ডাঃ অংকুর দত্ত

ডাঃ অংকুর দত্ত Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডাঃ অংকুর দত্ত, Doctor, Cumilla.

ডা:অংকুর দও প্রখ্যাত প্রিভেনটিভ মেডিসিন বিশেষজ্ঞ। তিনি একধারে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অন্যদিকে গবেষক।দেশি বিদেশি জার্নালে অসংখ্য চিকিৎসা সংক্রান্ত গবেষণা পএ আছে। জটিল রোগীদের রোগের কারণ খুঁজে বের করে চিকিৎসা দেওয়াই ধ্যান ও জ্ঞান।

22/07/2025

এই ভাইকে আমার আরেক রোগী পাঠিয়েছেন।ভাইয়ের সমস্যা ছিলো হঠাৎ করে সারাশরীর বড় হওয়া শুরু করেছে, হাত, পা স্বাভাবিক থেকে বড়,চোয়াল বড় হয়ে গেছে, নাক, কপাল অস্বাভাবিক পরিবর্তন, দাঁতের মাঝখানের গ্যাপ বেড়ে গেছে, প্রচুর ঘামাতো,চামড়া সবসময় তেলতেলে ভাব ছিলে।জুতার সাইজ অনেক বড় হয়ে যেত,ঘড়ি ও আংটি পড়তে কষ্ট হতো। এর সাথে যুক্ত হয় অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। পরে খুঁজে বের করি গ্রোথ হরমোনের বেড়ে যাওয়ার জন্য এই সমস্যা। গ্রোথ হরমোনে বাড়ার কারণ হিসেবে খুঁজে পাই ব্রেনের পিটুইটারিতে টিউমার।পরে উনার অপারেশন হয়।বর্তমানে ভাই ভালো আছেন। আমি ভাইয়ের সুস্থতা কামনা করি

এই ছবিটা এবারকার শীতের। মোবাইলে গ্যালারি চেক করতে গিয়ে ছবিটা পেলাম। গল্পটা ছিলো এরকম জানুয়ারির কোন এক দিন চেম্বারে মহিলা...
13/07/2025

এই ছবিটা এবারকার শীতের। মোবাইলে গ্যালারি চেক করতে গিয়ে ছবিটা পেলাম। গল্পটা ছিলো এরকম জানুয়ারির কোন এক দিন চেম্বারে মহিলা রোগী দেখছি।উনার সাথের এটেনডেন্টস একজন মহিলা সাথে আছেন। একটা বাচ্চা চেম্বারের বাইরে ঘোরাঘুরি করছি।রোগী দেখা শেষ হলে রোগীর এটেনডেন্টস বলছেন স্যার আজকে মনে হয় আপনি অনেক ব্যাস্ত।আমার বাচ্চাটাকে আপনাকে আগে দেখাইসি।বাসায় গিয়ে বলেছে আঙ্কেল অনেক আদর করে,অনেক সুন্দর করে কথা বলে। আজকে মনে হয় আপনি ব্যাস্ত।তাই ওকে চিনতে পারেন নাই। তাই আমার মেয়ে চেম্বারে ঢুকছে না অভিমানে ।পরে তাকে ডেকে নিয়ে ছবি তুললাম।ডাক্তার রোগীর সম্পর্ক এরকম মধুর হোক।রোগীর মা ছবি তুলে আমাকে পাঠালো।আমি যত্ন করে রেখে দিয়েছি।

12/07/2025

এই বোনটাকে পেয়েছিলাম অনেক দিন আগে। উনার ডেলিভারির পর হঠাৎ প্রচন্ড ঘাড় ও মাথা ব্যাথা।সেইসংগে একজনকে ডাবল দেখা শুরু করেছিলো।প্রথমে এটার কারণ হিসাবে অজ্ঞান করার ঔষধের প্রতিকৃয়া হিসাবে চিকিৎসকরা চিকিৎসা দেয়।কোন সুস্থতা না হওয়ায় এক চিকিৎসক আমার কাছে পাঠায়। পরে আমি ডায়াগনোসিস করি ডেলিভারি পরবর্তী ব্রেনের রক্তহ্মরন।যা পরবর্তীতে একজন নিউরোসার্জনের কাছে পাঠাই।এই রোগী দূর্লভ ও জটিল কেস গুলোর মধ্যে একটি।

আজ একটা বোনের গল্প বলবো। কিছু মানুষের জন্য কিছু করতে পারলে দারুন আনন্দ লাগে।এই বোন  লোক লজ্জায় বোরকা ছাড়া বাসার বাইরে ব...
08/07/2025

