সরকার হোমিও ক্লিনিক ও ফার্মেসী, কড়িকান্দি বাজার,তিতাস,কুমিল্লা।

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • সরকার হোমিও ক্লিনিক ও ফার্মেসী, কড়িকান্দি বাজার,তিতাস,কুমিল্লা।

সরকার হোমিও ক্লিনিক ও ফার্মেসী, কড়িকান্দি বাজার,তিতাস,কুমিল্লা। Safe your Health by taking proper Homeopathic Treatment from a Higher qualified (BHMS & MPH) Doctor.

⭕ জীবনঘাতী টিটেনাস বা ধনুষ্টংকার⁉️🔹কখনো জং ধরা লোহা বা পেরেক আথবা মাঠিতে পরে থাকা নোংরা যে কোনো কিছু দিয়ে কেটে গেলে এই র...
13/03/2025

⭕ জীবনঘাতী টিটেনাস বা ধনুষ্টংকার⁉️

🔹কখনো জং ধরা লোহা বা পেরেক আথবা মাঠিতে পরে থাকা নোংরা যে কোনো কিছু দিয়ে কেটে গেলে এই রোগ হবার সম্ভবনা বেশি থাকে ৷ তাই অবহেলা না করে ২৪ঘন্টা অতিক্রম হবার আগেই "হাইপেরিকাম ২০০"(হোমিওপ্যাথি ঔষধ) সেবন করবেন ইনশাআল্লাহ ধনুষ্টংকার হবেনা।

🔹"ক্লোস্ট্রিডিয়াম টিটানি" ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে টিটেনাস হয়, যা সাধারণত মাটি, লালা, ধুলো এবং সারে পাওয়া যায়। এই ব্যাকটেরিয়াটি সাধারণত দূষিত বস্তুুর দ্বারা সৃষ্ট কাটা বা খোঁচার মত চামড়ার ক্ষতের মাধ্যমে মানব দেহে প্রবেশ করে।

(বি.দ্র.যেকোনো অপারেশনর পূর্বে একজন BHMS ডাক্তারের (বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক) পরামর্শ নিন।

Dr. Md Kabir Hossain Sharker
BHMS (DU), MPS (DU)
Govt.Homeopathic Medical College and Hospital, Mirpur-14, Dhaka.
DU Reg. No: 4429, DGHS Reg.No- H-1154

চেম্বার:
সরকার হোমিও ক্লিনিক
তিতাস সুপার মার্কেট, মজিদপুর রোড,
কড়িকান্দি বাজার, তিতাস, কুমিল্লা।
যোগাযোগ : 01913341997

28/12/2024
Four  miraculous  homeopathic  medicines  for  vaginal  birth  (নরমাল  ডেলিভারীর  জন্য  অলৌকিক  ক্ষমতাসম্পন্ন  চারটি  হো...
22/12/2024

Four miraculous homeopathic medicines for vaginal birth (নরমাল ডেলিভারীর জন্য অলৌকিক ক্ষমতাসম্পন্ন চারটি হোমিওপ্যাথিক ঔষধ) : দীর্ঘ দশমাস গর্ভধারণের পর সন্তান প্রসব বা জন্মদান হলো মাতৃত্বের চূড়ান্ত বা শেষ ধাপ। প্রতিটি মায়ের কাছেই সন্তান ডেলিভারির বিষয়টি একটি পরম কাঙ্খিত আবার একই সাথে একটি ভীতিকর ঘটনা। সন্তান প্রসবের ক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটে থাকে ‍ঃ কোন কোন মায়েরা সিজারিয়ান অপারেশানের ভয়ে হাসপাতাল বা ক্লিনিকেই যান না আবার কোন কোন মায়েরা প্রসব ব্যথার হাত থেকে বাচাঁর জন্য সিজার করতে নিজেরাই ডাক্তারদেরকে বার বার অনুরোধ করতে থাকেন। আসলে প্রসব ব্যথাটি খুবই ভয়ঙ্কর এতে সন্দেহ নেই কিন্তু এটি এমন কোন ব্যথা নয় যে আপনি একেবারে প্রাণে মারা যাবেন। সে যাক, নরমাল ডেলিভারি হোক আর সিজারিয়ান অপারেশানই হোক, মোটকথা প্রসব কাজটি কোন হাসপাতাল বা ক্লিনিকে হওয়া ভাল। কেননা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে, সন্তান ভূমিষ্ট হওয়ার সময় (শিশুর ওজন বেশী হলে) মায়েদের প্রসবদ্বার (birth canal) একটু-আধটু ছিড়ে যায়। ফলে হাসপাতালে হলে ডাক্তার বা নার্সরা ছেড়া অংশটুকু সেলাই (stitch) করে দেন এবং এতে সংশ্লিষ্ট অঙ্গটির গঠন এবং সৌন্দর্য ঠিক থাকে। পক্ষান্তরে বাড়িতে সন্তান প্রসব করলে যেহেতু ছেড়া-ফাঁটা অংশটুকু আর সেলাই করা হয় না ; তাই সেই অঙ্গটির সৌন্দর্য বিকৃত হয়ে যায় এবং পরবর্তীতে সেটি স্বামী-স্ত্রীর শারীরিক মিলনে আনন্দের ব্যাঘাত ঘটাতে পারে।

