Pharmacy Seba

Pharmacy Seba Pharmacy seba হলো স্মার্ট ই-ফার্মেসি প্ল্যাটফর্ম যা ঘরে বসে আপনার স্বাস্থ্য ও রুপ চর্চার চাহিদা পূরণে প্রতিশ্রুত।

Nosomist Nasal Spray 0.9% হলো শোধনকৃত লবণ থেকে গঠন করা Sodium Chloride সলিউশন। যা ঠান্ডা লাগার ফলে সৃষ্ট নাকের শুষ্কতা (...
20/07/2025

Nosomist Nasal Spray 0.9% হলো শোধনকৃত লবণ থেকে গঠন করা Sodium Chloride সলিউশন। যা ঠান্ডা লাগার ফলে সৃষ্ট নাকের শুষ্কতা (Nasal Congestion) দূর করতে এবং অ্যালার্জির ওষুধের কারণে শুষ্ক নাকের ভিতরে আর্দ্রতা ফিরিয়ে আনতে বা Moisturizing করতে ব্যবহৃত হয়।

Sodium chloride 0.9% সমৃদ্ধ Nosomist Nasal Spray খুব শুষ্ক আবহাওয়ার কারণে বা বিমান ভ্রমণের কারণে সৃষ্ট হওয়া নাকের (dryness) শুষ্কতা দুর করে নাককে moisturized বা আর্দ্র করে। এবং এটি নাক থেকে শ্লেষ্মা দ্রবীভূত (dissolve) করতে সাহায্য করে।

এমনকি ডাক্তারগণ নাক সার্জারি করার পর ও নাকে অস্ত্রোপচারের পর নাককে moisturized করে রাখতে এবং তার পূর্বের ন্যাচারাল আর্দ্রতা ফিরিয়ে আনতে দীর্ঘ সময় Sodium Chloride সমৃদ্ধ এই ন্যাচারাল নাসাল স্প্রে ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন।

অথেনটিক পণ্য পেতে সর্বদা ফার্মেসী সেবার সঙ্গে যুক্ত থাকুন।

Nosomist Nasal Spray 0.9% হলো সোডিয়াম ক্লোরাইড ০.৯% সমৃদ্ধ নাকের স্প্রে। যা দুগ্ধপায়ী বাচ্চা এবং সব বয়সী শিশুদের ও বয়স্কদের ন....

18/07/2025

পুরুষদের ইরেক্টিকাল ডিসফাংশন বা লি-ঙ্গ নিস্তেজ হয়ে যাওয়ার সমস্যায় টাডালাফিল (Tadalafil 5mg) খুবই ভালো কাজ করে। তবে ব্যবহারের পূর্বে আপনার ডাক্তারের পরামর্শ নিন।

Nosomist Nasal Drop For Baby uses instructions in Bengali Nosomist Drop এর কাজ কি ও এর ব্যবহারের নিয়ম  জানুন এখানে। Noso...
18/07/2025

Nosomist Nasal Drop For Baby uses instructions in Bengali

Nosomist Drop এর কাজ কি ও এর ব্যবহারের নিয়ম জানুন এখানে।

Nosomist Nasal Drop হলো সোডিয়াম ক্লোরাইড 0.9% সমৃদ্ধ অ-ঔষধীয় (Non-Drug) ন্যাজাল ড্রপ, এক প্রকার আইসোটোনিক স্যালাইন সলিউশন। যেটি নাকের আদ্রতা রক্ষার জন্য ও বাচ্চাদের ঠান্ডা লাগার ফলে সৃষ্ট নাকের শুষ্কতা (Nasal Congestion) দূর করতে এবং অ্যালার্জির ওষুধের কারণে শুষ্ক নাকের ভিতরে আর্দ্রতা ফিরিয়ে আনতে বা Moisturizing করতে ব্যবহৃত হয়।

এবং Nosomist Drop এর এই ফর্মুলেশনটি ব্যাপক এবং ক্রমাগত ব্যবহারের জন্য উপযোগী এবং এটি বাচ্চাদের আরাম ও একটি কমফোর্ট-নিরবিচ্ছিন্ন ঘুম প্রদানে সাহায্য করে, কোন প্রকার সাইড-ইফেক্ট ছাড়া।

বিস্তারিত পড়ুন আমাদের ওয়েবসাইটে 👇

Nosomist Nasal Drop হলো সোডিয়াম ক্লোরাইড 0.9% সমৃদ্ধ অ-ঔষধীয় (Non-Drug) ন্যাজাল ড্রপ, এক প্রকার আইসোটোনিক স্যালাইন সলিউশন। যেটি নাকে...

“দাজ্জাল” শুধু একজন ব্যক্তি না — সে একটা পূর্ণ ‘সিস্টেম’। একটা ফাঁদ। এক ভয়ংকর কন্ট্রোল মেশিন। আমরা অনেকেই হয়তো দাজ্জালকে...
30/06/2025

“দাজ্জাল” শুধু একজন ব্যক্তি না — সে একটা পূর্ণ ‘সিস্টেম’। একটা ফাঁদ। এক ভয়ংকর কন্ট্রোল মেশিন। আমরা অনেকেই হয়তো দাজ্জালকে ভবিষ্যতের কেউ মনে করি — কিন্তু তার ছায়া ইতিমধ্যেই আমাদের জীবনে ঢুকে গেছে, চোখের সামনে।

আজ একটু খোলা চোখে চিন্তা করি…

📡 RFID চিপ — শরীরে ঢোকানো হচ্ছে। বলা হচ্ছে “সুবিধা হবে”। বাস্তবে? আপনার লোকেশন, অর্থ, স্বাস্থ্য, চলাফেরা সব ট্র্যাকিংয়ের আওতায়।

🤖 AI (Artificial Intelligence) — এখন শুধু প্রশ্নের উত্তর দেয় না, আপনার মন কী চায় সেটাও অনুমান করে। AI দিয়ে তৈরি হচ্ছে deepfake ভিডিও, যেখানে মিথ্যাকে সত্য বানিয়ে দেখানো হচ্ছে। দাজ্জালের সেই “অগ্নি ও জান্নাতের বিভ্রান্তি” কি একে মনে পড়ে না?

💳 Centralized Banking System — এক দেশ নয়, পুরো পৃথিবীর পেমেন্ট সিস্টেম এক এক করে ক্যাশলেস হচ্ছে। আগামী দিনে বলা হবে, “RFID ছাড়া কেনাবেচা নিষিদ্ধ”। আপনি যদি দাজ্জালীয় সিস্টেম মেনে না চলেন — আপনার একাউন্ট বন্ধ।

🛰️ Satellite Surveillance + Smart City — ঘরে, রাস্তায়, গাড়িতে, অফিসে, এমনকি বাথরুমে পর্যন্ত ক্যামেরা-সেন্সর বসছে। কে কোথায়, কার সাথে, কী ভাবছে, কী খাচ্ছে, সব রেকর্ড হচ্ছে।

🧬 Genetic Engineering & Cloning — রোগ নিরাময়ের নামে DNA বদলানো হচ্ছে। ভবিষ্যতে বলা হবে, “আমরা আপনাকে দুর্বলতা ছাড়া মানুষ বানাবো।” আসলে বানাবে “আত্মাহীন রোবট মানুষ” — যাদের ইচ্ছাও নিয়ন্ত্রণযোগ্য।

🔐 Personal Data = সবচেয়ে বড় অস্ত্র
আপনি কী ভয় পান, কী বিশ্বাস করেন, কখন কাঁদেন, কোথায় সফট… এসবই AI দিয়ে বিশ্লেষণ করে রাখা হচ্ছে। আর আপনি ভেবেছেন, “আমি তো ফেসবুকে শুধু মজা করি”?

💣 Nuclear Weapon Systems এখন AI দ্বারা চালিত — যদি দাজ্জালের মত একজন এগুলো হ্যাক করে বা তারই তৈরি AI এগুলো চালায়? আপনি ঠান্ডা মাথায় কল্পনা করুন — যদি মানুষ নয়, কোন “সিস্টেম” পুরো মানবজাতির নিয়ন্ত্রণ নিয়ে ফেলে?

