Dr Salma Akter

Dr Salma Akter আমি একজন হোমিওপ্যাথির ক্ল্যাসিক্যাল ডাক্তার, রোগীদের রোগের লক্ষন অনুযায়ী শুধুমাত্র মেয়ে কিংবা মহিলা রোগীদের সেবা দেই।

অনিয়মিত পিরি-য়ড কিংবা মাসি-কের ফলে মানসিক দিক থেকে যে পাঁচটা সমস্যায় রোগীরা ভুগে তা যদি ঠিক না করা যায়, তাহলে রোগীদের বছ...
14/05/2025

অনিয়মিত পিরি-য়ড কিংবা মাসি-কের ফলে মানসিক দিক থেকে যে পাঁচটা সমস্যায় রোগীরা ভুগে তা যদি ঠিক না করা যায়, তাহলে রোগীদের বছরের পর বছর এলোপ্যাথিক ঔষধ খেয়ে যেতে হয়। এলোপ্যাথিক ঔষধ খেলে পিরি-য়ড অল্প সময়ের জন্য নিয়মিত হলে ও ঔষধ খাওয়া বন্ধ করলে সমস্যাগুলো আবারো ফিরে আসে।

মানসিক সমস্যাগুলো হলোঃ-

১. কোন একটা ঘটনা মাথায় ঢুকলে সহজে বের করতে পারবে না।

২. মেজাজ কন্ট্রোল করতে কষ্ট হবে, প্যাথলজি-ক্যালি মাথার চুল পড়া শুরু হবে।

৩. নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যাবে। মানসিকভাবে একসময় সাহস নিয়ে কিছু করতে ভয় পাবে।

৪. অনেক রাত পর্যন্ত মস্তিষ্ক সজাগ থাকবে। অহেতুক চিন্তাভাবনা মাথায় ঘুরতে থাকার কারণে চাইলে ও সহজে ঘুম আসবে না।

৫. হতাশা এমনভাবে আসবে, নিজেকে অন্যের চেয়ে অযোগ্য কিংবা ছোট মনে হবে।

আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে এটা আপনাকে নিশ্চিত করে বলতে পারি, পিরি-য়ডের সমস্যায় ভুগতে থাকা রোগীদের সঠিক চিকিৎসা করাতে হলে রোগীর শুধুমাত্র শারীরিক লক্ষণগুলো বুঝলেই হবে না, রোগীর মানসিক বর্তমান লক্ষণগুলো অবশ্যই মূল্যায়ন করতে হবে। রোগীর যদি শারীরিক এবং মানসিকভাবে এই সকল লক্ষন পাওয়া যায় তাহলে - হাইপোথেলামাস হোমিওপ্যাথিক ঔষধটি দিয়ে চিকিৎসা দিয়ে ইনশাআল্লাহ কয়েক হাজার মানুষের স্থায়ী সমাধান দেওয়া সম্ভব হয়েছে।

ঔষধটি অর্ডার করতে মেসেজ করুন।

ডাঃ সালমা আক্তার
ফোন - 01723690959
ডিএইচএমএস ( কুমিল্লা )
টি আই আর এস ( ইন্ডিয়া )
BOHF - সদস্য
গভঃ রেজিঃ নং - 57344
বিঃদ্রঃ- শুধুমাত্র মহিলা রোগীদের দেখা হয়।

14/05/2025

পিরিয়ডের সমস্যায় রোগীদের রোগ ভালো হতে দেরি হওয়ার পেছনে প্রধান কারন মেন্টাল সাপোর্ট, মানসিকভাবে নিজেকে ভালো রাখতে পারলে তা দ্রুত সেরে উঠে।

ডাঃ সালমা আক্তার
ফোন - 01723690959
ডিএইচএমএস ( কুমিল্লা )
টি আই আর এস ( ইন্ডিয়া )
BOHF - সদস্য
গভঃ রেজিঃ নং - 57344
বিঃদ্রঃ- শুধুমাত্র মহিলা রোগীদের দেখা হয়।

18/11/2024

চেম্বারে আসা প্রতিটা রোগী হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসবেন, কারন লক্ষণ ভিত্তিক সঠিক চিকিৎসা করানোর জন্য সময় নিয়ে মানসিক এবং শারীরিক সকল লক্ষন জানার মাধ্যেমে সঠিক ঔষধ সিলেকশন করতে হয়৷

চেম্বার লোকেশন - কুমিল্লা, চান্দিনা, চান্দিনা বাগুড় কয়েল ফেক্টুরির সাথে চারতলা বিল্ডিং এর নিচতলায়৷