ইদানীং অবশ্য উন্নত বিশ্বের মহিলারাও দেখা যাচ্ছে হাসপাতালের চাইতে বরং বাড়িতেই সন্তানের জন্ম দিতে বেশী স্বচ্ছন্দ বোধ করেন। এতে অবশ্য তেমন কোন সমস্যা নেই। এজন্য ডেলিভারির ওপর লেখা কিছু বই পড়ে নিন এবং (ইন্টারনেট থেকে) এই সংক্রান্ত কিছু ভিডিও দেখে নিতে পারেন। পাশাপাশি একজন প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী (midwife) অথবা নার্সের সাহায্য নিতে ভুলবেন না। বিশেষত যারা গর্ভকালীন সময়ে হোমিও ঔষধ সেবন করেছেন এবং সন্তানের প্রসবের সময়ও হোমিও ঔষধের সাহায্য নিয়ে থাকেন, তাদের বেলায় সন্তান প্রসবের ক্ষেত্রে কোন জটিলতা/ঝামেলার সম্ভাবনা নাই। এবং তাদের সন্তানদের জন্মের ঘটনাটি অনেকটা “জলবৎ তরলঙ্গ” অর্থাৎ পানির মতো সহজ ব্যাপারে পরিণত হয়। এমনকি যাদের কোমরের বা তলপেটের (pelvic cavity) গঠন ভালো নয় বলে ডাক্তাররা সিজার করতে বলেন, তাদেরও দেখেছি শিশু এবং মায়ের কোন ক্ষতি ছাড়াই নরমাল ডেলিভারি হয়ে যায়। তাছাড়া অতীতে যাদের সিজার হয়েছে, তারাও হোমিও চিকিৎসকের পরামর্শ মতো চললে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম দিতে পারেন, নিজের এবং শিশুর কোন ক্ষতি ছাড়াই।

