Diabetic Center Laksam-Dr. Fazlul Kadir

Diabetic Center Laksam-Dr. Fazlul Kadir This is the page for Diabetic patient

28/04/2025

শারীরিক পরীক্ষা :
নিম্ন লিখিত কয়েকটি শারীরিক পরীক্ষা জরুরীভাবে সব ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রে করা হয়।
১.হাতের রেডিয়াল পালস সহ অন্যান্য পালস উভয়দিকে একই সাথে পরীক্ষা করা।
২.রক্তচাপ -উভয় হাতে এবং শোয়া অবস্তা থেকে দাঁড়িয়ে রক্তচাপ মাপতে হয়।
৩.শরীরের চামড়া পর্যবেক্ষণ -কোন ইনফেকশন চুলকানি বা র‍্যাস ইত্যাদি অবলোকন করা। শরীরের কোন খানের চামড়ার রং পরিবর্তন হয়েছে কি না দেখা।
৪.পায়ের স্নায়ুনুভূতি ও সঞ্চালক স্নায়ুর পরীক্ষা বিশেষত:ঝাঁকোনির পরীক্ষা।
৫.চোখ পরীক্ষা :রেটিনার অবস্থা পর্যবেক্ষণ করা হয়ে থাকে।
-

26/04/2025

প্রিয় সেবাগ্রহীতা, প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আজকে একজন চিকিৎসক হিসেবে আমি আমার সেবার কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরতে চাই।

১। পর্যাপ্ত সময় দিয়ে রোগী দেখা এবং রোগীর পূর্বের সকল চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র (যদি থাকে) পর্যালোচনা করে মানসম্মত চিকিৎসা প্রদান।
২। রোগীর আর্থিক অবস্থা বিবেচনা করে পরামর্শ ফি ও পরীক্ষানিরীক্ষার ক্ষেত্রে ২৫% পর্যন্ত ডিসকাউন্টের ব্যবস্থা।
৩। রোগের ধরণ অনুযায়ী খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন সংক্রান্ত পরামর্শ প্রদান।
৪। প্রয়োজনে নির্দিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করা। মনে রাখতে হবে, যথাযথ রেফারেলও চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ।
৫। অনলাইন অ্যাক্সেস সুবিধাসহ প্রিন্টেড প্রেসক্রিপশন প্রদান—যার ফলে আপনি ঝামেলাহীনভাবে ওষুধ ক্রয় করতে পারবেন এবং প্রেসক্রিপশন হারানোর কোনো চিন্তা থাকবে না!

সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। 🥰🥰

ডাঃ কবীর উদ্দিন আহমদ
এমবিবিএস, সিসিডি (বারডেম)
এমপিএইচ (কমিউনিটি মেডিসিন)
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও জেনারেল প্র্যাকটিশনার
সেন্ট্রাল হসপিটাল কক্সবাজার
অ্যাপয়েন্টমেন্ট ও তথ্যের জন্যঃ ০১৯১১-৫২৩৩৩৩

শুভ নববর্ষ 😊
14/04/2025

শুভ নববর্ষ 😊

08/04/2025

ডায়াবেটিস রোগের উপসর্গ:
ডায়াবেটিস রোগের বেশিরভাগ ক্ষেত্রে উপসর্গহীন থাকে। যেসব উপসর্গ পাওয়া যায় তার নিম্নরূপ_
ওজন কমে যাওয়া।

শারীরিক দুর্বলতা।
যৌন অক্ষমতা।
গা না শুকানো।
বারংবার জীবাণুর সংক্রমণ-মেয়েদের ক্ষেত্রে সচরাচর বহি: যৌনাঙ্গে ফাঙ্গাস সংক্রামক ও চুলকানো।
যখন তখন শরীর চুলকানো।
হঠাৎ অজ্ঞান অবস্থা।

কখন আমরা আমাদের রক্তে গ্লুকোজের পরিমান পরীক্ষা করে থাকি?

অবশ্যই করণীয়:
স্থূল দেহী হলে।
বিপাকীয় কোন ত্রুটি থাকলে তা নির্ণয়ের জন্য।
উচ্চ রক্ত চাপ থাকলে।
হার্ট অ্যাটাক ও স্টক হলে।
শরীরে চর্বির আদিত্য আছে বলে সন্দেহ হলে।
গেটে বাত হলে।
দীর্ঘমেয়াদি কিডনি রোগ হলে।
কুশিং সিনড্রোম রোগে।
থাইরয়েড হরমেনের আধিক্যজনিত রোগ হলে।
গর্ভবতী নারীর।
দীর্ঘ মেয়াদী অগ্নাশয়ের রোগ হলে।

সৌজন্যে: ডায়াবেটিস সেন্টার লাকসাম।

08/04/2025
04/04/2025

খ.-২ ডায়াবেটিস (type 2 diabetes)
এদের শরীরে ইনসুলিন প্রয়োজনের তুলনায় কম থাকে অথবা শরীরে ইনসুলিনের কার্য ক্ষমতা কমে যায়।
০. সাধারণত এই শ্রেণীর রোগীদের বয়স অধিকাংশ ক্ষেত্রে ৩০ বছরের বেশি হয়ে থাকে।
০. এই ধরনের রোগীরা বেশিরভাগ ক্ষেত্রে স্থূলকায় হয়ে থাকে।
০. আমাদের দেশে এই ধরনের রোগের সংখ্যা বেশি।
সৌজন্যে ডায়াবেটিস সেন্টার লাকসাম

