Dr. Rojena Akter

Dr. Rojena Akter ডা. রোজিনা আক্তার (জেনারেল ফিজিশিয়ান)
MBBS, CMU, PGT.

ঈদুল ফিতর ২০২৪ এ ডিউটিরত ছিলেন জুলাই বিপ্লবের একমাত্র ডাক্তার ডা. সজীব সরকার।ছবিটি ঈদের দিনেরই। আজ তিনি না ফেরার দেশে। এ...
01/04/2025

ঈদুল ফিতর ২০২৪ এ ডিউটিরত ছিলেন জুলাই বিপ্লবের একমাত্র ডাক্তার ডা. সজীব সরকার।

ছবিটি ঈদের দিনেরই। আজ তিনি না ফেরার দেশে। এ দেশের মানুষের মুক্তির জন্য নিঃসঙ্কোচে জীবন বিলিয়ে দিয়েছেন।

২০২৪ সালের ১৮ জুলাই, রোজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরার আজমপুরে শহীদ তানভীন সড়কে পুলিশের গু'লিতে নির্মমভাবে শা'হা'দা'তবরণ করেন ডা. সজীব।

শহীদের মা এখনো পথ চেয়ে আছে কোন এক ভোরে ফজরের নামাজের ওয়াক্তে তার না'ড়ী ছে'ড়া ধন ফিরে আসবে বলে। তাইতো ভোরে ঘুম থেকে উঠে বসে থাকেন মা প্রতিদিন।

- July Revolutionary Alliance - JRA's Post

ইন্ডিয়ান ক্যামিকেল ড্রাগন টনিক নামক ক্যামিকেল আরও কি সর্বনাশ নিয়ে আসবে জানিনা।নিচের পোস্টটি নিয়ে আমার ব্যাক্তিগত মন্তব্য...
03/11/2022

ইন্ডিয়ান ক্যামিকেল ড্রাগন টনিক নামক ক্যামিকেল আরও কি সর্বনাশ নিয়ে আসবে জানিনা।

নিচের পোস্টটি নিয়ে আমার ব্যাক্তিগত মন্তব্য

সতর্কতা পোস্টঃ
এই বিদেশি ড্রাগন কিনেছিলাম মিরপুর-৬ নং ভ্যানের উপর থেকে।
এটা খেয়ে প্রান গেলো আমার প্রান প্রিয় ১.৫ বছর বয়সের কুট্টুস পাখির যে আমার বাচ্চার চেয়ে কম কিছুই ছিলো না সাথে অসুস্থ হইছে আমার মেয়ে ৯+ মাস।
দুইজনই কেমিক্যাল রিএকশনে আক্রান্ত। ৭দিন পার হয়ে গেছে মেয়েটা এখনো পুরাপুরি সুস্থ না।
ডঃ বলেছেন ড্রাগন খেয়ে প্রায় ১০০+ বাচ্চা উনার কাছে অসুস্থ হয়ে আসছেন।অনেক বাচ্চার ইউরিনের সাথে ব্লাড গেছে।এটা আরও মারাত্মক হতে পারে।

আজ আমার পাখিটার জানের উপর দিয়ে হইত আমার মেয়ের জান টা বেচে গেলো।
যাদের ছোট বাচ্চা আছে প্লিজ বাচ্চাকে তার রুটিনের বাহিরে কোন খাবার দেওয়ার আগে সাবধান।

আমার বাচ্চার হয়েছে বলে আপনার বাচ্চারাও হবে তার কোন মানে নেই।তার পরেও বাচ্চাদের বেপারে একটু সাবধান হওয়া ভালো।

বাচ্চাটা আমার এমনই অসুস্থ যে লেকটসই তার হজম হচ্ছে না। এখন এর বেশি কিছুই আমি বলতে পারছি না।সবাই আমার কুট্টুস পাখি আর তাইন এর সুস্থতার জন্য দুয়া করবেন।

সংগ্রীহিত পোস্ট

প্রচন্ড ঝড়ে কোথাও বিদ্যুৎ নাই।হাসপাতালের জেনারেটর নস্ট।Ruptured Ectopic Pregnancy পেশেন্ট এর অপারেশন চলছে মোবাইল আর টর্চ...
24/10/2022