Pulsatilla pratensis ঃ সহজ এবং ঝামেলামুক্ত ডেলিভারির জন্য খাওয়াবেন পালসেটিলা (Pulsatilla pratensis) নামক ঔষধটি। যদি ডেলিভারি ডেট অতিক্রান্ত হওয়ার পরও ব্যথা না ওঠে অথবা প্রসবব্যথা কম ওঠে অথবা ব্যথা একবার আসে আবার চলে যায়, তবে পালসেটিলা (Pulsatilla pratensis) নামক হোমিও ঔষধটি আধা ঘণ্টা পরপর খাওয়াতে থাকুন। এটি প্রসব ব্যথাকে বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি প্রসব কাজ সমাধা করার ব্যাপারে একটি শ্রেষ্ঠ ঔষধ। এমনকি ডাক্তাররা যদি সিজারিয়ান অপারেশান করার জন্য ছুড়িতে ধার দিতে থাকে, তখনও আপনি পালসেটিলা খাওয়াতে থাকুন। দেখবেন ছুড়ি ধার হওয়ার পূবেই বাচ্চা নরমাল ডেলিভারি হয়ে গেছে। শুধু তাই নয়, এমনকি গর্ভস্থ শিশুর পজিশন যদি ঠিক না থাকে, তবে পালসেটিলা তাও ঠিক করতে পারে। শিশুর মাথা যদি উপরের দিকে অথবা ডান্তেবামে ঘুরে থাকে, তবে দুয়েক মাত্রা পালসেটিলা খাওয়ালেই দেখবেন শিশুর মাথা ঘুরিয়ে অটোমেটিকভাবে নীচের দিকে নিয়ে এসেছে। সাধারণত কথায় কথায় কেঁদে ফেলে, মন খুবই নরম - স্নেহপরায়ন, শীতের চাইতে গরম লাগে বেশী, খুব সহজেই মোটা হয়ে যায়, ব্যথা ঘনঘন স্থান পরিবর্তন করে ইত্যাদি লক্ষণ থাকলে পালসেটিলা যাদুর মতো কাজ করে। বাচ্চার মাথা যদি নীচের দিকে না থেকে উপরে-নীচে-ডানে-বামে থাকে তবে তাকেও পালসেটিলা অল্প সময়ের মধ্যে ঠিক করে দিতে পারে ।
Belladonna : প্রসবের ক্ষেত্রে বেলেডোনা ঔষধটি প্রয়োগ করার প্রধান লক্ষণ হলো প্রসব ব্যথা হঠাৎ আসে হঠাৎ চলে যায় । বেলেডোনার আরেকটি লক্ষণও মনে রাখতে পারেন আর তাহলো বেলেডোনার রোগীরা সাধারণত শারীরিকভাবে অনেক শক্তিশালী হয়ে থাকে মানুষ যাদেরকে পালোয়ান বা কুস্তিগীর বলে ।

Gelsemium sempervirens : জেলসিমিয়ামের প্রধান লক্ষণ হলো সাহসহীনতা বা কাপুরুষতা, শরীরের জোর বা মনের জোর কম হওয়া, রোগীর মধ্যে ঘুমঘুম ভাব থাকে বেশী, শরীর ভারভার লাগে, মাত্রাতিরিক্ত দুর্বলতার কারণে রোগী নড়াচড়া করতে পারে না এবং একটু নড়াচড়া করতে গেলে শরীর কাঁপতে থাকে, ওপর থেকে পড়ে যাওয়ার ভয় এবং হৃৎপিন্ড বন্ধ হয়ে যাওয়ার ভয় ইত্যাদি লক্ষণ আছে। এসব লক্ষণ থাকলে জেলসিমিয়াম যাদুর

Chamomilla ঃ ক্যামোমিলার প্রধান লক্ষণ হলো ইহার রোগীরা ব্যথার প্রতি অত্যন্ত সেনসিটিভ হয় অর্থাৎ ব্যথা একদম সহ্যই করতে পারে না। ব্যথার তীব্রতায় রোগী দিগ্‌বিদিক জ্ঞানশূণ্য হয়ে পড়ে, তার ভদ্রতাজ্ঞানও লোপ পেয়ে যায়, সে ডাক্তার , নার্স বা হাজব্যাণ্ডকে গালাগালি দিতে থাকে । এই ধরনের রোগীকে ক্যামোমিলা খাওয়াতে হবে। ক্যামোমিলা হলো অভদ্র রোগীদের ঔষধ। কোন রোগী যদি ব্যথার হাত থেকে বাঁচার জন্য ডাক্তারকে সিজার করতে বার বার কাকুতি-মিনতি করতে থাকে, তবে বুঝতে হবে যে সে ক্যামোমিলার রোগী অর্থাৎ তাকে ক্যামোমিলা খাওয়ানো একেবারে ফরজ।

