16/07/2025
💌 "তোমার জন্য, এক নিঃশব্দ চিঠি"
তোমাকে অনেকদিন দেখি না...
তোমার কণ্ঠস্বর, তোমার হাসি — সবকিছু যেন আজও কোথাও একটা রয়ে গেছে, আমার ভেতরে।
জানো, মাঝরাতে এখনো কখনো কখনো তোমার নামটা মাথায় আসে।
স্বপ্নে দেখি, আমরা দুজনে হাঁটছি কোনো পরিচিত পথ ধরে — হাসছি, বলছি, আবার রাগারাগী করছি আর তুমি আমার রাগ ভাঙবে বলে ফুল নিয়ে আসছো....
অথচ বাস্তবে...
আমরা এখন আলাদা পথের যাত্রী।
তুমি আছো তোমার পৃথিবীতে, আমি আছি আমার।
কথা হয় না, দেখা তো দূরের কথা।
তবুও বলি —
আমি রাগ রাখি না, অভিমানও না।
শুধু একটা মৃদু স্মৃতি বয়ে বেড়াই —
একটা সময়, যেখানে তুমি ছিলে, আমি ছিলাম।
তোমার জন্য শুভকামনা রইল —
যেখানে থাকো, ভালো থেকো, শান্ত থেকো।
আর যদি কোনো একদিন, হঠাৎ করেই দেখা হয়ে যায়...
আমি শুধু মৃদু হেসে ভাববো আর কখনো কথা হবে না..... ❤️🩹