়ত আল্লাহর নিকট দুআ করুন: "اللهم اكفنيهم بما شئت" (হে আল্লাহ, আপনি যেভাবে ইচ্ছা আমার শত্রুদের থেকে আমাকে রক্ষা করুন)

🛑 সতর্কতা: এই লেখা জাদুর প্রচার নয়, বরং এর বিপদের প্রতি মানুষকে সতর্ক করে, যাতে কেউ এই হারাম ও কুফরি কাজে না জড়িয়ে পড়ে।

🕋 আসুন শিরক ও যাদুর বিরুদ্ধে রুকইয়াহর মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলি।

10/07/2025

ঘটনা: এক উচ্চশিক্ষিত নারীর জীবনে জিনের প্রভাব ও রুকইয়াহর মাধ্যমে মুক্তি

ঢাকার এক উচ্চশিক্ষিত নারী, যিনি ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেছেন এবং কর্পোরেট সেক্টরে কাজ করতেন, হঠাৎ করেই তার জীবনে অদ্ভুত সব সমস্যা দেখা দেয়।

তিনি মাঝরাতে চিৎকার করে উঠে বসতেন। কারো উপস্থিতি অনুভব করতেন কিন্তু কেউ থাকত না। অফিসে মনোযোগ দিতে পারতেন না, মাথায় সবসময় ভার ভার লাগত। চিকিৎসা, কাউন্সেলিং—সবকিছু করেও কোনো ফল হয়নি। অবশেষে পরিবারের পরামর্শে এক হক্কানী আলেমের মাধ্যমে রুকইয়াহ করানো শুরু করেন।

রুকইয়াহ চলাকালে হঠাৎ সেই নারী বিকট কণ্ঠে কথা বলতে শুরু করেন, যা তার স্বাভাবিক কণ্ঠ ছিল না। সেখানে স্পষ্ট বোঝা যায়, তার দেহে এক পুরুষ জিন দীর্ঘদিন ধরে বাসা বেঁধেছিল, যে তাকে ভালোবেসে ঘর বাঁধতে চেয়েছিল এবং তাকে বিয়ে করেছে বলে দাবি করছিল!

আলেম রুকইয়াহ চালিয়ে যেতে থাকেন, কুরআনের আয়াত শুনে সেই জিন কাঁপতে থাকে এবং চিৎকার করে বলে:

“তোমরা আমাদের জ্বালিয়ে ফেলতেছো, আমি তাকে ছাড়ব না!”

কিন্তু অবশেষে, কয়েক দিন পর সেই নারী নিজে কেঁদে বলেন –
“আল্লাহর কসম, আমি এখন হালকা অনুভব করছি, যেন কেউ অনেকদিন পর আমার শরীর থেকে চলে গেছে।”

এরপর দীর্ঘ চিকিৎসা, রুকইয়াহ ও যিকির-আযকারের মাধ্যমে সে নারী সম্পূর্ণ সুস্থ হন এবং আল্লাহর পথে ফিরে আসেন।

এই ঘটনার শিক্ষা:

অদৃশ্য জগত অস্বীকার করা যায় না — জিন, শয়তান এবং তাদের প্রভাব বাস্তব এবং কুরআন-হাদীসে প্রমাণিত।

পাপ ও দুর্বল আকীদা জিনের প্রবেশের পথ খুলে দেয় — গান, নগ্নতা, যাদু, শরীয়তবিরোধী কাজ জিনদের প্রবেশ সহজ করে।

রুকইয়াহ আল্লাহর অনুমতিকৃত একটি চিকিৎসা — তবে এটি হতে হবে কুরআন-সুন্নাহভিত্তিক, যাদুকর বা কাফের ঝাড়ফুঁক নয়।

সকাল-সন্ধ্যার যিকির, আয়াতুল কুরসী, সূরা ফালাক, নাস পড়া আত্মার জন্য ঢাল — প্রতিদিন এই আমল না করলেই শয়তানের আক্রমণের সুযোগ বাড়ে।

সতর্কবার্তা:

এই ধরনের ঘটনা থেকে ভয় না পেয়ে, সচেতন ও আল্লাহমুখী হওয়া জরুরি।নিজে ও পরিবারকে রক্ষা করতে হলে ঈমান, আমল এবং যিকিরের উপর দৃঢ় হতে হবে।

