22/07/2025
এই ভাইকে আমার আরেক রোগী পাঠিয়েছেন।ভাইয়ের সমস্যা ছিলো হঠাৎ করে সারাশরীর বড় হওয়া শুরু করেছে, হাত, পা স্বাভাবিক থেকে বড়,চোয়াল বড় হয়ে গেছে, নাক, কপাল অস্বাভাবিক পরিবর্তন, দাঁতের মাঝখানের গ্যাপ বেড়ে গেছে, প্রচুর ঘামাতো,চামড়া সবসময় তেলতেলে ভাব ছিলে।জুতার সাইজ অনেক বড় হয়ে যেত,ঘড়ি ও আংটি পড়তে কষ্ট হতো। এর সাথে যুক্ত হয় অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। পরে খুঁজে বের করি গ্রোথ হরমোনের বেড়ে যাওয়ার জন্য এই সমস্যা। গ্রোথ হরমোনে বাড়ার কারণ হিসেবে খুঁজে পাই ব্রেনের পিটুইটারিতে টিউমার।পরে উনার অপারেশন হয়।বর্তমানে ভাই ভালো আছেন। আমি ভাইয়ের সুস্থতা কামনা করি