কুরআনী চিকিৎসা কেন্দ্র রুকইয়াহ সেন্টার

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • কুরআনী চিকিৎসা কেন্দ্র রুকইয়াহ সেন্টার

কুরআনী চিকিৎসা কেন্দ্র রুকইয়াহ সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কুরআনী চিকিৎসা কেন্দ্র রুকইয়াহ সেন্টার, Medical and health, Cumilla.
(1)

পবিত্র কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন রোগের,বিশেষ করে যাদু টোনা বান ও জ্বীনের আসর এর (রুকইয়াহ) চিকিৎসা করা হয়
চিকিৎসক মাওলানা কামরুল ইসলাম শাকের
রোগী দেখার সময়
দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত
যোগাযোগ
01811-879340 ইমু/whatsapp

17/07/2025

দশ বছরের এতিম মেয়েটির শরীরে ১২ টি জ্বী_ন
মেয়েটিকে মে—রে ফেলতে চেয়েছিল অবশেষে তারাই...

রোগীরা সব সময় মোবাইল ,ল্যাপটপ অথবা দামি কিছু হাদিয়া দিলে ফেসবুকে পোস্ট করি,কিন্তু আজকে একজন রোগী আন্তরিকতার সাথে নিজ বা...
11/07/2025

রোগীরা সব সময় মোবাইল ,ল্যাপটপ অথবা দামি কিছু হাদিয়া দিলে ফেসবুকে পোস্ট করি,কিন্তু আজকে একজন রোগী আন্তরিকতার সাথে নিজ বাড়িতে হাদিয়া গুলো নিয়ে আসলেন
আল্লাহ পাক ভাইয়ের মনের সকল নেক আশা গুলো পরিপূর্ণ করুক

11/07/2025

আমার বড় ছেলে নাজমুল ইসলাম শাহেদ এর কুরআন তেলাওয়াত
মাশা-আল্লাহ লিখে যাবেন

25/06/2025

শরীয়ত সম্মতভাবে জ্বীন ও যাদুটোনার চিকিৎসা আমরা কিভাবে করি ভিডিওটি দেখুন

20/06/2025

ছোট বাচ্চাদেরকে জীনে ধরলে আমরা কিভাবে চিকিৎসা করি দেখুন

 #ওসওয়াসা_বিভিন্ন_রকমের_হয় আপনার কোনটি কমেন্ট করুন ১. কারণে-অকারণে চিন্তিত থাকছেন? মাথায় বিক্ষিপ্ত চিন্তা ঘোরাঘুরি করার...
16/06/2025

#ওসওয়াসা_বিভিন্ন_রকমের_হয় আপনার কোনটি কমেন্ট করুন
১. কারণে-অকারণে চিন্তিত থাকছেন? মাথায় বিক্ষিপ্ত চিন্তা ঘোরাঘুরি করার কারণে দৈনন্দিনের কাজ, সালাত, ইবাদত, যিকির, তিলাওয়াত ইত্যাদিতে মন বসছে না?

২. আপনি অথবা আপনাদের পরিবারের কোন একজন কি হঠাৎ পরিবর্তন হয়ে গেছে? কেমন যেন উদাস ভাব চলে এসেছে, কিছুই ভালো লাগছে না।

৩. সালাত বা ওযু নিয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বে আছেন? বারবার মনে হচ্ছে ঠিকমতো ওযু হচ্ছে না, নামাজের এই অংশটা ঠিকমত হল না।

৪. পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা পরনের কাপড় নিয়ে আপনি কি অতিরিক্ত চিন্তা করছেন?

৫. আপনি কি অপ্রয়োজনে টয়লেট বা বাথরুমে অতিরিক্ত সময় ব্যয় করছেন?

৬. আপনি কি আপনার প্রিয় মানুষটিকে নিয়ে বাজে স্বপ্ন দেখছেন? যা আপনাকে ভীত করছে?