ইক্বরা টিভি। সরাসরি ফোনালাপের অনুষ্ঠান চলছে। উপস্থাপনায় আছেন শায়খ আব্দুল্লাহ শাহাদাত। এক মহিলা কল করলো।-আসসালামু আলাইকুম...
09/07/2025

ইক্বরা টিভি। সরাসরি ফোনালাপের অনুষ্ঠান চলছে। উপস্থাপনায় আছেন শায়খ আব্দুল্লাহ শাহাদাত। এক মহিলা কল করলো।

-আসসালামু আলাইকুম।
-ওয়া 'আলাইকুমুস সালাম।
-শায়খ! আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ তা'আলা কি আমাকে ক্ষমা করবেন?
-কেনো ক্ষমা করবেন না, অবশ্যই ক্ষমা করবেন। নিশ্চই তিনি অতি ক্ষমাশীল অতি দয়ালু।
আল্লাহ তায়ালা বলেছেন, (আপনি বলে দিন, হে আমার বান্দারা! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো! আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু(যুমারঃ ৫৩)।

- কিন্তু আমার গুনাহটা অনেক বড় আর গুরুতর। আল্লাহ কিছুতেই আমাকে ক্ষমা করবেন না।

- না বোন! আপনি এমনটা ভাববেন না। আল্লাহ তা'আলা বলেছেন,
(নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। এছাড়া আর (সব) পাপ তিনি যাক ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে ঘোরতর ভ্রান্তিতে পতিত হয়। (নিসাঃ১১৬)

-আমি সাত-সাতবার হজ করেছি। কিন্তু এ পর্যন্ত একবারও কা'বাঘর নিজ চোখে দেখতে পাইনি।

শায়খঃ ইয়াল্লাহ! ইয়া রাব!

মহিলাঃ আমি হেরেমে প্রবেশ করার পর তাওয়াফ কারীদেরকে দেখি, কিন্তু কা'বাঘর দেখতে পাই না। এমনকি একজন আমার হাত ধরে কা'বা শরী ছুঁইয়েও দেখিয়েছি। আমি হাত দিয়ে কা'বা ধরতে পেরেছি। কিন্তু কা'বা আমার সামনে দৃশ্যমান হয়নি।

শায়খঃ তাহলে তো দেখা যাচ্ছে আপনার পাপটা সত্যিই গুরুতর। বলুনতো কি এমন পাপ করেছেন? নিশ্চিত হয়ে বলুন, যাতে আমার বুঝতে সুবিধা হয়।

মহিলাঃ আমি অশ্লীল কাজে লিপ্ত ছিলাম। বিয়ের পরও অনেকবার হয়েছে। আমি ঠিক বলতে পারছি না, কোন পাপের কারনে আমার এই অবস্থা হয়েছে।

শায়খঃ অসম্ভব! এটা ছাড়াও অন্য কোনো পাপ আছে। শুধু অশ্লীলতার জন্য এমনটা ঘটতে পারে না। আপনি ভেঙে বলুন। আপনি কী করেছেন?

মহিলাঃ সত্যি কথা বলতে কি, আমি একজন নার্স। আমার গোপনে সম্পর্ক ছিলো একদল ব্ল্যাকম্যাজিক (কালোজাদু) চর্চাকারীদের সাথে। তারা নানাভাবে জাদুচর্চা করতো। তারা শবসাধনা করতো।

জাদুকরের শিখিয়ে দেয়া নিয়মানুযায়ী, হাসপাতালের হিমাগারে চুরি করে প্রবেশ করতাম। শবগুলো মুখে 'বিশেষ কাজ" করে মুখগুলো সেলাই করে দিতাম। শবগুলোকে এই অবস্থাতেই দাফন করা হতো। এই ন্যাক্কারজনক কাজ অসংখ্যবার করেছি।

শায়খঃ এমন কাজ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জাদুবিদ্যা তো শিরক।
নিশ্চয়ই শিরক বড় পাপ (লুকমানঃ১৩)

দুই সপ্তাহ পরে, ইক্বরা অনুষ্ঠানে একটা ফোন আসলো।

-আসসালামু আলাইকুম
- ওয়া 'আলাইকুমুস সালাম।
- হ্যালো শায়খ! দু' সপ্তাহ আগে একজন মহিলা ফোন করেছিলেন, আমি তার সন্তান।