কুমিল্লা ক্ল্যাসিকাল হোমিও কেয়ার।
ডাঃ সালমা আক্তার
ফোন - 01723690959
ডিএইচএমএস ( কুমিল্লা )
টি আই আর এস ( ইন্ডিয়া )
BOHF - সদস্য
গভঃ রেজিঃ নং - 57344
বিঃদ্রঃ- শুধুমাত্র মহিলা রোগীদের দেখা হয়।
See less

অনিয়মিত পিরি-য়ড কিংবা মাসি-কের ফলে মানসিক দিক থেকে যে পাঁচটা সমস্যায় রোগীরা ভুগে তা যদি ঠিক না করা যায়, তাহলে রোগীদের বছ...
14/04/2024

অনিয়মিত পিরি-য়ড কিংবা মাসি-কের ফলে মানসিক দিক থেকে যে পাঁচটা সমস্যায় রোগীরা ভুগে তা যদি ঠিক না করা যায়, তাহলে রোগীদের বছরের পর বছর এলোপ্যাথিক ঔষধ খেয়ে যেতে হয়। এলোপ্যাথিক ঔষধ খেলে পিরি-য়ড অল্প সময়ের জন্য নিয়মিত হলে ও ঔষধ খাওয়া বন্ধ করলে সমস্যাগুলো আবারো ফিরে আসে।

মানসিক সমস্যাগুলো হলোঃ-

১. কোন একটা ঘটনা মাথায় ঢুকলে সহজে বের করতে পারবে না।

২. মেজাজ কন্ট্রোল করতে কষ্ট হবে, প্যাথলজি-ক্যালি মাথার চুল পড়া শুরু হবে।

৩. নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যাবে। মানসিকভাবে একসময় সাহস নিয়ে কিছু করতে ভয় পাবে।

৪. অনেক রাত পর্যন্ত মস্তিষ্ক সজাগ থাকবে। অহেতুক চিন্তাভাবনা মাথায় ঘুরতে থাকার কারণে চাইলে ও সহজে ঘুম আসবে না।

৫. হতাশা এমনভাবে আসবে, নিজেকে অন্যের চেয়ে অযোগ্য কিংবা ছোট মনে হবে।

আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে এটা আপনাকে নিশ্চিত করে বলতে পারি, পিরি-য়ডের সমস্যায় ভুগতে থাকা রোগীদের সঠিক চিকিৎসা করাতে হলে রোগীর শুধুমাত্র শারীরিক লক্ষণগুলো বুঝলেই হবে না, রোগীর মানসিক বর্তমান লক্ষণগুলো অবশ্যই মূল্যায়ন করতে হবে। এবং শারীরিক এবং মানসিক সকল লক্ষনকে মূল্যায়ন করে একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে ইনশাআল্লাহ কয়েক হাজার মানুষের স্থায়ী সমাধান দেওয়া সম্ভব হয়েছে।

যে কোন পরামর্শ কিংবা চিকিৎসা নেওয়ার জন্য মেসেজ কিংবা ফোন দিতে পারেন।

ডাঃ সালমা আক্তার
ফোন - 01723690959
ডিএইচএমএস ( কুমিল্লা )
টি আই আর এস ( ইন্ডিয়া )
BOHF - সদস্য
গভঃ রেজিঃ নং - 57344
বিঃদ্রঃ- শুধুমাত্র মহিলা রোগীদের দেখা হয়।
See less

অনিয়মিত পিরি-য়ড কিংবা মাসি-কের ফলে মানসিক দিক থেকে যে পাঁচটা সমস্যায় রোগীরা ভুগে তা যদি ঠিক না করা যায়, তাহলে রোগীদের বছ...
14/04/2024

অনিয়মিত পিরি-য়ড কিংবা মাসি-কের ফলে মানসিক দিক থেকে যে পাঁচটা সমস্যায় রোগীরা ভুগে তা যদি ঠিক না করা যায়, তাহলে রোগীদের বছরের পর বছর এলোপ্যাথিক ঔষধ খেয়ে যেতে হয়। এলোপ্যাথিক ঔষধ খেলে পিরি-য়ড অল্প সময়ের জন্য নিয়মিত হলে ও ঔষধ খাওয়া বন্ধ করলে সমস্যাগুলো আবারো ফিরে আসে।

মানসিক সমস্যাগুলো হলোঃ-

১. কোন একটা ঘটনা মাথায় ঢুকলে সহজে বের করতে পারবে না।

২. মেজাজ কন্ট্রোল করতে কষ্ট হবে, প্যাথলজি-ক্যালি মাথার চুল পড়া শুরু হবে।

৩. নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যাবে। মানসিকভাবে একসময় সাহস নিয়ে কিছু করতে ভয় পাবে।

