সেইফ ডেন্টাল জোন

সেইফ ডেন্টাল জোন রোগী দেখার সময় প্রতিদিন সকাল ১০:০০ থেকে দুপুর ১:০০ পর্যন্ত,বিকাল ৪:০০ থেকে ৮:০০ পর্যন্ত। শুক্রবার বন্ধ।

কার্জকর : জানুয়ারি ২০২৩ ইং

লোকেশন: সেইফ ডেন্টাল জোন, চাঙ্গীনি দক্ষিণ মোড়, সিঙ্গার শোরুম এর বিপরিত পাশে, কোটবাড়ি রোড,কুমিল্লা।
--
গুগল ম্যাপে আমাদের লোকেশন: https://maps.app.goo.gl/AzU4KXNcyDxhCohH9?g_st=aw

🦷 রুট ক্যানেল = দাঁত বাঁচানোর সঠিক উপায়!আপনি কি জানেন, একটা পোকা দাঁত বা গভীর ক্ষয়ের কারণে দাঁতের ভিতর (pulp / নার্ভ) সং...
27/11/2025

🦷 রুট ক্যানেল = দাঁত বাঁচানোর সঠিক উপায়!

আপনি কি জানেন, একটা পোকা দাঁত বা গভীর ক্ষয়ের কারণে দাঁতের ভিতর (pulp / নার্ভ) সংক্রমিত হলে — সাধারণ ফিলিং আর কাজ করে না?
এই অবস্থায় অৰ্থাৎ বাষ্পীভূত নার্ভ, তীব্র ব্যথা বা পোলেপানের জন্য Root Canal Treatment (রুট ক্যানেল ট্রিটমেন্ট) হলো সেই উপায় যা আপনার নিজের দাঁতকে ভালোভাবে বাঁচিয়ে রাখে — দাঁত তোলার পরিবর্তে।

🔹 কেন রুট ক্যানেল?

সংক্রমিত বা ইনফেক্টেড পল্প অপসারণ করে দাঁত “সংক্রমণ-মুক্ত” করা যায়।

আর তার পর দাঁতটি গাট্টা-পার্চা দিয়ে ভরাট + ক্যাপ/ক্রাউন দিয়ে সিল করে, যাতে ভবিষ্যতে আবার কোনো সমস্যা না হয়।

ফল: ব্যথামুক্ত, নিরাপদ, এবং দীর্ঘস্থায়ী দাঁত — যা অনেক সময় দশ বছর বা তার বেশি টিকে যায়।
---
✅ আমরা কেন আলাদা?

আমরা আমাদের গ্রাহককে দিচ্ছি —

আধুনিক, মেশিন-ভিত্তিক রুট ক্যানেল পদ্ধতি — শুধু হাতে হাতেই নয়। আমরা ব্যবহার করি নতুন যুগের এন্ডোডন্টিক যন্ত্র ও যন্ত্রপাতি (যেমন Nickel‑Titanium rotary file + Electronic apex locator), যা পুরনো হাতে-ফাইলের তুলনায় অনেক দ্রুত, সঠিক ও কম অপজনশীল (atraumatic)।
ফলে — কম সময়, কম ব্যথা, দ্রুত রিকভারি + কম খরচে “বেস্ট সার্ভিস”।

আমাদের দন্তচিকিৎসক এবং টেক-টিম একসঙ্গে কাজ করে, মান নিশ্চিত করে।
---
💡 👉 মনে রাখবেন:
দাঁতে তীব্র ব্যথা, গরম/ঠান্ডায় অতিরিক্ত সংবেদনশীলতা, গাম্ফোলা বা ফোকাস (abscess), বা পুরনো ফিলিং/ক্রাউন খুলে গেছে — তাহলে দেরি না করে ক্লিনিক আসুন। রুট ক্যানেল ট্রিটমেন্ট দাঁত বাঁচায়, ব্যথাহ্রাস করে, এবং আপনার স্বাভাবিক খাওয়া-দাওয়া / হাসি-আনন্দ ফিরে দেয়।
---

📞 আজই অ্যাপয়েন্টমেন্ট নিন — কম খরচে, উন্নত প্রযুক্তিতে, আর শান্তি-মনে “নিয়মিত দাঁতের হাসি” ফেরান।

#দাঁত_রক্ষা #ডেন্টাল_কেয়ার

26/11/2025

🦷✨ দাঁতের সুরক্ষায় প্রাকৃতিক উপায়ে যত্ন নিন!
প্রতিদিন খুব ছোট কিছু অভ্যাস আপনার দাঁত ও মাড়িকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারে। কেমিক্যাল ছাড়াই একদম ন্যাচারাল উপায়ে দাঁতের যত্ন চান? তাহলে আজই শুরু করুন সহজ ৪টি অভ্যাস👇