প্রচন্ড ঝড়ে কোথাও বিদ্যুৎ নাই।
হাসপাতালের জেনারেটর নস্ট।
Ruptured Ectopic Pregnancy পেশেন্ট এর অপারেশন চলছে মোবাইল আর টর্চের আলোতে।
অপারেশন না করলে রুগীর বেঁচে থাকার সম্ভাবনা যখন ক্ষীণ,তখন তো একটু ঝুঁকি নিতেই হবে।
ধন্যবাদ ডা.জাকিয়া সুলতানা ম্যাডাম,ডা.তানিয়া আফরোজ ম্যাডাম,ডা.হাবিবুর রহমান স্যার, ইন্টার্ন চিকিৎসক এবং নার্সসহ উপস্থিত সকলকে সফলভাবে অপারেশন সম্পন্ন করার জন্য।

স্থানঃ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
Dr. Rojena Akter

18/09/2022
কনজাংটিভাইটিসের(চোখ ওঠা) সিজন এখন। চারদিকে প্রচুর লোকজন আক্রান্ত এই রোগে। তাই সবসময় চেষ্টা করবেন  হাত, চোখ পরিষ্কার রাখত...
12/09/2022

কনজাংটিভাইটিসের(চোখ ওঠা) সিজন এখন। চারদিকে প্রচুর লোকজন আক্রান্ত এই রোগে। তাই সবসময় চেষ্টা করবেন হাত, চোখ পরিষ্কার রাখতে। পরিষ্কার করা ছাড়া চোখে হাত দিবেন না। চোখকে ধুলাবালি থেকে মুক্ত রাখুন। হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু সাথে সাথে রাখুন। আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে আসা পরিহার করুন। এটি কিন্তু অতিমাত্রায় ছোঁয়াচে।

চোখ ওঠা রোগে কী করবেন?

চোখ যে শুধু মনের কথা বলে তা নয়, চোখ আপনার রোগের কথাও বলে। চোখের সাদা অংশটি লালচে হলে, চোখ দিয়ে পানি পড়লে, প্রদাহ হলে তাকে চোখ ওঠা বা কনজাংটিভাইটিস বলে।

চোখ ওঠার লক্ষণ ও উপসর্গ
১. চোখের সাদা অংশ লাল হয়ে যাওয়া;
২. চোখের পাতা ফুলে যাওয়া;
৩. চোখ দিয়ে পানি পড়া;
৪. চোখে জ্বালাপোড়া করা, খচখচ করা;
৫. ঘুম হতে ওঠার পর চোখের দুই পাতা একসঙ্গে লেগে থাকা;

কীভাবে চোখ উঠার জীবাণু ছড়ায়
১. চোখ ওঠা খুবই ছোঁয়াচে রোগ। সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়ার সংক্রমণে এটি হয়। অপরিষ্কার হাত, আক্রান্ত ব্যক্তির স্পর্শে, আক্রান্ত ব্যক্তির তোয়ালে, গামছা ব্যবহারে চোখ উঠতে পারে।
২. অ্যালার্জি ধুলাবালির মাধ্যমে;

চিকিৎসা :-
যেসব কারণে চোখ ওঠে, সেসব বিষয় থেকে দূরে থাকতে হবে।
১. হালকা কুসুম গরম পানি দিয়ে চোখ পরিষ্কার রাখতে হবে এবং চোখের পাতাগুলো খোলা রাখতে হবে।
২. চোখে কালো চশমা পরতে পারেন।
৩. পর্যাপ্ত বিশ্রাম ও ভিটামিনযুক্ত খাবার খান।


কখন চিকিৎসকের কাছে যাবেন:-
১. যখন আপনার চোখ থেকে ঘন হলুদ কিংবা সবুজাভ হলুদ রঙের ময়লা পদার্থ বের হয়;
২. চোখ ব্যথা থাকলে;
৩. চোখে ঝাপসা দেখতে পেলে অথবা দেখতে সমস্যা হলে;

৪. চোখের সাদা অংশ ফুলে উঠলে কিংবা লাল হয়ে গেলে।

যা করবেন না :-
১. কোনো চিকিৎসকের অনুমতি ছাড়া চোখের ড্রপ ও ওষুধ ব্যবহার করা যাবে না।