৭. আপনার কানে কি ফিস ফিস করে শোনা যাচ্ছে আপনি কুফরের দিকে ধাবিত হচ্ছেন (কুফরি করছেন)

৮. আপনি কি ওযু-গোসল বা ইস্তিঞ্জার সময় এক অঙ্গ বারবার ধুচ্ছেন? তবুও মনে হচ্ছে ধোয়া হয়নি ঠিকমতো।

৯. আপনার বারবার মনে হচ্ছে যে, ওযু ভেঙ্গে যাচ্ছে? মনে হচ্ছে প্রসাবের ফোঁটা পড়ছে, অথবা সবসময় মনে হচ্ছে বায়ু বের হয়ে যাচ্ছে? কিন্তু আপনি নিশ্চিত হতে পারছেন না?

১০. আল্লাহ, রাসুল অথবা ঈমানের ব্যাপারে, ইসলামের মৌলিক ব্যাপারে অবমাননাকর মাথায় চিন্তা আসে?

১১. মুরব্বি, উস্তায বা বয়োজ্যেষ্ঠদের সামনে বসলে, তাদের সাথে কথা বলতে লাগলে কি আপনার ভেতর থেকে কেউ বারবার বেয়াদবির জন্য উস্কে দিতে চায়?

১২. আপনি কি কোন অদ্ভুত শব্দ কণ্ঠ শুনতে পাচ্ছেন? কারো সাথে এটা নিয়ে আলোচনা করলে ভাবছে, আপনি প্যারানয়েড বা পাগল হয়ে যাচ্ছেন!

১৩. আপনি কি নামাজের রাকাত ভুলে যাচ্ছেন? অথবা অন্য আরকানগুলোর ব্যাপারে ভুল হচ্ছে? সাজদাহ একটা দিয়েছেন না দুইটা দিয়েছেন সন্দেহ লাগছে? আর এসব কি প্রায় দিনই হচ্ছে?

১৪. নামাজে সাজদা করতে গেলে মনের মধ্যে বিভিন্ন অশ্লীল ছবি কিংবা দেবদেবীর মুর্তি ভেসে উঠছে?

উত্তর যদি হয় “হ্যাঁ!” তবে আপনি শয়তানি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত।

খেয়াল করার বিষয় হচ্ছে, এক-দুইদিন এরকম হতেই পারে। কিন্তু সবসময়ই বা দিনের পর দিন যদি আপনার মাঝে দেখা যায়, তবে বুঝতে হবে – “হ্যাঁ! সত্যিই আপনি শয়তানি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত”
কুরআনী চিকিৎসা কেন্দ্র রুকইয়াহ সেন্টার
কামরুল ইসলাম শাকের
01811-879340

জিনের আছর এর লক্ষণ সমূহ দুই প্রকারের হয়ে থাকে  #প্রথম প্রকার ঘুমের মধ্যে  #দ্বিতীয় প্রকার জাগ্রত অবস্থায় উভয়টাই উল্ল...
15/06/2025