🕋 Religion Elimination Plan — বলা হবে, “সব ধর্ম এক করো, নতুন এক Global Unity বানাও।”
যারা এক আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, তারা হবে “cut-off”।
তাদের ওপর নামবে লেনদেন নিষেধাজ্ঞা, খাদ্য নিষেধ, চিকিৎসা নিষেধ।
ঠিক যেমন হাদিসে বলা হয়েছে:
“যে তার অনুসরণ করবে না, সে খেতে পাবে না, চলতে পারবে না।”

আজকের AI, Blockchain, BioChip, Surveillance Technology, Digital Currency — এগুলো কী কেবল অগ্রগতি?
না কি এগুলোই একদিন বলবে:
“তুমি যদি দাজ্জালকে না মানো, তুমি পৃথিবীর নাগরিক না!”

✅ আমি কারও বিরুদ্ধে না, আমি প্রযুক্তিরও বিরোধী না। আমি শুধু বলছি:

তুমি প্রযুক্তি ব্যবহার করো — কিন্তু প্রযুক্তি যেন তোমাকে ব্যবহার না করে।
তুমি চিপ ব্যবহার করো না — যেন চিপ একদিন তোমার ঈমান না ব্যবহার করে।

🔰 করণীয়:
• সূরা কাহফ পড়ো, অন্তত প্রতি শুক্রবার
• দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া মুখস্থ রাখো
• জীবনকে ধীরে ধীরে “Tayyib” করো — খাবার, চিন্তা, সমাজ
• সন্তানকে শেখাও “সত্য-মিথ্যার পার্থক্য”
• আর সবশেষে, এমনভাবে তৈরি হও — যেন সে (দাজ্জাল) এলে তুমি বলতে পারো:
“আমি আল্লাহর বান্দা — কোনো সিস্টেম, কোনো ইল্যুশন, কোনো ফেক ঈশ্বর আমাকে কিনতে পারবে না।”

দাজ্জাল আসবে। এটা কুরআন-হাদিসে নিশ্চিত। কিন্তু সে আসার আগেই যদি আমরা তার সিস্টেমে ঢুকে পড়ি — তখন আর আমাদের বের হবার পথ থাকবে না।
আজ থেকে প্রস্তুতি নিন, ঈমানকে Technology Proof করুন।

ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে মানবদেহে আইরন সংশ্লেষনে। চাই সেটা প্রাকৃতিক খাবার থেকে গ্রহণ করা হোক কিংবা ...
28/06/2025

ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে মানবদেহে আইরন সংশ্লেষনে। চাই সেটা প্রাকৃতিক খাবার থেকে গ্রহণ করা হোক কিংবা খাদ্য সম্পূরক (Supplement) থেকে গ্রহণ করা হোক।

সুতরাং আপনার শরীরে আইরনের ঘাড়তি পূরণে আইরন সমৃদ্ধ খাবার বা খাদ্য সম্পূরক গ্রহণ করলে। অবশ্যই সাথে ভিটামিন সি গ্রহণ করুন।

more: https://pharmacyseba.com/

গ্যাভিসল 500mg অ্যান্টাসিড সিরাপ। আপনার গ্যাস্টিক, বদহজম, বুক জ্বালাপোড়া ও পেট ফাঁপা দুর করবে এবং ইন্সট্যান্ট পেটে স্বস...
27/06/2025

গ্যাভিসল 500mg অ্যান্টাসিড সিরাপ। আপনার গ্যাস্টিক, বদহজম, বুক জ্বালাপোড়া ও পেট ফাঁপা দুর করবে এবং ইন্সট্যান্ট পেটে স্বস্তি ফিরিয়ে আনবে।

Gavisol Syrup The Alternate of Gaviscon Syrup in Bangladesh গ্যাভিসল সিরাপ Gavisol Syrup হলো একটি instant এবং খুবই কার্যকর 3in1 অ্যান্টাসিড সিরাপ

১৪৪৭ হিজরি আরবী নববর্ষের শুভেচ্ছাফার্মেসি সেবার পক্ষ থেকে  আপনাদের সবাইকে আরবী নতুন বছরের শুভেচ্ছা। আমরা আল্লাহর  কাছে প...
26/06/2025

