14/06/2024
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে হিজামা কাপিং থেরাপিতে চলছে বিশেষ ডিস্কাউন্ট -
যে সকল সমস্যায় হিজামা বেশ উপকারী-
১. মাথা ব্যথা, মাইগ্রেনের ব্যথা, ঘাড় ব্যথা, পিঠের ব্যথা, কোমর ব্যথা, হাটু ব্যথা,
পায়ের ব্যথা, জয়েন্ট পেইন সহ সকল ধরনের ব্যথায়।
২. এ্যাজমা, ব্রংকাইটিস, COPD, সাইনুসাইটিস, নিউমোনিয়া, লাং ইনফেকশান।
৩. হাই কোলেস্টেরল, হাই ট্রাইগ্লিসারাইড, হাইপ্রেশার, অতিরিক্ত ওজন।
৪. গ্যাস্ট্রাইটিস (গ্যাসের সমস্যা), বুক জ্বালা পোড়া, পেটের ব্যাথা, ফিসার,
পাইলস, ফ্যাটি লিভার, IBS।
৫. এটি হেপাটাইটিস বি এর ভাইরাল লোড কমায়।
৬. ঘুমের সমস্যা, স্ট্রেস, পারকিনসন্স ডিজিজ, মানসিক সমস্যা।
৭. স্পোর্টস ইনজুরি, যৌন সমস্যা।
৮. থাইরয়েডের সমস্যা, চুল পড়া, ব্রণ, গাটে বাত।
৯. রক্তশুন্যতা, থ্যালাসেমিয়াতে আয়রন ওভারলোড কমায়।
১০. মাসিকের সমস্যা সহ মেয়েদের অন্যান্য সমস্যা।
১১. অস্টিওপোরোসিস, রিউমাটয়েট আর্থ্রাইটিস সহ আরও অনেক রোগে উপকারী হিজামা।
❝আবদুল্লাহ্ ইবনু বুহাইনা (রাঃ) থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ্ (সা.) ইহ্রাম বাঁধা অবস্থায় মক্কার পথে "লাহযী জামাল" নামীয় জায়গায় তাঁর মাথার মাঝখানে হিজামা লাগান❞। (সহিহ বুখারীঃ ৫৬৯৮)
এ্যাপয়েন্টমেন্ট করতে ফোন করুনঃ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
চেম্বারঃ
খিদমাহ হোমিও এন্ড হিজামা সেন্টার
ঠিকানাঃ Rececource Nur Masjid, Cumilla
এ্যাপয়েন্টমেন্টঃ+8801916-634364
লোকেশানঃ https://maps.app.goo.gl/xAFazewabQCyVfZe6