জিনের আছর এর লক্ষণ সমূহ দুই প্রকারের হয়ে থাকে
#প্রথম প্রকার ঘুমের মধ্যে
#দ্বিতীয় প্রকার জাগ্রত অবস্থায়
উভয়টাই উল্লেখ করলাম, আপনার সমস্যা কোন প্রকারের কমেন্টে জানাবেন।
জ্বিনের_আসরের_লক্ষণসমূহঃ
=======================
প্রথম প্রকার #জাগ্রত_অবস্থায়ঃ
=================
.
(০১) ইবাদত-বন্দেগীতে অনীহা। দিনদিন আল্লাহ বিমূখ হয়ে যাওয়া।
(০২) নামাজ পড়তে মনে চায় কিন্তু কেনো যেনো পড়তে পারে না।
(০৩) আযান শুনতে খারাপ/অস্বস্তি লাগে।
(০৪) কুরআন তিলাওয়াত শুনতে খারাপ/অস্বস্তি লাগে।
(০৫) নিজে কুরআন তিলাওয়াত করতে গেলে বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হয়, খারাপ/অস্বস্তি লাগে।
(০৬) জাগ্রত অবস্থায় স্বপ্নের মতো কিছু দেখতে পাওয়া।
(০৭) অদৃশ্য কারো আওয়াজ শুনতে পাওয়া।
(০৮) কিছুতেই কোনো কাজে মন না বসা, মনোযোগ বিক্ষিপ্ত।
(০৯) সামান্যতেই রেগে যাওয়া। রাগ নিয়ন্ত্রণ করতে না পারা।
(১০) অকারণে/তুচ্ছ কারণে কান্না আসা, কান্নাকাটি করা।
(১১) প্রচন্ড অলসতা, বিষন্নতা। হতাশা, দুশ্চিন্তাগ্রস্থ ভাব ও অস্থিরতা।
(১২) মনের মধ্যে আতঙ্ক ভাব (প্রায় সময়ই)।
(১৩) একা একা কারো সাথে কথা বলা।
(১৪) হঠাত করে অজ্ঞান/বেহুশ (সেন্সলেস) হয়ে যাওয়া।
(১৫) প্রচুর পরিমানে Hallucination হওয়া।
(১৬) Schizophronia-তে আক্রান্ত হওয়া।
(১৭) আত্মহত্যার প্রবণতা। তুচ্ছ কারণেও নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হয়।
(১৮) কেউ একজন ফলো করছে বা পিছন পিছন হাটছে, এরকম মনে হওয়া।
(১৯) মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব।
(২০) অস্বাভাবিক ঋতুস্রাব (কম/বেশি)।
(২১) শরীর সবসময় ভারী ভারী লাগা।
(২২) শরীরের কোথাও প্রচন্ড ব্যথা, কিন্তু টেস্টে কিছু ধরা পড়ে না।
(২৩) শরীরের কোথাও প্রচন্ড ব্যথা, টেস্টে ধরাও পড়ে, কিন্তু চিকিৎসায় ভালো হচ্ছে না।
(২৪) কোনো এক অঙ্গ বা পুরো শরীর প্যারালাইজড হয়ে যাওয়া।
(২৫) হঠাৎ করে অকারণে দৃষ্টি শক্তি, শ্রবণশক্তি লোপ পাওয়া।
(২৬) হঠাৎ করে প্রচন্ড স্বাসকষ্ট শুরু হওয়া (প্রায়ই)।
(২৭) বমি বমি ভাব হওয়া (প্রায়ই)।
(২৮) বারবার বমি হওয়া, ঔষধে তেমন কাজ না হওয়া।
(২৯) প্রায় সময়ই মাথা যন্ত্রণা, ঔষধে তেমন কাজ না হওয়া।
(৩০) স্বামী-স্ত্রী উভয়ে সুস্থ (Medically Fit) হওয়া সত্বেও গর্ভধারণ (Conceive) না হওয়া।
(৩১) ক্যান্সারে আক্রান্ত হওয়া।
(৩২) মৃগী রোগে আক্রান্ত হওয়া।
(৩৩) ভিন্নধর্ম বা ধর্মীয় কার্যকলাপের প্রতি হঠাৎ করে আকর্ষণ আনুভব।
(৩৪) সামান্য কারণেই কারো সাথে দুর্ব্যবহার করা।
(৩৫) প্রচন্ড রকম গাল-মন্দ করতে শুরু করা (হঠাৎ করে, আগে এরূপ ছিল না)।
(৩৬) সামান্য বিষয় নিয়ে অন্যের গায়ে হাত তোলা।
(৩৭) অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত আচরণ।
(৩৮) আচরণ ও রুচিতে হঠাৎ করে অনেক পরিবর্তন।
(৩৯) সন্তান মায়ের দুধ খেতে না চাওয়া (কান্নাকাটি করে)।
(৪০) মা সন্তানকে বুকের দুধ খাওয়াতে না চাওয়া (খারাপ লাগে)।
(৪১) টয়লেট / বাথরুমে বিনা কারণে অতিরিক্ত সময় ব্যয় করা।
(৪২) হঠাৎ করে অন্য ভাষায় কথা বলতে শুরু করা, যে ভাষা সে জানতো না। ইত্যাদি।
👇👇👇👇👇👇👇👇👇
🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙

দ্বিতীয় প্রকার #ঘুমন্ত_অবস্থায়ঃ
================
.
(০১) নিদ্রাহীনতা, ঠিকঠাক ঘুম না হওয়া।
(০২) ভাসাভাসা ঘুম, গভীরভাবে ঘুমাতে না পারা।
(০৩) প্রায়ই ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখা।
(০৪) স্বপ্ন দেখে চমকে ওঠা।
(০৫) স্বপ্নে সাপ, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ বা অন্য কোনো হিংস্র প্রাণী দেখা।
(০৬) স্বপ্নে উল্লেখিত কোনো হিংস্র প্রাণী আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা।
(০৭) ঘুমের মধ্যে কেউ চেপে ধরে - এরকম অনুভূতি।
(০৮) ঘুমের মধ্যে কেউ চেপে ধরে, ঘুম থেকে উঠেও গায়ে ব্যাথা থাকে।
(০৯) স্বপ্নে বিশেষ আকৃতির মানুষ দেখা (বিশাল লম্বা, খুবই খাটো, প্রচন্ড কালো বা সাদা ইত্যাদি)।
(১০) স্বপ্নে কোনো গোরস্থান, পরিত্যাক্ত বা নির্জন যায়গা বারবার দেখা।
(১১) স্বপ্নে উল্লেখিত নির্জন যায়গায় নিজেকে বারবার দেখা।
(১২) ঘুমের মধ্যে কথাবার্তা বলা, চিৎকার করা, হাসা, কান্না করা।
(১৩) ঘুমের মধ্যে গোঙানো (প্রায়ই)।
(১৪) ঘুমের মধ্যে উঠে হাটাহাটি করা, দৌড় দেয়া।
(১৫) ঘুমন্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে যাওয়া।
(১৬) স্বপ্নে নিজেকে পানিতে নামতে দেখা, সাঁতার কাটতে দেখা।
(১৭) স্বপ্নে নিজেকে উচু কোনো যায়গা থেকে পড়ে যেতে দেখা।
(১৮) স্বপ্নে নিজেকে আকাশে উড়তে দেখা।
(১৯) স্বপ্নে নিজেকে পানি পথে (নৌযানে) ভ্রমণ করতে দেখা।
(২০) যথেষ্ট বয়স হওয়া স্বত্বেও ছেলে-মেয়েদের বিছানায় প্রস্রাব করা (স্বপ্ন দেখে)।
(২১) অনেক বিপদ-আপদ আগে থেকেই স্বপ্নে দেখে ফেলা। ইত্যাদি।
#চিকিৎসার জন্য যোগাযোগ করুন
কুরআনী চিকিৎসা কেন্দ্র রুকইয়াহ সেন্টার
চিকিৎসক মাওলানা কামরুল ইসলাম শাকের
মোবাইল 01811-879340 ইমু হোয়াইটস অ্যাপ

 #আশিক_জ্বিন_আক্রান্ত_হওয়ার_লক্ষণগুলোঃ++=============================++১. প্রায় সময় মাথায় অশ্লীল চিন্তা ভাবনা আসা।২. ব...
13/06/2025