৪. অনেক রাত পর্যন্ত মস্তিষ্ক সজাগ থাকবে। অহেতুক চিন্তাভাবনা মাথায় ঘুরতে থাকার কারণে চাইলে ও সহজে ঘুম আসবে না।

৫. হতাশা এমনভাবে আসবে, নিজেকে অন্যের চেয়ে অযোগ্য কিংবা ছোট মনে হবে।

আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে এটা আপনাকে নিশ্চিত করে বলতে পারি, পিরি-য়ডের সমস্যায় ভুগতে থাকা রোগীদের সঠিক চিকিৎসা করাতে হলে রোগীর শুধুমাত্র শারীরিক লক্ষণগুলো বুঝলেই হবে না, রোগীর মানসিক বর্তমান লক্ষণগুলো অবশ্যই মূল্যায়ন করতে হবে। এবং শারীরিক এবং মানসিক সকল লক্ষনকে মূল্যায়ন করে একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে ইনশাআল্লাহ কয়েক হাজার মানুষের স্থায়ী সমাধান দেওয়া সম্ভব হয়েছে।

যে কোন পরামর্শ কিংবা চিকিৎসা নেওয়ার জন্য মেসেজ কিংবা ফোন দিতে পারেন।

ডাঃ সালমা আক্তার
ফোন - 01723690959
ডিএইচএমএস ( কুমিল্লা )
টি আই আর এস ( ইন্ডিয়া )
BOHF - সদস্য
গভঃ রেজিঃ নং - 57344

Alhamdulillah.
14/04/2024

Alhamdulillah.

14/04/2024

কেইস নং - ৪৮৭৩

রোগীনীর নাম - শাহীনা বেগম, রোগীনীর বর্তমান ঠিকানা ময়মনসিংহ, ত্রিশাল।

এই রোগীনীর বয়স ৩৫ বছর। তিনি আমার চেম্বারে এক পরিচিতজনের রেফারেন্সে এসেছিলেন। রোগীনী তার পুরো জীবনটাই একটা সংগ্রামের মধ্যে দিয়ে কাটায়েছেন। তার পারিবারিক সমস্যাগুলো যখন নিজের নিয়ন্ত্রনের বাহিরে চলে চায় তখনি অনিয়মিত পিরিয়ডের সমস্যাটি শুরু হয়।

শুনে অবাক হয়েছি যখন বললো, অনিয়মিত পিরিয়ডের সমস্যাটি দীর্ঘ দশ বছর ধরে চলছে।
আমি দীর্ঘ সময় কেইস টেকিং করে জানতে পারলাম ওনার কোন সন্তান নেই। এবং সন্তান নিতে না পারায় শ্বশুড় বাড়ির লোকজন ডিভোর্স দেওয়ার কথা বলতো।

সংসার জীবনের অনিরাপত্তা নিয়ে খুব বেশি টেনশনের মধ্যে দিয়েই অনিয়মিত পরিয়ডের সমস্যাটি শুরু হয়। পরবর্তীতে তিনি কোন ভাবেই এই সমস্যাটি থেকে বের হয়ে আসতে পারেনি।

আমি সকল মানসিক লক্ষন বিবেচনা করে হোমিওপ্যাথিক ঔষধ সিপিয়া - ২০০, খেতে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অল্প দিনের মধ্যেই অনিয়মিত পিরিয়ডের সমস্যাটা চলে যায়।

এভাবেই একজন রোগীর মানসিক এবং শারীরিক সকল লক্ষন বিবেচনা করে হোমিওপ্যাথিক ঔষধ দিলে সমস্যাগুলোর স্থায়ী উন্নতি হয়ে থাকে।

ডাঃ সালমা আক্তার
গভঃ রেজিঃ নং - ৫৭৩৪৪
চেম্বার লোকেশন - চান্দিনা, কুমিল্লা।
ফোন - 01723690959

07/03/2024

ওসিডি রোগে দীর্ঘদিন ভুগতে থাকা রোগীদের একটা সময় সন্দেহর মাত্রা এতটাই বেড়ে যায়, তখন সে নিজেই নিজেকে বিশ্বাস করতে পারে না।

Dr Salma Akter

কেইস নং - ৩৩৯৯রোগীনীর নাম - রুমা আক্তার, রোগীনীর বর্তমান ঠিকানা কুমিল্লা, লাকসাম।এই রোগীনীর বয়স ১৭ বছর। মেয়েটার জীবনে প্...
18/06/2023

কেইস নং - ৩৩৯৯

রোগীনীর নাম - রুমা আক্তার, রোগীনীর বর্তমান ঠিকানা কুমিল্লা, লাকসাম।

এই রোগীনীর বয়স ১৭ বছর। মেয়েটার জীবনে প্রথমে শুরু হয় ঘুমের সমস্যা। ঘুমের সমস্যা নিয়ে দিনের পর দিন ঔষধ খেয়ে যাচ্ছিল। একসময় ঘুমের সমস্যার সাথে যোগ হয় পিরিয়ডের প্রভলেম।