১৪৪৭ হিজরি আরবী নববর্ষের শুভেচ্ছা

ফার্মেসি সেবার পক্ষ থেকে আপনাদের সবাইকে আরবী নতুন বছরের শুভেচ্ছা। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আগত বছরকে সু-স্বাস্থ্য, মঙ্গল এবং শান্তি ও ফিলিস্তিনের মাজলুমদেরকে জুলুম থেকে চিরতরে মুক্তি দিয়ে শান্তি ও সুখময় এক স্বর্গীয় আনন্দের বছর করে তোলেন।

আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা। ১৪৪৭ হিজরি 🥳🥳🥳🥳🥳🥳

লড়াই চলছে চোখে চোখ রেখে!ইরান একটুও পিছু হাটছে না। ২ ঘন্টা আগেও জানিয়েছে নতুন কিছু দেখার অপেক্ষায় থাক নেতা হনুমান। মেরিকা...
17/06/2025

লড়াই চলছে চোখে চোখ রেখে!

ইরান একটুও পিছু হাটছে না। ২ ঘন্টা আগেও জানিয়েছে নতুন কিছু দেখার অপেক্ষায় থাক নেতা হনুমান।

মেরিকার মুরব্বি তেহরান খালি করার হুমকি দেওয়ার পরপরই ইরান মুরব্বিকে আবারও সাবধান করেছে।

মুরব্বির বুদ্ধিতে নেতা হনুমান আগ বাড়িয়ে ইরানে হামলা করে এতো বড় বিপদে পড়বে তা চিন্তাও করতে পারেনি।

Hজরাইলে হনুমানের বিরুদ্ধে অলরেডি বিদ্রোহ শুরু হয়ে গেছে। মানুষ ওকে গালাগাল দিচ্ছে।

সবচেয়ে ভালো লাগছে Hজরাইলের অহংকার মাটির সাথে মিশে গেছে।

ফান্দে পড়ে মেরিকার মুরব্বি আবোলতাবোল বকছে। আর ইরান মুরব্বিকে এক বার্তায় কারবালার কথা স্মরণ করিয়ে দিছে।

কিলাকিলি চলুক। হনুমান নিপাত যাক। আমার Pলিস্তিন ভাই-বোনরা মুক্তি পাক।

17/06/2025

ডায়রিয়া হলে টক দই খাবেন। (মিডিল ইস্টে যাকে জাবাদি বলা হয়) কারণ এতে প্রচুর পরিমান প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে। যা পেটের খারাপ ব্যাকটেরিয়া দূর করে। এবং ডায়রিয়া রোধে কার্যকর ভূমিকা পালন করে। তবে সাথে ডিহাইড্রেটিং জুস বা পানি পান করুন।

এবং ফার্মেসি থেকে ইমুডিয়াম বা ইমুটিল (Loperamide) মেডিসিন নিতে পারেন।

more
https://pharmacyseba.com/

16/06/2025

যাদের চুল পড়ার সমস্যা রয়েছে। তারা বায়োটিন,
ভিটামিন-ই, চেইস্টিন, এবং জিংক সেবন করতে পারেন।এবং সোডিয়াম সুলফ্যাট মুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন।ইনশাআল্লাহ Cured

সহ-বাসে দেখা যায় অনেক সময় মেয়েদের যৌ-নিপথ একেবারেই শুষ্ক থাকে, যার ফলে সহ-বাস করাটাই কঠিন হয়ে যায়। এবং নারী এতে খুবই কষ্...
16/06/2025

সহ-বাসে দেখা যায় অনেক সময় মেয়েদের যৌ-নিপথ একেবারেই শুষ্ক থাকে, যার ফলে সহ-বাস করাটাই কঠিন হয়ে যায়। এবং নারী এতে খুবই কষ্ট ও ব্যথা অনুভব করে। যার ফলে অনেক সময় সহবাসে তার অনাগ্রহ তৈরি হয়।

এই সমস্যা থেকে মুক্তির উপায় হলো লুব্রিকেন্ট ব্যবহার করা। লুব্রিকেন্ট যৌ-নিপথকে পিচ্ছিল করে দেয়, ফলে যৌ-ন মিলন সহজ এবং আরামদায়ক হয়।