#আশিক_জ্বিন_আক্রান্ত_হওয়ার_লক্ষণগুলোঃ
++=============================++

১. প্রায় সময় মাথায় অশ্লীল চিন্তা ভাবনা আসা।
২. বিছানায় শুতে গেলে হঠাৎ যৌন উত্তেজনা বেড়ে যাওয়া।
৩.পিরিয়ড অনিয়মিত হওয়া, দুই তিন মাসেও পিড়িয়ড না হওয়া বা প্রতি মাসে কয়েকবার হওয়া।
৪. পিড়িয়ডের সময় বা পিড়িয়ডের আগে তলপেটে প্রচন্ড ব্যথা হওয়া।
৫. নারীদের সাদা স্রাব বের হওয়া, পুরুষদের সাদা পাতলা বীর্য বের হওয়া।
৬. একাধিকবার ইউরিন/প্রস্রাবের ইনফেকশন হওয়া।
৭. অধিক পরিমাণে স্বপ্নদোষ হওয়া।
৮. ফিজিক্যাল রিলেশন টাইপের স্বপ্ন দেখা।
৯. পছন্দের মানুষ গুলোকে কাছে আসতে দেখা,স্পর্শ করতে দেখা, ফিজিক্যাল রিলেশন করতে দেখা বা তাদের সাথে কোথাও ঘুরতে যেতে দেখা।
১০. কোনো কারণ ছাড়াই বিবাহ করতে একদম-ই মন না চাওয়া।
১১. বিবাহের কথা শুনলেই ভিতর থেকে কান্না আসে।
১২. বিবাহের কথা শুনলেই চেহারার রং পরিবর্তন হয়ে যাওয়া অথবা মুখে ব্রণ উঠা।
১৩. বিবাহের পরে হাজবেন্ডের কাছে গেলে বিরক্ত লাগে অথবা ফিজিক্যাল রিলেশনে অনীহা আসা।
১৪. অনিচ্ছা নিয়ে স্বামীকে সহবাস করতে বাধা দেওয়া।
১৫. বিপরীত লিঙ্গের প্রতি বিরক্তি লাগা কিংবা খুব বেশি আকর্ষণ ফিল করা।
১৬. বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য নারী বা অন্য পুরুষের প্রতি আকর্ষণ ফিল করা।
১৭. মাহরাম কাউকে নিয়ে মাথায় অশ্লীল চিন্তা আসা, আদর করার জন্য স্পর্শ করলে যৌন উত্তেজনা অনুভূত হওয়া।
১৮. ঘন ঘন প্রস্রাব এর সমস্যা হওয়া।
১৯. মনের মধ্যে আত্মহত্যা করার ইচ্ছা জাগা।
২০. ইমোশনালি প্রভাব বেশি থাকা।
২১. হস্তমৈথুনে আসক্ত হয়ে যাওয়া। ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে। বিশেষ করে ছোটবেলা থেকে।
২২.একা একা থাকতে পছন্দ করা অথবা অধিকাংশ সময় মন খারাপ করে বসে থাকা।
২৩. একা একা কারো সাথে কথা বলতে ইচ্ছে হওয়া বা ভালো লাগা। বিশেষ করে ভালবাসা বা স্বামী-স্ত্রী সংক্রান্ত কথাবার্তা।
২৪. শারীরিক সমস্যা একের পর এক লেগেই থাকা বিশেষ করে গোপনীয় সমস্যা বেশি হওয়া।
২৫. বাচ্চা কনসিভ না করা কনসিভ করার পর বারবার বাচ্চা নষ্ট হয়ে যাওয়া।
২৬. অনেক সময় আশিক জ্বিনের কারণে বিয়ে হয়না, বিয়ের ক্ষেত্রে বিভিন্ন ঝামেলা লেগে থাকে।
২৭. ঘুমের মধ্যে কান্না করা,কষ্ট হওয়া/অনুভব করা।
২৮. ঘুমের মধ্যে হঠাৎ নড়াচড়া করা।
২৯. ঘুমের মধ্যে কেউ চেপে ধরেছে এমন মনে হওয়া।
৩০. কেউ সহবাস করছে এমন অনুভূত হওয়া।
৩১. ঘুম থেকে উঠে কাপড় বা সেলোয়ার ভিজা দেখা।
৩২. বীর্যপাত হতে দেখা/কাপড়ে বীর্য লেগে থাকতে দেখা।
৩৩. এজন্য দিন দিন শুকিয়ে যাওয়া।
৩৪. প্রায় সময় ঘুমের মধ্যে উত্তেজিত হওয়া।
৩৫. দিন দিন মেজাজ খিটখিটে হয়ে যাওয়া।
৩৬. অনেক সময় শরীরে লাল লাল দাগ হয়ে যেতে দেখা। বিশেষ করে গলায় ও ঘারে।
৩৭. গলায় বা শরীরের কোথাও নখের আচরের দাগ হয়ে যেতে দেখা।
৩৮. ছোট ছোট বাচ্চাদের কে স্বপ্ন দেখা।
৩৯. স্বপ্নে বাচ্চা হতে বা প্রসব হতে দেখা, বাচ্চা নিয়ে খেলা করতে দেখা।
৪০. বাচ্চা হওয়ার পর যেমন কষ্ট হয় ঘুম থেকে উঠার পর লজ্জাস্থানে এমন কষ্ট অনুভব করা।
৪১. কোন কারন ছাড়াই লজ্জাস্থানে ব্যথা অনুভব করা।
৪২. ঘুম থেকে ওঠার পরে পুরো শরীর ব্যাথা হয়ে থাকে ইত্যাদি
চিকিৎসার জন্য যোগাযোগ করুন
কুরআনী চিকিৎসা কেন্দ্র রুকইয়াহ সেন্টার
চিকিৎসক মাওলানা কামরুল ইসলাম শাকের
মোবাইল 01811-879340

