15/06/2025
জিনের আছর এর লক্ষণ সমূহ দুই প্রকারের হয়ে থাকে
#প্রথম প্রকার ঘুমের মধ্যে
#দ্বিতীয় প্রকার জাগ্রত অবস্থায়
উভয়টাই উল্লেখ করলাম, আপনার সমস্যা কোন প্রকারের কমেন্টে জানাবেন।
জ্বিনের_আসরের_লক্ষণসমূহঃ
=======================
প্রথম প্রকার #জাগ্রত_অবস্থায়ঃ
=================
.
(০১) ইবাদত-বন্দেগীতে অনীহা। দিনদিন আল্লাহ বিমূখ হয়ে যাওয়া।
(০২) নামাজ পড়তে মনে চায় কিন্তু কেনো যেনো পড়তে পারে না।
(০৩) আযান শুনতে খারাপ/অস্বস্তি লাগে।
(০৪) কুরআন তিলাওয়াত শুনতে খারাপ/অস্বস্তি লাগে।
(০৫) নিজে কুরআন তিলাওয়াত করতে গেলে বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হয়, খারাপ/অস্বস্তি লাগে।
(০৬) জাগ্রত অবস্থায় স্বপ্নের মতো কিছু দেখতে পাওয়া।
(০৭) অদৃশ্য কারো আওয়াজ শুনতে পাওয়া।
(০৮) কিছুতেই কোনো কাজে মন না বসা, মনোযোগ বিক্ষিপ্ত।
(০৯) সামান্যতেই রেগে যাওয়া। রাগ নিয়ন্ত্রণ করতে না পারা।
(১০) অকারণে/তুচ্ছ কারণে কান্না আসা, কান্নাকাটি করা।
(১১) প্রচন্ড অলসতা, বিষন্নতা। হতাশা, দুশ্চিন্তাগ্রস্থ ভাব ও অস্থিরতা।
(১২) মনের মধ্যে আতঙ্ক ভাব (প্রায় সময়ই)।
(১৩) একা একা কারো সাথে কথা বলা।
(১৪) হঠাত করে অজ্ঞান/বেহুশ (সেন্সলেস) হয়ে যাওয়া।
(১৫) প্রচুর পরিমানে Hallucination হওয়া।
(১৬) Schizophronia-তে আক্রান্ত হওয়া।
(১৭) আত্মহত্যার প্রবণতা। তুচ্ছ কারণেও নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হয়।
(১৮) কেউ একজন ফলো করছে বা পিছন পিছন হাটছে, এরকম মনে হওয়া।
(১৯) মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব।
(২০) অস্বাভাবিক ঋতুস্রাব (কম/বেশি)।
(২১) শরীর সবসময় ভারী ভারী লাগা।
(২২) শরীরের কোথাও প্রচন্ড ব্যথা, কিন্তু টেস্টে কিছু ধরা পড়ে না।
(২৩) শরীরের কোথাও প্রচন্ড ব্যথা, টেস্টে ধরাও পড়ে, কিন্তু চিকিৎসায় ভালো হচ্ছে না।
(২৪) কোনো এক অঙ্গ বা পুরো শরীর প্যারালাইজড হয়ে যাওয়া।
(২৫) হঠাৎ করে অকারণে দৃষ্টি শক্তি, শ্রবণশক্তি লোপ পাওয়া।
(২৬) হঠাৎ করে প্রচন্ড স্বাসকষ্ট শুরু হওয়া (প্রায়ই)।
(২৭) বমি বমি ভাব হওয়া (প্রায়ই)।
(২৮) বারবার বমি হওয়া, ঔষধে তেমন কাজ না হওয়া।
(২৯) প্রায় সময়ই মাথা যন্ত্রণা, ঔষধে তেমন কাজ না হওয়া।
(৩০) স্বামী-স্ত্রী উভয়ে সুস্থ (Medically Fit) হওয়া সত্বেও গর্ভধারণ (Conceive) না হওয়া।
(৩১) ক্যান্সারে আক্রান্ত হওয়া।
(৩২) মৃগী রোগে আক্রান্ত হওয়া।
(৩৩) ভিন্নধর্ম বা ধর্মীয় কার্যকলাপের প্রতি হঠাৎ করে আকর্ষণ আনুভব।