03/04/2025

ডায়াবেটিসের প্রকারভেদ:
ক. টাইপ ওয়ান: এই ধরনের রোগীদের শরীরে ইনসুলিন একেবারেই তৈরি হয় না।
সাধারণত কম বয়সে এই ধরনের ডায়াবেটিস দেখা যায়।
বেঁচে থাকার জন্য এই সকল রোগীদের কে ইনসুলিন ইনজেকশন দিতে হয়।
অন্যথায় অতি দ্রুত রক্তের শর্করা ও অম্ল বেড়ে অজ্ঞান হয়ে যায়।
এ ধরনের রোগীরা সাধারণত কৃষকায় হয়ে থাকেন।
আমাদের দেশে ইনসুলিন নির্ভরশীল ধরন ওয়ান রুগীর সংখ্যা খুবই কম।
সেজন্যই :ডায়াবেটিস সেন্টার লাকসাম

29/03/2025

Diabetes mellitus (বহুমূত্র) রোগের কারণ: এক, প্রাইমারি ডায়বেটিস মেলেটাস
২, সেকেন্ডারি ডায়াবেটিস মেলাইটাস। সেকেন্ডারির কারেন্টসমূহ নিম্নর:
ওষুধপত্র-দীর্ঘমেয়াদি স্ট্রয়েড এর ব্যবহার।

Acromegaly রোগে-গ্রোথ হরমোন বেশি হওয়ার কারণে।
কুশিং সিনড্রমে-রক্তে কোটেশন এর মাত্রা বৃদ্ধির ফলে।
দীর্ঘ মেয়াদী প্রেমক্রিয়াসের রোগ-
দীর্ঘমেয়াদি প্রেমকিয়াস প্রদাহ
প্যান্ট কি আছে ক্যালসিয়াম জমা ও তত্তকলা জমা হয়
থাইরয়েড হরমোনের আধিক্য

প্রাইমারি ডায়াবেটিস ম্যালাইটাস
এটি দুই ধরনের হয়ে থাকে
বংশগত
অনাক্রমনাজনিত
সাধারণত বংশগত কারণে বেশি বয়সের রোগীদের এই রোগের সৃষ্টি হয়। এদের শরীরে ইনসুলিন স্বাভাবিক থাকে কিন্তু সময় মত ও সঠিকভাবে কাজ করতে পারে না। সেজন্য তাদের ইনসুলিন ও নির্ভর ডায়াবেটিস ম্যালাইটিস বলা হয়। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মধ্যে এদের সংখ্যায় সবচেয়ে বেশি।
আরেক প্রকারের ডায়াবেটিস আছে যেটাতে শরীরে ইনসুলিন উৎপন্ন হয় না। এটা বংশগত কারণে হয় না। এটা একটি অনাক্রমনাজনিত রোগ। যেকোনো বয়সে এ রোগ হতে পারে তবে অল্প বয়সের মানুষের মধ্যে বেশি দেখা যায়। এই ধরনের ডায়াবেটিসকে ইনসুলিন নির্ভর ডায়াবেটিস মেলাইটাস বলা হয়। এই ডায়বেটিস রোগীদের শরীরে ইনসুলিন একবারেই থাকে না তাই দ্রুত চিকিৎসার মাধ্যমে ইন্সুরেন্স প্রয়োগ না করলে রোগী খুব দ্রুত মৃত্যুমুখে পতিত হয়।

আমাদের এই ডায়াবেটিক সেন্টার গ্রুপ থেকে আমরা প্রতিদিন আপনাদেরকে একটু একটু করে ডায়াবেটিস সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আপনারা আমাদের এই গ্রুপের সাথে থাকেন ।
-সেজন্য লাকসাম ডায়াবেটিস সেন্টার

27/08/2024

ডায়াবেটিসের প্রকারভেদ:
ক. ধরন ১ ডায়াবেটিস
খ. ধরন ২ ডায়াবেটিস
গ.ধরন ৩ ডায়াবেটিস ( নিদিষ্ট কারণ ভিত্তিক ডায়াবেটিস)
ঘ. ধরন ৪ ডায়াবেটিস ( গর্ভকালীন ডায়াবেটিস)

21/08/2024

কাদের ডায়াবেটিস হতে পারে?

যে কেউ যে কোন বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন।তবে নিম্নের শ্রেণির লোকদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে----
১.বংশে ডায়াবেটিস (বাবা মা,ভাই বোন,ছেলে মেয়ে, চাচা ফুফু,মামা খালা,দাদা দাদী,নানা নানী)
২.বয়স ( বয়স বৃদ্ধির সাথে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে)

৩.ওজনাধিক্য( যাদের ওজন BMI ও কোমরের পরিধি বেশি।
৪. শারীরিক পরিশ্রম( যারা ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করেন না)
৫.গর্ভাবস্থা ( গর্ভকালীন)
৬.মা ডায়াবেটিক ( গর্ভকালীন অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে সন্তানের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে)
৭. ঔষধ ( বহুদিন ধরে বিশেষ কোন কোন ঔষধ ব্যবহার করলে)

ডায়াবেটিক সেন্টার লাকসাম।

20/08/2024

ডায়াবেটিস রোগের লক্ষণ কি?
১.ঘন ঘন প্রস্রাব।
২.ঘন ঘন পিপাসা।
৩.ঘন ঘন ক্ষুধা।
৪.দুর্বলতা।
৫.ওজন হ্রাস।
অনেক ক্ষেত্রেই,বিশেষ করে বয়ষ্ক রোগীদের এসব লক্ষণ প্রকাশ পায় না এবং রক্ত পরীক্ষাতেই ডায়াবেটিস ধরা পড়ে।

Address

By Pass Road, Laksam
Cumilla
3570

Telephone

+8801717021658

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diabetic Center Laksam-Dr. Fazlul Kadir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Diabetic Center Laksam-Dr. Fazlul Kadir:

Share

Category