
24/01/2023
আসসালামু আলাইকুম।
একটি মানবিক আবেদন 🥺
🤝 মানুষ মানুষের জন্য 🤝
-ভুল চিকিৎসা এবং অর্থের অভাব!!
প্রচন্ড ভাবে বেঁচে থাকতে চাওয়া হ্যাপিকে হয়তো আর বেশিদিন বাঁচতে দিবে না🙂
প্রথমে সামান্য পেটে ব্যাথা থেকে পেট হালকা ফুলে যাওয়া তারপর হাই পাওয়ারফুল ভুল এন্টিবায়টিক অতঃপর বাড্ডা উপশম হসপিটালে ডা: ওসমান গনির তত্ত্বাবধানে দীর্ঘ ৯ মাস ভুল চিকিৎসা। অতঃপর ২০২১ সালের মার্চ মাসে হ্যাপির শরীরে সর্বপ্রথম ধরা পরে
মধ্যবিত্ত পরিবারে দিন মজুর বাবার ২ কন্যা সন্তানের মাঝে বড় সন্তান এবং মিরপুর বাংলা কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হ্যাপি খানমের ঠিক তখন থেকেই শুরু হয় ক্যান্সার এর বিপরীতে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা।
২০২১ সালের এপ্রিল থেকে পরবর্তী ২ বছর মহাখালী ক্যান্সার হসপিটালে ডা: শাহানা পারভীন (গাইনী বিভাগ) এবং ডা: আসাদুজ্জামান বিদ্যুৎ (অনকোলজি বিভাগ) এর অধীনে চিকিৎসাধীন থাকা অবস্থায় হ্যাপিকে সর্বমোট ১২ টি ক্যামো এবং ২টি মেজর অপারেশন করানো হয়। (১ম অপারেশনে ৩.৫ কেজি ওজনের একটি টিউমার এবং ডান ওভারি ফেলে দেয়া হয় এবং ২য় অপারেশনে ৯ টি বড় টিউমার সহ অসংখ্য ছোট টিউমার ফেলা হয়)
উল্লেখ্য- মরণব্যাধি ক্যান্সার বর্তমানে হ্যাপি খানমের (বাম ওভারি, কিডনি, লিভার এবং খাদ্য নালীতে) ছড়িয়ে পরেছে।
মহাখালী ক্যান্সার হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সেখানকার দায়িত্বরত ডাক্তারগন জানান, হ্যাপির পরবর্তী চিকিৎসা (অপারেশন) ভারতের ব্যাঙ্গালোরে (ডক্টর সোমা শেখর) এর অধীনে করতে হবে এবং যার চিকিৎসা ব্যয় প্রায় ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা।
মধ্যবিত্ত পরিবারে দিন মজুর বাবার বড় সন্তান হ্যাপির চিকিৎসার জন্য এখন অব্দি প্রায় ১৫ লক্ষ টাকা ব্যায় করা হয়। যার পুরোটাই পরিবার, কাছের মানুষ, ভবিষ্যতের সঞ্চয় হিসেবে রেখে দেওয়া সামান্য কিছু জমি ছিল সেটি বিক্রি এবং ***(Dss থেকে ৮৪০০০ টাকা)*** সংগ্রহ করা হয়েছিলো)
এই অবস্থায় সৃষ্টিকর্তা যদি হ্যাপির হায়াৎ রাখে এবং আমরা সবাই যদি আরেকবার আমাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি, আমরা যদি আমাদের ১ দিনের অথবা ১ সপ্তাহের হাত খরচ আমাদের বন্ধুটির চিকিৎসার জন্যে দান করি তাহলে হয়তো আরো একবার প্রমাণিত হবে "আমরা মানুষ আমরা চাইলে সব সম্ভব"
সৃষ্টিকর্তা কোরআন মজিদে উল্লেখ করেছেন
"একজন মানুষের জীবন বাঁঁচানো, সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মত মহৎ কাজ"
সূরা মায়েদা, আয়াত-৩২
সরাসরি রোগীর পরিবারের সাথে যোগাযোগ নাম্বারঃ-
+8801877-014998
(রোগীর বড়ভাই)
সাহায্য পাঠানোর মাধ্যম:-
𝐌𝐝 𝐋𝐨𝐤𝐦𝐚𝐧 𝐇𝐨𝐬𝐬𝐚𝐢𝐧 - 𝐑𝐨𝐧𝐲
+8801794-164666
(বিকাশ,নগদ পারছনাল)
আল ইমরান
+8801977-578771
(বিকাশ,নগদ,রকেট পারছনাল)
(সকলকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি)