S R ডেন্টাল ল্যাব.কুমিল্লা

S R ডেন্টাল ল্যাব.কুমিল্লা আধুনিক ডেন্টাল কেয়ার

23/09/2024
 /মুখে ঘা এর কারণ ঃ-★এর নির্দিষ্ট কোন কারন বিশেষজ্ঞরা খুজে পাই নি।★কোন কারনে আঘাত পেলে যেমনঃদাঁতের চিকিৎসার সময়,জোরে দাঁ...
25/08/2023

/মুখে ঘা এর কারণ ঃ-

★এর নির্দিষ্ট কোন কারন বিশেষজ্ঞরা খুজে পাই নি।
★কোন কারনে আঘাত পেলে যেমনঃদাঁতের চিকিৎসার সময়,জোরে দাঁত ব্রাশ করলে,কোন শক্ত খাবার খেতে গেলে,কামড় পড়লে কিংবা যেকোনো দুর্ঘটনায় মুখগহ্বর এ আঘাত পেলে।
★মানসিক দুশ্চিন্তা বা স্ট্রেস এর একটা বিশেষ কারন।
★রক্তস্বল্পতা থাকলে হতে পারে।
★হরমোনের ভারসাম্যহীনতা।
★রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে।
★ভিটামিনের অভাবে।

#মুখে_ঘায়ে_করনীয়

★সাধারণত এই ধরনের ক্ষত ৭/১০দিনের মধ্যে এমনি ভালো হয়ে যায়।
★মুখে ঘা হলে ঝাল ও মসলাদার খাবার এড়িয়ে চলুন।
★নরম ব্রিস্টল যুক্ত ব্রাশ ব্যবহার করুন।
★সুষম খাদ্য গ্রহণ করুন।খাবারে প্রয়োজনীয় ভিটামিন -বি,সি..জিংক..আয়রন নিশ্চিত করুন।
★পান,তামাক,জর্দা,সিগারেট এড়িয়ে চলুন।
★নিজে স্ট্রেস ফ্রি থাকুন,মানসিকভাবে সুস্থ থাকুন।
★ক্ষতে ব্যথা হলে প্যারাসিটামল বা পেইনকিলার খেতে পারেন।
★আক্রান্ত স্থানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী জেল বা ক্রীম লাগাতে পারেন।
★এই ধরনের ঘা বা ক্ষত বার বার হতে পারে।এটাই স্বাভাবিক।
★তবে মুখে ঘা বা ক্ষত ৪/৫ সপ্তাহের বেশি থাকলে সাথে জ্বর এবং অন্যান্য শারীরিক সমস্যা থাকলে অতিস্বত্তর ডাক্তার দেখান।
#মুখের_ক্ষত_ঘা #মুখে_ঘায়ে_করনীয়

24/08/2023

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when S R ডেন্টাল ল্যাব.কুমিল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share