শায়খঃ জি, বাবা! চিনতে পেরেছি। বলো কি খবর।

ছেলেঃ শায়খ! আমার আম্মু ইন্তিকাল করেছেন। তার মৃত্যুটা স্বাভাবিকভাবেই হয়েছে। কিন্তু দাফনের সময় এমন একটা ঘটনা ঘটেছে, আমরা কেউ ধারণাও করতে পারি নি এমনটা কখনো ঘটতে পারে।

শায়খঃ কী ঘটনা?

ছেলেঃ জানাযার পর আমরা কবরস্থানে গেলাম। লাশ কবরে নামাতে গিয়েই বিপত্তি বাঁধলো। আমরা কবরে নামলেই কবরটা সংকুচিত হয়ে আসে। লাশ বের করলে কবরটা আবার ঠিক হয়ে যায়। আবার লাশ নামালে কবরটা সংকুচিত হয়ে যায়। এমনকি আমাদের পক্ষে ভেতরে দাঁড়ানোও অসম্ভবত হয়ে দাড়িয়েছিলো। এ ঘটনা দেখে, সাথে যারা ছিলো ভয়ে পারলিয়ে গেলো। তারা বললো, তোমার মা হয়তো এমন কোনও কাজ করেছে যে, কবর তাকে গ্রহণ করতে চাচ্ছে না। আমি বসে বসে কাঁদতে লাগলাম। এমন সময় দেখলাম একজন বৃদ্ধ লোক আসলে। তার পোশাক ছিলো অত্যন্ত উজ্জ্বল আর শুভ্র। দেখলেই মন ভালো হয়ে যায় এমন একজন মানুষ। তাকে দেখেই আমার মনে হলো, আমার আমনে এজন ফিরিশতা দাঁড়িয়ে আছেন। বিশেষ করে তার সাথে কথা বলে বিশ্বাসটা আরও বদ্ধমূল হলো। তিনি বললেন,

তোমার আম্মুকে যেভাবে আছে রেখে চলে যাও। পেছনে ফিরে তাকাবে না। আমি কোনও কথা না বলে চলে আসলাম। কিছুদূর আসার পর আমি আর কৌতূহল দমন করতে পারলাম না। আমার মায়ের কী হলো সেটা না দেখে বাড়ি যেতে মন টানছিলো না। পেছন ফিরে তাকালাম। দেখলাম, আকাশ থেকে প্রকাণ্ড এক অগ্নিগোলক ছুটে আসলো। চোখের নিমিষেই আম্মার লাশটাকে পুড়িয়ে ছাই করে দিলো। খাটিয়াসহ পুড়ে ছাই হয়ে গেলো।

আগুনের উত্তাপ এত প্রবল ছিল যে, এতদূর থেকেও আমার মুখটা ঝলসে গেল। শুধু দুচোখ অক্ষত রইলো।

আমি চিন্তিত হয়ে গেলাম, আমার চেহারা কেনো ঝলসে গেলো? আল্লাহ কি আমার প্রতি নারাজ?

শায়খঃ প্রিয় বৎস! সম্ভবত আল্লাহ তা'আল মায়ের পাপ থেকে তোমাকে পবিত্র করতে চেয়েছেন। তুমি তো তোমার মায়ের হারাম উপার্জনেই বড় হয়েছো। আল্লাহকে ভয় করো। তাঁর কাছেই ক্ষমা চাও। আল্লাহ আ'আলা তোমার জন্য যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো।

[যারা যাদুকর/কবিরাজ/কুফরী হুজুরের কাছে যান তারা নিজেদের পরিনতি সম্পর্কে সচেতন হোন। তওবা করে ফিরে আসুন। মৃত্যু অতি সন্নিকটে।]

Atik Ullah হাফিযাহুল্লাহ।

সচেতনতার জন্য শেয়ার করুন

Healing Quran রুকইয়াহ

শিডিউল :
Dhaka: 01577-267460
Cumilla: 01616-783326

BDruqyah.com

📘 বদ নজর থেকে বাঁচার উপায়বদ নজর বা "নজর লাগা" একটি বাস্তব বিষয়, যা হাদীস দ্বারা প্রমাণিত। এটি মানুষের ঈর্ষা, অতিরিক্ত ...
08/07/2025