12/06/2025

যাদুতে_আক্রান্ত_হওয়ার_কমন_লক্ষণসমূহঃ
[=============================]

(০১) ঘাড়ে, পিঠের উপরের অংশে ব্যথা।
(০২) মেরুদন্ডের নিচের দিকে ব্যথা।
(০৩) প্রায় সময়ই শরীরে জ্বরজ্বর ভাব থাকা।
(০৪) চোখের অবস্থার অস্বাভাবিকতা।
(০৫) পেটে বিভিন্ন সমস্যা লেগেই থাকে।
(০৬) ঋতুস্রাবের অস্বাভাবিকতা (কম/বেশি, প্রচন্ড যন্ত্রণা ইত্যাদি)।
(০৭) পুরুষদের প্রস্রাবে সমস্যা (Infection)।
(০৮) তীব্র মাথা যন্ত্রণা, ঔষধে তেমন কাজ হয় না।
(০৯) শরীরের বিভিন্ন স্থানে ব্যথা।
(১০) রুচি ও ক্ষুধা কমে যাওয়া, সর্বদা পেট ভরাভরা অনুভব।
(১১) প্রায় সময়ই বমিবমি ভাব।
(১২) প্রচন্ড গ্যাস্ট্রিকের সমস্যা।
(১৩) পেটে কোনো সমস্যা/অসুখ আছে, টেস্টে ধরা পড়ে না।
(১৪) স্বামী/স্ত্রী/পরিবার/সমাজের প্রতি প্রচন্ড বিতৃষ্ণা/বিরক্তি অনুভব।
(১৫) বিকেলে/সন্ধ্যার দিকে প্রচন্ড বিষন্নতা, মেজাজ খারাপ থাকা।
(১৬) মাথা সবসময় ভারী হয়ে থাকা।
(১৭) মাথায় প্রচন্ড উত্তাপ অনুভব।
(১৮) প্রচন্ডভাবে ওয়াসওয়াসা বেড়ে যাওয়া।
(১৯) ইবাদত বন্দেগীতে প্রচন্ড অনীহা, অস্বস্তি।
(২০) ইবাদত বন্দেগীতে সমস্যার বৃদ্ধি।
(২১) কোনো রোগ দীর্ঘ্য-চিকিতসায়ও ভালো না হওয়া।
(২২) শরীরে (ঘামে) পোড়া-পোড়া গন্ধ।
(২৩) ঠিকভাবে ঘুম না হওয়া।
(২৪) ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখা।
(২৫) স্বপ্নে কোনো কিছু খাওয়া।
(২৬) স্বপ্নে কোনো কিছুতে ধাওয়া করা (হিংস্র প্রাণী ইত্যাদি)।
(২৭) স্বপ্নে গোরস্থান বা কোনো নির্জন স্থানে নিজেকে বারবার দেখা।
(২৮) স্বপ্নে নিজেকে পুকুর, খাল, নদী, সমুদ্র ইত্যাদিতে নামতে দেখা। ইত্যাদি।
#চিকিৎসা নিতে যোগাযোগ করুন
কুরআনী চিকিৎসা কেন্দ্র রুকইয়াহ সেন্টার
চিকিৎসক মাওলানা কামরুল ইসলাম শাকের
যোগাযোগ 01811-879340 ইমু হোয়াইটস অ্যাপ

