11/12/2025
📌 রেডিকুলোপ্যাথি (Radiculopathy) — স্নায়ুর চাপজনিত ব্যথা কী ও কেন হয়?
মিয়াবাজার ফিজিওথেরাপি ওয়েলনেস কেয়ার থেকে গুরুত্বপূর্ন তথ্য
রেডিকুলোপ্যাথি হলো এমন একটি অবস্থা যেখানে মেরুদণ্ডের ডিস্ক বা চারপাশের টিস্যু ফুলে গিয়ে বা সরে গিয়ে স্পাইনাল নার্ভকে (স্নায়ুকে) চাপ দেবে। ফলে সেই নার্ভের পথে ব্যথা, ঝিনঝিনি, অবশভাব, পেশি দুর্বলতা পর্যন্ত দেখা দিতে পারে।
উপরের ছবিতে তিনটি প্রধান স্পাইন অংশ দেখানো হয়েছে:
🔹 Cervical Spine (ঘাড়)
🔹 Thoracic Spine (মধ্য পিঠ)
🔹 Lumbar Spine (কোমর)
এবং ডান পাশে দেখা যাচ্ছে—
👉 Herniated Disc স্নায়ুর ওপর চাপ তৈরি করছে, যাকে বলা হয় নাভরুট কম্প্রেশন, আর এর ফলই হলো রেডিকুলোপ্যাথি।
🧠 রেডিকুলোপ্যাথির উপসর্গ
✔ ঘাড়/কোমর থেকে হাত বা পায়ে ছড়িয়ে যাওয়া ব্যথা
✔ হাত–পা ঝিনঝিনি/জ্বালা
✔ পেশি দুর্বলতা
✔ নড়াচড়ায় ব্যথা বেড়ে যাওয়া
✔ মাঝে মাঝে অবশভাব
🩺 রেডিকুলোপ্যাথি কেন হয়?
ডিস্ক হেরনিয়েশন
ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ
স্পাইনাল অস্টিওফাইট (হাড়ের অতিরিক্ত বৃদ্ধি)
লিগামেন্ট পুরু হয়ে যাওয়া
আঘাত/ওভারলোড
🏥 আমাদের সেন্টারে রেডিকুলোপ্যাথি চিকিৎসা কীভাবে করি?
মিয়াবাজার ফিজিওথেরাপি ওয়েলনেস কেয়ার, মিয়াবাজার,চৌদ্দগ্রাম,কুমিল্লা–তে আমরা সবচেয়ে আধুনিক ও বৈজ্ঞানিক চিকিৎসা দিয়ে থাকি:
🔹 ১. বিস্তারিত Assessment
Posture analysis
Neuro-muscular assessment
Special tests (SLR / Spurling test ইত্যাদি)
🔹 ২. Pain Management
Electrotherapy (IFT, TENS, Ultrasound)
Heat therapy / Cryotherapy
Manual therapy
🔹 ৩. Disc Pressure কমানোর থেরাপি
Spinal mobilization
McKenzie extension therapy
Traction therapy (ঘাড়/কোমর)
🔹 ৪. Nerve Gliding Exercise
স্নায়ুর জমে থাকা চাপ কমানোর বিশেষ এক্সারসাইজ।
🔹 ৫. Core & Postural Strengthening
পিঠের দুর্বলতা দূর করে ভবিষ্যৎ ব্যথা প্রতিরোধ।
🔹 ৬. Lifestyle Modification
বসার সঠিক পদ্ধতি
দৈনন্দিন সঠিক নড়াচড়া
কর্মস্থলের আরগোনমিক পরামর্শ
📍 আমাদের চেম্বার
মিয়াবাজার ফিজিওথেরাপি ওয়েলনেস কেয়ার,মিয়াবাজার,ওহাব মার্কেট,ফেমাস হসপিটাল এরপাশে,চৌদ্দগ্রাম,কুমিল্লা।
📞 ফোন: ০১৮৯৩৮৯৩০৩৭