
14/05/2025
অনিয়মিত পিরি-য়ড কিংবা মাসি-কের ফলে মানসিক দিক থেকে যে পাঁচটা সমস্যায় রোগীরা ভুগে তা যদি ঠিক না করা যায়, তাহলে রোগীদের বছরের পর বছর এলোপ্যাথিক ঔষধ খেয়ে যেতে হয়। এলোপ্যাথিক ঔষধ খেলে পিরি-য়ড অল্প সময়ের জন্য নিয়মিত হলে ও ঔষধ খাওয়া বন্ধ করলে সমস্যাগুলো আবারো ফিরে আসে।
মানসিক সমস্যাগুলো হলোঃ-
১. কোন একটা ঘটনা মাথায় ঢুকলে সহজে বের করতে পারবে না।
২. মেজাজ কন্ট্রোল করতে কষ্ট হবে, প্যাথলজি-ক্যালি মাথার চুল পড়া শুরু হবে।
৩. নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যাবে। মানসিকভাবে একসময় সাহস নিয়ে কিছু করতে ভয় পাবে।
৪. অনেক রাত পর্যন্ত মস্তিষ্ক সজাগ থাকবে। অহেতুক চিন্তাভাবনা মাথায় ঘুরতে থাকার কারণে চাইলে ও সহজে ঘুম আসবে না।
৫. হতাশা এমনভাবে আসবে, নিজেকে অন্যের চেয়ে অযোগ্য কিংবা ছোট মনে হবে।
আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে এটা আপনাকে নিশ্চিত করে বলতে পারি, পিরি-য়ডের সমস্যায় ভুগতে থাকা রোগীদের সঠিক চিকিৎসা করাতে হলে রোগীর শুধুমাত্র শারীরিক লক্ষণগুলো বুঝলেই হবে না, রোগীর মানসিক বর্তমান লক্ষণগুলো অবশ্যই মূল্যায়ন করতে হবে। রোগীর যদি শারীরিক এবং মানসিকভাবে এই সকল লক্ষন পাওয়া যায় তাহলে - হাইপোথেলামাস হোমিওপ্যাথিক ঔষধটি দিয়ে চিকিৎসা দিয়ে ইনশাআল্লাহ কয়েক হাজার মানুষের স্থায়ী সমাধান দেওয়া সম্ভব হয়েছে।
ঔষধটি অর্ডার করতে মেসেজ করুন।
ডাঃ সালমা আক্তার
ফোন - 01723690959
ডিএইচএমএস ( কুমিল্লা )
টি আই আর এস ( ইন্ডিয়া )
BOHF - সদস্য
গভঃ রেজিঃ নং - 57344
বিঃদ্রঃ- শুধুমাত্র মহিলা রোগীদের দেখা হয়।