আজ একটা বোনের গল্প বলবো। কিছু মানুষের জন্য কিছু করতে পারলে দারুন আনন্দ লাগে।এই বোন লোক লজ্জায় বোরকা ছাড়া বাসার বাইরে বের হতে লজ্জা পেতেন।কারন উনার গলায় থাইরয়েড গ্ল্যান্ড অনেক বড় হয়ে বুক পর্যম্ত গিয়েছিল। উনার চোখ বের হয়ে যাওয়ার মতো অবস্থা ছিলো। আজ দেড় বছর চিকিৎসায় অনেকখানি সুস্থ। হরমোন নরমাল।থাইরয়েড গ্ল্যান্ড স্বাভাবিক দিকে ফিরে যাচ্ছে। আমি এই বোনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

03/07/2025

স্থুলতা বর্তমানে এক নিরব ঘাটক।স্থুলতার অনেক রোগীর সাফল্যের গল্প আছে। কিন্তু আমার ভিডিও করতে মনে থাকে না।আজ এক ভাইয়ের ভিডিও নিয়ে এসেছি। যিনি ঢাকায় থাকেন।আমাকে দেখানোর জন্য আমার সাপ্তাহিক চেম্বারে এসেছেন।ভাইয়ের মেইন সমস্যা অতিরিক্ত ওজন।যার জন্য উনি অনেক সমস্যা বোধ করছিলেন।গত সপ্তাহে একটা ঔষধ দেই সাপ্তাহিক ভাবে একবার নিতে বলি।আজ উনি ঢাকা থেকে মুদাফরগন্জে এসেছেন।এত ক্লান্তির মাঝে উনার মুখে হাসি।উনি আগের থেকে আরাম পাচ্ছেন ও ওজন ১ কেজি কমেছে। যা আগে কোন ভাবে কমতো না।আশাকরি চিকিৎসায় এই ভাই তার কাংহ্মিত ওজনে পৌঁছাতে পারবেন।উনার সফলতা কামনা করি।

02/07/2025

উনি মুলত স্নায়ু জনিত সমস্যার জন্য উনার চোখের এরকম অবস্থা। উনার সহধর্মিণী আমার রোগী। উনি এই ভাইকে আমার কাছে নিয়ে আসেন।চিকিৎসার ভাষায় আমরা বলে Blepharospasm...উনার চোখের মাংসগুলোয় হঠাৎ পরিবর্তনের জন্য এই সমস্যা হলো।
#স্নায়ু #চোখেরসমস্যা

30/06/2025

এই মা কে নিয়ে আসেন উনার ছেলে আমার এক রোগী র পরামর্শে।উনি স্নায়ুর একধরনের রোগ পারকিন্সনিজমে ভুকছেন। সাথে উনার মুখ ও হাতে অসম্ভব কাপুনি।যা মেডিকেলের ভাষায় ট্রেমর বলি।অনেক ঔষধেও উনার কোন লাভ হচ্ছে না। উপরওয়ালার নামে উনার চিকিৎসা শুরু করলাম। আশাকরি সৃষ্টিকর্তা এই মাকে সুস্থতা প্রদান করবেন।

এই বাচ্চার বয়স কেউ বলতে পারবেন? দেখে কত মনে হয়?  ৬ কিংবা ৭ বছর।তার আসল বয়স ১৪ বছর শেষ হয়ে ১৫ বছরে যাচ্ছে। বাচ্চা টা কাল ...
25/06/2025

এই বাচ্চার বয়স কেউ বলতে পারবেন? দেখে কত মনে হয়? ৬ কিংবা ৭ বছর।তার আসল বয়স ১৪ বছর শেষ হয়ে ১৫ বছরে যাচ্ছে। বাচ্চা টা কাল তার বাবা মার সাথে আমার চেম্বারে আসে। তার সমস্যা তার উচ্চতা ও গ্রোথ হচ্ছে না।পরে খুঁজে বের করি তার লম্বা না হওয়ার প্রথম কারণ হলো লিভারের সমস্যা। তার এ লিভারের সমস্যা হওয়ার কারণ হলো অপুষ্টি। বাচ্চা বাসার খাবার খেতে চায় না,বাইরের খাবারের প্রতি তার ঝোঁক বেশি। আশাকরি বাচ্চাটা দ্রুত সুস্থ হবে।দয়া করে সবাই নিজের বাচ্চার প্রতি খেয়াল রাখুন। বাইরের খাবার না খাইয়ে বাসায় পুষ্টিকর খাবারের প্রতি মনোযোগ দিন।
#হরমোন #শিশুসাস্থ্য #শিশুরগ্রোথ