* প্রসবের পরে অতিরিক্ত রক্তস্রাবের প্রবনতা থাকলে প্রসবের পূর্বে দু’তিন মাত্রা Millefolium (শক্তি ৩০, ২০০) খেয়ে নিন।
* যারা প্রতিবারই মৃত সন্তান প্রসব করে তাদের গর্ভের শেষ দুমাস প্রত্যহ সিমিসিফিউগা (Cimicifuga শক্তি Q,৩,৬) খাওয়ান এবং স্বামীর যৌনরোগের ইতিহাস থাকলে Aurum metallicum (শক্তি ২০০) সপ্তাহে একমাত্রা করে দুই মাস খান।
* যাদের ঠোককাটা, জন্মান্ধ, পঙ্গু, বোবা, বোকা, প্রতিবন্ধি সন্তান হয়েছে, তাদের পরবর্তী সন্তান গর্ভে আসার সাথে সাথে Sulphur, Thuja occidentalis এবং Calcarea phos (শক্তি ২০০) প্রতিটি ঔষধ সপ্তায় একমাত্রা করে একমাস হিসাবে খাওয়ান (অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিন)।
* যারা প্রতিবারই মৃৃত সন্তান প্রসব করে তাদের গর্ভের শেষ দুমাস প্রত্যহ Cimicifuga (শক্তি ৩,৬) খাওয়ান এবং স্বামীর যৌনরোগের ইতিহাস থাকলে Syphilinum (শক্তি ২০০) মাসে একমাত্রা করে দুই মাস খান।
* যাদের ঠোককাটা, জন্মান্ধ, পঙ্গু, বোবা, বোকা, প্রতিবন্ধি সন্তান হয়েছে, তাদের পরবর্তী সন্তান গর্ভে আসার সাথে সাথে Sulphur, Thuja Ges Calcarea phos (শক্তি ২০০) প্রতিটি ঔষধ সপ্তায় একমাত্রা করে একমাস হিসাবে খাওয়ান (অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিন)।
* প্রসবের পর প্রস্রাব বন্ধ হয়ে গেলে Arnica ev Staphisagria (শক্তি ৩০, ২০০) কিছুক্ষন পরপর খাওয়াতে থাকুন।
* প্রসবের দুই ঘণ্টা পরেও ফুল (placenta) না পড়লে Gossypium, Sabina, Cantharis A_ev Pulsatila (শক্তি ৩০,২০০) ঘণ্টায় ঘণ্টায় খাওয়াতে থাকুন।
* প্রসবের পর সুতিকা জ্বর (puerperal fever) দেখা দিলে Pyrogenum A_ev Echinacea angustifolia (শক্তি ৩০,২০০) তিন ঘণ্টা পরপর খেতে থাকুন।
* প্রসবের পরবর্তী দুর্বলতার জন্য Kali phos, Ferrum phos, China (শক্তি 3x, 6x, 12x) ইত্যাদি ঔষধগুলি তিনবেলা করে দুয়েক সপ্তাহ খাওয়MPS

চেম্বার :
সরকার হোমিও ক্লিনিক, তিতাস সুপার মার্কেট, মজিদপুর রোড, কড়িকান্দি বাজার, তিতাস, কুমিল্লা।

রোগী দেখার সময়:
সকাল ৯:০০-১:০০ টা
বিকাল :৩:৩০- রাত ৮:০০ টা
সিরিয়াল : 01913-341997

ডা: খাদিজা বিনতে জহির DHMS, MSS

ডা: মো: কবীর হোসাইন সরকার BHMS, MPS

04/09/2024

যেকোনো অপারেশনের পূর্বে একবার হোমিও চিকিৎসা নিন। ইনশাআল্লাহ কষ্টকর,পার্শ্বপ্রতিক্রিয়া যুক্ত ও ব্যয়বহুল অপারেশন থেকে বেঁচে যাবেন।

সরকার হোমিও ক্লিনিক
তিতাস,কুমিল্লা।
0191334 1997

03/09/2024

5 BEST HOMEOPATHIC MEDICINES FOR ALOPECIA AREATA

Alopecia areata is the loss of hair in circular or oval patches from the scalp or elsewhere such as eyebrows, beard, etc. Thebald patches are usually of the size of a five-rupee coin or one-rupee coin. Complete loss of hair may also occur in some individuals although it is not very common. Having bald patches on one’s head, beard and eyebrows can be very distressing.

Alopecia areata is a fairly common skin disorder and about 1 percent of the population is affected at any given time. Unlike other kinds of hair loss, alopecia areata is a reversible hair loss as the follicles ( a structure that encloses the root of the hair) of hair are not damaged. Alopecia areata does not affect patient health in any other way. Few people complain of itching when hair starts falling. There is no physical discomfort associated with it.

What is Alopecia Areata?

The loss of hair in patches is known as alopecia areata. In alopecia areata, usually hair loss is seen on the scalp, but any body part covered with hair can be affected. When alopecia areata appears in the beard, it is known as alopecia areata barbae.Homeopathy is an advanced science and treats many diseases of autoimmune origin including alopecia areata. Homeopathic medicines work by stopping the progress in the size of the bald spots and help in the regrowth of hair. Homeopathic medicines for treating alopecia areata originate from natural sources which exclude any risk of side effects.

