07/12/2025
এই বাচ্চার বয়স কেউ বলতে পারবেন? দেখে কত মনে হয়? ৬ কিংবা ৭ বছর।তার আসল বয়স ১৪ বছর শেষ হয়ে ১৫ বছরে যাচ্ছে। বাচ্চা টা তার বাবা মার সাথে আমার চেম্বারে আসে। তার সমস্যা তার উচ্চতা ও গ্রোথ হচ্ছে না।পরে খুঁজে বের করি তার লম্বা না হওয়ার প্রথম কারণ হলো লিভারের সমস্যা। তার এ লিভারের সমস্যা হওয়ার কারণ হলো অপুষ্টি। বাচ্চা বাসার খাবার খেতে চায় না,বাইরের খাবারের প্রতি তার ঝোঁক বেশি। আশাকরি বাচ্চাটা দ্রুত সুস্থ হবে।দয়া করে সবাই নিজের বাচ্চার প্রতি খেয়াল রাখুন। বাইরের খাবার না খাইয়ে বাসায় পুষ্টিকর খাবারের প্রতি মনোযোগ দিন।
#হরমোন #শিশুসাস্থ্য #শিশুরগ্রোথ