🎉বিয়ে বন্ধ বা বিয়ে ভাঙ্গার জাদুর লক্ষণ ও কারণসমূহ।🧿 যাদুর প্রভাবেই অনেক সময় বিয়ে পাকা হয় না বা হয়ে গেলেও ভেঙে যায়। নিচের...
12/06/2025

🎉বিয়ে বন্ধ বা বিয়ে ভাঙ্গার জাদুর লক্ষণ ও কারণসমূহ।

🧿 যাদুর প্রভাবেই অনেক সময় বিয়ে পাকা হয় না বা হয়ে গেলেও ভেঙে যায়। নিচের লক্ষণগুলো দেখা দিলে বুঝে নিতে হবে বিষয়টি সাধারণ নয়, বরং এতে জাদুর প্রভাব থাকতে পারে।

💔 ১) বিয়ের আলোচনা শুরু হলেই অসুস্থ হয়ে পড়া।
➡️ সম্ভাব্য কারণ: শয়তানী জাদুর মাধ্যমে শরীরকে দুর্বল করে দেওয়া হয় যেন বিয়ের বিষয়ে চিন্তা করলেই অসুস্থ বোধ হয়।
💔 ২) যেকোনো পাত্র/প্রস্তাবদাতাকে খারাপ লাগা, অহেতুক সন্দেহ তৈরি হওয়া।
➡️ সম্ভাব্য কারণ: জাদুকারী প্রভাব হৃদয়ে ঘৃণা বা অনাগ্রহের অনুভূতি সৃষ্টি করে।

💔 ৩) বিয়ের প্রতি আকর্ষণ বা আগ্রহ না থাকা।
➡️ সম্ভাব্য কারণ: শয়তান মনে বিয়ে সম্পর্কে নেতিবাচক চিন্তা ঢুকিয়ে দেয়।
💔 ৪) ঘুমে সমস্যা, দুঃস্বপ্ন দেখা, ঘুম ভেঙে দুর্বল লাগা।
➡️ সম্ভাব্য কারণ: যাদুর মাধ্যমে জ্বীনের প্রভাবে ঘুম ব্যাহত হয়।
💔 ৫) প্রায় সময় মানসিক অস্থিরতা কাজ করা (বিশেষত সন্ধ্যায়)।
➡️ সম্ভাব্য কারণ: সন্ধ্যায় জ্বীনের প্রভাব বেশি সক্রিয় থাকে।

💔 ৬) পিঠে, বিশেষ করে কোমরে প্রচণ্ড ব্যথা।
➡️ সম্ভাব্য কারণ: জাদুর আঘাত শরীরের দুর্বল স্থানে ব্যথা তৈরি করে।
💔 ৭) মাথাব্যথা যা ওষুধেও ভালো হয় না।
➡️ সম্ভাব্য কারণ: জাদুর কারণে তৈরি মানসিক চাপ বা শয়তানী ওয়াসওয়াসা।