Causes of Alopecia Areata

Alopecia areata is an autoimmune disease. In this condition, the defense cells of the body – because of a misdirected response – start to destroy hair follicles resulting in bald patches. Heredity and genetics play a significant role in alopecia areata. Patients suffering from alopecia areata very often mention a family member suffering from the same condition.

Signs and Symptoms of Alopecia Areata

Alopecia areata shows up as bald patches. The most common areas for alopecia areata are the scalp and the beard but may involve any body part with hair. There may be one, or multiple bald patches. The patches are usually round in shape and smooth to touch.

Homeopathic Treatment for Alopecia Areata

Homeopathic treatment is very effective in dealing with alopecia areata. Homeopathic remedies for alopecia areata affect our body by optimizing our immune system. Thus, homeopathy can provide an effective and permanent solution to this problem.

Moreover, once it is treated with homeopathy the chances of the problem occurring again are also highly reduced. Although certain homeopathic medicine like Flouricum Acid and Phosphorus are very often and effectively used in treating this disorder, one needs to go through a constitutional analysis before any prescription is made. Constitutional analysis is the prescription-based assessment of your physical and psychological characteristics.

Homeopathic Medicines for Alopecia Areata

1. Arsenic Album – Homeopathic Medicine for Alopecia Areata Accompanied by Itching and Burning on the Scalp

Arsenic Album is a recommended homeopathic treatment for alopecia areata which appears as circular bald patches along with itching and burning on the scalp. These symptoms aggravate at night. In some cases, the scalp is also sensitive.

2. Vinca Minor – Another Useful Homeopathic Medicine for Alopecia Areata

Vinca Minor is another useful homeopathic medicine for alopecia areata. It works well in cases where there is a tendency for hair to fall in spots which are then replaced by white hair. Along with this, itching and violent scratching over the scalp may also be present.

3. Baryta Carb, Lycopodium, and Silicea – Homeopathic Medicines for Alopecia Areata in Young People3. Baryta Carb, Lycopodium, and Silicea – Homeopathic Medicines for Alopecia Areata in Young People

The most prominently indicated homeopathic medicines for alopecia areata in young people are Baryta Carb, Lycopodium, and Silicea. Baryta Carb helps in recovering from bald patches that occur on the top of the scalp. Lycopodium works well for bald patches on the temples. Silicea is a good homeopathic treatment for alopecia areata occuring on the back of the scalp.

4. Fluoric Acid – Excellent Homeopathic Medicine for Alopecia Areata

Fluoric Acid is among the top grade homeopathic remedies for alopecia areata. Fluoric Acid helps in the regrowth of hair in the bald patches. Fluoric Acid is also a highly suitable homeopathic medicine for hair fall after fever.

5. Phosphorus – A Wonderful Homeopathic Medicine for Alopecia Areata

Another homeopathic medicine that has shown its effectiveness in alopecia areata cases is Phosphorus. Phosphorus works well in cases where a person suffers from the loss of hair in patches. Along with hair loss, dandruff on the scalp is also present. In some cases, there is itching on the scalp along with hair fall. Phosphorus also seems to help cases of traction alopecia. In such situations, there is a receding hairline. Hair fall from the forehead is prominent. A person needing Phosphorus may crave cold drinks and ice creams.

Write to Dr.Md.Kabir Hossain Sharker and get a reply on how homeopathy can help you in treating your alopecia.

Dr. Md.Kabir Hossain Sharker
BHMS(DU), MPS (DU)
Govt.Homeopathic Medical College & Hospital
Mirpur,Dhaka-1206.

Chamber :
সরকার হোমিও ক্লিনিক ও ফার্মেসী
তিতাস সুপার মার্কেট
কড়িকান্দি বাজার, তিতাস,কুমিল্লা।
01913341997

03/09/2024

Address

Cumilla
3517

Telephone

+8801913341997

Website

Alerts

Be the first to know and let us send you an email when সরকার হোমিও ক্লিনিক ও ফার্মেসী, কড়িকান্দি বাজার,তিতাস,কুমিল্লা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সরকার হোমিও ক্লিনিক ও ফার্মেসী, কড়িকান্দি বাজার,তিতাস,কুমিল্লা।:

Share

Category