📘 বদ নজর থেকে বাঁচার উপায়
বদ নজর বা "নজর লাগা" একটি বাস্তব বিষয়, যা হাদীস দ্বারা প্রমাণিত। এটি মানুষের ঈর্ষা, অতিরিক্ত প্রশংসা বা হিংসা থেকে সৃষ্টি হতে পারে। তাই আমাদের উচিত আত্মা ও পরিবেশকে সবসময় আল্লাহর জিকিরে রাখার চেষ্টা করা।

🔹 প্রতিরোধের কার্যকর কিছু উপায়ঃ

✅ প্রতিদিন নিয়মিত যিকির ও দোয়া করা
✅ সকাল-সন্ধ্যার যিকির করা
🔸 (আয়াতুল কুরসী, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস — তিন কুল)
✅ রাসূল ﷺ-এর শেখানো দোয়া পড়া:
“আউযু বি-কালিমাতিল্লাহিত-তাম্মাতি মিন শাররি মা খালাক।”
(অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাক্য দ্বারা আশ্রয় চাই, তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে।)

✅ কারো প্রশংসা করলে "মাশাআল্লাহ" বলা
✅ হিংসা ও ঈর্ষা থেকে আত্মাকে পরিষ্কার রাখা
✅ আল্লাহর উপর তাওয়াক্কুল ও আত্মবিশ্বাস বজায় রাখা
✅ নারীদের জন্য পর্দা রক্ষা করা ও সৌন্দর্য গোপন রাখা

📖 রাসূলুল্লাহ ﷺ এর আমল:
তিনি হাসান ও হুসাইন (রা.)-কে বদ নজর থেকে রক্ষা করতে নিয়মিত এই দোয়া করতেন:
“উইজুকুমা বি-কালিমাতিল্লাহিত তাম্মা, মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ, ওয়া মিন কুল্লি ‘আইনিন লাম্মাহ।”
(তিরমিযী: ২০৬০)

🟦 স্মরণ রাখুন:
নজর লাগার শিকার হতে পারে যেকোনো মানুষ— এমনকি শিশু, সম্পদ, রূপ বা প্রতিভার ক্ষেত্রেও। তাই প্রতিরোধ করাই বুদ্ধিমানের কাজ।

🔁 শেয়ার করে অন্যকেও সচেতন করুন।

আলহামদুলিল্লাহ!সব প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সমস্ত কিছুর মালিক ও কার্যকর করার ক্ষমতাধর।মাত্র ১৫ মিনিট রুকইয়াহ ক...
07/07/2025

আলহামদুলিল্লাহ!
সব প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সমস্ত কিছুর মালিক ও কার্যকর করার ক্ষমতাধর।

মাত্র ১৫ মিনিট রুকইয়াহ করার পরই জিনটি পালিয়ে যায় — আল্লাহর কুদরতে!এই জিন অহংকার করে বলেছিল:
“তুমি যত টাকা খরচ করো না কেন, আমাকে বের করতে পারবে না।”

কিন্তু আল্লাহ তার সেই অহংকারকে মুহূর্তেই চূর্ণ-বিচূর্ণ করে দিলেন।

হে আল্লাহ!
এই বোনকে আপনি সম্পূর্ণ আরোগ্য ও সুস্থতা দান করুন।
তাকে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা, শান্তি ও বরকত দিন।
আমিন!

জিন, জাদু, বদনজর এর চিকিৎসার What's App করুন নিচের নাম্বারে: +880 1616-783326

🕋 রুকইয়াহ শোনার পর শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া — ভয় নয়, এটাই সুস্থতার সূচনা! 🌿অনেকে রুকইয়াহ (রুহানী চিকিৎসা) শোনার প...
06/07/2025

🕋 রুকইয়াহ শোনার পর শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া — ভয় নয়, এটাই সুস্থতার সূচনা! 🌿

অনেকে রুকইয়াহ (রুহানী চিকিৎসা) শোনার পর বিভিন্ন ধরণের শারীরিক ও মানসিক পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেন। এতে ভয় পাওয়ার কিছুই নেই। বরং এটি ইঙ্গিত দেয় যে, আল্লাহর রহমতে সমস্যার গোড়ায় রুকইয়াহ কাজ করতে শুরু করেছে।

