15/06/2024
📌 ২৫ জুন বুধবার চেম্বার বন্ধ থাকবে
🔴 কেন সিরিয়াল পেতে সমস্যা হয়? কেন অন্য ডক্টর দেখানো উচিত:
🔘 কোন চিকিৎসকের পক্ষে একদিনে অসংখ্য রোগী দেখা সম্ভব হয় না। সকল মানুষের মতো চিকিৎসকদেরও সীমাবদ্ধতা রয়েছে। রোগী দেখা খুবই পরিশ্রমসাধ্য কাজ।
🔘 আমি খুবই ধীরেসুস্থে সময় নিয়ে রোগী দেখি, রোগীর কথা শুনি, তাড়াহুড়া করে রোগী দেখি না। তাছাড়া প্রসূতি রোগী দেখতে অন্য রোগীর তুলনায় সময় বেশি লাগে। এজন্য চাইলেও চেম্বারে একদিনে বেশি সংখ্যক রোগী দেখা সম্ভব নয়।
🔘 যদি তাড়াহুড়া করে অনেক রোগী দেখি, তাহলে সিরিয়ালের এই সমস্যা থাকবে না। তাড়াহুড়া করে রোগী দেখলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কোন রোগীকে তার প্রাপ্য উপযুক্ত সেবা থেকে বঞ্চিত করা আমার পক্ষে সম্ভব নয়।
🔘 ধরুন, আমার পক্ষে একদিনে ২৫ জন রোগী দেখা সম্ভব, কিন্তু সিরিয়াল নেয়ার জন্য চেষ্টা করলো ৫০ জন। তাহলে বাকীরা সিরিয়াল পাবে না, এটাই স্বাভাবিক। এজন্য সকাল ১০টায় সিরিয়ালের জন্য সবাই একসাথে কল করলে, মোবাইল ব্যস্ত দেখায়। আর সিরিয়াল নেয়া হয়ে গেলে মোবাইল খোলা রাখলে বাকি সবাইকে রিফিউজ করতে হবে।
🔘 আমার এখানে সিরিয়াল নিয়ে কোন অনিয়ম করা হয় না। নির্দিষ্ট তারিখে দেখানোর ডেট থাকলে, ঐ তারিখের জন্য ওয়েবসাইট হতে অগ্রিম সিরিয়াল নিয়ে রাখুন। মেসেঞ্জারে ও হসপিটালে সরাসরি সিরিয়াল নেয়া হয় না।
🔘 বিশেষজ্ঞ চিকিৎসককে চেম্বারে রোগী দেখার পাশাপাশি সরকারি ডিউটি, ডেলিভারি, অপারেশন, ইমার্জেন্সি ও অন্যান্য ভর্তি রোগী দেখতে হয়।
🔘 আমাদের দেশে রেফারেল সিস্টেম না থাকায়, ছোটখাটো যে কোনো সমস্যায় রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান, যার কারণে যে রোগীর প্রকৃত সমস্যা আছে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেতে বিড়ম্বনার সম্মুখীন হন। ছোটখাটো সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর প্রয়োজন পড়ে না।
🔘 এত চিকিৎসকের ভীড়ে আমাকে রোগী দেখাতে চাচ্ছেন, তারজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু আমি নিরুপায়। আগে দেখিয়ে না থাকলে ও জরুরি হলে কাইন্ডলি নিকটস্থ অন্য ডক্টর দেখিয়ে সেবা নিন। সিরিয়ালের এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
চেম্বার: গোমতী হাসপাতাল প্রাইভেট লিমিটেড
নজরুল এভিনিউ, ২য় কান্দিরপাড়, কুমিল্লা
হটলাইন: 01879-970055, 01711-798083
🕒 রোগী দেখার সময়: বিকাল ৪টা হতে রাত ৮টা (শুক্রবার চেম্বার বন্ধ)
সিরিয়াল দুই ভাবে নেয়া যায়:
📲 সকাল ১০টায় 01958-422803 নাম্বারে কল করে। সিরিয়াল নেয়া শেষ হলে মোবাইল বন্ধ থাকে।
🌎 এবং ওয়েবসাইট হতে অগ্রিম সিরিয়াল নেয়া যায়।
চেম্বার বন্ধ থাকলেও ডেলিভারি সেবা চালু থাকে। আমি কখনও কুমিল্লার বাইরে অবস্থান করলে তখন বিকল্প কনসালটেন্ট দায়িত্ব পালন করেন।