💔 ৮) পেটে নিয়মিত ব্যথা বা অস্বস্তি।
➡️ সম্ভাব্য কারণ: খাওয়া বা পানির মাধ্যমে সিহর (খাওয়ানো জাদু) করা হয়ে থাকতে পারে।
💔 ৯) বিয়ের চিন্তাতেই কোনো অনুভূতি কাজ না করা।
➡️ সম্ভাব্য কারণ: হৃদয়কে অবসন্ন বা অসাড় করে ফেলা হয়।
💔 ১০) বিয়ের কথা শুনলেই ভয় লাগা ও যন্ত্রণাদায়ক মনে হওয়া।
➡️ সম্ভাব্য কারণ: শয়তান বিয়েকে দুঃস্বপ্ন হিসেবে উপস্থাপন করে।

💔 ১১) বিয়ের প্রস্তাব শুনলেই চেহারা বিবর্ণ হয়ে যাওয়া, অসুস্থ হয়ে পড়া।
➡️ সম্ভাব্য কারণ: যাদুর তাৎক্ষণিক প্রতিক্রিয়া শরীর ও মনের উপর পড়ে।
💔 ১২) বিয়ের কথা উঠলে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়া।
➡️ সম্ভাব্য কারণ: জ্বীনের প্রভাব ফুসফুস বা বক্ষপিঞ্জরে চাপে ফেলে।
💔 ১৩) বিয়ের প্রসঙ্গে অস্থিরতা ও অনীহা।
➡️ সম্ভাব্য কারণ: মানসিকভাবে প্রভাবিত হয়ে বিরক্তি অনুভব হওয়া।

💔 ১৪) কারণ ছাড়াই নার্ভাসনেস বা উৎকণ্ঠা তৈরি হওয়া।
➡️ সম্ভাব্য কারণ: ওয়াসওয়াসা দ্বারা ভয় ঢুকিয়ে দেওয়া হয়।
💔 ১৫) বিয়ে করলে সমস্যা হবে— এমন অকারণ চিন্তা মাথায় ঘুরপাক খাওয়া।
➡️ সম্ভাব্য কারণ: শয়তানের দ্বারা কল্পিত ভয় বা ভবিষ্যৎ বিপদের ওয়াসওয়াসা।
💔 ১৬) বিয়ের আলোচনা হলেই প্রচণ্ড রাগ, ঘরে ভাঙচুর, আর আলোচনা থেমে গেলে শান্ত হয়ে যাওয়া।
➡️ সম্ভাব্য কারণ: জ্বীন দ্বারা নিয়ন্ত্রিত আচরণ, যা বিয়ে বন্ধ রাখতে সক্রিয় হয়।

🔮 অতিরিক্ত লক্ষণসমূহ:
স্বপ্নে বিয়ে, মৃত্যু, অদ্ভুত শিশুদের দেখা।
ঘুমে স্বপ্নদোষ।
নিজের ওপর কারো ওজন অনুভব হওয়া।
শরীরে কাঁপুনি, হঠাৎ কান্না ইত্যাদি।

✅ সমাধান কী?
➡️ সমস্ত প্রকার গুনাহ থেকে তাওবা করতে হবে।
➡️ পাঁচ ওয়াক্ত সালাত ও অন্যান্য ফরজ ইবাদত যথাযথ আদায় করতে হবে।
➡️ সকাল-বিকালের যিকির, ঘুমের আগের আমল নিয়মিত করতে হবে।
➡️ কুরআন-সুন্নাহভিত্তিক রুকইয়াহ চিকিৎসা গ্রহণ করতে হবে, যথাযথ নিয়মে।

📞 আপনার সমস্যাটি যাচাই করে রুক্বইয়্যাহ চিকিৎসা পেতে আজই যোগাযোগ করুন!
🔁 শেয়ার করুন – হয়তো আপনার শেয়ারে কেউ মুক্তি পাবে।
চেম্বার কুরআনী চিকিৎসা কেন্দ্র রুকইয়াহ সেন্টার
চিকিৎসক মাওলানা কামরুল ইসলাম শাকের
মোবাইল 01811-879340

09/06/2025

আউট্রো টি কেমন হল

04/06/2025

জিনকে চুমা দিয়ে সরাসরি আদর করলেন কেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুরআনী চিকিৎসা কেন্দ্র রুকইয়াহ সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share