📌 সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া:
মাথা ব্যথা
বমি ভাব বা বমি
শরীরের বিভিন্ন স্থানে ব্যথা
দুঃস্বপ্ন দেখা
অতিরিক্ত ঘুম বা ঘুমের ব্যাঘাত

✅ করণীয়:
1. ভয় না পেয়ে ধৈর্যের সাথে নিয়মিত রুকইয়াহ চালিয়ে যান।
2. বিশ্বস্ত রাক্বীর পরামর্শ নিন ও যোগাযোগ রাখুন।
3. পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় সাপ্লিমেন্ট গ্রহণ করুন।

💡 মনে রাখবেন, সমস্যা সাময়িকভাবে বেড়ে গেলেও ইনশাআল্লাহ অল্পদিনেই তা কমে যাবে, এবং রোগী সুস্থতার পথে এগোবে।

🤲 আল্লাহ আমাদের সবাইকে সম্পূর্ণ শিফা দান করুন। আমিন।

#রুকইয়াহ #রুহানীচিকিৎসা #শিফা #দুআ #ইসলামিকপোস্ট

04/07/2025

বাবার একমাত্র সন্তান - যাদুর প্রভাবে পাগল প্রায়। এলোমেলো কথা বলে - বয়স ২২ অথচ ছোট বাচ্চাদের মতো আচর করে৷ রাতে আয়নার সামনে গিয়ে সাজে। মাঝে মধ্যে কাকে যেন সিজদা দেয়। মাথায় সিদুর লাগায়। হিন্দি গান- সিনেমা,জি বাংলা চ্যানেল দেখে।

হিন্দু যাদুর খাদেমে আক্রান্ত তাই এমন হচ্ছে৷
আল্লাহ হিফাজত করুন।

সচেতনতার জন্য শেয়ার করুন

Healing Quran রুকইয়াহ

শিডিউল :
Dhaka: 01577-267460
Cumilla: 01616-783326

BDruqyah.com

❌ বিয়ে আটকে রাখার যাদু (সিহরু তাম্লিক – سحر تعطيل الزواج) কী?বিয়ে আটকে রাখার জাদু এক বিশেষ ধরনের কালো যাদু, যার মূল লক্ষ...
04/07/2025

❌ বিয়ে আটকে রাখার যাদু (সিহরু তাম্লিক – سحر تعطيل الزواج) কী?

বিয়ে আটকে রাখার জাদু এক বিশেষ ধরনের কালো যাদু, যার মূল লক্ষ্য — একজন নারী বা পুরুষের বিয়েতে বাধা সৃষ্টি করা। এতে দেখা যায়:

কেউ আগ্রহ প্রকাশ করে না,

আগত প্রস্তাবগুলো হঠাৎ বাতিল হয়ে যায়,

অথবা সম্পর্কের পথে অকারণে ঝগড়া বা বিভ্রান্তি তৈরি হয়।

🔥 এ ধরনের যাদুর ফলে একজন নারীর উপর হতে পারে:

🧠 ১. মানসিক ও আবেগগত ক্ষতি

হতাশা ও কষ্ট: বারবার চেষ্টা ব্যর্থ হওয়ায় মানসিক অশান্তি সৃষ্টি হয়।

অস্বাভাবিক ভয়: বিয়ের কথা শুনলেই ভয় বা অস্থিরতা।

আত্মসম্মানহানী: “আমার মধ্যেই সমস্যা” — এমন ভাবনা মাথায় আসে।

বিষণ্ণতা (ডিপ্রেশন): ধীরে ধীরে মনোবল ভেঙে পড়ে।

🩺 ২. শারীরিক ক্ষতি

হঠাৎ অসুস্থতা: চিকিৎসা করেও ভালো না হওয়া।

মাথাব্যথা বা মাইগ্রেন: বিয়ের আলোচনা হলেই মাথা ধরার প্রবণতা।

ঘুমে সমস্যা: দুঃস্বপ্ন দেখা, ঘুম ভেঙে ভয় পাওয়া ইত্যাদি।

👻 ৩. আধ্যাত্মিক ক্ষতি

জিন/শয়তানের প্রভাব: প্রস্তাব এলেই অজানা কারণে তা বাতিল হয়ে যায়।

ইবাদতে অনাগ্রহ: নামায, কুরআন বা জিকিরে মন না বসা।

অদ্ভুত ঘটনা: ঝগড়া, অশান্তি বা সিদ্ধান্ত হঠাৎ বদলে যাওয়া।

🔍 লক্ষণসমূহ (Signs):