24/06/2025

এই কিউট রোগী কে পেয়েছিলাম ২ বছর আগে।এই ভিডিও টা তাকে প্রথম দেখার ভিডিও। যা হাসপাতালে খিচুনি উঠার সময়কার ভিডিও ।আজ ফেইসবুকের মেমোরিতে মনে পড়লো।সমস্যা ছিলো তার অনেক খিচুনি। যা কিছুহ্মন পর পর উঠতো।খিচুনি প্যাটার্ন টাও ছিল অদ্ভুত। যা আমি আগে কখনো দেখিনি এরকম প্যাটার্ন।খিচুনি উঠলে সে চরকির মত ঘুরতো,কাউকে কাছে পেলে এমন শক্তভাবে ধরতো যে কোন বাচ্চার শক্তি এমন হতে পারে তা ছিলো ধারণার বাইরে।তার বাবা রাজমিস্ত্রির কাজ করতো।শিশু বিশেষজ্ঞ এক বড় ভাই আমার কাছে পাঠায়।রোগীর পরিবার এসমস্যার জন্য ওঝা দেখতে চাচ্ছিলেন।ঐ শিশু বিশেষজ্ঞ বড় ভাই তাদের নাকি বলেন যার কাছে পাঠাচ্ছি সে আরও বড় ওঝা। বাচ্চাটাকে যখন শেষ ফলোয়াপে পাই তখন খিচুনির ফ্রিকুয়েন্সি অনেক কম।আমাকে সেদিন প্রশ্ন করে ডাক্তার আঙ্কেল আপনি কি আসলে ওঝা?

কাল রাতে বাসায় ফিরছি।এক রোগীর ফোন স্যার কাল কোথায় পাওয়া যাবে। বললাম শুক্রবার সাধারণত রোগী দেখি না,তবে মাঝে মাঝে অনকলে রো...
23/06/2025

কাল রাতে বাসায় ফিরছি।এক রোগীর ফোন স্যার কাল কোথায় পাওয়া যাবে। বললাম শুক্রবার সাধারণত রোগী দেখি না,তবে মাঝে মাঝে অনকলে রোগী দেখি।আজ সেরকম অনকলে একটা হাসপাতালে আসলাম ঐ রোগীর ফোন স্যার আপনি এখন কোথায় আছেন? আমি আপনার সাথে এখন দেখা করতে চাই। ভাবলাম ইমার্জেন্সি কোন সমস্যা, ঠিকানা দিলাম। রোগী হাসপাতালে এসে বলে স্যার আজকে দেখাতে আসি নাই আপনার জন্য আমার গাছের আম নিয়ে আসছি।ভালোবাসা আসলেই অদ্ভুত। এই অদ্ভুত মায়ায় সারাজীবন কাটাতে চাই

17/06/2025

এই বোনকে দেখেছিলাম অনেক দিন আগে।আজ হঠাৎ চেম্বারে ঢুকে প্রথম কথা স্যার আমাকে চিনছেন? আমি আগের থেকে অনেক ভালো আছি।কাগজপএ দেখে বুঝলাম আমার ডায়াগনোসিস করা RPGN Due to wegners granulomatosis..কাকতালীয়ভাবে এই বোনের প্রথম সাহ্মাতের ভিডিও টা ছিলো আমার কাছে। সাধারণত জটিল ও দূর্লভ কেইসগুলোর ভিডিও আমি মোবাইলে সংরক্ষণ করি।বোনটার সমস্যা ছিলো কিডনি খুব দ্রুত খারাপ হয়ে যাচ্ছিলো। শুরুটা হয় ঠান্ডা সর্দি কাশি দিয়ে, আস্তে আস্তে হঠাৎ করে উচ্চরক্তচাপ, প্রশ্রাবে রক্ত বের হওয়া এবং শ্বাসকষ্ট। আজকে দেখে খুব ভালো লাগলো উনার সুস্থতা দেখে। সেই সাথে এটাও বুঝতে পারছি আমি বুড়ো হয়ে যাচ্ছি। এখন অনেক কিছু মনে থাকে না।

16/06/2025

এই বোন টা দুদিন আগে এসেছিলেন আরেক বোনের সাথে।উনি মুলত Wilson disease নামক দূলর্ভ রোগে ভুকছেন। যা বংশানুক্রমে হয়।।উনার পরিবারের আরেকজন সদস্য ও এই রোগে আক্রান্ত ছিলেন। এই রোগে সাধারণত লিভার, ব্রেন, চোখে আক্রমণ হয় বেশি। বোনটার শুধু ব্রেনে ইনভলভ হয়েছে এখনও পর্যন্ত।এই রোগের চিকিৎসা অনেক ব্যায়বহুল কারণ এই ঔষধগুলো বাইরের দেশ থেকে আনতে হয়।যা দীর্ঘমেয়াদী, নিয়মিত ঔষধ খেতে হয়।এই রোগ সম্পূর্ণ নির্মুল করা যায় না।চিকিৎসাবিজ্ঞান এখনো পিছিয়ে আছে । অদূর ভবিষ্যতে এর পারমানেন্ট চিকিৎসা সম্ভব হবে।সৃষ্টিকর্তা বোনটাকে সুস্থতা প্রদান করুক এই কামনা করি।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ অংকুর দত্ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category