প্রতিকার :-
১. চোখ ওঠা খুবই ছোঁয়াচে রোগ। পরিবারের একজনের থেকে অন্যজনের হতে পারে। সুতরাং এসব ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য পরিবারের সবাই কাপড়, তোয়ালে ও অন্যান্য জিনিস আলাদা ব্যবহার করুন।
২. চোখে হাত দেবেন না;
৩. ঘন ঘন সাবান দিয়ে হাত ভালোমতো পরিষ্কার করুন;
৪. যেসব জিনিসে অ্যালার্জিক তা থেকে দূরে থাকুন;
৫. সাথে জ্বর সর্দি কাশি থাকলে তার চিকিৎসা নিন।
৬. আক্রান্ত হলে ঘরে বিশ্রাম নিন।

ভাইরাস দ্বারা আক্রান্ত চোখ কিছুদিন পর ভালো হয়ে যায় ঠিক, কিন্তু আশপাশে অনেককেই আক্রান্ত করে বা করতে পারে। তবে চোখ ওঠা রোগী মূলত সে তার নিজের জন্য সমস্যা নয়, বরং অন্যের জন্য সমস্যা। সর্বপরি সাবধানে থাকার চেষ্টা করুন।

আর আক্রান্ত যারা যাচ্ছেন তারা সবসময় চোখে সানগ্লাস ব্যাবহার করুন। হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু/রুমাল রাখুন।বিনা প্রয়োজনে চোখে হাত দেয়া থেকে বিরত থাকুন। কনজাংটিভাইটিস কিন্তু অতিমাত্রায় ছোয়াছে। হাত সবসময় পরিষ্কার রাখুন। আর আপনার ব্যাবহৃত রুমাল/টিস্যু যেখানে সেখানে ফেলা থেকে বিরত রাখুন।

সর্বপরি সবাই সাবধানে থাকার চেষ্টা করুন।
সবার জন্য শুভকামনা রইলো।

This is how a woman magazine cover should look like......... Yes I Do agree the same!!!ভারতীয় এই নারী লে: জেনারেলের ছবি...
05/09/2022

This is how a woman magazine cover should look like......... Yes I Do agree the same!!!

ভারতীয় এই নারী লে: জেনারেলের ছবিটি ভাইরাল হয়ে যাওয়ার সুবাধে গত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি-আমাদের দেশেরও অনেক নারীরা তাদের Facebook wall-এ শেয়ার করছেন কিন্তু তারা জানেন না, আমাদের দেশেও এমন অনেক নারী আছেন যাদের ছবি বড় কোন নামকরা ম্যাগাজিনের Cover page-এ থাকার কথা কিন্তু এটা দু:খজনক হলেও সত্য তা হয় না এবং হবেও না কারন আমাদের দেশের ম্যাগাজিনের Cover page -এ ছবি ছাপা হওয়ার জন্য শুধু যোগ্যতাই যথেষ্ঠ নয় আরো অনেক কিছুই থাকতে হয়, বিশেষ করে আমাদের সমাজের গুনী রমনীদের জন্য যাদের অসাধারন গুনগুলো যথেষ্ঠ নয় বরং তাদের লাস্যময়ী রুপের পাশাপাশি তাদেরকে বলি দিতে হয় অনেক কিছুই বা বিসর্জন করতে হয় তাদের মুল্যবান সম্পদ- যখনই দেখবেন এই দেশের কেউ কোন এওয়ার্ড পেয়েছেন বা তাকে নিয়ে ফ্রন্ট পেইজে কোন নিউজ কাভার হয়েছে তখন আমাদের অনেক সচেতন নাগরিকের মনে অনেক প্রশ্ন জাগে- এমনকি তিনি যদি পুরুষও হয়ে থাকেন -তাও মনের অজান্তে অনেক দন্ধ সন্দেহ কাজ করবে- যেমন-নিশ্চয়ই মোটা অংশের স্পন্সরশীপের বিনিময়ে বা নিশ্চয়ই কোন কিছুর বিনিময়ে ইত্যাদি ইত্যাদি এতোকিছু পেয়েছেন বা পত্রিকায় ছাপা হয়েছে। যাইহোক, এই সব কথা বুঝদারের জন্য বুঝপাতা, যে বুঝবে না তার জন্য তেজপাতা।

যাইহোক, এখানে অন্য যে ছবিটি দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল আন্জুমান আরা (Anjuman Ara) যিনি শুধু ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (CMH) নয় বরং পুরা বাংলাদেশের চিকিৎসা জগতের একজন আইকন। যারা তার চিকিৎসা একবার গ্রহন করেছেন তারা জীবনেও তাকে ভুলতে পারবে না এবং তাকে ছেড়ে অন্য কারো কাছ থেকে চিকিৎসা নেয়ার নামও নিবে না।

একজন চিকিৎসক ও সামরিক অফিসার হিসেবে যা যা গুনাবলী প্রয়োজন তার মধ্যে ঐসব গুনাবলীর সবটাই আছে। তার ব্যবহার মুগ্ধ হওয়ার মতো- যেমন তার মোহনীয় রুপ তেমন তার ব্যবহার ও গুনের সমাহার।
আমি সরাসরি মেডামের শিক্ষার্থী! আর্মি মেডিকেল কলেজে মেডামের স্নেহ ভালোবাসা পেশাদারিত্ব দেখেছি। তিনি বাংলাদেশের নামকরা বন্ধ্যাত্ব গাহিনী চিকিৎসক।

ভারতীয় নারী লে: জেনারেল বর্তমানে তাদের AFMC তে কর্মরত এবং আমাদের এই নারী ব্রি: জেনারেলও আমাদের দেশের AFMC তে কর্মরত। ভারতীয় মিডিয়া তাদের অফিসারদেরকে সঠিক পর্যবেক্ষন করতে পারে বলেই ঐ নারী লে: জেনা: magazine এর Cover page জায়গা পেয়েছে- আমাদের মিডিয়ার ব্যর্থতার কারনেই আমাদের গুনী কর্মকর্তারা ম্যাগাজিনের Cover page এ জায়গা পান না- কথায় আছে না- যে দেশে গুনের সমাদর নেই সেখানে গুনী জন্মায় না।

কনজাংটিভাইটিস এখন ছড়িয়ে পড়েছে!! তাই এখনি সাবধান হোন সর্তকতা অবলম্বন করুন সুস্থ থাকুন।
05/09/2022

কনজাংটিভাইটিস এখন ছড়িয়ে পড়েছে!!
তাই এখনি সাবধান হোন সর্তকতা অবলম্বন করুন সুস্থ থাকুন।

25/08/2022

ডাক্তার হওয়ার একটা অসুবিধা হলো-
নিজের বা নিজের ফ্যামিলির কারো কোনো সমস্যা হলে সব খারাপ অসুখগুলোর নাম মনের ভেতর ঘুরঘুর করে।তারপর যখন রিপোর্ট নরমাল আসে
চিল্লায়ে বলতে ইচ্ছে করে Alhamdulillah!!
যদিও মনে মনে অনেকবার বলি।

😌
25/08/2022

😌

আজকে সকাল ৯ টায় কুমিল্লা মেডিকেল সেন্টার প্রাঃ লিঃ (কুমিল্লা টাওয়ার) হাসপাতালে ট্রিপল বেবি নরমাল ডেলিভারি করালাম আলহামদু...
22/08/2022

আজকে সকাল ৯ টায় কুমিল্লা মেডিকেল সেন্টার প্রাঃ লিঃ (কুমিল্লা টাওয়ার) হাসপাতালে ট্রিপল বেবি নরমাল ডেলিভারি করালাম আলহামদুলিল্লাহ!!

আল্লাহর নেয়ামত কত সৌন্দর্যময়
ডাক্তার হওয়ার সৌভাগ্যক্রমে অবলোকন করতেছি.....আলহামদুলিল্লাহ!!

ডা: রুজিনা আক্তার শিমু
এমবিবিএস, সিএমইউ (আল্ট্রা), পিজিটি(গাহিনী অবস), সিসিডি (বারডেম)।
মেডিকেল অফিসার
কুমিল্লা মেডিকেল সেন্টার প্রাঃ লি

💉🩺🥴🤘😅
09/08/2022

💉🩺🥴🤘😅

Address

Cumilla
3500

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Rojena Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category