হৃদয় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র, কুমিল্লা-01819871761

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • হৃদয় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র, কুমিল্লা-01819871761

হৃদয় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র, কুমিল্লা-01819871761 হৃদয় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, কুমিল্লা

Wishing you a happy, healthy, and drug-free life, dear Munna. May God bless you with strength, peace, and endless happin...
17/06/2025

Wishing you a happy, healthy, and drug-free life, dear Munna. May God bless you with strength, peace, and endless happiness.

শুভ জন্মদিন! হৃদয় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ আনিসুর রহমানের শুভ জন্মদিন। জীবনে এই বিশেষ দিনটি হয়ে...
14/06/2025

শুভ জন্মদিন!
হৃদয় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ আনিসুর রহমানের শুভ জন্মদিন।
জীবনে এই বিশেষ দিনটি হয়ে উঠুক আনন্দ, ভালোবাসা ও সাফল্যে ভরপুর।
নতুন বছরটি নিয়ে আসুক শান্তি, সুস্থতা ও স্বপ্নপূরণের অশেষ সম্ভাবনা।

13/06/2025

মাদক ও মাদকাসক্তি এর প্রতিকার ----

মাদক কী?

মাদক হলো এমন একধরনের রাসায়নিক পদার্থ যা গ্রহণের ফলে মানুষের শরীর ও মস্তিষ্কে নানা ধরনের পরিবর্তন ঘটে। এটি সাময়িক আরাম বা আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে শরীর, মন ও সমাজ জীবনে মারাত্মক প্রভাব ফেলে। মাদক হতে পারে ধূমপানযোগ্য, ইনজেকশনযোগ্য, চিবিয়ে খাওয়ার মতো অথবা পান করার উপযোগী।

সাধারণ কিছু মাদকের উদাহরণ:

গাঁজা

হেরোইন

ইয়াবা

ফেনসিডিল

কোকেন

আফিম

মাদকাসক্তি কী?

মাদকাসক্তি হলো মাদকদ্রব্য ব্যবহারে এমন এক অবস্থা, যেখানে ব্যক্তি নিয়মিতভাবে মাদক গ্রহণ করে এবং এটি ছাড়া স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। মাদক গ্রহণে অভ্যাস গড়ে উঠলে তা ধীরে ধীরে আসক্তিতে পরিণত হয়।

মাদকাসক্তির কারণসমূহ:

কৌতূহল বা বন্ধুদের প্ররোচনা

পারিবারিক অশান্তি বা অবহেলা

মানসিক চাপ বা হতাশা

দারিদ্র্য বা আর্থিক সমস্যা

সহজলভ্যতা

মাদকাসক্তির ক্ষতিকর দিক:

1. শারীরিক ক্ষতি: যকৃত, হৃদপিণ্ড, কিডনি ও মস্তিষ্কের ক্ষতি হয়।

2. মানসিক সমস্যা: বিষণ্নতা, উদ্বেগ, ভুলভ্রান্তি, আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়।

3. পারিবারিক অস্থিরতা: পরিবারে কলহ ও বিচ্ছিন্নতা দেখা দেয়।

4. অপরাধমূলক কর্মকাণ্ড: অর্থের জন্য চুরি, ছিনতাই, হত্যা ইত্যাদি ঘটতে পারে।

5. সামাজিক অবক্ষয়: সমাজে একজন মাদকাসক্ত মানুষ বিশ্বাস ও মর্যাদা হারায়।

মাদক প্রতিরোধে করণীয়:

পরিবারে ভালোবাসা ও নজরদারি রাখা

শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা সৃষ্টি

ধর্মীয় ও নৈতিক শিক্ষার চর্চা

বন্ধু বাছাইয়ে সতর্কতা

সরকারি ও বেসরকারি উদ্যোগে মাদকবিরোধী কার্যক্রম

চিকিৎসা ও কাউন্সেলিং সেবা গ্রহণ।

-------আসিফ মাহমুদ জহির
প্রধান নির্বাহী পরিচালক
হৃদয় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র।

ঈদ-উল-আযহার শুভেচ্ছা! পবিত্র ঈদ-উল-আযহার এই আনন্দঘন মুহূর্তেআপনাকে ও আপনার পরিবারকে জানাইহার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন।ত্য...
06/06/2025

ঈদ-উল-আযহার শুভেচ্ছা!

পবিত্র ঈদ-উল-আযহার এই আনন্দঘন মুহূর্তে
আপনাকে ও আপনার পরিবারকে জানাই
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ত্যাগের মহান আদর্শে উজ্জীবিত হোক আমাদের জীবন,
আল্লাহ্‌ কবুল করুন আমাদের কোরবানি ও ইবাদত।
ঈদ মোবারক!

