12/09/2025
🕌 জুম্মা মোবারক! 🌙
আলহামদুলিল্লাহ, আবার এসে গেছে রহমত, বরকত ও মাগফিরাতের বিশেষ দিন—জুম্মা।
এই পবিত্র দিনে মুসলিম উম্মাহর জন্য রয়েছে অসংখ্য ফজিলত ও বিশেষ দোয়া কবুলের প্রতিশ্রুতি।
রাসূল (সা.) বলেছেন, "জুম্মার দিনে এমন একটি মুহূর্ত আছে, যখন বান্দা আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তায়ালা তা কবুল করে নেন।" (বুখারী ও মুসলিম)
🕋 আসুন, এই জুম্মার দিনে আমরা নিজ নিজ গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আত্মশুদ্ধির জন্য চেষ্টা করি এবং নিজের ও প্রিয়জনদের জন্য দোয়া করি।
যে যা কিছু হৃদয়ে লালন করছে, আল্লাহর দরবারে সেই চাওয়াটা পেশ করুন। নিশ্চয়ই আল্লাহ সব শুনেন, জানেন, এবং দয়ালু।
🔬 Matry Diagnostic Center আপনাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমরা বিশ্বাস করি, স্বাস্থ্যই হচ্ছে প্রকৃত সম্পদ। তাই আধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ টেকনিশিয়ান এবং সঠিক রিপোর্টিং-এর মাধ্যমে আমরা দিচ্ছি নির্ভরযোগ্য ডায়াগনস্টিক সেবা।
✅ সঠিক রিপোর্ট
✅ আধুনিক ল্যাব সুবিধা
✅ আন্তরিক গ্রাহকসেবা
✅ সাশ্রয়ী মূল্য
📍 আমাদের ঠিকানা: ২২৩, হাসপাতাল রোড, চান্দিনা
📞 যোগাযোগ: +৮৮০১৭৮৭-৩০৫০৭১
🙏 এই জুম্মার বরকতময় দিনে আপনাদের সুস্থতা ও মঙ্গল কামনা করছি।
জুম্মা মোবারক!
#জুম্মা_মোবারক #স্বাস্থ্য_হোক_অগ্রাধিকার #বিশ্বাস_ও_সঠিকতা