1. প্রতিবার বিয়ের প্রস্তাব এলেই অদৃশ্য কারণে তা বাতিল হয়।

2. মেয়ের প্রতি কেউ আকৃষ্ট না হওয়া, অথবা নেতিবাচক মন্তব্য করা।

3. মেয়ের ভেতরে নিজেই বিয়ে না করার অনিচ্ছা কাজ করা।

4. রাতে দুঃস্বপ্ন দেখা, কালো ছায়া অনুভব করা।

5. সব গুণ থাকা সত্ত্বেও বিয়েতে একের পর এক সমস্যা হওয়া।

💡 করণীয়:

✅ সুন্নাহভিত্তিক রুকইয়াহ করানো
অভিজ্ঞ, আমানতদার ও কুরআন-হাদীসভিত্তিক রুকইয়াহ কারীর মাধ্যমে চিকিৎসা করানো উচিত।
🔹 এতে ইন শা আল্লাহ আল্লাহর ইচ্ছায় শিফা আসবে।

সচেতনতার জন্য শেয়ার করুন

Healing Quran রুকইয়াহ

শিডিউল :
Dhaka: 01577-267460
Cumilla: 01616-783326

BDruqyah.com

02/07/2025

শুধু বিভিন্ন জায়গায় পরে আঘাত পায়। কুরআন তিলাওয়াত করতে বসলেই বুক + মাথা ব্যথা শুরু হয়।

সচেতনতার জন্য শেয়ার করুন

Healing Quran রুকইয়াহ

শিডিউল :
Dhaka: 01577-267460
Cumilla: 01616-783326

BDruqyah.com

বাচ্চাদের ছবি অনলাইনে আপলোড দিচ্ছেন!!!!আলজেরিয়ার তনস শহরে এক নারীকে হাতে-নাতে ধরা হয়েছে। সে এক শিশুর ছবি দিয়ে ঝাড়ফুঁ...
01/07/2025

বাচ্চাদের ছবি অনলাইনে আপলোড দিচ্ছেন!!!!
আলজেরিয়ার তনস শহরে এক নারীকে হাতে-নাতে ধরা হয়েছে। সে এক শিশুর ছবি দিয়ে ঝাড়ফুঁক ও কালো-জাদু করছিল। তার কাছ থেকে ওই শিশু বাচ্চার ছবি ও তাবিজ-জাতীয় জিনিসপত্র উদ্ধার করা হয়।

আজকাল অনেক জাদুকর ছবি দিয়েই জাদুটোনা করে থাকে। এজন্য ছবি প্রচারে আমাদের সতর্ক থাকা উচিত।

ভাবুন, যদি আপনার সন্তানের কোন ছবি আপনার শত্রুর মারফতে এমন কোন জাদুকরের হাতে পৌঁছায়, কী হতে পারে?

এজন্য বলব, বাচ্চাদের ছবি পাবলিক করা থেকে বিরত থাকুন। তাদেরকে গোপন রাখুন। বাচ্চারা মাসুম, এদেরকে জাদুর কবলে ফেলবেন না।

সচেতনতার জন্য শেয়ার করুন

Healing Quran রুকইয়াহ

শিডিউল :
Dhaka: 01577-267460
Cumilla: 01616-783326

BDruqyah.com
Cltd

30/06/2025

অনলাইন সেশন কানাডা- প্রবাসী ভাই বোনেরা নিয়মিত Healing Quran রুকইয়াহ সেন্টার থেকে অনলাইনে রুকইয়াহ সেবা নিচ্ছেন।
আল্লাহ সকলের উপর রহম করুন

Healing Quran রুকইয়াহ

শিডিউল :
Dhaka: 01577-267460
Cumilla: 01616-783326

BDruqyah.com

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Healing Quran রুকইয়াহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Healing Quran রুকইয়াহ:

Share