(৩৪) সামান্য কারণেই কারো সাথে দুর্ব্যবহার করা।
(৩৫) প্রচন্ড রকম গাল-মন্দ করতে শুরু করা (হঠাৎ করে, আগে এরূপ ছিল না)।
(৩৬) সামান্য বিষয় নিয়ে অন্যের গায়ে হাত তোলা।
(৩৭) অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত আচরণ।
(৩৮) আচরণ ও রুচিতে হঠাৎ করে অনেক পরিবর্তন।
(৩৯) সন্তান মায়ের দুধ খেতে না চাওয়া (কান্নাকাটি করে)।
(৪০) মা সন্তানকে বুকের দুধ খাওয়াতে না চাওয়া (খারাপ লাগে)।
(৪১) টয়লেট / বাথরুমে বিনা কারণে অতিরিক্ত সময় ব্যয় করা।
(৪২) হঠাৎ করে অন্য ভাষায় কথা বলতে শুরু করা, যে ভাষা সে জানতো না। ইত্যাদি।
👇👇👇👇👇👇👇👇👇
🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙
দ্বিতীয় প্রকার #ঘুমন্ত_অবস্থায়ঃ
================
.
(০১) নিদ্রাহীনতা, ঠিকঠাক ঘুম না হওয়া।
(০২) ভাসাভাসা ঘুম, গভীরভাবে ঘুমাতে না পারা।
(০৩) প্রায়ই ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখা।
(০৪) স্বপ্ন দেখে চমকে ওঠা।
(০৫) স্বপ্নে সাপ, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ বা অন্য কোনো হিংস্র প্রাণী দেখা।
(০৬) স্বপ্নে উল্লেখিত কোনো হিংস্র প্রাণী আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা।
(০৭) ঘুমের মধ্যে কেউ চেপে ধরে - এরকম অনুভূতি।
(০৮) ঘুমের মধ্যে কেউ চেপে ধরে, ঘুম থেকে উঠেও গায়ে ব্যাথা থাকে।
(০৯) স্বপ্নে বিশেষ আকৃতির মানুষ দেখা (বিশাল লম্বা, খুবই খাটো, প্রচন্ড কালো বা সাদা ইত্যাদি)।
(১০) স্বপ্নে কোনো গোরস্থান, পরিত্যাক্ত বা নির্জন যায়গা বারবার দেখা।
(১১) স্বপ্নে উল্লেখিত নির্জন যায়গায় নিজেকে বারবার দেখা।
(১২) ঘুমের মধ্যে কথাবার্তা বলা, চিৎকার করা, হাসা, কান্না করা।
(১৩) ঘুমের মধ্যে গোঙানো (প্রায়ই)।
(১৪) ঘুমের মধ্যে উঠে হাটাহাটি করা, দৌড় দেয়া।
(১৫) ঘুমন্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে যাওয়া।
(১৬) স্বপ্নে নিজেকে পানিতে নামতে দেখা, সাঁতার কাটতে দেখা।
(১৭) স্বপ্নে নিজেকে উচু কোনো যায়গা থেকে পড়ে যেতে দেখা।
(১৮) স্বপ্নে নিজেকে আকাশে উড়তে দেখা।
(১৯) স্বপ্নে নিজেকে পানি পথে (নৌযানে) ভ্রমণ করতে দেখা।
(২০) যথেষ্ট বয়স হওয়া স্বত্বেও ছেলে-মেয়েদের বিছানায় প্রস্রাব করা (স্বপ্ন দেখে)।
(২১) অনেক বিপদ-আপদ আগে থেকেই স্বপ্নে দেখে ফেলা। ইত্যাদি।
#চিকিৎসার জন্য যোগাযোগ করুন
কুরআনী চিকিৎসা কেন্দ্র রুকইয়াহ সেন্টার
চিকিৎসক মাওলানা কামরুল ইসলাম শাকের
মোবাইল 01811-879340 ইমু হোয়াইটস অ্যাপ