28/04/2025
শারীরিক পরীক্ষা :
নিম্ন লিখিত কয়েকটি শারীরিক পরীক্ষা জরুরীভাবে সব ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রে করা হয়।
১.হাতের রেডিয়াল পালস সহ অন্যান্য পালস উভয়দিকে একই সাথে পরীক্ষা করা।
২.রক্তচাপ -উভয় হাতে এবং শোয়া অবস্তা থেকে দাঁড়িয়ে রক্তচাপ মাপতে হয়।
৩.শরীরের চামড়া পর্যবেক্ষণ -কোন ইনফেকশন চুলকানি বা র্যাস ইত্যাদি অবলোকন করা। শরীরের কোন খানের চামড়ার রং পরিবর্তন হয়েছে কি না দেখা।
৪.পায়ের স্নায়ুনুভূতি ও সঞ্চালক স্নায়ুর পরীক্ষা বিশেষত:ঝাঁকোনির পরীক্ষা।
৫.চোখ পরীক্ষা :রেটিনার অবস্থা পর্যবেক্ষণ করা হয়ে থাকে।
-