আসিফ মাহমুদ জহির
প্রধান নির্বাহী পরিচালক
হৃদয় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র।

আলহামদুলিল্লাহ্!আল্লাহর সন্তুষ্টির জন্য হৃদয় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের জন্য।
05/06/2025

আলহামদুলিল্লাহ্!
আল্লাহর সন্তুষ্টির জন্য হৃদয় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের জন্য।

মাদক এবং সমাজপতিদের করণীয় ---------আসিফ মাহমুদ জহির ১:-. মাদক থেকে মুক্তি প্রদান:সমাজপতিদের উচিত মাদকাসক্তির বিরুদ্ধে সচ...
23/05/2025

মাদক এবং সমাজপতিদের করণীয়
---------আসিফ মাহমুদ জহির

১:-. মাদক থেকে মুক্তি প্রদান:

সমাজপতিদের উচিত মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা এবং মাদকাসক্তদের জন্য সাহায্য এবং চিকিৎসার সুযোগ প্রদান করা।

সমাজপতিদের নেতৃত্বে মাদকবিরোধী কার্যক্রম চালানো এবং সামাজিক রীতি অনুসরণ করে মাদক ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা।

2:-শিক্ষা ও সচেতনতা:

মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

পরিবার, স্কুল এবং সমাজের সবাইকে এই বিষয়ে জ্ঞান প্রদান করা উচিত।

৩:-আইন প্রয়োগ ও শাস্তি:

মাদক ব্যবসা এবং মাদক সেবন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ করতে হবে।

সমাজপতিদের উচিত স্থানীয় প্রশাসনের সাথে সহযোগিতা করে আইন প্রয়োগ নিশ্চিত করা এবং মাদকবিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করা।

৪:-নতুন সামাজিক উদ্যোগ:

সমাজপতিদের নতুন সামাজিক উদ্যোগ শুরু করতে হবে, যেমন, মাদক মুক্ত অঞ্চল তৈরি বা মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা।

৫:-স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন:

মাদকাসক্তদের চিকিৎসা এবং পুনর্বাসন ব্যবস্থাপনার জন্য স্বাস্থ্যসেবা উন্নত করতে হবে।
সমাজপতিদের স্বাস্থ্য সেবার দিকে নজর দিতে হবে যাতে মাদকাসক্তরা সহায়তা পায়।

এছাড়া, সামাজিক স্তরে মাদক প্রতিরোধে একত্রে কাজ করা গুরুত্বপূর্ণ, যেখানে সমাজপতিরা সক্রিয় ভূমিকা রাখতে পারেন।

শুভ জন্মদিন উদযাপন। হৃদয় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের পরিচালক এমদাদুল হক পারভেজের শুভ জন্মদিন উদযাপন। দোয়া ও ভালবাসা অ...
03/02/2025

শুভ জন্মদিন উদযাপন।
হৃদয় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের পরিচালক এমদাদুল হক পারভেজের শুভ জন্মদিন উদযাপন।
দোয়া ও ভালবাসা অবিরাম।

স্নেহভাজন আকিবের শুভ জন্মদিন উদযাপন। দোয়া ও ভালবাসা অবিরাম।
16/12/2024

স্নেহভাজন আকিবের শুভ জন্মদিন উদযাপন।
দোয়া ও ভালবাসা অবিরাম।

আলহামদুলিল্লাহ্!স্নেহভাজন মনিরের শুভ জন্মদিন উদযাপন। দোয়া ও নিরন্তর শুভ পথচলা।
10/12/2024

আলহামদুলিল্লাহ্!
স্নেহভাজন মনিরের শুভ জন্মদিন উদযাপন।
দোয়া ও নিরন্তর শুভ পথচলা।

অভিনন্দন! বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টিমকে। ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন।
08/12/2024

অভিনন্দন!
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টিমকে। ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! প্রিয় মনির ভাইয়ের বাবার মৃত্যুতে আমরা শোকাহত। দোয়া করি মহান রাব্বুল আল-আমিন যেন ...
02/11/2024

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
প্রিয় মনির ভাইয়ের বাবার মৃত্যুতে আমরা শোকাহত।
দোয়া করি মহান রাব্বুল আল-আমিন যেন বেহেশতের উঁচু মকাম দান করেন।

স্নেহভাজন নিলয়ের শুভ জন্মদিন উদযাপন। দোয়া ও নিরন্তর শুভকামনা।
27/10/2024

স্নেহভাজন নিলয়ের শুভ জন্মদিন উদযাপন।
দোয়া ও নিরন্তর শুভকামনা।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when হৃদয় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র, কুমিল্লা-01819871761 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to হৃদয় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র, কুমিল্লা-01819871761:

Share