বাজারে অনেক লুব্রিকেন্ট পাওয়া যায়, তবে KY Jelly, Astroglide, Siliquid H2O, Siliquid Silk খুবই ভালো কাজ করে। তাই স্বামী স্ত্রীরা এটি কিনতে পারেন।

KY Jelly and KLY Jelly is a water based and oil-free lubricating gel use for Sexual applications, which is hypoallergenic, suitable for sensitive skin

আমরা ছেলেরা বাবা হবার পরও আমাদের লাইফ আগের মতোই চলতে থাকে। কিন্তু, একজন মেয়ে 'মা' হবার পর?বাচ্চার বয়স দেড়-দুই বছর। যৌথ প...
16/06/2025

আমরা ছেলেরা বাবা হবার পরও আমাদের লাইফ আগের মতোই চলতে থাকে। কিন্তু, একজন মেয়ে 'মা' হবার পর?

বাচ্চার বয়স দেড়-দুই বছর। যৌথ পরিবারে থাকলে কিছু সুবিধা পাওয়া যায়। কাজের সময় বাচ্চাকে দাদী, ফুফুর কাছে দেয়া যায়।

কিন্তু, সিঙ্গেল পরিবারে? যারা চাকরি/ব্যবসার কারণে শহরে থাকে স্ত্রী-সন্তান নিয়ে, তাদের কী অবস্থা হয়?

বাবা চলে যায় অফিসে, ব্যবসায়। আর মা একা বাসায় সন্তানকে নিয়ে। রান্নার সময় সন্তানকে চোখে চোখে রাখতে হয়। খেলনা দিয়ে সামলাতে হয় বা কোলে নিয়ে রান্না।

একা ঘরে সদ্য মা হওয়া মেয়েটি ঠিকমতো ওয়াশরুমে পর্যন্ত যেতে পারে না। ২ বছরের মধ্যে হঠাৎ তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে।

ওয়াশরুমের দরজা বন্ধ করে গেলে দুশ্চিন্তা কাজ করে। সন্তান কোথায় যাবে? ইলেক্ট্রিক জিনিসপত্রে হাত দিবে কিনা, গ্যাসের চুলায় হাত দিবে কিনা, কোথাও পড়ে যাবে কিনা?

অন্যদিকে মাকে না পেয়ে সন্তান তো কাঁদতেই থাকে।

একজন মা নামাজ পড়তে গেলেও কতো দুশ্চিন্তা। বাবুটা নামাজ পড়তে দেয় না, কাঁধে ওঠে বা কাপড় টানে। কিংবা অন্যরুমে চলে গিয়ে কী না কী করে!

ছেলে তো বাইরে চাকরি করে। কী পরিশ্রম, এটা স্বীকার করতে হবে।

একজন মেয়ে? প্রতি মুহূর্তে সন্তানের চিন্তা। নিজের নাওয়া-খাওয়া ঠিকমতো করতে পারে না। খেতে বসে ঠিকমতো খেতে পারে না সন্তানের কান্নার জন্য।

আমরা ছেলে। আমাদের কী করার আছে?

আসুন, অফিস-ব্যবসা থেকে এসে ঘরে মেজাজ না দেখিয়ে অন্তত স্ত্রীকে ১ ঘণ্টা সময় দেই- "তুমি একটু রেস্ট নাও, আজকের ক্বাজা নামাজ থাকলে পড়ে নাও, গোসল না করলে গোসল করে নাও।"

একজন বাবার জন্য সন্তানকে আদর করা সহজ। কিন্তু, ১/২ ঘণ্টা সামলানো বেশ টাফ। যাস্ট ইমাজিন করুন, আপনার স্ত্রী প্রতিদিন কীভাবে সামলায়?

এটা অন্তত উপলব্ধি করলে স্ত্রীর ঘরের কাজকে তুচ্ছ মনে করবেন না।

🎤 আরিফুল ইসলাম

Address

Nangalkot Bazar, Comilla, Chittagong
Cumilla
3580

Alerts

Be the first to know and let us send you an email when Pharmacy Seba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pharmacy Seba:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram