01/02/2025
রসুল (সাঃ) রজব ও শাবান মাসব্যাপী বেশি বেশি বরকত হাসিলের জন্য দোয়া করতেন। রমজান মাসে ইবাদত করার সুযোগ প্রার্থনা করতেন।
তিনি এ দোয়া বেশি বেশি পড়তেন-
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ ، وَشَعْبَانَ ، وَبَلِّغْنَا رَمَضَا
বাংলাঃ আল্লাহুম্মা বারিক লা-না ফি রজ্ব-বা ওয়া শা-বান, ওয়া বাল্লিগ-না রমাদ্বন...
অর্থ: হে আল্লাহ...! রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন; রমজান মাস আমাদের নসিব করুন। (আমিন)
(মুসনাদে আহমাদ, হাদিস : ২৫৯)