মেয়েটা ছিল অত্যন্ত ভদ্র এবং নম্র। বিস্তারিত কেইস টেকিং করে জানতে পারলাম সে অল্পতেই কান্না করে দেয়। মন এতটাই নরম, সামান্য কষ্ট ও মনের ভেতরে জমিয়ে রাখতে পারে না। পরিবারে যা কিছুই হউক সবকিছু তার মনমতো হতে হবে, নয়তো প্রচন্ড কষ্ট পায়।

অনিয়মিক পিরিয়ডের সাথে ছিল ব্যাথা। তবে সেই ব্যাথা ছিল পরিবর্তনশীল। এক জায়গা থেকে ব্যাথা আরেক জায়গায় পরিবর্তন হতো।

আমি সকল মানসিক লক্ষন বিবেচনা করে হোমিওপ্যাথিক ঔষধ পালসেটিলা - 1m, তারপর পালসেটিলা - 10m খেতে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এক মাসের মধ্যেই অনিয়মিত পিরিয়ডের সমস্যাটা চলে যায়।

এভাবেই একজন রোগীর মানসিক এবং শারীরিক সকল লক্ষন বিবেচনা করে হোমিওপ্যাথিক ঔষধ দিলে সমস্যাগুলোর স্থায়ী উন্নতি হয়ে থাকে।

ডাঃ সালমা আক্তার
গভঃ রেজিঃ নং - ৫৭৩৪৪
চেম্বার লোকেশন - চান্দিনা, কুমিল্লা।
ফোন - 01723690959

কেইস নং - ২৩২৪রোগীনীর নাম - হালিমা বেগম, রোগীনীর বর্তমান ঠিকানা কুমিল্লা, দেবিদ্বার।এই রোগীনীর বয়স ৩০ বছর। ওনার বিয়ে হয়ে...
18/06/2023

কেইস নং - ২৩২৪

রোগীনীর নাম - হালিমা বেগম, রোগীনীর বর্তমান ঠিকানা কুমিল্লা, দেবিদ্বার।

এই রোগীনীর বয়স ৩০ বছর। ওনার বিয়ে হয়েছিল ২৪ বছর বয়সে। বিয়ের পর একটা সন্তান জন্ম নেওয়ার পর থেকে পারিবারিকভাবে ভিবিন্ন ধরণের ঝামেলা শুরু হয়ে যায়। পারিবারিক ঝামেলা শুরু হওয়ার পর থেকেই ওনার পিরিয়ড অনিয়মিত হওয়া শুরু করে।

অনেক ধরনের ঔষধ খেয়ে ও কোন উন্নতি না হওয়ায় তিনি আমার চেম্বারে আসে। আমি বিস্তারিত কেইস টেকিং করে জানতে পারলাম, তার স্বামী দেশের বাহিরে থেকে একেবারে চলে আসার পর তাকে টাকার জন্য ভিবিন্ন ধরনের চাপ দেওয়া শুরু করে।

একটা সময় মনের ভেতরে আতঙ্ক এবং উদ্ধেগ কাজ করা শুরু করে। তিনি সব সময় একটা ভয়ের মধ্যে থাকতেন, কখন যে কি হবে, কি জানি কি ঘটবে! এই রকম আতঙ্কের সাথে অনিয়মিত পিরিয়ডের সমস্যাটা বাড়তেই থাকে।

আমি সকল মানসিক লক্ষন বিবেচনা করে আমি হোমিওপ্যাথিক ঔষধ আর্জেন্টাইম নাইট্রিক্যাম - ২০০ পাঁচ জোজ খেতে দিয়েছিলাম। পাঁচ ডোজ ঔষধেই প্রথমে মনের ভয়টা কেটে যায়, তারপর শারীরিক সমস্যাটা চলে যায়।

মানসিক জায়গা থেকে ও ভয়টা কেটে যাওয়ার পর অনিয়মিত পিরিয়ডের সমস্যাটা আর কখনোই ফিরে আসেনি।

এভাবেই একজন রোগীর মানসিক এবং শারীরিক সকল লক্ষন বিবেচনা করে হোমিওপ্যাথিক ঔষধ দিলে সমস্যাগুলোর স্থায়ী উন্নতি হয়ে থাকে।

ডাঃ সালমা আক্তার
গভঃ রেজিঃ নং - ৫৭৩৪৪
চেম্বার লোকেশন - চান্দিনা, কুমিল্লা।
ফোন - 01723690959

Address

Cumilla
225

Alerts

Be the first to know and let us send you an email when Dr Salma Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category