✅ ফলমূল ও সবজিভোজন
প্রাকৃতিক ভিটামিন দাঁতকে শক্ত রাখে ও ব্যাকটেরিয়া কমায়।

🚫 ধূমপান ত্যাগ করুন
দাঁতের দাগ, মাড়ির ক্ষয় ও দুর্গন্ধ—সবই কমে যাবে।

🥥 তেল টানিং (Oil Pulling)
নারিকেল/তিলের তেল দিয়ে ১০ মিনিট কুলকুচি করলে ব্যাকটেরিয়া কমে ও দাঁত চকচকে হয়।

💧 পর্যাপ্ত পানি পান
মুখের এসিড কমিয়ে দাঁতের এনামেলকে রক্ষা করে।

আপনার ডেন্টাল হেলথকে রাখুন আরও নিরাপদ—প্রাকৃতিকভাবেই!
আর যেকোনো দাঁতের সমস্যায় মেসেজ করুণ ইনবক্সে।

Send a message to learn more

26/11/2025

Send a message to learn more

25/11/2025

রোগী–নিরাপত্তার মূল হলো সঠিক স্টেরিলাইজেশন। তাই আমরা ব্যবহার করি হাই-গ্রেড অটোক্লেভ, যা স্টিম প্রেসার ও উচ্চ তাপমাত্রায় সব জীবাণু সম্পূর্ণভাবে ধ্বংস করে।
দ্রুত, নির্ভরযোগ্য ও মেডিকেল-স্ট্যান্ডার্ড স্টেরিলাইজেশন—আপনার হাসির নিরাপত্তায় আমাদের প্রতিশ্রুতি।
সেইফ ডেন্টাল কেয়ার, আপনার দাতের সুরক্ষায়।

Send a message to learn more

🦷✨ আমাদের পরিষেবায় রয়েছে Rextar X Portable Dental X-Ray মেশিন।দাঁতের সঠিক রোগ নির্ণয়ে একটি নির্ভুল ও দ্রুত এক্স-রে অত্য...
25/11/2025

🦷✨ আমাদের পরিষেবায় রয়েছে Rextar X Portable Dental X-Ray মেশিন।

দাঁতের সঠিক রোগ নির্ণয়ে একটি নির্ভুল ও দ্রুত এক্স-রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ঠিক সেই কাজটিই আরও সহজ, নিরাপদ ও কার্যকরী করতে আমাদের ক্লিনিকে রয়েছে অত্যাধুনিক Rextar X Portable X-Ray Unit।

⭐ মেশিনটির বিশেষত্ব

✔ পোর্টেবল ডিজাইন: রোগীর পাশে বসেই তাৎক্ষণিক এক্স-রে নেওয়া যায়।
✔ উচ্চ রেজোলিউশন চিত্র: দাঁতের গভীরতম সমস্যাও খুব স্পষ্টভাবে দেখা যায়।
✔ লো রেডিয়েশন প্রযুক্তি: রোগী ও ডাক্তার দু’জনের জন্যই নিরাপদ।
✔ দ্রুত ফলাফল: মাত্র কয়েক সেকেন্ডেই পরিষ্কার ছবি—চিকিৎসা সিদ্ধান্ত নেওয়া আরও দ্রুত।
✔ হালকা ও সহজ ব্যবহার: আধুনিক প্রযুক্তিতে তৈরি, যেকোনো জায়গাতে ব্যবহার করা যায়।

🦷 কেন এটি রোগীর জন্য ভালো?

ব্যথাহীন ও দ্রুত সেবা

সঠিকভাবে দাঁতের সমস্যা শনাক্ত

অপ্রয়োজনীয় সময় ও ঝামেলা কমায়

নিরাপদ রেডিয়েশন মাত্রা

আমরা আমাদের প্রতিটি রোগীকে সেরা ও আধুনিক প্রযুক্তিভিত্তিক দাতের চিকিৎসা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ❤️

Restorative Dentistry"Broken Tooth? No Problem! 💪This patient came in with a chipped tooth, and look at the transformati...
27/11/2024

Restorative Dentistry

"Broken Tooth? No Problem! 💪
This patient came in with a chipped tooth, and look at the transformation!

✔ Before: Damaged and uneven
✔ After: Perfectly restored

26/04/2024
24/04/2024

Address

Cumilla
3500

Opening Hours

Monday 10:00 - 14:00
Tuesday 10:00 - 14:00
Wednesday 10:00 - 14:00
Thursday 10:00 - 14:00
Saturday 10:00 - 14:00
Sunday 10:00 - 14:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when সেইফ ডেন্টাল জোন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category