
20/04/2025
একটি নিষ্পাপ শিশুকে বাচানোর আবেদন :
Faruk Salah Uddin ভাইয়ের ছেলে শিশটি দুনিয়াতে আসলো মাত্র তিন দিন। জন্মের পর থেকেই NICU আছে। ঢাকায় নেয়ার কথা বললেও টাকার অভাবে নিতে পারেন নি।
কাল থেকে বাচ্চার চোখ বন্ধ, কান্না বন্ধ, শুধু নিঃশ্বাস টুকু চালু আছে। খিঁচুনি উচ্চ মাত্রায়! আমি চরম অসহায় অবস্থায় রয়েছি। চিকিৎসাধীন হাসপাতালের বিল গুলো পরিশোধের ব্যবস্থা হয়নি। সাধ্যমতো সহযোগিতা কামনা করছি 🙏
বিকাশ / নগদ: 01818-780619
শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন।